Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জলীয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জলীয় এর বাংলা অর্থ হলো -

(p. 312) jalīẏa দ্র জল।
170)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জনু2, জনূ
(p. 312) janu2, janū বি. উত্পত্তি, জন্ম। [সং. √ জন্ + উ, ঊ]। 69)
জগজ্জননী
(p. 311) jagajjananī বি. 1 জগতের মাতা; জগন্মাতা; 2 দুর্গাদেবী; 3 পরমেশ্বরী। [সং. জগত্ + জননী]। 19)
জটে, জটিয়া
(p. 312) jaṭē, jaṭiẏā বিণ. জটাবিশিষ্ট, জোটে। [বাং. জট + ইয়া এ]। ̃ বুড়ি - জোটেবুড়ি -র রূপভেদ। 23)
জায়গা
(p. 322) jāẏagā বি. 1 স্হান, ঠাঁই (দাঁড়াবার জায়গা); 2 জমি, ভূমি (জায়গা কিনে বাড়ি করা); 3 অবস্হা, পরিবেশ (লোভের জায়গা); 4 পাত্র, আধার (দুধের জায়গা); 5 আশ্রয় (পৃথিবীতে তার আর জায়গা নেই); 6 বাস, আবাস (জঙ্গলটা সাপের জায়গা); 7 পরিবর্ত (আমার জায়গায় অন্য লোক নাও); 8 সুযোগ (জায়গা বুঝে কথা বলতে হয়)। [ফা. জায়গাহ্]। ̃ জমি বি. ভূ-সম্পত্তি। 52)
জঙ্গল
(p. 312) jaṅgala বি. 1 ছোট বা অগভীর বন; 2 বন, অরণ্য (জঙ্গলের পশু); 3 আগাছা (জঙ্গল সাফ করছে)। [সং. √ গল্ + য-তু. ফা. জঙ্গল্]। জংলা বিণ. বুনো, বন্য। জংলি বিণ. 1 বুনো, বন্য; 2 অসভ্য; 3 অমার্জিত। জঙ্গুলে বিণ. বন্য, বুনো; অরণ্যজাত। 11)
জনেক
(p. 312) janēka বিণ. অনির্দিষ্ট কোনো একজন, জনৈক ('জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটলো বলে শাপ দিলেন প্রভু': বুদ্ধ)। [বাং.মতে জন + এক]। 70)
জই
জ্বলা
(p. 331) jbalā ক্রি. 1 পোড়া, দগ্ধ হওয়া (কয়লা জ্বলছে); 2 প্রদীপ্ত হওয়া ('সেখানে দুচোখে জ্বলে তারা': বিষ্ণু); 3 আলোকদান করা (বাতি জ্বলে); 4 জ্বলজ্বল করা (বিড়ালের চোখ জ্বলে); 5 জ্বালা করা (বুক জ্বলে গেল); 6 অতিশয় ক্রোধের উদ্রেক হওয়া (কথা শুনলে গা জ্বলে)। বি. উক্ত সব অর্থে। বিণ. দগ্ধ; জ্বলেছে বা জ্বলছে বা জ্বলে এমন। [সং. √ জ্বল্ + বাং. আ]। 30)
জীবনীয়
(p. 327) jībanīẏa বিণ. প্রাণধারণের জন্য আবশ্যক। বি. জল। [সং. জীবন + ঈয়]। 2)
জগন্নিবাস
(p. 311) jagannibāsa বি. 1 যিনি জগতের বা সর্বজনের নিবাস আধার বা আশ্রয়; ঈশ্বর; 2 শ্রীকৃষ্ণ; 3 বিষ্ণু। [সং. জগত্ + নিবাস]। 35)
জলা
(p. 312) jalā বি. জলময় নিম্নভূমি, বিল। বিণ. জলময় ও নিচু; জলে ডুবে থাকে এমন (জলাভূমি, জলাজায়গা)। [সং. জল + বাং. আ]। ̃ ভূমি বি. নিচু জলা জায়গা। 158)
জাতি2
(p. 321) jāti2 বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)। [সং. √ জন্ + তি]। ̃ গত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। ̃ চ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। ̃ তত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্যপরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা। ̃ ধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি। ̃ নাশ, ̃ পাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া। ̃ বর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)। ̃ বাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)। ̃ বিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা। ̃ বৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা। ̃ ভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ। ̃ ভ্রষ্ট - জাতিচ্যুত -র অনুরূপ। ̃ সংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ। ̃ সত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। ̃ স্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন। 14)
জল্প
জওয়াব়, জওসম
(p. 311) jōẏāb়, jōsama যথাক্রমে জবাব ও জসম -এর অপ্রচলিত রূপভেদ। 9)
জুদা
(p. 327) judā বিণ. পৃথক, তফাত। [ফা. জুদাহ্]। 38)
জ্বালা-মুখী
(p. 331) jbālā-mukhī বি. পাঞ্জাবের একটি পীঠস্হান। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ (প্রধান) + ঈ]। 45)
জায়া
(p. 322) jāẏā বি. পত্নী, স্ত্রী। [সং. √ জন্ + য + আ]। ̃ জীব, ̃ জীবী (-বিন্) বি. 1 পত্নীর উপার্জনে জীবিকা নির্বাহকারী; 2 নটীর স্বামী। ̃ পতি বি. স্বামী-স্ত্রী, দম্পতি। 57)
জারণ
(p. 322) jāraṇa বি. পরিপাক, জীর্ণ করা; জারিত করা। [সং. + √ জৃ + ণিচ্ + অন]। 62)
জন্মায়তি
(p. 312) janmāẏati বিণ. চিরসধবা। [সং. জন্ম + বাং. আয়তি (আয়ুষ্মতী)]। 82)
জ্যানির্ঘোষ
(p. 331) jyānirghōṣa দ্র জ্যা। 50)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2543082
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148928
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740975
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 954207
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886787
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840356
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698846
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604217

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us