Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চপ্পল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চপ্পল এর বাংলা অর্থ হলো -

(p. 279) cappala বি. চটিজুতাবিশেষ, স্যাণ্ডেল (sandal)।
[হি. চপ্পল্]।
3)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চারণ1
চলোর্মি
(p. 281) calōrmi বি. অস্হির তরঙ্গ। [সং. চল + ঊর্মি]। 14)
চাল৩
(p. 281) cāla3 বি. 1 জীবনযাত্রার ধরন (বনেদি চাল); 2 প্রথা, কর্মপ্রণালী, আচারব্যবহার (চালচলন); 3 ফন্দি, কৌশল (চাল ফসকানো, বুদ্ধির চাল); 4 গতিভঙ্গি (গদাইলশকরি চাল); 5 দাবা লুডো পাশা প্রভৃতি খেলায় ঘুঁটির দান (এবার তুমি চাল দেবে); 6 মিথ্যা বা ফাঁকা বড়াই (চালবাজ, চাল মারা)। [দেশি-তু. সং. √চল্]। চাল কমানো ক্রি. বি. জীবনযাত্রার আড়ম্বর কমানো; ব্যয় সংকোচ করা। চাল চালা ক্রি. বি. ফন্দি খাটানো; 3 দাবা পাশা ইত্যাদি খেলায় দান দেওয়া। চাল বাড়ানো ক্রি. বি. জীবনযাত্রার আড়ম্বর বাড়ানো; ব্যয় বৃদ্ধি করা। চাল মারা বি. ক্রি. মিথ্যা বড়াই করা; ফাঁকি দেওয়া। ̃ চলন বি. রীতিনীতি; স্বভাবচরিত্র; আচারব্যবহার। ̃ বাজ বিণ. মিথ্যা বড়াইকারী; ফন্দিবাজ। ̃ বাজি বি. মিথ্যা বড়াই; ফাঁকিবাজি; ফন্দিবাজি। 163)
চড়ন
চুকা2, চোকা
(p. 290) cukā2, cōkā ক্রি. 1 শেষ বা সম্পন্ন হওয়া (এতক্ষণে কাজ চুকল); 2 থেমে যাওয়া (হাঙ্গামা চুকেছে); 3 দূর হওয়া, বিদায় হওয়া (আপদ চুকেছে); 4 (বিরল) গ্রাহ্য বা ভয় করা (আমি কাউকে চুকি না); 5 পিছে হটা, দমে যাওয়া (সে এত সহজে চুকবে না)। [হি. √চুক্ + বাং. আ]। ̃ নো ক্রি. শেষ বা সমাপ্ত করা; মিটানো (কাজ চুকিয়ে দাও); পরিশোধ করা (দাম চুকিয়ে দিয়ো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 70)
চুঞ্চু
চৌদোল
(p. 299) caudōla দ্র চৌ ও চতুর্দোল। 12)
চোখল
(p. 297) cōkhala বিণ. 1 চোখযুক্ত; 2 সব দিকে নজর আছে এমন; 3 চালাকচতুর। [বাং. চোখ + ওয়াল অল]। 5)
চাবি, চাবি-কাঠি
(p. 281) cābi, cābi-kāṭhi বি. 1 তালা বন্ধ করার বা খোলার শলাকাবিশেষ, কুঞ্চিকা; 2 যন্ত্রাদি চালু করার কলবিশেষ (ঘড়ির চাবি, হারমানিয়ামের চাবি)। [পো. chave]। চাবি দেওয়া ক্রি. বি. তালা বন্ধ করা ('সমস্ত অলঙ্কার লৌহ-সিন্ধুকে পুরিয়া চাবি দিল': শরত্)। 124)
চিন-চিন
(p. 290) cina-cina অব্য. বি. অস্পষ্ট ঈষত্ জ্বালা (নখের ডগাটা চিনচিন করছে)। [দেশি]। 10)
চক্রিকা
(p. 275) cakrikā বি. 1 হাঁটুর গোল অস্হি, মালাইচাকি; 2 হাঁটু, জানু। [সং. চক্র + ক + আ]। 4)
চক-মকি
(p. 274) caka-maki বি. ঠুকলে আগুন জ্বলে এমন পাথর। [তুর. চক্মকি]। 11)
চেঁচাড়ি
চাপা
(p. 281) cāpā ক্রি. 1 চাপ দেওয়া, ভর দেওয়া, ভার দেওয়া (চেপে বসা, বোঝা হয়ে চেপে থাকা); 2 টেপা (গলা চেপে ধরা); 3 ঢাকা, লুকানো (কথাটা চেপে গেছি); 4 ব্যাপ্ত করা ('পাঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা': কৃত্তি.); 5 আরোহণ করা (গাড়ি চেপে যাওয়া, ঘোড়ায় চাপা, মায়ের কোলে চেপে)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 রুদ্ধ (চাপা গলায় কথা); 2 পিষ্ট (গাড়ি চাপা পড়েছে); 3 আবৃত, আচ্ছাদিত (জায়গাটা কাঁটা ঝোপে চাপা); 4 অস্পষ্ট, অনুচ্চ (চাপা সুর); 5 গুপ্তভাবে রচিত বা প্রচলিত (চাপা গুজব); 6 টোল-খাওয়া, বসে-যাওয়া (মেরুদেশ কিঞ্চিত্ চাপা); 7 অব্যক্ত, প্রকাশ করে না এমন (চাপা দুঃখ); 8 মনের কথা সহজে প্রকাশ করে না এমন (চাপা স্বভাবের লোক)। [সং. √চপ্ + বাং. আ]। চাপা দেওয়া ক্রি. বি. 1 ঢাকা দেওয়া বা ভার চাপানো (কাগজটা চাপা দাও); 2 গোপন করা (একথা চাপা দেওয়া যাবে না)। চাপা পড়া ক্রি. বি. 1 ঢেকে যাওয়া (লতাপাতায় চাপা পড়েছে); 2 স্মরণ বা আলোচনার বাইরে থাকা (আমার কথাটা চাপা পড়ে গেল); 3 ভারের চাপে পড়া বা পিষ্ট হওয়া (গাড়ির নীচে চাপা পড়েছে)। চেপে ধরা ক্রি. বি. (আল.) বিশেষভাবে অনুরোধ বা পীড়াপীড়ি করা। চেপে যাওয়া বি. ক্রি. না বলে চুপ করে থাকা। চেপে বসা বি. ক্রি. 1 ঠেলে বসা; 2 কায়েম হয়ে বসা, দীর্ঘকালের জন্য বসা; উঠতে না দেওয়া; সম্পূর্ণভাবে অধিকার করা। ̃ চাপি বি. 1 পীড়াপীড়ি; 2 ঢাকাঢাকি; গোপনতা। ̃ চুপি বি. গোপনতা। 119)
চারক
(p. 281) cāraka বিণ. যে চরায় (গোচারক, পশুচারক)। [সং. √চর্ + ণিচ্ + অক]। 141)
চেঙড়া, চেংড়া
(p. 294) cēṅaḍ়ā, cēṇḍ়ā দ্র চ্যাংড়া। 54)
চির1
(p. 290) cira1 বি. 1 ফাট, বিদারণ; 2 লম্বা ফালি বা টুকরো (কাগজটাকে তিন চির করে কাটো; ফেটে চৌচির)।[সং. চীর]। ̃ কূট বি. 1 কাগজের টুকরো; 2 অতি ক্ষুদ্র চিঠি (তাঁর কাছে একটা চিরকুট পাঠিয়ে দিল); 3 ছেঁড়া ময়লা পুরনো কাপড়। 34)
চৈত্র, চৈত্রিক
(p. 294) caitra, caitrika বি. বাংলা সনের দ্বাদশ মাস। [সং. চিত্রা + অণ্ + ঈ (স্ত্রী.) = চৈত্রী + অ, ইক]। ̃ সংক্রান্তি বি. চৈত্র মাসের শেষ দিন। 96)
চট1
(p. 275) caṭa1 বি. পাটের সুতোর তৈরি মোটা বস্ত্রবিশেষ, গুন। [দেশি]। ̃ কল বি. চট তৈরির কারখানা। 16)
চুম্বন
(p. 294) cumbana বি. ওষ্ঠাধর দিয়ে স্পর্শ, চুমা। [সং. √চুম্ব্ + অন]। চুম্বন করা ক্রি. চুমু খাওয়া। চুম্বন দেওয়া ক্রি. 1 চুমু খাওয়া; 2 চুমু খেতে দেওয়া। চুম্বিত বিণ. চুমু খাওয়া হয়েছে এমন; স্পর্শ করেছে এমন (অম্বরচুম্বিত)। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542392
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148116
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740093
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 953174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886539
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840185
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698669
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us