Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঘর এর বাংলা অর্থ হলো -

(p. 266) ghara বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)।
[সং. গৃহ প্রাকৃ. ঘর]।
ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)।
ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)।
ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)।
ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা।
ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)।
ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)।
ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা।
ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া।
ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা।
ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়াভিতরে আসা।
ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ।
ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা।
ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরেবাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)।
ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)।
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া।
ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী।
কন্না,করনা
বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা।
কুনো
বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক।
ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)।
ছাড়া
বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী।
জামাই
বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে।
জোড়া
বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন।
জ্বালানে
বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন।
স্ত্রী.জ্বালানি।
ঘর-ঘর বি. আত্মপর, আপনপর।
পোড়া
বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)।
বি. হনুমান।
ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়।
পোষা
বিণ. গৃহপালিত।
বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)।
বাড়ি
বি. বাসগৃহাদি।
ভাঙানে
বিণ. গৃহবিচ্ছেদকারী।
স্ত্রী.ভাঙানি।
মুখো
বিণ. নিজ গৃহাভিমুখী।
সংসার
বি. গৃহস্হালিসাংসারিক কাজকর্ম।
সন্ধানী
বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঘা
(p. 266) ghā বি. 1 আঘাত, চোট (মাথায় ঘা লেগেছে); 2 প্রহার (দিয়েছি ঘা-কতক) ; 3 ক্ষত (ঘায়ে মলম লাগানো); 4 মনঃকষ্ট (অভিমানে ঘা লাগ); 5 শোক; 6 ক্ষতি (ব্যাবসায় ঘা। [সং. ঘাত-তু. সাঁও. ঘাও]। ঘা করা ক্রি. বি. ক্ষত সৃষ্টি করা (খুঁচিয়ে ঘা করা)। ঘা খাওয়া ক্রি. বি. (প্রধানত মনে) আঘাত বা বেদনা পাওয়া; ক্ষতিগ্রস্ত হওয়া। ঘা দেওয়া ক্রি. বি. 1 (প্রধানত মনে) আঘাত বা বেদনা দেওয়া; 2 (সর্পের দংশন সম্বন্ধে) দংশন করা (জাতসাপে ঘা দিয়েছে)। ঘা মারা ক্রি. বি. আঘাত করা। ঘা শুকানো ক্রি. বি. ক্ষত আরোগ্য হওয়া (এ ঘা শুকোতে সময় লাগবে)। ঘা সওয়া ক্রি. বি. আঘাত বা ক্ষতি সহ্য করা (এ জীবনে অনেক ঘা সয়েছি)। ঘা-সওয়া বিণ. আঘাত বা ক্ষতি সহ্য করেছে এমন। ঘা হওয়া ক্রি. বি. ক্ষত হওয়া। ঘা-কতক বি. বেশকিছু প্রহার। ঘা-কতক খাওয়া ক্রি. বি. ভালোরকম মার খাওয়া। ঘা-কতক দেওয়া, ঘা-কতক বসিয়ে দেওয়া ক্রি. বি. ভালোরকম মার দেওয়া, উত্তম-মধ্যম প্রহার করা। খুঁচিয়ে ঘা করা ক্রি. অকারণ খোঁচাখুঁচির ফলে সুস্হ স্হান ক্ষত করা; (আল.) অনাবশ্যক আলোচনার দ্বারা অপ্রিয় অবস্হার সৃষ্টি করা। 43)
ঘটি
(p. 265) ghaṭi বি. ঘটের মতো ধাতুনির্মিত ছোট জলপাত্রবিশেষ (ঘটিবাটি)। [সং. ঘটী]। 16)
ঘূর্ণি, ঘূর্ণিত, ঘূর্ণিবাত, ঘূর্ণ্যমান
(p. 270) ghūrṇi, ghūrṇita, ghūrṇibāta, ghūrṇyamāna দ্র ঘূর্ণ। 23)
ঘুণ
(p. 269) ghuṇa বি. কাঠ ধ্বংসকারী পোকাবিশেষ (ঘুণ করা)। বিণ. (কথ্য. বাং.) 1 অভিজ্ঞ; 2 নিপুণ (এ কাজে সে খুবই ঘুণ)। [সং. √ঘুণ্ + অ]। ঘুণাক্ষর বি. কাঠে ঘুণপোকা অক্ষরের মতো অস্পষ্ট যে ক্ষতচিহ্ন করে; (আল.) সামান্য ইঙ্গিত, আভাস (ঘুণাক্ষরেও টের পাইনি)। 29)
ঘট-ঘট
ঘণ্টিকা, ঘণ্টী
(p. 266) ghaṇṭikā, ghaṇṭī বি. 1 ছোট ঘণ্টা, ঘণ্টি; 2 আলজিভ। [সং. ঘণ্টা + ক + আ, ঘণ্ট + ঈ]। 11)
ঘুগনি
(p. 269) ghugani বি. আলু, সিদ্ধ মটর, নারকেল প্রভৃতি মিশিয়ে তৈরি খাবারবিশেষ। [হি. ঘুঁঘ্নী]। ̃ দানা বি. ঘুগনি। 21)
ঘনান্ধ-কার
(p. 266) ghanāndha-kāra বি. গাঢ় অন্ধকার। [সং. ঘন + অন্ধকার]। 20)
ঘেঁচু
(p. 270) ghēn̐cu বি. 1 ক্ষুদ্র কচু; 2 (অবজ্ঞার্থে) কিছুই নয় (তুমি আমার ঘেঁচু করবে)। [দেশি; 'কচু'-র সহচর শব্দ-কচুঘেঁচু]। 36)
ঘিঞ্জি
ঘনাগম
ঘিন-ঘিন
(p. 269) ghina-ghina অব্য. বি. ঘৃণার জন্য অস্বস্তি বোধ (গা ঘিনঘিন করা)। [সং. ঘৃণা]। ঘনে-ঘিনে বিণ. অতিরিক্ত ঘৃণা বোধ করে এমন। 11)
ঘণ্টা-পথ
(p. 266) ghaṇṭā-patha বি. বড় রাস্তা; রাজপথ। [সং. ঘণ্টা + পথ]। 9)
ঘোটন
(p. 272) ghōṭana বি. 1 আলোড়ন; 2 তরল পদার্থের সঙ্গে মিশ্রিত করা ; 3 পেষণ; 4 অন্বেষণ। [বাং. √ঘুট্ (ঘুঁট্) + অন]। ঘোটনা বি. যে দণ্ডের দ্বারা ঘোটা হয়। 7)
ঘূর্ণায়মান মঞ্চ
(p. 270) ghūrṇāẏamāna mañca বি. যে মঞ্চ ঘোরে, revolving stage. [সং. √ঘূর্ণ্ + ণিচ্ + শানচ্ = ঘূর্ণায়মান + মঞ্চ]। 22)
ঘনাত্যয়, ঘনান্ত
(p. 266) ghanātyaẏa, ghanānta বি. 1 মেঘের প্রস্হান; 2 বর্ষাকালের অবসান বা বিদায় ; 3 শরত্ ঋতু। [সং. ঘন + অত্যয়, অস্ত]। 18)
ঘন
(p. 266) ghana বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube - যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হবেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্হবেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ̃ কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ̃ ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ̃ ঘোর বিণ. মেঘে আচ্ছন্নঅন্ধকারময়। ̃ তা, ̃ ত্ব বি. দৈর্ঘ্য প্রস্হবেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ̃ ফল বি. দৈর্ঘ্য প্রস্হবেধের গুণফল। ̃ বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ̃ বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্হাপন। ̃ বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ̃ মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ̃ শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।̃ সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ। 13)
ঘ্যাঙর-ঘ্যাঙ
ঘনায়-মান
(p. 266) ghanāẏa-māna বিণ. 1 ঘনিয়ে আসছে বা নিকটবর্তী হচ্ছে এমন; 2 ঘন হয়ে আসছে বা জমে উঠছে বা জমাট হচ্ছে এমন (ঘনায়মান অন্ধকার)। [সং. √ঘনায় (নামধাতু) + মান (শানচ্)]। 22)
ঘ্যানর-ঘ্যানর
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541916
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147598
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739504
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952455
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886399
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us