Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গর্দা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গর্দা এর বাংলা অর্থ হলো -

(p. 243) gardā বি. ময়লা; ধুলোবালি।
[ফা. গর্দ]।
14)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গতি
(p. 239) gati বি. 1 গমন, যাত্রা; 2 চলার বেগ (মৃদুগতি, হাঁটার গতি) ; 3 উপায়, ব্যবস্হা (একটা গতি করতে হবে); 4 আশ্রয়, শরণ, সহায় (তিনি ছাড়া আমাদের আর গতি কে আছেন?) ; 5 পরিণাম, মৃত্যুর পরবর্তী অবস্হা (নরকেও তোমার গতি হবে না, নরক-গতি); 6 উদ্ধারের পথ (পাপিষ্ঠের কী গতি হবে?) ; 7 সত্কার, অন্ত্যেষ্টিক্রিয়া (মৃতের গতি করা দরকার) ; 8 অবস্হা (দুর্গতি); 9 ধরনধারণ, গতিক (আকাশের গতি সুবিধার নয়)। [সং. √গম্ + তি]। ̃ ক্রিয়া বি. দীর্ঘসূত্রতা। ̃ দায়ী (-য়িন্) বিণ. মুক্তিদাতা। ̃ দায়িনী বিণ. (স্ত্রী.) মোক্ষদাত্রী; যিনি মুক্তি দেন। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. গতিবিষয়ক বা বেগবিষয়ক শাস্ত্র, dynamics kinetics. ̃ বিধি বি. 1 চালচলন, কার্যকলাপ (শত্রুর গতিবিধি); 2 যাতায়াত (রাজসভায় গতিবিধি আছে তাঁর); 3 মুক্তির উপায় ('ওমা কর গতিবিধি' রা. প্র.)। ̃ ভঙ্গ বি. চলতে চলতে বাধা পেয়ে থেমে যাওয়া; অর্ধপথে নিবৃত্তি। ̃ ময় বিণ. গতিসম্পন্ন, বেগবান। ̃ রোধ বি. পথরোধ; বাধা। ̃ শীল বিণ. চলিষ্ণু, প্রগতিধর্মী, গতিময় (গতিশীল সমাজ)। গতিষ্ণু বিণ. গতিশীল, যার গতি আছে এমন, চলিষ্ণু, dynamic. 14)
গৃহাভি-মুখী
(p. 253) gṛhābhi-mukhī (-খিন্) বিণ. গৃহের দিকে চলেছে এমন (গৃহাভিমুখী শ্রমিকের দল); গৃহের দিকে ফিরে রয়েছে এমন। [সং. গৃহ + অভিমুখিন্]। 67)
গাড়ু
(p. 246) gāḍ়u বি. 1 নলযুক্ত জলপাত্রবিশেষ, বদনা; 2 ঝারি। [সং. গড্ডুক]। 34)
গবাগব
(p. 241) gabāgaba দ্র গপগপ। 10)
গাঁ
গীর্বাণ
(p. 250) gīrbāṇa বি. গীঃ অর্থাত্ বাক্যই যার বাণ বা কার্যসিদ্ধির উপায়; দেবতা। [সং. গির্ + বাণ (বহু.)। ̃ বাণী বি. দেবভাষা; সংস্কৃত ভাষা। 21)
গুণাধার
(p. 250) guṇādhāra বি. গুণের আধার; গুণসম্পন্ন ব্যক্তি। [সং. গুণ + আধার]। 73)
গর্জ-মান
(p. 243) garja-māna বিণ. গর্জন করছে এমন, গর্জনরত (মাথার উপর গর্জমান মেঘ)। [সং. √গর্জ্ + মান (শানচ্)]। 8)
গীষ্পতি, গীঃপতি
(p. 250) gīṣpati, gīḥpati বি. 1 দেবগুরু বৃহস্পতি; 2 মহাপণ্ডিত। [সং. গির্ + পতি]। 22)
গাব্বু
(p. 246) gābbu বি. গুলি বা মারবেল দিয়ে খেলাবিশেষ। [দেশি]। 67)
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
গাঁজ, গাঁজলা
(p. 246) gān̐ja, gān̐jalā বি. ফেনা, froth; খামির। [দেশি]। গাঁজন বি. পচন, গেঁজে ওঠা, মাতন fermentation. 3)
গতীয়
(p. 239) gatīẏa বিণ. গতি গতিবিদ্যা বা গতিবিজ্ঞানসম্বন্ধীয়, kinetic, dynamic (বি.প.)। [সং. গতি + ঈয়]। 16)
গোলা৪
(p. 256) gōlā4 ক্রি. গুলা (গুলা2 দ্র), জল ইত্যাদির সঙ্গে মিশিয়ে তরল করা (ওষুধ গোলা, জলে রং গোলা)। বি. জলের সঙ্গে মিশিয়ে তরল করা হয়েছে এমন বস্তু (গোবর গোলা, রঙের গোলা)। বিণ. ওইভাবে তরলীকৃত (গোলা ময়দা, গোলা রং)। [বাং. √গুল্ + আ]। গোলা হাঁড়ি যে হাঁড়িতে ঘর নিকাবারগোবরছড়া দেবার জন্য গোবর-গোলা রাখা হয়।
গোলাপ-পাশ
(p. 261) gōlāpa-pāśa বি. কার্বা, গোলাপজলের পাত্র। [বাং. গোলাপ + ফা. পাশ2]। 5)
গ্যাঁড়ানো
(p. 261) gyān̐ḍ়ānō দ্র গেঁড়া। 37)
গঙ্গা
(p. 236) gaṅgā বি. 1 গঙ্গা নদী, ভাগীরথী; 2 শিবপত্নী; গঙ্গাদেবী। [সং. √গম্ + গ + আ]। ̃ জ বিণ. গঙ্গাজাত। বি. 1 ভীষ্ম; 2 কার্তিকেয়। ̃ জল বি. 1 গঙ্গানদীর জল; 2 সখী বা সই পাতানোর সম্পর্ক। ̃ জলি বি. 1 অন্তর্জলি; মুর্মূষু ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া; 2 গঙ্গাজল স্পর্শ করে শপথ; 3 গঙ্গাজলের মতো গেরুয়া রংবিশিষ্ট। ̃ ধর বি. শিব। ̃ পুত্র বি. 1 ভীষ্ম; 2 শবদাহ করে এমন সম্প্রদায়বিশেষ, মুর্দাফরাস। ̃ প্রাপ্তি বি. গঙ্গাতীরে মৃত্যু; মৃত্যু। ̃ ফড়িং বি. সবুজ রঙের পতঙ্গবিশেষ। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গঙ্গানদীর তীরে বসবাসকারী। ̃ যমুনা বি. গঙ্গাযমুনা নদী। বিণ. 1 সাদা ও কালো রঙের; 2 দুই ভিন্ন রং পাশাপাশি আছে এমন (গঙ্গাযমুনা শাড়ি); 3 সোনা ও রুপা মিশ্রিত। ̃ যাত্রা বি. গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তির গঙ্গাতীরে যাওয়া। ̃ যাত্রী (-ত্রিন্) বি. 1 মুমূর্ষু ব্যক্তি; 2 যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী। ̃ লাভ বি. গঙ্গাতীরে মৃত্যু। ̃ সংগম, ̃ সাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান। গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢ়োয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ। গঙ্গোদক বি. গঙ্গাজল। 8)
গজেন্দ্র
গাজি
গন-গন, গন্-গন্
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542430
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148160
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740151
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 953266
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886559
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840203
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698674
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604113

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us