Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনাগ্রহ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অনাগ্রহ এর বাংলা অর্থ হলো -

(p. 24) anāgraha বি. আগ্রহ বা উত্সাহের অভাব (কাজে অনাগ্রহ, সংগীতে অনাগ্রহ)।
[সং. ন+আগ্রহ]।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীনউপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অপরি-মাণ
অধি-শায়িত
(p. 17) adhi-śāẏita বিণ. (উপরে) স্হাপিত; (উপরে) শোয়ানো হয়েছে এমন; শায়িত। [সং. অধি+√ শী+ণিচ্+ত]। 93)
অনুদ্দেশ
(p. 28) anuddēśa বি. খোঁজ না পাওয়া। বিণ. নিখোঁজ। [সং. ন (অন্) + উদ্দেশ]। 13)
অধি.কর্তা
(p. 17) adhi.kartā (-র্তৃ) বি. যার অধিকারে কোনো সরকারি বিভাগ বা দপ্তর থাকে, কোনো সরকারি বিভাগের পরিচালক, director (স. প.)। [সং. অধি+কর্তা]। 50)
অবর্ত-মান
অবিরুদ্ধ
(p. 49) abiruddha বিণ. বিরুদ্ধ বা প্রতিকূল নয় এমন; অনুকূল। [সং. ন + বিরুদ্ধ]। 17)
অধিকাংশ
(p. 17) adhikāṃśa বিণ. 1 বেশির ভাগ; 2 অর্ধেকের বেশি; 3 প্রায় সমস্ত। [সং. অধিক+অংশ]। 52)
অব-দান
(p. 44) aba-dāna বি. 1 প্রশংসনীয় কর্ম; মহত্ কর্ম; কীর্তি; 2 কর্ম; কৃতকর্ম; 3 সাহসিকতাপূর্ণ কাজ। [সং. অব + √ দৈ (=দা) + অন]। 18)
অনৈচ্ছিক
(p. 32) anaicchika বিণ. স্বেচ্ছায় চালিত বা কৃত নয় এমন; ইচ্ছাশক্তির দ্বারা চালিত নয় এমন, involuntary (বি. প.)। [সং. ন + ঐচ্ছিক]। 24)
অনীক
(p. 25) anīka বি. 1 সৈন্যদল; 2 যুদ্ধ। [সং. অন্ + ঈক]। অনীকিনী বি. সৈন্যবাহিনীবিশেষ: এক অক্ষৌহিণীর দশ ভাগের এক ভাগ। 62)
অপস্কর
(p. 39) apaskara বি. 1 গুহ্যদ্বার, anus; 2 মল, বিষ্ঠা; 3 রথের অংশবিশেষ। [সং. অপ + √ কৃ + অ, স্ আগম]. 28)
অবনি-বনা, অবনি-বনাও
(p. 45) abani-banā, abani-banāō বি. (মতের) অমিল, অনৈক্য; অসস্প্রীতি, সদ্ভাব বা মিলমিশের অভাব। [বাং. অ + হি. বনিবনাও]। 4)
অনুদ্ভিন্ন
অবাঙ্গনস-গোচর, অবাঙ্-মনস-গোচর
(p. 46) abāṅganasa-gōcara, abāṅ-manasa-gōcara বিণ. ভাষা ও বোধের অগোচর, বাক্য ও মনের অগোচর, ভাষায় প্রকাশ করা বা চিন্তা করা যায় না এমন। [সং. ন + বাক্ + মনস্ + গোচর]। 48)
অগোর1
(p. 7) agōra1 বি. অগুরু, সুগন্ধি কাঠবিশেষ ('সুবাসিত গন্ধ আদি অগোর চন্দন': ক. ক.)। [ সং. অগুরু]। 6)
অপরাহ্ন
(p. 34) aparāhna বি. দিনের শেষ ভাগ, মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকাল। [সং. অপর + অহ্ন]। 132)
অগ্রহণ
(p. 8) agrahaṇa বি. না নেওয়া, গ্রহণের অভাব। [সং. ন+গ্রহণ]। 6)
অপ্রমেয়
(p. 42) apramēẏa বিণ. 1 অজ্ঞেয়; 2 পরিমাপ করা যায় না এমন; অসংখ্য; প্রচুর; 3 প্রমাণ করা যায় না এমন। বি. ব্রহ্ম। [সং. ন + প্রমেয়]। 20)
অধ্যবসায়
(p. 20) adhyabasāẏa বি. ক্রমাগত চেষ্টা; দৃঢ় ও অবিরাম উদ্যমসাধনা। [সং. অধি+অব+√ সো+অ]। ̃ শীল, অধ্যবসায়ী (-যিন্) বিণ. অবিরাম চেষ্টা করে যায় এমন, নিয়ত যত্নশীল। 24)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542082
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147788
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739734
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952636
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886454
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698596
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604069

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us