Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভাববার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-পনা
(p. 488) -panā বাংলা ভাষায় ভাববাচক প্রত্যয়বিশেষ (গিন্নিপনা, নাটুকেপনা, গুণপনা)। 67)
অধ্যয়ন
(p. 20) adhyaẏana বি 1 মনোযোগের সঙ্গে পাঠ; 2 শাস্ত্রালোচনা। [সং. অধি+√ ই+অন]। ̃ .রত বিণ. গভীর মনোযোগের সঙ্গে পাঠ করেছে এমন। ̃ .শীল বিণ. গভীর মনোযোগের সঙ্গে পাঠ করার অভ্যাস বা স্বভাববিশিষ্ট। 25)
অমানুষ
(p. 57) amānuṣa বিণ. 1 মনুষ্যত্বহীন, মানুষের গুণ নেই এমন; পশুর মতো স্বভাববিশিষ্ট; 2 অলৌকিক, মনুষ্যাতীত। বি. মানুষ ছাড়া অন্য; মনুষ্যত্বহীন ব্যক্তি; পশুতুল্য মানুষ, স্বভাবে হীন এমন ব্যক্তি। [সং. ন + মানুষ]। অমানুষিক বিণ. 1 মানুষের অসাধ্য (অমানুষিক পরিশ্রম); 2 মানুষের পক্ষে অসহ্য (অমানুষিক অত্যাচার)। বি. অমানুষিকতা। 23)
অসচ্চরিত্র
(p. 67) asaccaritra বিণ. চরিত্র ভালো নয় এমন; অসাধু; মন্দ স্বভাববিশিষ্ট। [সং. ন + সচ্চরিত্র]। স্ত্রী. অসচ্চরিত্রা। ̃ তা বি. চরিত্রের দোষ, মন্দ স্বভাব। 59)
অসামাল
(p. 72) asāmāla বিণ. সামলাতে পারে না এমন, বেসামাল; অসর্তক; এলোমেলো, শিথিল স্বভাববিশিষ্ট; অসংযত (কাপড়চোপ়ড় অসামাল হওয়া)। [বাং. অ + হি. সম্ভাল সামাল]। 2)
আধ
(p. 89) ādha বিণ. 1 অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); 2 আংশিক (আধময়লা)। [সং. অর্ধ]। আধোআধো বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)। আধোআধো.পনা (ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার। ̃ .কপালি, ̃ .কপালে বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন। বি. ওইরকম মাথাধরা রোগ। ̃ .খেঁচড়া, আধা.খেঁচড়া বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা। ̃ .পাকা বিণ. আংশিক পাকা। ̃ .পাগলা বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট। ̃ .পেটা বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)। ̃ বয়সী, আধা-বয়সী বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়। ̃ বুড়ো বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. ̃ বুড়ি। ̃মনি, ̃মণি বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)। ̃ মরা বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত। ̃ সিদ্ধ বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)। 90)
আলম্ব
(p. 106) ālamba বি. অবলম্বন; আশ্রয় (নিরালম্ব)। [সং. আ + √লম্ব্ + অ]। ̃ ন বি. অবলম্বন; আশ্রয়; আশ্রয় নেওয়া; (অল.) স্হায়িভাবের সঞ্চারক বিভাববিশেষ। আলম্বিত বিণ. অবলম্বিত; ধৃত; প্রলম্বিত। আলম্বী (-ম্বিন্) বিণ. আলম্বনকারী; লম্বমান। 10)
কুচরিত্র
(p. 194) kucaritra বি. মন্দ স্বভাব, অসত্ চরিত্র। বিণ. মন্দ স্বভাববিশিষ্ট (তার মতো কুচরিত্র লোকের সঙ্গ পরিহার করাই ভালো)। [সং. কু + চরিত্র]। বিণ. স্ত্রী. কুচরিত্রা। 7)
কুপ্রকৃতি
(p. 197) kuprakṛti বি. বিণ. মন্দ স্বভাব বা মন্দ স্বভাববিশিষ্ট। [সং. কু + প্রকৃতি]। 14)
কুশীল
(p. 201) kuśīla বিণ. দুষ্ট বা মন্দ স্বভাববিশিষ্ট; দুশ্চরিত্র। [সং. কু + শীল]। 24)
কোপ2
(p. 210) kōpa2 বি. 1 ক্রোধ, রাগ, রোষ (কোপানল); 2 অসন্তোষ, বিরাগ (দেবতার কোপে পড়ে সে সবই হারাল)। [সং. √ কুপ্ + অ]। ̃ কটাক্ষ বি. ক্রুদ্ধদৃষ্টি। ̃ ন বিণ. ক্রুদ্ধ; ক্রোধপ্রবণ, ক্রোধী (কোপনস্বভাব)। বিণ. স্ত্রী. কোপনা। কোপন-প্রকৃতি, কোপন-স্বভাব বিণ. একটুতেই রেগে যায় এমন স্বভাববিশিষ্ট। কোপানল বি. ক্রোধরূপ অগ্নি; তীব্র ক্রোধ। কোপাবিষ্ট বিণ. ক্রোধযুক্ত, ক্রুদ্ধ। 21)
গাঁইয়া
(p. 245) gām̐iẏā বিণ. গেঁয়ো; গেঁয়ো স্বভাববিশিষ্ট। [বাং. গাঁ + ইয়া]।
ডমরু
(p. 354) ḍamaru বি. ডমডম শব্দে বাজে এমন ক্ষীণমধ্য বাদ্যযন্ত্রবিশেষ, শিবের বাদ্যযন্ত্র, ডুগডুগি। [সং. ধ্বন্যা.]। ̃ মধ্য বিণ. ডমরুর মতো সরু মধ্যভাববিশিষ্ট; ক্ষীণ কটিবিশিষ্ট। 16)
দুঃ
(p. 411) duḥ অব্য. দুষ্ট মন্দ নিষিদ্ধ দুঃখজনক প্রভৃতি অর্থসূচক উপসর্গ। [সং. দুর্, দুস্]। ̃ শাসন বি. 1 পীড়নপূর্ণ শাসন; 2 কুশাসন; 3 ধৃতরাষ্ট্রের দ্বিতীয় পুত্র। বিণ. সহজে শাসন বা বশীভূত করা যায় না এমন। ̃ শীল বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট। ̃ শ্রব বিণ. 1 অশ্রাব্য; শুনলে মনে কষ্ট হয় এমন; 2 আওয়াজের ক্ষীণতার জন্য শুনতে পাওয়া যায় না এমন। ̃ সময় বি. 1 অসময়; 2 অশুভ সময়; 3 দুখের সময়। ̃ সহ বিণ. সহ্য করা কঠিন এমন, অসহ্য। ̃ সাধ্য বিণ. 1 কষ্টসাধ্য; অসাধ্য, সম্পন্ন করা যায় না এমন (দুঃসাধ্য সংকল্প); 2 যার প্রতিবিধান অসম্ভব, অচিকিত্স্য (দুঃসাধ্য ব্যাধি)। ̃ সাহস বি. অনুচিত বা অত্যধিক সাহস। ̃ সাহসিক বিণ. দুঃসাহসী; সম্পাদনের জন্য দুঃসাহসের প্রয়োজন হয় এমন (দুঃসাহসিক অভিযান)। ̃ সাহসিকতা বি. অনুচিত বা অত্যধিক সাহসের প্রবৃত্তি। ̃ সাহসী (-সিন্) দুঃসাহসসম্পন্ন (দুঃসাহসী ডাকাত)। ̃ স্হ, দুস্হ বিণ. 1 দরিদ্র ও দুরবস্হাপন্ন; 2 (বিরল) দুঃখপীড়িত। ̃ স্হিত, দুস্হিত বিণ. 1 দুঃখপীড়িত; 2 (পদার্থ.) স্হির থাকে না এমন, unstable (বি.প.)। বি. ̃ স্হিতি, দুস্হিতি। ̃ স্পর্শ, দুস্পর্শ বিণ. স্পর্শ করা কঠিন এমন। ̃ স্বপ্ন বি. অশুভ ঘটনার স্বপ্ন; খারাপ স্বপ্ন। 3)
দুর্বৃত্ত
(p. 414) durbṛtta বিণ. 1 দুষ্ট স্বভাববিশিষ্ট, দুরাত্মা, দুশ্চরিত্র; 2 কুকর্মকারী, অসত্ বা সমাজবিরোধী কাজ করে এমন। বি. দুশ্চরিত্র ব্যক্তি; কুকর্মে নিযুক্ত ব্যক্তি (গুলির আওয়াজে দুর্বৃত্তরা পালিয়ে গেল)।[সং. দুর্ + বৃত্ত (চরিত্র)]। 56)
দুশ্চরিত্র, দুশ্চরিত
(p. 416) duścaritra, duścarita বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট; চরিত্রহীন। বি. মন্দ স্বভাব। [সং. দুর্ + চরিত্র, চরিত]। বি. ̃ তা। 23)
ফাঁকি
(p. 563) phān̐ki বি. 1 বঞ্চনা, ছলনা, প্রতারণা (চালাকি করতে গিয়ে সে নিজেই ফাঁকিতে পড়েছে); 2 ধাপ্পা, ধোঁকা (তাকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়); 3 কর্তব্যে অবহেলা (কাজে ফাঁকি দেওয়া তাঁর স্বভাববিরুদ্ধ); 4 কূটতর্ক (ন্যায়ের ফাঁকি); 5 গুঁড়ো, সূক্ষ্ম চূর্ণ। [মুণ্ডা. ফাঙ্ক বাং. ফাঁক + ই-তু. সং. ফক্কিকা]। ̃ বাজ বিণ. ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু। ̃ বাজি বি. ফাঁকিবাজের আচরণ; প্রবঞ্চনা; কাজে অবহেলা। 9)
বাঁদর
(p. 591) bān̐dara বি. বানর। বিণ. বাঁদরের মতো আচরণ বা স্বভাববিশিষ্ট (বাঁদর ছেলে)। [হি. বান্দর]। বি. স্ত্রী. বাঁদরি। বাঁদর নাচানো ক্রি. বি. বাঁদরকে খেলানো; (আল.) উত্পাত করার জন্য উসকানি দেওয়া। ̃ মুখো বিণ. বাঁদরের মতো কুত্সিত মুখবিশিষ্ট। বিণ. স্ত্রী. ̃ মুখি। বাঁদরামি, বাঁদরামো বি. বাঁদরের মতো উত্কট দুষ্টামি, অসভ্য ও বিরক্তিকর আচরণ। বাঁদুরে বিণ. বাঁদরসুলভ; উত্কট দুষ্টামিবিশিষ্ট। 19)
বেদাঁড়া, বেদড়া
(p. 633) bēdān̐ḍ়ā, bēdaḍ়ā বিণ. 1 রীতিবহির্ভূত, বেদস্তুর; 2 বিপরীত স্বভাববিশিষ্ট; 3 গোঁয়ার ও স্বেচ্ছাচারী; 4 দুষ্টস্বভাব। [ফা. বে + বাং. দাঁড়া-তু. ফা. বদরাহ্]। 188)
ব্যতি-রেক
(p. 648) byati-rēka বি. 1 অভাব (শিক্ষাব্যতিরেকে, অন্বয়ব্যতিরেক); 2 ভেদ, প্রভেদ; 3 অতিক্রম; 4 আধিক্য, বৃদ্ধি; 5 (অল.) যে অলংকারে উপমানের চেয়ে উপমেয়কে অধিকতর প্রধান্য দিয়ে বর্ণনা করা হয়যেমন 'খঞ্জন-গঞ্জন আঁখি'। [সং. বি + অতি + √ রিচ্ + অ]। ব্যতি-রেকী (-কিন্) বিণ. 1 অভাববিশিষ্ট; 2 পার্থক্যবিশিষ্ট। ব্যতি-রেকে ক্রি-বিণ. বাদে, ব্যতীত, ছাড়া, নাহলে (শিক্ষা ব্যতিরেকে উন্নতি নেই)। 17)
ব্যভি-চার
(p. 648) byabhi-cāra বি. 1 অন্যায় বা গর্হিত আচরণ; 2 স্ত্রী-পুরুষের অবৈধ যৌনসম্পর্ক; 3 কপট আচার (বিনয়ের ব্যভিচার, সৌজন্যের ব্যভিচার); 4 স্খলন। [সং. বি + অভিচার]। ব্যভি-চারী (-রিন্) বিণ. 1 ব্যভিচারকারী; 2 অন্যথাচারী; 3 (দর্শ.) অব্যাপ্ত; 4 অতিব্যাপ্ত। বি. (অল.) রসসৃষ্টির ব্যাপারে স্হায়ীভাবে পুষ্টিসাধক অস্হায়ী ভাববিশেষ। স্ত্রী. ব্যভি-চারিণী। 42)
ভাব-বাচ্য
(p. 663) bhāba-bācya বি. 1 বাক্যের যে রূপে ক্রিয়া কর্তার ভূমিকা নেয়; 2 (কৌতু.) সরাসরি না বলে ইঙ্গিতে বা পরোক্ষে বলা (ওরা এখনও ভাববাচ্যে কথা চালিয়ে যাচ্ছে)। [সং. ভাব + বাচ্য]। 7)
ভাব-বাদ
(p. 663) bhāba-bāda বি. ভাবই জগতের মূল চালিকা শক্তি-এই দার্শনিক মত, idealism. [সং. ভাব + বাদ]। ভাব-বাদী (-দিন্) বি. বিণ. যে ভাববাদে বিশ্বাস করে। 8)
ভাব্য
(p. 663) bhābya বিণ. 1 চিন্তনীয়, ভাববার মতো (ভাব্য বিষয়); 2 অবশ্যই হবে এমন, অবশ্যম্ভাবী, ভবিতব্য; 3 সাধ্য, নিষ্পাদ্য, নিষ্পন্ন করতে হবে এমন। [সং. √ ভূ + য]। 18)
রাশ2
(p. 743) rāśa2 বি. 1 স্তুপ, গাদা (রাশ রাশ ময়লা); 2 জন্মরাশি (রাশনাম); 3 প্রকৃতি (রাশভারী)। [সং. রাশি]। ̃ .নাম বি. জন্মরাশি অনুযায়ী নাম। ̃ .পাতলা বিণ. ছ্যাবলা, চটুল স্বভাববিশিষ্ট। ̃ .ভারী বিণ. গম্ভীর। ̃ .হালকা বিণ. লঘু স্বভাবের। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2543086
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148935
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740987
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 954210
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886790
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840356
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698846
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604217

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us