Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিয়ত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদৃষ্ট
(p. 17) adṛṣṭa বিণ. দেখা যায়নি এমন; অদেখা; দেখা যায় না এমন। বি. ভাগ্য, নিয়তি, দৈব ('হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস': রবীন্দ্র)। [সং. ন+দৃষ্ট]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যবশত, ভাগ্যবশে (অদৃষ্টক্রমে জিনিসটি খুঁজে পাওয়া গেল)। ̃ .চর, ̃ .পূর্ব বিণ. আগে দেখা যায়নি এমন। ̃ .পরীক্ষা বি. ভাগ্যপরীক্ষা, ভাগ্যগণনা, ভাগ্যের ফলাফল বিচার। ̃ .পুরুষ বি. যিনি ভাগ্য নিয়ন্ত্রণ করেন অর্থাত্ বিধাতা। ̃ .বাদ বি. দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে মানুষের ভাগ্য অদৃশ্য হস্তের দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা মানুষ পূর্বজন্মের কর্মানুযায়ী এ জন্মে সুখদুঃখ ভোগ করে। ̃ .বাদী (-দিন্) বিণ. বি. অদৃষ্টবাদে বিশ্বাসী বা অদৃষ্টের উপর নির্ভরশীল (ব্যক্তি)। ̃ .লিপি বি. ভাগ্যের বা বরাতের লিখন। অদৃষ্টের পরিহাস ভাগ্য বিড়ম্বনা। 16)
অধ্যবসায়
(p. 20) adhyabasāẏa বি. ক্রমাগত চেষ্টা; দৃঢ় ও অবিরাম উদ্যম ও সাধনা। [সং. অধি+অব+√ সো+অ]। ̃ শীল, অধ্যবসায়ী (-যিন্) বিণ. অবিরাম চেষ্টা করে যায় এমন, নিয়ত যত্নশীল। 24)
অনিয়ত
(p. 25) aniẏata বিণ. 1 নিয়ত বা নির্দিষ্ট নয় এমন; 2 অসংযত; 3 অনিয়মিত; 4 অনিশ্চিত। [সং. ন + নিয়ত]। 41)
অনিয়তকার
(p. 25) aniẏatakāra বিণ. নির্দিষ্ট আকার নেই এমন, amorphous (বি. প.)। [সং. অনিয়ত + আকার]। 42)
অনু-চিন্তন, অনু-চিন্তা
(p. 25) anu-cintana, anu-cintā বি. 1 নিয়ত বা সর্বদা চিন্তা; 2 পরে চিন্তা; 3 গভীর চিন্তা, অনুধ্যান। [সং. অনু + চিন্তন, চিন্তা]। 86)
অহ-রহ, অহ-রহঃ
(p. 75) aha-raha, aha-rahḥ ক্রি-বিণ. নিত্য, সর্বদা; প্রতিদিন, প্রতিনিয়ত ('অহরহ তব আহ্বান প্রচারিত': রবীন্দ্র)। [সং. অহঃ + অহঃ]। 20)
অহর্নিশ
(p. 75) aharniśa ক্রি-বিণ. দিনরাত; সতত, প্রতিনিয়ত। [সং. অহন্ (অহঃ) + নিশা]। অহর্নিশি ক্রি-বিণ. (অশু. কিন্তু প্রচলিত) দিনরাত, নিশিদিন; সতত, প্রতিনিয়ত। 21)
কর্ম
(p. 169) karma (-র্মন্) বি. 1 যা করা হয়, কার্য; 2 কর্তব্য; 3 উপযোগিতা (সে কোনো কর্মের নয়); 4 বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম); 5 বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিত্সকের কর্ম, কর্মস্হল); 6 (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case. [সং. √ কৃ + মন্]। ̃ কর্তা (-র্তৃ) বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি। ̃ কর্তৃ-বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে। ̃ কাণ্ড বি. 1 বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে; 2 কর্মসমূহ। ̃ কারী (-রিন্) বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)। ̃ কুশল বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু। ̃ ক্ষম বি. কাজের জায়গা। ̃ চারী (-রিন্) বি. নির্দিষ্ট কাজের জন্য বেতনভোগী ব্যক্তি, যে বেতনের বিনিময়ে কাজ করে। ̃ ঠ বিণ. কার্যক্ষম, কাজ করতে সমর্থ। ̃ ণ্য বিণ. কার্যক্ষম; কাজের উপযোগী। ̃ ত্যাগ বি. কাজ ছাড়া; চাকরি ছেড়ে দেওয়া। ̃ দোষ বি. কুকর্ম বা অন্যায় কাজ করার জন্য অপরাধ; পূর্বজন্মে কৃত পাপ; দুরদৃষ্ট। ̃ নাশা বিণ. কাজ পণ্ড করে এমন। বি. নদীবিশেষ। ̃ নিষ্ঠ বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ। ̃ ফল বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)। ̃ বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। ̃ বাদ বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে। ̃ বাদী (-দিন্) বিণ. কর্মবাদ মানে এমন। ̃ বিপাক বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ। ̃ বিরতি বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work. ̃ বীর বিণ. অসাধারণ কর্মী, কাজে উত্সর্গীকৃত জীবন যার। ̃ ভূমি বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার। ̃ ভোগ বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম। ̃ মুখী বিণ. কর্ম অর্থাত্ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)। ̃ যোগ বি. 1 চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম; 2 গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাত্ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান। &tilde ; যোগী (-গিন্) বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী। ̃ শালা বি. কর্মস্হান; কারখানা। ̃ শীল বিণ. কার্যসাধনে তত্পর, কর্মে নিষ্ঠা আছে এমন। ̃ সচিব বি. 1 কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী; 2 কার্যপরিচালক মন্ত্রী। ̃ সাক্ষী (-ক্ষিন্) বি. সকল কর্মের সাক্ষাত্ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি। ̃ সিদ্ধি বি. কাজে সাফল্য; ইষ্টপূরণ। ̃ সূত্র বি. 1 কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন; 2 কর্মফল; 3 নিয়তি। ̃ সূত্রে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ। ̃ স্হল বি. কাজের জায়গা; কার্যালয়, অফিস। 20)
নির্দিষ্ট
(p. 468) nirdiṣṭa বিণ. 1 আদেশ বা নির্দেশ করা হয়েছে এমন (দেবনির্দিষ্ট কর্ম); 2 স্হিরীকৃত (নিয়তিনির্দিষ্ট); 3 নির্ধারণ করা বা ধার্য করা হয়েছে এমন (নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে)। [সং. নির্ + √ দিশ্ + ত]। 62)
নিয়ত2
(p. 461) niẏata2 বিণ. 1 অপরিবর্তনীয় (বিধাতার নিয়ত বিধান); 2 স্হির; 3 নিয়মিত (নিয়ত যোগাভ্যাস করা); 4 সংযত। ক্রি-বিণ. 1 সর্বদা ('এ কথা নিয়ত স্মরি'); 2 প্রত্যহ, প্রায় (নিয়ত আসে যায়)। [সং. নি + √ যম্ + ত]। নিয়তাচার বি. নিয়মিত বা অপরিবর্তনীয় আচার-অনুষ্ঠান। বিণ. নিয়মিতভাবে শাস্ত্রীয় অনুষ্ঠানাদি পালন করে এমন। নিয়তাত্মা (-ত্মন্) বিণ. সংযমী। নিয়তাশন, নিয়তাহার বিণ. মিতাহারী। বি. নিয়মিত ও পরিমিত ভোজন। 111)
নিয়তি
(p. 461) niẏati বি. 1 বিধাতার বিধান (নিয়তি কে খণ্ডাতে পারে); 2 ভাগ্য, অদৃষ্ট (জানি না কী আমার নিয়তি); 3 অবশ্যম্ভাবী ঘটনা। [সং. নি + √ যম্ + তি]। 112)
প্রতি-নিয়ত
(p. 541) prati-niẏata ক্রি-বিণ. সর্বদা, নিরন্তর (প্রতিনিয়ত বিবাদ চলছে)। [সং. প্রতি + নিয়ত]। 14)
বাধা2
(p. 599) bādhā2 বি. 1 ব্যাঘাত, বিঘ্ন, প্রতিবন্ধ (কাজে বাধা, কথায় বাধা পড়া, বাধা অতিক্রম); 2 নিষেধ (দৈবের বাধা, নিয়তির বাধা); 3 উপদ্রব। [সং. √ বধ্ + অ + আ]। ̃ দান বি. বাধা দেওয়া, বিঘ্ন সৃষ্টি করা (অন্যের কাজে বাধাদান)। ̃ নিষেধ বি. বারণ, মানা, নিষেধ। ̃ প্রাপ্ত বিণ. ব্যাহত, বাধা পেয়েছে এমন (গতি বাধাপ্রাপ্ত হওয়া)। ̃ বন্ধ বি. 1 বাধা, প্রতিবন্ধ; 2 নিষেধ। ̃ বিঘ্ন বি. ব্যাঘাত, বাধা। 4)
বিনিয়ত
(p. 618) biniẏata বিণ. সংযত, নিয়ন্ত্রিত (বিনিয়ত আচরণ, বিনিয়ত আহার); 2 নিবারিত (বিনিয়ত ক্রোধ, বিনিয়ত উত্তেজনা)। [সং. বি + নি + √ যম্ + ত]। বিনিয়ম বি. সংযম, নিয়ন্ত্রণ, শাসন; নিয়ম; নিবারণ। 5)
ভবি-তব্য
(p. 655) bhabi-tabya বি. নিয়তি, ভাগ্য (ভবিতব্য কে আর পালটাবে)। বিণ. অবশ্যম্ভাবি, যাঘটবেই। [সং. √ ভূ + তব্য]। 62)
ভাগ্য
(p. 660) bhāgya বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ̃ .গণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়। ̃ .গুণে - ভাগ্যক্রমে -র অনুরূপ। ̃ .চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ̃ .দেবতা, ̃ .বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ̃ .দেবী, ̃ .বিধাত্রী। ̃ .দোষে ক্রিবিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ̃ .ধর বিণ. ভাগ্যবান। ̃ .নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ̃ .পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ̃ .বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ̃ .বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাত্ বিপদে পড়া, দুরদৃষ্ট। ̃ .রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ̃ .লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ̃ .হত বিণ. হতভাগ্য। ̃ .হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ .হীনা। ভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধান। ভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা। 23)
যাযাবর
(p. 726) yāyābara বি. বিণ. 1 নিয়ত ভ্রমণকারী, ভবঘুরে; 2 যে সম্প্রদায় নির্দিষ্ট এক জায়গায় বসবাস করে না, নানা স্হানে বা দেশে ঘুরে বেড়ায়; 3 নির্দিষ্ট গৃহ নেই এমন। [সং. √ যা + যঙ্ + বর]। যাযাবর পাখি যে পাখি বারোমাস এক দেশে না থেকে শীতঋতুতে অন্য দেশে পরিযায়ী হয়। 46)
সাগ্নিক
(p. 823) sāgnika বিণ. বি. 1 অগ্নিহোত্রী, যজ্ঞাগ্নি সর্বদা প্রজ্বলিত রাখে এমন (সাগ্নিক ব্রাহ্মণ); 2 নিয়ত যজ্ঞকারী। [সং. সহ + অগ্নি + ক]। 24)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542193
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147895
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739886
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952741
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840148
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698631
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us