Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুশ্চর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অশীল
(p. 66) aśīla বিণ. অশিষ্ট; দুশ্চরিত্র, চরিত্রহীন; শীল বা চরিত্র মন্দ এমন ('অশীল নটীপনা জেগেছে প্রাণে প্রাণে': সু. দ.)। [সং. ন + শীল]। 7)
আধি
(p. 89) ādhi বি. মানসিক পীড়া; দুশ্চিন্তা ('ব্যাধির চেয়ে আধি হল বড়ো': রবীন্দ্র)। [স. আ (=সম্যক্) + ̃ধা + ই] ̃ক্ষীণ বিণ. মনঃপীড়ায় কাতর। ̃. ব্যাধি বি. মানসিক ও দৈহিক পীড়া। 97)
উদ্বিগ্ন
(p. 128) udbigna বিণ. দুশ্চিন্তাগ্রস্ত, উত্কণ্ঠিত; শঙ্কিত। [সং. উত্ + √ বিজ্ + ত]। 20)
উদ্বেগ, উদ্-বেগ
(p. 128) udbēga, ud-bēga বি. উত্কণ্ঠা, দুশ্চিন্তা; সংশয়জনিত ব্যাকুলতা ('উদ্বেগে তাকায়ো না বাইরে': রবীন্দ্র)। [সং. উত্ + √ বিজ্ + অ]। ̃ শূন্য, ̃ হীন বিণ. উত্কণ্ঠা নেই এমন। বি. ̃ শূন্যতা, ̃ হীনতা। 24)
কুচিন্তা
(p. 194) kucintā বি. 1 অসত্ চিন্তা; 2 অশুভ চিন্তা; 3 দুশ্চিন্তা, দুর্ভাবনা। [সং. কু + চিন্তা]। 15)
কুশীল
(p. 201) kuśīla বিণ. দুষ্ট বা মন্দ স্বভাববিশিষ্ট; দুশ্চরিত্র। [সং. কু + শীল]। 24)
কুস্বভাব
(p. 202) kusbabhāba বি. অসত্ চরিত্র; মন্দ প্রকৃতি। বিণ. দুশ্চরিত্র। [সং. কু + স্বভাব]। বিণ. স্ত্রী. কুস্বভাবা। 10)
খারাপ
(p. 226) khārāpa বিণ. 1 মন্দ, বদ (খারাপ কাজ, খারাপ লোক); 2 খেলো, নিকৃষ্ট, বাজে (খারাপ কাপড়) ; 3 দুষ্ট, নষ্ট (খারাপ চরিত্রের লোক); 4 অভদ্র (খারাপ ব্যবহার); 5 অশ্লীল, অশালীন (খারাপ কথা); 6 রুক্ষ, উগ্র (খারাপ মেজাজ) ; 7 দুঃখিত, ব্যথিত (মন খারাপ); 8 অসুস্হ (শরীর খারাপ) ; 9 বিকল, অব্যবহার্য (ফোন খারাপ হয়েছে); 1 দুর্দশাগ্রস্ত (খারাপ অবস্থা); 11 দুশ্চিকিত্ স্য ; সংক্রামক (খারাপ রোগ); 12 দূষিত (খারাপ রক্ত) ; 13 অশুভ (খারাপ দিন); 14 কুশ্রী, অসুন্দর (খারাপ চেহারা) ; 15 বিকৃত (মাথা খারাপ); 16 নোংরা (মুখ খারাপ করা); 17 অসত্ মতলব বা অভিপ্রায়যুক্ত (খারাপ নজর, খারাপ দৃষ্টি)। [আ. খরাব্]। 78)
চরিত্র
(p. 279) caritra বি. 1 স্বভাব; আচরণ; 2 রীতিনীতি; 3 সদাচার, সত্ প্রকৃতি (চরিত্রবান ছেলে); 4 উপন্যাস-কাব্য-নাটকাদির পাত্র-পাত্রী (উপন্যাসের নারী ও পুরুষ চরিত্র)। [সং. √চর্ + ইত্র]। চরিত্র খোয়ানো, চরিত্র হারানো ক্রি. বি. চরিত্র নষ্ট করা, দুশ্চরিত্র বা মন্দচরিত্র হওয়া, লম্পট হওয়া। ̃ দোষ বি. অসচ্চরিত্রতা। ̃ বান (-বত্) বিণ. সত্স্বভাব, সচ্চরিত্র। ̃ হনন বি. কারও স্বভাবচরিত্র সম্পর্কে বদনাম রটিয়ে ক্ষতি করা, character assassination এর অনুকরণে। ̃ হীন বিণ. লম্পট, মন্দচরিত্র। 35)
টেন-শন
(p. 347) ṭēna-śana বি. দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ, মানসিক উত্তেজনা। [ইং. tension]। 15)
তারল
(p. 375) tārala বিণ. লম্পট, দুশ্চরিত্র। [সং. তরল + অ (স্বার্থে)]। 68)
দুরাত্মা
(p. 413) durātmā (-ত্মন্) বিণ. 1 পাপিষ্ঠ, দুর্বৃত্ত; 2 দুঃশীল, দুশ্চরিত্র; 3 অত্যাচারী। [সং. দুর্ + আত্মন্]। 25)
দুরারোগ্য
(p. 413) durārōgya বিণ. সহজে আরোগ্য হয় না এমন, দুশ্চিকিত্সা (দুরারোগ্য ব্যাধি). [সং. দুর্ + আরোগ্য]। 28)
দুর্বৃত্ত
(p. 414) durbṛtta বিণ. 1 দুষ্ট স্বভাববিশিষ্ট, দুরাত্মা, দুশ্চরিত্র; 2 কুকর্মকারী, অসত্ বা সমাজবিরোধী কাজ করে এমন। বি. দুশ্চরিত্র ব্যক্তি; কুকর্মে নিযুক্ত ব্যক্তি (গুলির আওয়াজে দুর্বৃত্তরা পালিয়ে গেল)।[সং. দুর্ + বৃত্ত (চরিত্র)]। 56)
দুর্ভাবনা
(p. 414) durbhābanā বি. দুশ্চিন্তা; অমঙ্গলের ভয়ে উত্কণ্ঠা বা উদ্বেগ। [সং. দুর্ + ভাবনা]। ̃ গ্রস্ত বিণ. দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন। 65)
দুশ-মন
(p. 416) duśa-mana বি. শত্রু; দুর্বৃত্ত। বিণ. বিকট, ভয়ংকর (দুশমন চেহারা)। [ফা. দুশ্মন]। দুশমনি বি. শত্রুতা, দুর্বৃত্ততা। 21)
দুশ্চর
(p. 416) duścara বিণ. 1 বিচরণের পক্ষে দুঃসাধ্য এমন, যেখানে বিচরণ করা যায় না এমন (দুশ্চর অরণ্য); 2 দুর্গম; 3 আচরণ বা পালন করা শক্ত এমন; কষ্টসাধ্য (দুশ্চর ব্রত, দুশ্চর তপস্যা)। [সং. দুর্ + √ চর্ + অ]। 22)
দুশ্চরিত্র, দুশ্চরিত
(p. 416) duścaritra, duścarita বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট; চরিত্রহীন। বি. মন্দ স্বভাব। [সং. দুর্ + চরিত্র, চরিত]। বি. ̃ তা। 23)
দুশ্চিকিত্স্য
(p. 416) duścikitsya বিণ. যার চিকিত্সা বা আরোগ্য প্রায় অসম্ভব, দুরারোগ্য (দুশ্চিকিত্স্য রোগ)। [সং. দুঃ + চিকিত্স্য]। 24)
দুশ্চিন্তা
(p. 416) duścintā বি. 1 দুর্ভাবনা, উত্কণ্ঠা; 2 মন্দ বা অশুভ চিন্তা। [সং. দুঃ + চিন্তা]। ̃ গ্রস্ত বিণ. দুশ্চিন্তাকারী। দুশ্চিন্তিত বিণ. উত্কণ্ঠিত, দুশ্চিন্তা করছে এমন। 25)
দুশ্চেষ্টা
(p. 416) duścēṣṭā বি. 1 অসাধ্যসাধনের চেষ্টা, যা সাধন করা প্রায় অসম্ভব তা সাধনের চেষ্টা; 2 মিথ্যা বা অন্যায় চেষ্টা। [সং. দুঃ + চেষ্টা]। দুশ্চেষ্টিত বি. 1 বিফল চেষ্টা; 2 অসত্ চেষ্টা; 3 অসদাচরণ। 26)
দুশ্ছেদ্য
(p. 416) duśchēdya বিণ. ছেদন করা দুঃসাধ্য এমন (দুশ্ছেদ্য বন্ধন)। [সং. দুঃ + ছেদ্য]। 27)
দৌর্মনস্য
(p. 426) daurmanasya বি. 1 উদ্বেগ, দুশ্চিন্তা; 2 দুঃখ; 3 মনের দুঃখজনিত অবসাদ। [সং. দুর্মনস্ + য]। 6)
নষ্ট
(p. 447) naṣṭa বিণ. 1 নাশপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত (নষ্ট রাজ্য, নষ্ট প্রাণ); 2 অপব্যয়িত (টাকা নষ্ট হওয়া); 3 ব্যর্থ, বিফল (ব্রত সময় পরিশ্রম সবই নষ্ট হল); 4 পণ্ড (কাজ নষ্ট হওয়া); 5 বিকারপ্রাপ্ত, বিকৃত (দুধ নষ্ট, নষ্ট মাছ); 6 অসত্, দুশ্চরিত্র (নষ্ট চরিত্র, নষ্ট মেয়েমানুষ, নষ্ট স্বভাব); 7 লুপ্ত, হারিয়ে গেছে এমন (নষ্টোদ্ধার, নষ্ট ধন)। বি. কুকর্ম, অনিষ্ট (যত নষ্টের গোড়া)। [সং. √ নশ্ + ত]। ̃ চন্দ্র বি. ভাদ্রমাসের কৃষ্ণচতুর্থীর বা শুক্লচতুর্থীর চাঁদ যা দেখলে কলঙ্ক হয়। ̃ চেতন বিণ. চেতনা বা সংজ্ঞা হারিয়েছে এমন। ̃ মতি বিণ. দুষ্টবুদ্ধি, কুবুদ্ধিযুক্ত। নষ্টা বিণ. বি. (স্ত্রী.) কুচরিত্র, ভ্রষ্টা, কুলটা। নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা। নষ্টোদ্ধার বি. হারানো জিনিস উদ্ধার। 92)
পেট
(p. 531) pēṭa বি. 1 উদর, জঠর; 2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না); 3 গর্ভ (পেটে ধরা); 4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে); 5 মন (পেটের কথা পেটেই রাখো); 6 উদরান্ন (পেট চালানো)। [তা. পেটু?]। পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া। পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা। পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন। পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া। পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া। পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া। পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া। পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা। পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া। পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের জন্য পেট বায়ু জমা। পেট ভরা ক্রি. বি. খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়া। পেট মরা ক্রি. বি. (অনাহার বা অল্পাহারের ফলে) আহারের শক্তি হারানো। ̃ মোটা বিণ. 1 ভুঁড়িওয়ালা; 2 মধ্যদেশ স্ফীত এমন (পেটমোটা জালা)। ̃ রোগা বিণ. পেটের অসুখে প্রায়ই ভোগে এমন; দুর্বল হজমশক্তিবিশিষ্ট। ̃ সর্বস্ব বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক। পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)। পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)। পেটে ধরা ক্রি. বি. গর্ভে বহন করা (এমন সন্তান পেটে ধরেছি)। পেটে বিদ্যে থাকা ক্রি. বি. লেখাপড়া জানা। পেটে সওয়া ক্রি. বি. হজম করতে পারা (এসব খাবার আমার পেটে সয় না)। পেটে খিদে মুখে লাজ মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা। পেটে খেলে পিঠে সয় (উক্তি) লাভের জন্য কষ্ট সহ্য করা যায়। পেটের কথা বি. মনের কথা, মনের গোপন কথা। পেটের ছেলে বি. নিজের গর্ভজাত ছেলে। পেটের জ্বালা বি. খিদের জ্বালা, ক্ষুধার তাড়না। পেটের দায় বি. ক্ষুধার তাড়না। পেটের ভিতর হাতপা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। পেটের শত্রু বি. যে সন্তান মায়ের দুঃখের কারণ হয়। কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা। খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা। বিপ. ভরা পেট। নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541923
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147608
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739516
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952464
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886400
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840071
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us