Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মিয়নো দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অমিয়, অমিয়া
(p. 57) amiẏa, amiẏā বি. (কাব্যে) অমৃত ('অমিয়া সাগরে সিনান': চণ্ডী)। বিণ. অমৃততুল্য, অতি মধুর (অমিয় বাণী)। [সং. অমৃত ]। 35)
অসমিয়া, (বর্জি.) অসমীয়া
(p. 70) asamiẏā, (barji.) asamīẏā বি. অসম বা আসামের ভাষা বা অধিবাসী। বিণ. 1 অসম বা আসামসম্বন্ধীয়; 2 অসমে বা আসামে জাত বা উত্পন্ন। [অ. অহম + বাং. ইয় + আ]। 20)
আসামি2-অসমিয়া
(p. 110) āsāmi2-asamiẏā র রূপভেদ। 8)
করিয়া-কর্মিয়া, (চলিত) করেকর্মে
(p. 167) kariẏā-karmiẏā, (calita) karēkarmē ক্রি-বিণ. স্বহস্তে সম্পাদন করে; হাতেকলমে অভিজ্ঞতা অর্জন করে; পরিশ্রমের দ্বারা এবং চেষ্টাচরিত্র করে (ছেলেটা যাহোক করেকর্মে খাচ্ছে)। [বাং. করিয়া-কর্ম করিয়া]। 35)
কিমিতি, কিমিয়া
(p. 190) kimiti, kimiẏā বি. রসায়নবিদ্যা। [ ইং. chemistry. তু. আ. অল্কিমিয়া; তু. ইং. alchemy]। 21)
চন্দ্রাতপ
(p. 278) candrātapa বি. 1 চাঁদোয়া, শামিয়ানা; 2 জ্যোত্স্না। [সং. চন্দ্র + আতপ]। 16)
চাঁদনি1
(p. 281) cān̐dani1 বি. শামিয়ানা, চাঁদোয়া; মণ্ডপ। [সং. চন্দ্রাতপ]। 41)
চাঁদোয়া
(p. 281) cān̐dōẏā বি. চন্দ্রাতপ, শামিয়ানা। [সং. চন্দ্রাতপ-তু. হি. চন্দওয়া]। 54)
জামিয়ার
(p. 322) jāmiẏāra বি. সারা গায়ে বা সমস্ত জমিতে ফুল-তোলা দামি শালবিশেষ। [ফা. জামহ্ওয়ার]। 46)
জুম, জুমিয়া
(p. 327) juma, jumiẏā বিণ. বি. আসাম রাজ্যের পর্বতময় অঞ্চলে পাহাড়ের গায়ে যে চাষ হয়। 42)
ন্যাত-প্যাত
(p. 481) nyāta-pyāta বি. 1 মিয়ানো বা ম্লান ভাব; 2 অত্যন্ত নরম বা নেতিয়ে পড়ার ভাব (ন্যাতপ্যাত করা)। [বাং. তু. নেতা2]। ন্যাত-পেতে বিণ. 1 মিইয়ে গেছে বা ম্লান হয়ে গেছে এমন; 2 নেতিয়ে পড়েছে এমন। 35)
পট2
(p. 486) paṭa2 বি. 1 কাপড় (পটমণ্ডপ); 2 ছবি, চিত্রপট (স্মৃতির পটে); 3 ছবি আঁকার উপযুক্ত মোটা বস্ত্রখণ্ড, canvas ('তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা': রবীন্দ্র); 4 দৃশ্যপট, থিয়েটারের সিন (পটপরিবর্তন)। [সং. √ পট্ + অ]। ̃ বাস, পটাবাস বি. তাঁবু, বস্ত্রগৃহ। ̃ ভূমি, ̃ ভূমিকা বি. 1 পশ্চাদ্ভূমি; 2 যে দৃশ্যপটের সামনে অভিনয় করা হয়; 3 মূল ছবির পিছনের বা দূরের দৃশ্য; 4 (গৌণ অর্থে) পারিপার্শ্বিক অবস্হা, পরিবেশ। ̃ মণ্ডপ বি. 1 শামিয়ানা ইত্যাদি দিয়ে নির্মিত মণ্ডপ; 2 তাঁবু। 3)
প্রতীপ
(p. 544) pratīpa বিণ. 1 (জ্যামি.) ঠিক বিপরীত দিকে অবস্হিত। বি. অর্থালংকারবিশেষ-এতে প্রসিদ্ধ উপমান-বস্তু উপমেয়রূপে কল্পিত হয়, কিংবা প্রসিদ্ধ উপমান-বস্তুর নিষ্ফলতা বর্ণিত হয় (যেমন, আজ বর্ষা গাঢ়তম, 'নিবিড় কুন্তলময় মেঘ নামিয়াছে মম দুইটি তীরে': রবীন্দ্র)। [সং. প্রতি + √ অপ্ + অ]। 12)
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
বরুয়া, বড়ুয়া
(p. 580) baruẏā, baḍ়uẏā বি. অসমিয়া পদবিবিশেষ। [বাং. অস. বড় + উয়া]। 82)
মচ
(p. 676) maca বি. 1 গাছের ডাল, পাতলা কাঠ ইত্যাদি ইত্যাদি ভাঙ্গার শব্দ (ডালটা মচ করে ভেঙে গেল); 2 মচকে যাওয়ায় আওয়াজ। [ধ্বন্যা.]। ̃ .মচ বি. ক্রমাগত মচ শব্দ। মচ-মচে বিণ. 1 মচমচ শব্দকারী; 2 নরম বা মিয়ানো নয় এমন, খাস্তা (মচমচে মুড়ি)। 6)
মরমিয়া
(p. 685) maramiẏā বিণ. বি. যিনি বিশ্বপ্রকৃতি মর্ম বা গূঢ় তত্ত্ব জেনেছেন। বিণ. 1 অতীন্দ্রিয় ও ঐশ্বরিক বিষয়সম্বন্ধীয় (মরমিয়া তত্ত্ব); 2 অতীন্দ্রিয় বিষয় উপলব্ধি করতে সমর্থ (মরমিয়া সাধক)। [বাং. মরম + ইয়া]। 33)
মিইয়ে যাওয়া
(p. 704) miiẏē yāōẏā দ্র মিয়নো। 11)
মিঞা-মিয়া
(p. 704) miñā-miẏā র. বানানভেদ। ̃. বিবি বি. 1 মুসলমান দম্পতি; 2 ভদ্র দম্পত্তি। 26)
মিয়নো
(p. 705) miẏanō ক্রি. বি. 1 নরম হয়ে যাওয়া, মুচমুচে না থাকা (মুড়ি মিয়নো, বিস্কুট মিইয়ে গেছে); 2 নিরুদ্যম হয়ে পড়া (হতাশায় মিয়নো); 3 মন্দীভূত হওয়া (উত্সাহ মিয়নো)। [বাং, √মিয়া]। বিণ. উক্ত সব অর্থে। মিইয়ে যাওয়া ক্রি. বি. মিয়নো (মুড়ি মিইয়ে গেছে) 27)
মিয়া
(p. 705) miẏā বি. 1 মুসলমান ভদ্রলোক; 2 মহাশয়। [ফা. মিআঁ]। 28)
মিয়াদ, মেয়াদ
(p. 705) miẏāda, mēẏāda বি. 1 ধার্য সময় বা কাল (দীর্ঘ মেয়াদ, মেয়াদ শেষ হওয়া); 2 কারাদণ্ড, কয়েদ (তিন বছর মেয়াদ হয়েছে, মেয়াদ খাটছে) [আ. মিআদ্]। মিয়াদি মেয়াদি, বিণ. নির্দিষ্ট মেয়াদযুক্ত (মেয়াদি পাট্টা)। 29)
মিয়ানি
(p. 705) miẏāni বি. (অপ্র.) পালকি বা ডুলিবিশেষ। [ফা. মিয়ান্]।
মিয়োনো
(p. 706) miẏōnō মিয়নো -র বানানভেদ। 2)
মুরগি
(p. 712) muragi বি. 1 মোরগ, কুক্কুট; 2 কুক্কুটী 3 আমিয়খাদ্য হিসাব ব্যবহৃত কুক্কুটজাতি (সে মুরগি খায় না)। [ফা. মুর্গ্। 13)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2097664
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1778013
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1375926
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 724937
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 702931
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 597756
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 556739
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 544096

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন