Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মনোহর। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতীব
(p. 14) atība বিণ. অত্যন্ত, খুব্, খুব্ বেশি (অতীব দুঃখের, অতীব মনোহর)। [সং. অতি+ইব]। 32)
অভি-রাম
(p. 50) abhi-rāma বিণ. মনোরম, মনোহর, মনকে প্রীত করে এমন, রম্য; তৃপ্তিজনক (নয়নাভিরাম)। [সং. অভি + √ রম্ + অ]। 120)
কম1
(p. 164) kama1 (উচ্চা. কমো) বিণ. মনোহর, কমনীয়; বাঞ্ছনীয় (কম কলেবর)। [সং. √ কম্ + অ]। 37)
কমনীয়
(p. 164) kamanīẏa বিণ. 1 মনোহর, রমণীয়, সুন্দর (কমনীয় কান্তি); 2 বাঞ্ছনীয়, কাম্য। [সং. √ কম্ + অনীয়]। বিণ. (স্ত্রী.) কমনীয়া। বি. ̃ তা। 42)
কান্ত
(p. 181) kānta বি. 1 স্বামী; 2 (সূর্য, চন্দ্র ও অয়স শব্দের পর) মণি বা পাথর (সূর্যকান্ত, অয়স্কান্ত)। বিণ. 1 কমনীয়; মনোহর; 2 প্রিয়। [সং. √ কম্ + ত]। কান্তা বি. (স্ত্রী.) 1 প্রিয়া; 2 সুন্দরী রমণী; 3 স্ত্রী, পত্নী। ̃ লৌহ, কান্তায়স, কান্তিক, কান্তি-লৌহ বি. 1 অয়স্কান্ত মণি; 2 চুম্বক পাথর; 3 বিশুদ্ধ লোহা, refined iron; 4 ইস্পাত; 5 পেটা লোহা; ঢালাই লোহা। বি. কান্তি লাবণ্য, সৌন্দর্য, দীপ্তি, শোভা। কান্তি দ্র। 45)
কিবা
(p. 190) kibā অব্য. 1। হোক না কেন, কি, অথবা (অন্ধের কিবা দিন কিবা রাত); 2 (প্রশংসায় বা ব্যঙ্গে) কেমন, কী সুন্দর (কিবা মনোহর, আহা কিবা ভঙ্গি); 3 কী আর (তুমি কিবা বলবে)। [বাং. কি + বা]। 17)
কিয়ে
(p. 190) kiẏē অব্য. বিণ. সর্ব. (প্রা. কাব্যে) 1 কী; 2 কেন; 3 কিংবা, অথবা; 4 কিবা, কেমন (কিয়ে মনোহর); 5 অতি সুন্দর; 6 কে; 7 কেমন; 8 কত; 9 অতি, অত্যন্ত; 1 কী অদ্ভুত; 11 কোন। [মৈথি. সং. কিম্?]। 27)
গিট-কিরি
(p. 246) giṭa-kiri বি. সংগীতের অলংকারবিশেষ; সংগীত মনোহর করার জন্য একাধিক সুরের পরপর দ্রুত উচ্চারণের প্রক্রিয়াবিশেষ। [তু. হি. গিট্কিরী]। 108)
চটুল
(p. 276) caṭula বিণ. 1 চঞ্চল, অস্হির (চটুল চরণ); 2 লঘু, হালকা, গাম্ভীর্যহীন (চটুল প্রেম, চটুল স্বভাব, চটুল ছন্দ); 3 মনোহর, সুন্দর (চটুল ভঙ্গি)। [সং. √চট্ + উল]। স্ত্রী. চটুলা। বি. ̃ তা। 2)
চাঁদ
(p. 281) cān̐da বি. 1 চন্দ্র, পৃথিবীর উপগ্রহ; 2 (বিদ্রূপে) অসুন্দর ব্যক্তি; 3 (কৌতুকে) বন্ধু বা বয়স্যকে সম্বোধনবিশেষ (এসো দেখি চাঁদ)। [সং. চন্দ্র]। ̃ বদন, ̃ মুখ বিণ. চাঁদের মতো মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ বদনী। চাঁদের কণা 1 চাঁদের টুকরো; 2 শিশুচাঁদ; 3 অতি সুন্দর বা মনোহর ব্যক্তি-প্রধানত শিশু। 39)
চিকণিয়া
(p. 281) cikaṇiẏā বিণ. (প্রা. কাব্যে) চিকন; মনোহর ('চূড়া চিকণিয়া': ভা.চ.)। [চিকন1 দ্র]। 197)
চিঙ্গট, চিঙ্গড়
(p. 288) ciṅgaṭa, ciṅgaḍ় বি. চিংড়ি। [সং. চিঙ্গ (মনোহর) + √অট্ (গমন করা) + অ]। চিঙ্গটী বি. (স্ত্রী.) ছোট চিংড়ি। 8)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
দিব্য
(p. 408) dibya বিণ. 1 আকাশসম্বন্ধীয়; 2 স্বর্গীয় (দিব্যাস্ত্র); 3 অলৌকিক (দিব্য জীবন, দিব্য শক্তি); 4 মনোহর, সুন্দর (শিশুটি দিব্য দেখতে)। বি. শপথ (দিব্য দেওয়া, দিব্য করা, আমার মাথার দিব্য রইল)। [সং. √ দিব্ + য]। ̃ চক্ষু (-ক্ষুস্), ̃ দৃষ্টি, ̃ নেত্র বি. অলৌকিক দৃষ্টিশক্তি বা অন্তর্দৃষ্টি যার দ্বারা অতীন্দ্রিয় বস্তু বা বিষয় বোঝা যায়। ̃ জ্ঞান বি. অতীন্দ্রিয় বস্তু বা বিষয় সম্বন্ধে জ্ঞান, পরম জ্ঞান। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দিব্যদৃষ্টিসম্পন্ন। ̃ দৃষ্টি-দিব্যচক্ষু র অনুরূপ। ̃ নারী, দিব্যাঙ্গনা বি. অপ্সরা। ̃ যোনি বি. পরমেশ্বর, ভগবান। ̃ রথ বি. শূন্যপথে অর্থাত্ আকাশে বিচরণ করতে পারে এমন রথ। ̃ লোক বি. স্বর্গ, দেবতাদের আবাসস্হল। ̃ দিব্যাঙ্গনা দ্র দিব্যনারী। দিব্যাস্ত্র বি. দেবতাদের অস্ত্র, দেবতাদের তেজ বা শক্তিতে পূর্ণ অস্ত্র যথা ব্রহ্মাস্ত্র। দিব্যোদক বি. 1 বৃষ্টি; 2 শিশির। 32)
ধ্বনি
(p. 442) dhbani বি. 1 শব্দ, রব (ক্রন্দনধ্বনি); 2 বাক্ধ্বনি (ধ্বনিতত্ত্ব); 3 ব্যঙ্গ্যার্থ। [সং. √ ধ্বন্ + ই]। ̃ কাব্য বি. (অল.) যে উত্কৃষ্ট কাব্যে বাচ্যার্থের চেয়ে ব্যঙ্গ্যার্থ বেশি মনোহর হয়। ̃ ত বিণ. শব্দিত, নিনাদিত। ̃ তত্ত্ব বি. বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনির বিশ্লেষণসংক্রান্ত বিদ্যা, phonology. ̃ পরিবর্তন বি. উচ্চারণে শব্দের মূল ধ্বনির পরিবর্তন। ̃ বিজ্ঞান বি. বাগ্ধ্বনির প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধান ও বিশ্লেষণ, phonetics. ̃ ভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice. ̃ মাধুর্য বি. শ্রুতিমধুরতা। ̃ রেখা বি. শব্দের আঘাতে বাতাসে আলোড়ন ('ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে': রবীন্দ্র)। 4)
পতঙ্গ, পতঙ্গম
(p. 488) pataṅga, pataṅgama বি. 1 উড্ডয়নশীল কীট বা পোকা; 2 (প্রাণী.) ছয় পা-ওয়ালা কীট, insect (বি. প.); 3 (সং.) পাখি; 4 বাণ; 5 সূর্য। [সং. পত + √ গম্ + অ (খচ্)]। পতঙ্গ-বৃত্তি বি. পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেওয়া; বিপদ না বুঝে মনোহর কিন্তু বিপজ্জনক বস্তুর মোহে ধাবিত হয়ে আত্মনাশ করা। 8)
পেশল
(p. 533) pēśala বিণ. 1 (অশু.) পেশিবহুল, বলিষ্ঠ; 2 সুন্দর মনোহর; 3 নিপুণ। [সং. √ পিশ্ + অল]। 8)
প্রসাদ
(p. 552) prasāda বি. 1 প্রসন্নতা (চিত্তের প্রসাদ); 2 অনুগ্রহ (গুরুর প্রসাদে); 3 দেবতাকে নিবেদিত ভোজ্যসামগ্রী বা গুরুজনের ভুক্তাবশেষ; 4 রচনার প্রাঞ্জলতাগুণ; 5 সৌম্যতা। [সং. প্র + √ সদ্ + অ]। ̃ গুণ বি. রচনাদির মনোহর প্রাঞ্জলতাগুণ। ̃ ন, ̃ না বি. সন্তুষ্টকরণ, তুষ্টিবিধান। প্রসাদাত্ ক্রি-বিণ. অনুগ্রহের ফলে, অনুগ্রহে (ঈশ্বরপ্রসাদাত্)। প্রসাদিত বিণ. প্রসন্ন করা হয়েছে এমন; প্রসাদ লাভ করেছে এমন। প্রসাদি বিণ. দেবতাকে নিবেদন করা হয়েছে এমন (প্রসাদি ফুল); গুরুজন-কর্তৃক উপভুক্ত ও প্রসাদরূপে গণ্য। 6)
বাম2
(p. 600) bāma2 বি. 1 ডানদিকের বিপরীত, বাঁদিক; 2 শিব ('পতি মোর বাম': ভা. চ.)। বিণ. 1 বাঁ, দক্ষিণের; 2 প্রতিকূল, বিমুখ ('বিধি মোর বাম'); 3 সুন্দর, মনোহর (বামলোচনা)। [সং. √ বা + ম]। ̃ দেব বি. 1 শিব, মহাদেব; 2 মুনিবিশেষ। ̃ পন্হা বি. রাজনীতিতে প্রগতিবাদী মতবিশেষ। ̃ পন্হী বি. বিণ. উক্ত মতে বিশ্বাসী। 19)
বাহার
(p. 605) bāhāra বি. 1 শোভা, সৌন্দর্য, মনোহারিতা (শাড়ির বাহার, পোশাকের বাহার); 2 সংগীতের রাগিণীবিশেষ। [ফা. বহার্]। বাহারি বিণ. 1 সুন্দর, শোভাময়, মনোহর (বাহারি শাড়ি); 2 জমকালো, চটকদার (বাহারি রং)। বাহারে বিণ. সুন্দর; জমকালো। 42)
মঞ্জু
(p. 676) mañju বি. সুন্দর, মনোহর (মঞ্জুকেশী, মঞ্জুভাষী)। [সং √ মন্জ্ + উ]। ̃ .ঘোষ, ̃ .শ্রী বি. জৈন ও বৌদ্ধ দেবতাবিশেষ। ̃ .ভাষী (-ষিন্) বিণ. মনোহর ভঙ্গিতে কথা বলা এমন। 31)
মঞ্জুল
(p. 676) mañjula বিণ. সুন্দর, মনোহর, মধুর। বি. কুঞ্জবন। [সং মঞ্জু + √ লা + অ]। স্ত্রী. মঞ্জুলা। 33)
মধুর
(p. 676) madhura বিণ. অতিশয় মিষ্ট বা মনোহর ('বাজবে মধুর স্বর': রবীন্দ্র)। [সং মধু + র]। ̃ তা, ̃ ত্ব, মধুরিমা, মাধুরী, মাধুর্য বি. 1 অতিশয় মিষ্টতা; 2 লাবণ্য। 91)
মনো-মোহন
(p. 676) manō-mōhana বিণ. চিত্তাকর্ষক, মনোহারী, মনোরম, অতি সুন্দর (মনোমোহন শ্যাম, মনোমোহন বাঁশি)। [সং. মনস্ + মোহন] স্ত্রী. মনো-মোহিনী। 164)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073109
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768308
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365730
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720939
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697872
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594528
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544872
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542238

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন