Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পণ্ডিত; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অপণ্ডিত
(p. 34) apaṇḍita বিণ. পাণ্ডিত্য বা বিদ্যা নেই এমন; শাস্ত্রজ্ঞান নেই এমন; মূর্খ। [সং. ন + পণ্ডিত]। 90)
অবিদ্বান
(p. 48) abidbāna বিণ. পণ্ডিত নয় এমন, বিদ্যাহীন; মূর্খ (অবিদ্বান ব্যক্তির বিদ্যার ভান)। [সং. ন + বিদ্বান্]। 26)
অভি-রূপ
(p. 50) abhi-rūpa বিণ. 1 মনোরম, অপরূপ; প্রীতিকর; 2 অনুরূপ; 3 পণ্ডিত, বিদ্বান। বি. বিষ্ণু; শিব। [সং. অভি + রূপ]। 122)
আঁতলামো
(p. 80) ān̐talāmō বি. (ব্যঙ্গে) আঁতেল-আঁতেল ভাব, (নকল) পণ্ডিতি, বুদ্ধিজীবীর ভাবভঙ্গির অনুকরণ। 5)
আঁতেল
(p. 80) ān̐tēla বিণ. বি. (ব্যঙ্গে) পণ্ডিত, বিদ্বান, বুদ্ধিজীবীর ধরনধারণবিশিষ্ট (ব্যক্তি)। [ফ. ঁতেলেক্তুয়াল (intellectual - এর অপভ্রংশ, কিংবা ইং. intellectual - এর ফরাসিভঙ্গিম উচ্চারণ থেকে]। 4)
আলম
(p. 106) ālama বি. পণ্ডিত ব্যক্তি, বিদ্বান লোক। [আ. ইলম্]। 7)
আলিম
(p. 106) ālima বি. বিদ্বান ব্যক্তি, পণ্ডিত লোক। [অ. ইলম্]। 36)
উলেমা
(p. 133) ulēmā বি. (মূল অর্থ অনুসারে বহুবচন কিন্তু বাংলায় একবচনেই প্রয়োগ হয়) মুসলমান পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ। [আ. উলমা, আ'লিম শব্দের বহুবচনের রূপ]। 166)
কবি
(p. 164) kabi বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ̃ ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ̃ কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ̃ কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ̃ গান বি. সভায় উপস্হিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাত্ সুরারোপিত গানবিশেষ। ̃ প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ̃ বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা। 22)
কামিল
(p. 181) kāmila বি. বিণ. 1 ওস্তাদ; কর্মকুশল; 2 পণ্ডিত; 3 শিল্পী; 4 স্বর্ণকার। [পা. কামিল্]। 109)
কোবিদ
(p. 210) kōbida বিণ. পণ্ডিত; (কোনো বিদ্যায়) দক্ষ, পারদর্শী (অস্ত্রকোবিদ, শিল্পকোবিদ)। [সং. কো + √ বিদ্ + অ]। 25)
ক্ষেত্র
(p. 217) kṣētra বি. 1 জমি, ভূমি, শস্য-উত্পাদনের মাঠ (শস্যক্ষেত্র, ধান্যক্ষেত্র); 2 স্হান (যুদ্ধক্ষেত্র, কর্মক্ষেত্র); 3 সিদ্ধভূমি, তীর্থ (কুরুক্ষেত্র, জগন্নাথক্ষেত্র); 4 (দর্শ.) শরীর; 5 ইন্দ্রিয়; 6 মন; 7 (জ্যামি.) রেখার দ্বারা সীমাবদ্ধ স্হান; 8 স্ত্রী, পত্নী (পরক্ষেত্রে জাত সন্তান); 9 অবস্হা বা পরিস্হিতি (এক্ষেত্রে নীরব থাকাই ভালো)। [সং. √ ক্ষি + ত্র]। ̃ কর্ম বি. চাষবাস; অবস্হানুযায়ী কাজ। ̃ জ বিণ. 1 জমিতে জন্মেছে এমন (ক্ষেত্রজ ফসল) ; 2 কৃষিজাত; 3 স্বীয় পত্নীর গর্ভে অন্য পুরুষের ঔরসজাত। ̃ জ্ঞ বি. (দর্শ.) জীবাত্মা, অন্তর্যামী পুরুষ। বিণ. 1 কোন অবস্হায় কী কর্তব্য তা জানে এমন, অভিজ্ঞ; পণ্ডিত; 2 নিপূণ ; 3 কৃষিকর্ম সম্পর্কে অভিজ্ঞ। ̃ পতি বি. জমির মালিক। ̃ পাল বি. জমির রক্ষক বা পালক। ̃ ফল বি. জমির কালি বা পরিমাণ ফল। ̃ মিতি বি. জ্যামিতি। ̃ স্বামী (-মিন্) ক্ষেত্রাধি-কারী (-রিন্) বি. জমির মালিক। 57)
খেতাব
(p. 232) khētāba বি. সম্মানসূচক উপাধি; শিরোপা। [আ. খিতাব্]। ̃ ধারী (-রিন্) বিণ. খেতাবপ্রাপ্ত, যার খেতাব আছে (খেতাবধারী পণ্ডিত)। 24)
গণ্য
(p. 239) gaṇya বিণ. 1 গণনীয়, গণনার যোগ্য (অগণ্য); 2 গ্রাহ্য, স্বীকৃত (পণ্ডিত বলে গণ্য, মূল্যবান বলে গণ্য); 3 বিবেচ্য; 4 উল্লেখের যোগ্য। [সং. √গণ্ + য]। ̃ মান্য বিণ. সম্ভ্রান্ত; বিশেষরূপে মান্য। 4)
গাণিতিক
(p. 246) gāṇitika বি. বিণ. গণিতজ্ঞ, গণিত শাস্ত্রে পণ্ডিত এমন (ব্যক্তি)। বিণ. গণিতবিষয়ক (গাণিতিক সমস্যা)। [সং. গণিত + ইক]। 39)
গীষ্পতি, গীঃপতি
(p. 250) gīṣpati, gīḥpati বি. 1 দেবগুরু বৃহস্পতি; 2 মহাপণ্ডিত। [সং. গির্ + পতি]। 22)
চূড়া
(p. 294) cūḍ়ā বি. 1 শিখর, শীর্ষদেশ, শৃঙ্গ (পর্বতচূড়া, বৃক্ষচূড়া, কৃতিত্বের চূড়ায় আরোহণ করা); 2 মুকুট; 3 ঝুঁটি, টিকি (মাথায় চূড়া বাঁধা); 4 সংস্কারবিশেষ (চূড়াকরণ); 5 শ্রেষ্ঠ, প্রধান, অলংকারস্বরূপ ব্যক্তি (বংশের চূড়া)। [সং. √চূড়্ + অ + আ]। ̃ করণ, ̃ কর্ম বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের প্রাচীন সংস্কারবিশেষ, যাতে মাথা মুড়িয়ে মাথার মাঝখানে একগোছা চুল রেখে দেওয়া হয়। ̃ ন্ত বি. শেষ বা চরম পরিণতি (এই ব্যাপারের চূড়ান্ত দেখতে চাই; অপমানের চূড়ান্ত)। বিণ. চরম (চূড়ান্ত অপমান)। ̃ মণি বি. 1 মুকুটে বা মাথায় পরার রত্ন; 2 সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ; 3 (আল.) শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (সমাজের চূড়ামণি)। ̃ মণি-যোগ বি. নির্দিষ্ট দিনে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ উপলক্ষ্যে গঙ্গাস্নানের যোগ। 36)
টুলো
(p. 346) ṭulō বিণ. 1 টোলে শিক্ষাপ্রাপ্ত; 2 টোলের টোলসংক্রান্ত। [বাং. টোল + উয়া ও]। টুলো পণ্ডিত বি. টোলের শিক্ষক; (ব্যঙ্গে) যার শিক্ষা সেকেলে এবং ব্যাবহারিক জগতে অচল। 28)
ঠিক
(p. 350) ṭhika বিণ. 1 যথার্থ, সত্য (ঠিক কথা, খবরটা ঠিক নয়); 2 স্হির (এখনও কিছু ঠিক হয়নি); 3 নির্ধারিত (দিন ঠিক করা); 4 নির্ভূল (অঙ্কটা ঠিক হয়েছে); 5 অবিকল, কমবেশি নয় এমন (ঠিক দুমাস); 6 উপযুক্ত (ঠিক লোকের কাছেই গেছে); 7 দোষমুক্ত, নির্দোষ (ঠিক পথে চলবে); 8 প্রস্তুত (জামাকাপড় পরে ঠিক হয়ে আসি); 9 বিন্যস্ত, পরিপাটি, গোছালো (চূলটা ঠিক করে নাও, কাপড়টা ঠিক করো); 1 বিবেচিত, পরিগণিত (তাকে কি পণ্ডিত বলে ঠিক করেছ?); 11 জব্দ, ঢিট (মেরে ঠিক করে দাও)। বি. 1 স্হিরতা (বিয়ের এখনও ঠিক নেই); 2 সুস্হতা (মাথার ঠিক নেই); 3 সত্যতা (কথার ঠিক নেই); 4 যোগ, সমষ্টি (ঠিক দিয়ে দেখো)। ক্রি-বিণ. নিশ্চিন্তভাবে, নিশ্চয় (ঠিক বলছি, ঠিক যাব)। [সং. স্হিত ঠিঅ ঠিক]। ̃ ঠাক বিণ. অবিকল, যথাযথ, পাকাপাকিভাবে স্হিরীকৃত। ঠিক ঠিক বিণ. যথার্থ, সত্য; পুরোপুরি ঠিক। ক্রি-বিণ. ঠিক করে, ঠিকভাবে। ̃ ঠিকানা বি. 1 নিশ্চয়তা, স্হিরতা (কী করে বসবে তার ঠিকঠিকানো নেই); 2 সন্ধান, নির্দিষ্ট বাসস্হান। ̃ মতো বিণ. ক্রি-বিণ. নির্ভূল; নির্ভূলভাবে, যথাযথভাবে (ঠিকমতো দেখে বলো)। ঠিক দেওয়া ক্রি. বি. যোগ দেওয়া, যোগ করা। ঠিকে ভুল বি. যোগে ভুল; বিচারে বা সিদ্ধান্তে ভূল। 33)
ডিগ্রি
(p. 355) ḍigri বি. 1 বিশ্ববিদ্যালয় কর্তৃক গ্র্যাজুয়েট ছাত্রকে বা বিশিষ্ট পণ্ডিত বা বরেণ্য ব্যক্তিকে প্রদত্ত উপাধি (বি এ, ডি লিট ইত্যাদি); 2 (বিজ্ঞা. ও গণি.) তাপ ও কৌণিক পরিসরের পরিমাণ বা একক (নব্বই ডিগ্রি তাপ)। [ইং. degree]। 61)
তার্কিক
(p. 375) tārkika বি. বিণ. 1 তর্কশাস্ত্রে পণ্ডিত, নৈয়ায়িক; 2 তর্কপ্রিয়; 3 তর্কে পটু। [সং. তর্ক + ইক]। 79)
দর্শা
(p. 400) darśā ক্রি. দেখা যাওয়া; ঘটা (সুফল দর্শে)। [সং. √ দৃশ্ + বাং. আ]। ̃ নো ক্রি. দেখানো (কারণ দর্শানো, কারণ দর্শাতে হবে)। বি. উক্ত অর্থে। দর্শিত বিণ. দেখানো হয়েছে এমন; প্রকাশিত। [সং. √ দৃশ্ + ণিচ্ + ত]। দর্শী (-র্শিন্) বিণ. 1 দর্শনকারী, যে দেখে (অপরিণামদর্শী); 2 জ্ঞানী (তত্ত্বদর্শী পণ্ডিত, বহুদর্শী লোক)। 14)
দানেশ-মন্দ
(p. 402) dānēśa-manda বি. পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি। [ফা. দানিশ্-মন্দ্]। দানেশ-মন্দি বিণ. পাণ্ডিত্যপূর্ণ বা জ্ঞানগর্ভ (দানেশমন্দি রচনা)। 79)
দিগ্-গজ
(p. 407) dig-gaja বি. 1 পূর্বাদিক্রমে অষ্টদিকে রক্ষক ঐরাবতসহ অষ্টহস্তী; 2 (প্রায়শ ব্যঙ্গে) মহাপণ্ডিত ব্যক্তি। বিণ. (ব্যঙ্গে) মস্ত বড় (দিগ্গজ পণ্ডিত)। [সং. দিক্ + গজ]। 19)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069495
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767063
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364210
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720368
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697086
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593948
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543068
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541903

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন