Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দাঁড়ি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-মান2
(p. 698) -māna2 বি. 1 মাপার উপকরণ বা মাত্রা; 2 তৌলকরণ, মাপনির্ধারণ; 3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা; 4 (গণি.) প্রকৃত মূল্য, value 5 উত্কর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)। [সং. √ মা + অন] ̃ .চিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ। ̃ .দণ্ড বি. দাঁড়িপাল্লা ('বণিকের মানদণ়্ড': রবীন্দ্র)। ̃ .মন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory. 7)
অন্তরায়
(p. 32) antarāẏa বি. বাধা, বিঘ্ন; কাজে বা সিন্ধান্তে যা বাধা হয়ে দাঁড়ায় (উন্নতির পথে কুসংস্কার প্রধান অন্তরায়)। [সং. অন্তর্ + √ ই + অ]। 36)
অরিত্র
(p. 61) aritra বি. নৌকার হাল বা দাঁড়। [সং. √ ঋ + ইত্র]। 11)
আড়৫
(p. 85) āḍ়5 বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ̃ কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ̃ খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ̃ ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ̃ চোখ, ̃ নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ̃ পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ̃ মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা। ̃ বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়। 80)
আম৩
(p. 99) āma3 বি. আম্রফল; শাঁসযুক্ত রসালো অম্লমধুর দ্বিবীজ ফলবিশেষ, mango. [সং. আম্র]। আমের আচার বি. আমের সঙ্গে টক ও ঝাল মিশিয়ে প্রস্তুত চাটনিবিশেষ। বর্ণচোরা আম বি. রং দেখে কাঁচা ও টক মনে হলেও প্রকৃতপক্ষে পাকা ও মিষ্টি আম; (আল.) ছদ্মবেশী। পাকা আম দাঁড়কাকে খায় (উক্তি) অপাত্রে সুপাত্রী দানের জন্য বা উত্কৃষ্ট বস্তুর নিকৃষ্ট ব্যবহারের জন্য আক্ষেপ। 55)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
উত্থিত
(p. 126) utthita বিণ. 1 উঠেছে বা উত্থান করেছে এমন; 2 উপরে গেছে এমন; 3 উদ্যত; 4 বর্ধিত, উন্নত; 5 বিরুদ্ধে বা বিপক্ষে দাঁড়িয়েছে এমন। [সং. উত্ + √ স্হা + ত]। উত্থিতি বি. উত্থান। 6)
কথা
(p. 160) kathā বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ̃ কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ̃ চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ̃ ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ̃ প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ̃ বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ̃ রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ̃ শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা। 13)
কপোতাক্ষ
(p. 163) kapōtākṣa বি. যশোর জেলার নদীবিশেষ, যার তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে কবি মধুসূদনের জন্ম হয়েছিল। [সং. কপোত (সদৃশ) + অক্ষি (যার)]। 25)
কশেরু2
(p. 172) kaśēru2 মেরুদণ্ড, শিরদাঁড়া। [সং. ক + √ শৃ+ উ, বিকল্পে কসেরু]। 53)
কষি
(p. 174) kaṣi বি. 1 লম্বা সরলরেখা (স্লেটে কষি টানা); দাঁড়ি; 2 পরিধেয় বস্ত্রের যে অংশ কোমরে বাঁধা বা আটকানো থাকে; 3 কাঁচা আমের আঁঠি। [দেশি]। 3)
কাঁধ
(p. 174) kān̐dha বি. স্কন্ধ; ঘাড়, শরীরের যে-অংশের সঙ্গে দুই হাত যুক্ত থাকে। [সং. স্কন্ধ]। কাঁধ দেওয়া ক্রি. বি. বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে অপরের কাঁধে পালাক্রমে বোঝা দেওয়া। কাঁধে কাঁধে মিলানো ক্রি. বি. পরস্পরের সহায়তায় কাজে অগ্রসর হওয়া; পরস্পরের সঙ্গে সহযোগিতা করা। কাঁধা-কাঁধি বি. পরস্পরের কাঁধে বহন করা। ক্রি-বিণ. একজনের কাঁধের উপরে বা পাশে একজন, তার কাঁধের উপরে বা পাশে আর একজন, এইভাবে (কাঁধাকাঁধি দাঁড়াও); একবার এর কাঁধে এবং আরেকবার অন্যজনের কাঁধে এইভাবে (কাঁধাকাঁধি বয়ে নিয়ে যাওয়া)। কাঁধে নেওয়া ক্রি. বি. (আল.) দায়িত্ব গ্রহণ করা। 82)
কিউ
(p. 188) kiu বি. সারিবদ্ধভাবে কোনোকিছুর জন্য অপেক্ষা, লাইন করে পরপর দাঁড়ানো। [ইং. queue]। 55)
কিশোর
(p. 191) kiśōra বিণ. বাল্য ও যৌবনের মধ্যবর্তী বয়সী, সাধারণত দশ-এগারো থেকে পনেরো-ষোলো বছর বয়সী (তখন আমার কিশোর কাল)! বি. কিশোর বয়স্ক অর্থাত্ অপ্রাপ্তবয়স্ক পুরুষ (দরজায় দাঁড়িয়ে একটি কিশোর)। বিণ. বি. (স্ত্রী.) কিশোরী। ̃ সাহিত্য বি. সাধারণত অপ্রাপ্তবয়স্কদের জন্য রচিত সাহিত্য। 9)
ক্ষণ
(p. 217) kṣaṇa বি. 1 কালের অংশবিশেষ, এক মুহূর্তের 12 ভাগের এক ভাগ, 4 মিনিট; 2 অতি অল্প সময় (ক্ষণকালও বিলম্ব যেন না হয়); 3 সময় (বহুক্ষণ আগে); 4 বিশেষ কাল (শুভক্ষণ)। [সং. √ ক্ষণ্ + অ]। ̃ কাল বি. অতি সামান্য সময়। ̃ চর বিণ. অল্পকাল বিচরণকারী; অল্পকালস্হায়ী। ̃ জন্মা (-ন্মন্) বিণ. 1 শুভ মুহূর্তে জাত; 2 ভাগ্যবান; 3 অসাধারণ গুণসম্পন্ন (ক্ষণজন্মা মহাপুরুষ)। ̃ দা বি. রাত্রি। ̃ দ্যুতি বি. বিদ্যুত্। ̃ পূর্বে ক্রি-বিণ. একটু আগে, এক মুহূর্ত আগে। ̃ প্রভা বি. বিদ্যুত্, বিজলি। ̃ ভঙ্গুর বিণ, অল্পকালের মধ্যেই ভেঙে যায় বা নষ্ট হয় এমন। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ থাকে না এমন; অল্পকাল থাকে এমন। ক্ষণিক বিণ. ক্ষণস্হায়ী (ক্ষণিক আমোদে মত্ত); বি. ক্ষণকাল ('ক্ষণিকের অতিথি': রবীন্দ্র)। ক্ষণে ক্রি-বিণ. মুহূর্তের ব্যবধানে; এক সময়ে ('ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ')। ক্ষণে ক্ষণে ক্রি-বিণ. মহুর্মুহু, ঘনঘন; থেকে থেকে (মেঘের চেহারা ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে)। ক্ষণেক বি. অতি অল্প সময় (ক্ষণেকের জন্য)। ক্রি-বিণ. এক মুহূর্তের জন্য ('দাঁড়াও, ক্ষণেক দাঁড়াও': রবীন্দ্র)। 8)
ক্ষপণী
(p. 217) kṣapaṇī বি. ক্ষেপণী, নৌকার দাঁড়। [সং. √ ক্ষপ্ + অন + ঈ]। 18)
ক্ষেপ
(p. 217) kṣēpa বি. 1 নিক্ষেপ. ছোড়া (শরক্ষেপ); 2 বিন্যাস (পদক্ষেপ); 3 চালনা (ভ্রূক্ষেপ, হস্তক্ষেপ); 4 যাপন, অতিবাহন (কালক্ষেপ); 5 লঙ্ঘন। [সং. √ ক্ষিপ্ + অ]। ̃ ক বিণ. নিক্ষেপকারী। বি. গ্রন্হের মধ্যে প্রক্ষিপ্তপাঠ। ̃ ণ বি. 1 নিক্ষেপ (পারমাণবিক অস্ত্রক্ষেপণ); 2 অতিবাহন, যাপন (সময়ক্ষেপণ); 3 ফেলে দেওয়া। ̃ ণি, ̃ ণী বি. নৌকার দাঁড়; খেপলা জাল। ̃ ণিক বি. দাঁড় চালনাকারী দাঁড়ি। ̃ ণীয় বিণ. ক্ষেপণযোগ্য। বি. ক্ষেপণ করার অস্ত্র। 59)
খাড়া
(p. 226) khāḍ়ā বিণ. 1 সোজাভাবে দাঁড়িয়ে আছে এমন (এক পায়ে খাড়া হয়ে আছে); 2 লম্বভাবে অবস্হিত, perpendicular (খাড়া পাহাড়); 3 একটানা, পুরো (খাড়া দুই ক্রোশ পথ)। বি. ডাঁটা (সজনের খাড়া)। [দেশি]। ̃ ই বি. উচ্চতা। ̃ খাড়ি ক্রি-বিণ. লম্বালম্বি (খাড়াখাড়িভাবে শুয়ে আছে)। 21)
খানিক
(p. 226) khānika ক্রি-বিণ. অল্পসময়, কিছুক্ষণ (খানিক দাঁড়াও)। বিণ. অল্প, কিছু, কতক (খানিকক্ষণ)। [ সং. ক্ষণ]। 50)
খিঁচ1
(p. 229) khin̐ca1 বি. 1 সজোরে হাত-পা ইত্যাদি অঙ্গের চালনা (রোগীর হাত-পায়ের খিঁচ শুরু হয়েছে) ; 2 টান (খিঁচ ধরা)। খিঁচা, খেঁচা ক্রি. (হঠাত্) জোরে টান দেওয়া (দাঁড় খেঁচা, লাঠি খিঁচিয়ে এগিয়ে গেল); মুখ ইত্যাদির বিকৃত ভঙ্গি করা; ভেংচানো (দাঁত খেঁচা, মুখ খিঁচিয়ে বলল); হাত-পা সজোরে সঞ্চালন করা (হাত-পা খেঁচা)। [দেশি়]। খিঁচানো ক্রি. খিঁচা, খেঁচা। বিণ. খিঁচা র সব অর্থে। খিঁচুনি, খিচুনি, খিঁচনি, খিচনি বি. বিকৃত অঙ্গভঙ্গি বা অঙ্গের আক্ষেপ; ভেংচানি। খিঁচে নেওয়া বি. ক্রি. বলপূর্বক আদায় করা; কারও ইচ্ছার বিরুদ্ধে আদায় করা (ওর কাছ থেকে কিছু টাকা খিঁচে নিতে হবে)। 17)
গলুই
(p. 244) galui বি. নৌকার সামনের বা পিছনের সরু অংশ, নৌকোর যে অংশ ক্রমশ সরু হয়ে এসেছে (মাঝি গলুইয়ের উপর বসে দাঁড় টানছে)। [দেশি]। 14)
গাড়ি
(p. 246) gāḍ়i বি. যান, স্হলপথে এক স্হান থেকে অন্যত্র পরিবহণের জন্য ব্যবহৃত যান, শকট। [হি. গাড়ী-তু. সং. গন্ত্রী]। গাড়ি করা ক্রি. বি. গাড়ি ভাড়া করা; নিজের ব্যবহারের জন্য গাড়ি কেনা। গাড়ি ডাকা ক্রি. বি. গাড়ি ভাড়া করে নিয়ে আসা। গাড়ি ধরা ক্রি. বি. গাড়িতে ওঠা (রোজ পাঁচটার গাড়ি ধরতে হয়)। গাড়ি ফেল করা ক্রি. বি. গাড়ি ধরতে না পারা। গাড়ি বারান্দা বি. যে বারান্দার নীচে গাড়ি দাঁড়াতে পারে। 33)
গাত্র
(p. 246) gātra বি. 1 শরীর, অঙ্গ, গা ('ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হল ব্যথা': সু. রা); 2 পার্শ্বদেশ বা উপরিভাগ (পর্বতগাত্র)। [সং. √গা (গত্যর্থক) + ত্র ('ষ্ট্রন্' করণে)]। ̃ জ্বালা, ̃ দাহ বি. গায়ের জ্বালা; (আল.) ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব। ̃ মার্জনী বি. গামছা তোয়ালে প্রভৃতি। ̃ হরিদ্রা বি. গায়েহলুদের অনুষ্ঠান। গাত্রানু-লেপনী বি. 1 গায়ে অনুলেপন করার অর্থাত্ অঙ্গরাগ লাগাবার তুলিকা ; 2 সাবান। গাত্র-বস্ত্র, গাত্রাবরণ, গাত্রাবরণী বি. 1 গায়ের চাদর; 2 বর্ম, সাঁজোয়া। গাত্রোত্থান, গাত্রোত্-পাটন বি. গা তোলা, শয্যা থেকে উঠে বসা বা দাঁড়ানো। 44)
গোবরাট, গোবরাঠ
(p. 256) gōbarāṭa, gōbarāṭha বি. দরজার বা জানালার চৌকাঠের নিম্নস্হ কাঠ (গোবরাটে পা দিয়ে দাঁড়াল)। [দেশি]। 109)
গোল1
(p. 256) gōla1 বি. 1 ফুটবল হকি প্রভৃতি খেলায় বল যে নির্দিষ্ট স্হানে প্রবেশ করাতে হয় (গোল রক্ষা করা, গোলে দাঁড়ানো); 2 ওই স্হানে বল পাঠানো (গোল দেওয়া, তিন গোলে জিতেছি)। [ইং. goal]। 137)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073569
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768549
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365928
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720996
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697953
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594577
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545015
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542268

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন