Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ত্রাস]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকট-বিকট
(p. 1) akaṭa-bikaṭa বি. ভয়ে বিকৃত আকার বা অঙ্গভঙ্গি (ত্রাসে অকটবিকট করছে)। [ সং. আকৃতি-বিকৃতি]।
আতঙ্ক
(p. 85) ātaṅka বি. শঙ্কা, ভয়। [সং. আ.+ √ তন্ক্ (=দুর্দশা) + অ]। ̃ বাদী বি. বিণ. সন্ত্রাসবাদী। আতঙ্কিত বিণ. ভীত, শঙ্কিত। 109)
উত্-ত্রাস
(p. 123) ut-trāsa বি. ভয়, সন্ত্রাস। [সং. উত্ + ত্রাস]। ̃ ন বি. অতিশয় ভীত করা। 18)
ঐন্দ্রিলা
(p. 150) aindrilā বি. বৃত্রাসুরের কন্যা। 28)
তরাস
(p. 367) tarāsa বি. ভয়, শঙ্কা ('চমকি উঠিছে হরিণী তরাসে': রবীন্দ্র)। [সং. ত্রাস]। 121)
ত্রসন
(p. 387) trasana বি. 1 ভয়, ত্রাস; 2 ভীত হওয়া। [সং. √ ত্রস্ + অন]। 82)
ত্রস্ত
(p. 387) trasta বিণ. 1 ত্রাসযুক্ত, ভীত; 2 চকিত; 3 ভয়ে বিচলিত (ত্রস্ত হরিণ)। [সং. √ ত্রস্ + ত]। স্ত্রী. ত্রস্তা (ত্রস্তা হরিণী)। 85)
ত্রাস
(p. 387) trāsa বি. ভয়, শঙ্কা। [সং. √ ত্রস্ + অ]। ̃ জনক বিণ. ভীতিজনক, ভয়ংকর। ̃ ন বি. ভীতিসঞ্চার। ত্রাসিত বিণ. ভীত করা হয়েছে এমন, আতঙ্কিত, যাকে ভয় দেখানো হয়েছে এমন। স্ত্রী. ত্রাসিতা। 88)
নাশ
(p. 454) nāśa বি. 1 ধ্বংস; 2 লোপ, ক্ষয়; 3 মৃত্যু। [সং. √ নশ্ + অ]। ̃ ক বিণ. বিনাশকারী (তিমিরনাশক)। ̃ কতা বি. 1 নাশ, ধ্বংস; 2 সন্ত্রাস; 3 ষড়যন্ত্রমূলক কার্যকলাপ, অন্তর্ঘাত। ̃ কতা-মূলক বিণ. অন্তর্ঘাতী, ষড়যন্ত্রমূলক। ̃ ন বি. নাশ করা। বিণ. নাশকারী। নাশা ক্রি. (কাব্যে) নাশ করা (নাশো দুঃখ, নাশো ক্লেশ)। বিণ. (সমাসে উত্তরপদরূপে) নাশকারী, নাশক (সর্বনাশা)। নাশিত বিণ. বিনষ্ট, নাশপ্রাপ্ত, ধ্বংস হয়ে গেছে এমন। নাশী (-শিন্) বিণ. 1 বিনাশশীল (অবিনাশী); 2 বিনাশকারী (সর্বনাশী, দুঃখনাশী)। নাশিনী বিণ. (স্ত্রী.) নাশ করে এমন (দুর্গতিনাশিনী)। 87)
বিশ্ব
(p. 627) biśba বি. পৃথিবী ও তার বাইরের গ্রহনক্ষত্রসমন্বিত সমস্ত স্থান, ব্রহ্মাণ্ড; পৃথিবী, ভূবন, জগত্। বিণ. সর্ব, সমগ্র, যাবতীয় (বিশ্বসংসার, বিশ্বমানব)। [সং. √ বিশ্ + ব]। ̃ কবি বি. পৃথিবীর শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ কবি, যে কবির কাব্য সমগ্র পৃথিবীর সমাদরের যোগ্য। &tilde ; কর্মা (-র্মন্) বি. দেবশিল্পী, যাবতীয় শিল্পের অধিদেবতা। &tilde ; কেতু বি. মদন, কামদেব। ̃ কোষ, ̃ কোশ বি. পৃথিবীর সমস্ত বিষয়ের তথ্যকোষ বা অভিধান, emcyclopaedia, ̃ গ্রাসী (-সিন্) বিণ. সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চায় এমন (বিশ্বগ্রাসী ক্ষুধা)। ̃ চক্র বি. বিশ্বজগত্, চরাচর। ̃ চরাচর বি. স্থাবর-জঙ্গমাদিসহ মানবজাতি। ̃ জনীন বিণ. 1 পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় (বিশ্বজনীন কল্যাণচিন্তা); 2 সর্বজনহিতকর। বি. যজ্ঞবিশেষ। বি. ̃ জনীনতা। ̃ জোড়া বিণ. পৃথিবীব্যাপী ('বিশ্বজোড়া ফাঁদ পেতেছ': রবীন্দ্র)। ̃ তোমুখী বিণ. সর্বতোমুখী; সর্বাত্মক (বিশ্বতোমুখী প্রতিভা)। ̃ ত্রাস বিণ. পৃথিবীর সমস্ত লোককে যে ভীত করে। ̃ দেব বি. 1 অগ্নি; 2 বিশ্বের দেবতা; 3 গণদেবতাবিশেষ। ̃ নাথ বি. 1 জগদীশ্বর; 2 মহাদেব। ̃ নিন্দুক (অপ্র.) ̃ নিন্দক বিণ. সবার বা সমস্ত বিষয়ের নিন্দাকারী, সবকিছুকেই যে নিন্দা করে। ̃ পরিক্রমা বি. সমগ্র পৃথিবী ভ্রমণ বা পরিক্রমা। ̃ পা বি. 1 জগত্পালক, পরমেশ্বর; 2 সূর্য; 3 চন্দ্র; 4 অগ্নি। ̃ পাতা (-তৃ) বিণ. বি. জগত্পালক। ̃ প্রকৃতি বি. সমগ্র বিশ্ব; বিশ্বের প্রকৃতি। ̃ প্রেম বি. সর্বজনের প্রতি সমান প্রেম বা প্রীতি। ̃ প্রেমিক বিণ. বি. বিশ্বের সকল মানুষ ও প্রাণীকে ভালোবাসে এমন। ̃ বকা, ̃ বকাট, ̃ বকাটে, ̃ বখা, ̃ বখাটে বিণ. যত্পরোনাস্তি ফাজিল বা বখে-যাওয়া। ̃ বাসী (-সিন্) বিণ. জগদ্বাসী, জগতে বাসকারী (বিশ্ববাসী প্রাণী)। বি. জগতের সমগ্র মানবজাতি। ̃ বিখ্যাত বিণ. সারা পৃথিবীতে খ্যাত। ̃ বিজয়ী বিণ. সমগ্র পৃথিবীকে জয়কারী। ̃ বিদ্যালয় বি. সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য উচ্চতম প্রতিষ্ঠান, university. ̃ বিধাতা (-তৃ) বি. সৃষ্টিকর্তা, ঈশ্বর। ̃ বিমোহন, ̃ বিমোহী (-হিন্) বিণ. সমগ্র জগত্-মুগ্ধকারী। স্ত্রী. ̃ বিমোহিনী। &tilde বিশ্রুত বিণ. সারা জগতে প্রসিদ্ধ। ˜ বীক্ষা বি. সমগ্র বিশ্ব সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা। ̃ ব্যাপী (-পিন্) বিণ. পৃথিবীর সকল স্হানে বিস্তৃত, সর্বত্র বর্তমান। ̃ ব্রহ্মাণ্ড বি. সমস্ত জগত্, ত্রিভুবন। ̃ ভাষা বি. পৃথিবীর সকল স্হানের ও মানুষের মধ্যে প্রচলিত একই ভাষা ̃ ভ্রাতৃত্ব বি. পৃথিবীর সমস্ত লোকের মধ্যে ভ্রাতৃবত্ সৌহার্দ্য। ̃ মৈত্রী বি. বিশ্বের সমস্ত মানুষে মানুষে বন্ধুত্ব। ̃ ম্ভর বিণ. বি. বিশ্বকে যিনি ধারণ করেন। ̃ ম্ভরা বি. পৃথিবী। ̃ যুদ্ধ বি. সমগ্র পৃথিবী জুড়ে যুদ্ধ। ̃ রূপ, ̃ মূর্তি বি. অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়; বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর। ̃ লোক, ̃ সংসার বি. নিখিল জগত্। ̃ শান্তি বি. পৃথিবীর সব দেশের মানুষের শান্তি। ̃ সাহিত্য বি. বিশ্বের সাহিত্য; সর্বদেশকালোপযোগী সাহিত্য। 20)
বৃত, বৃত্রাসুর
(p. 633) bṛta, bṛtrāsura বি. দানব বা অসুরবিশেষ। [সং. √ বৃত্ + র, + অসুর]। বৃত্রহা (-হন্), বৃত্রারি বি. বৃত্র-সংহারক ইন্দ্র। 66)
মাত্রা
(p. 692) mātrā বি. পরিমাণ (শীতের মাত্রা); 2 একবারে গ্রহণীয় পরিমাণ (ওষুধের মাত্রা কমিয়ে দেওয়া); 3 সীমা (মাত্রাহীন অত্যাচার, মাত্রা ছড়িয়ে যাওয়া); 4 লিখিত বর্ণের মাথায় সরল রেখাংশ (ও-তে মাত্রা নেই); 5 বর্ণের উচ্চারণ কালের পরিমাণ (দীর্ধমাত্রা, হ্রস্বমাত্রা); 6 (সংগীতে) তালের ভাগ বা তার পরিমাণ (ছয়মাত্রার তাল); 7 (গণি.) আয়তন, দৈর্ঘ্য, প্রস্হ এবং বেধ, dimension (বি. প.)। [সং. √ মা + ত্র + আ]। ̃ .জ্ঞান বি. সীমা বা পরিমিতি সম্বন্ধে জ্ঞান। ̃ তিরিক্ত, ̃ তীত বিণ. মাত্রা বা সীমা ছাড়িয়ে গেছে এমন; অপরিমিত। ̃ .বৃত্ত বি. অক্ষর-সংখ্যার পরিবর্তে লধু-গুরু উচ্চারণকে ভিত্তি করে রচিত কবিতার ছন্দ। ̃ .বোধ বি. 1 কবিতার বা সংগীতের মাত্রা সম্বন্ধে ধারণা বা জ্ঞান; 2 সীমা বা পরিমিত সম্বন্ধে জ্ঞান। মাত্রিক বিণ. 1 মাত্রাযুক্ত; 2 মাত্রাসম্বন্ধীয়। 116)
যাত্রিক
(p. 726) yātrika বিণ. 1 যাত্রাসম্বন্ধীয় 2 যাত্রাযোগ্য; 3 গমনযোগ্য, গমনসাধ্য, গমনীয় 4 যাত্রাকারী, গমনকারী। বি. 1 পাথেয়, পথ-খরচ; 2 পথিক; 3 উত্সব 4 তীর্থযাত্রী। [সং. যাত্রা + ইক]। 18)
সত্রাস
(p. 801) satrāsa বিণ. ত্রাসযুক্ত, সভয়, ভীত। [সং. সহ + ত্রাস]। 48)
সন্ত্রস্ত
(p. 803) santrasta বিণ. সন্ত্রাসযুক্ত, অত্যন্ত ভীত; ভয়ে ব্যাকুল (সন্ত্রস্ত প্রাণ)। [সং. সম্ + এস্ত]। স্ত্রী. সন্ত্রস্তা। 59)
সন্ত্রাস
(p. 803) santrāsa বি. অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ (দেশে সন্ত্রাস সৃষ্টি)। [সং. সম্ + ত্রাস]। ̃ বাদ বি. রাজনীতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য পীড়ন; হত্যা প্রভৃতি হিংসাত্মক ও ত্রাসজনক কর্ম অবলম্বন করা উচিত-এই মত, terrorism. ̃ বাদী (-দিন্) বিণ. বি. যে সন্ত্রাসবাদে আস্হাশীল বা তদনুযায়ী কাজ করে, terrorist. সন্ত্রাসিত বিণ. সন্ত্রাসযুক্ত, সন্ত্রস্ত, অতিশয় ভীত। 60)
সহিংস
(p. 820) sahiṃsa বিণ. 1 হিংসাযুক্ত; 2 সন্ত্রাসবাদী (সহিংস আন্দোলন)। [সং. সহ + হিংসা]। 54)
হ2
(p. 858) ha2 ক্রি. 1 'হওয়া'-র মধ্যম পুরুষের রূপ, অসম্ভ্রমে (দুর হ); 2 (অপ্র.) শব্দের মাত্রাস্বরুপ (সেহ, বলহ, করহ)। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2104970
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1781058
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1378850
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 726061
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 704498
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 598721
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 560533
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 544740

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন