Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তীক্ষ্ণ; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতীক্ষ্ণ
(p. 14) atīkṣṇa বিণ. তীক্ষ্ণ বা সূক্ষ্ম বা ধারালো নয় এমন। [সং. ন+তীক্ষ্ণ]। 29)
অসি
(p. 72) asi বি. খড়্গ; তরবারি, তরোয়াল; (আল.) অস্ত্রবল। [সং. &tick অস্ + ই]। ˜ চর্ম বি. তরোয়াল ও ঢাল। ̃ চর্যা, ̃ চালনা বি. তরবারি চালানো। ̃ ধারা বি. খড়্গ বা তরোয়ালের তীক্ষ্ণ অগ্রভাগ; তরোয়ালের ধার। ̃ ধারা-ব্রত বি. কঠিন ব্রতবিশেষ; যে ব্রতে একই শয্যায় শায়িতা রমণীকেও উপভোগ করা নিষেধ। ̃ পত্র বি. 1 (অসির মতো পাতা বলে) আখ গাছ; 2 তরবারির খাপ। ̃ যুদ্ধ বি. তরবারির সাহায্যে লড়াই। ̃ লতা বি. তরবারির ফলক; তরবারি। 8)
অস্হূল
(p. 73) ashūla বিণ. স্হূল নয় এমন; কৃশ; সূক্ষ্ম, তীক্ষ্ণ। [সং. ন + স্হূল]। 34)
আল2
(p. 104) āla2 বি. 1 কীটপতঙ্গাদির হুল; 2 কোনো বস্তুর সূক্ষ্ম প্রান্ত (লাট্টুর আল); 3 বেধনাস্ত্র, awl (জুতো সেলাইয়ের আল); 4 খোঁচা, তীক্ষ্ণ বাক্যবাণ (কথার আল)। [সং. অল]। ̃ কাটা বিণ. কাঠ বা লোহা সংযুক্ত করবার জন্য খাঁজ-কাটা। 50)
ইঁদুর
(p. 113) in̐dura বি. লম্বা লেজ ও তীক্ষ্ণ দাঁতওয়ালা এবং বিড়ালের খাদ্য হিসাবে পরিচিত ছোট প্রাণীবিশেষ, মূষিক। [সং. ইন্দুর]। 15)
ইগল
(p. 113) igala বি. মজবুত ও তীক্ষ্ণ ঠোঁট ও নখযুক্ত বড় শিকারি পাখিবিশেষ। [ইং. eagle]। 22)
উল্বণ
(p. 133) ulbaṇa বিণ. 1 তীক্ষ্ণ; প্রচণ্ড ('নিষাদের উল্বণ উল্লাস': সু. দ.); 2 সুস্পষ্ট। বি. বায়ু পিত্ত ইত্যাদির প্রাবল্যজনিত রোগবিশেষ। [সং. উদ্ + √ লু + অন]। 168)
কচ1
(p. 156) kaca1 অব্য. তীক্ষ্ণ অস্ত্র দিয়ে নরম জিনিস কাটবার বা দাঁত দিয়ে কামড়াবার অনুকারধ্বনিবিশেষ। ̃ কচ অব্য. ক্রমাগত পেঁচিয়ে কাটবার চিবানোর শব্দবিশেষ। ̃ কচানি, ̃ কচি বি. 1 একটানা কচকচ শব্দ; 2 ঝগড়াঝাঁটি; 3 তর্কবিতর্ক (আইনের কচকচি)। ̃ কচে বিণ. চিবানোর ফলে কচকচ শব্দ হয় এমন। 32)
কুচ৩, কুচ্
(p. 192) kuca3, kuc অব্য. তীক্ষ্ণ অস্ত্রের এক কোপে নরম জিনিস কেটে ফেলার বা নরম জিনিসের মধ্যে তীক্ষ্ণ কিছু বিঁধে বা ফুটিয়ে দেবার শব্দ। ̃ কুচ1 অব্য. ক্রমাগত কুচ করে কাটার শব্দ। কুচ করে ক্রি-বিণ. 'কুচ' এই শব্দসহযোগে। 64)
কুপা2, কোপা
(p. 197) kupā2, kōpā ক্রি. 1 তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা; 2 মাটি কোপানো। [বাং. √ কোপ্ + আ]। ̃ নো ক্রি. কুপা বা কোপা অর্থে। বিণ. বি. উক্ত অর্থে। 4)
কুশ
(p. 201) kuśa বি. 1 তীক্ষ্ণাগ্র তৃণবিশেষ (কুশাসন, কুশপুত্তলিকা); 2 পৌরাণিক সপ্তদ্বীপের অন্যতম; 3 রামচন্দ্রের পুত্রবিশেষ। [সং. কু + √ শী + অ]। 5)
কুশাগ্র
(p. 201) kuśāgra বি. কুশের অগ্রভাগ বা ডগা। বিণ. (কুশের ডগার মতো) তীক্ষ্ণ বা সূক্ষ্ম। [সং. কুশ + অগ্র]। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. অতি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। কুশাগ্রীয় বিণ. কুশাগ্রের মতো তীক্ষ্ণ, অতি তীক্ষ্ণ। 15)
ক্যাঁচ
(p. 210) kyān̐ca অব্য. বি. ছুরি, কাঁচি ইত্যাদি তীক্ষ্ণ অস্ত্র দিয়ে কাটবার (কল্পিত) ধ্বনিবিশেষ (ক্যাঁচ করে খানিকটা চুল কেটে দিল)। [ধ্বন্যা.]। ̃ ক্যাঁচ, ক্যাঁচর-ক্যাঁচর অব্য. বি. ক্রমাগত কাটবার বা ঘষার শব্দ। ক্যাঁচর-ম্যাচর অব্য. বি. বহু কণ্ঠের মিলিত কলরব (সবাই মিলে ক্যাঁচরম্যাচর করলে আমি কারও কথাই শুনতে পাব না)। ̃ ক্যাঁচানি বি. ক্যাঁচক্যাঁচ শব্দ (তোমাদের ক্যাঁচক্যাঁচানি এবার থামাও)। 108)
ক্ষুর
(p. 217) kṣura বি. চুলদাড়ি কামাবার ছুরি বা অস্ত্রবিশেষ। (খুর দ্র)। [সং. √ ক্ষুর্ + অ]। ̃ কর্ম বি. ক্ষুর দিয়ে চুল বা দাড়ি কামানো, খেউরি। ̃ ধার বিণ. ক্ষুরের মতো তীক্ষ্ণ ধারবিশিষ্ট; সুতীক্ষ্ণ (ক্ষুরধার বুদ্ধি)। ক্ষুরী (-রিন্) বি. 1 নাপিত; 2 ক্ষুরযুক্ত পশু। 53)
খর2
(p. 224) khara2 বিণ. 1 তীক্ষ্ণ, ধারালো (খর তরবারি); 2 উগ্র, প্রখর (খরতাপ); 3 প্রবল, তীব্র (খরবায়ু); 4 রূঢ় (খরবাক্য); 5 ক্ষারমিশ্রিত (খরজল)। [সং. খ + √রা + অ]। ̃ তর বিণ. 1 দুইয়ের বা উভয়ের মধ্যে অধিক খর, অপেক্ষাকৃত বেশি খর; 2 খুব তীক্ষ্ণ বা বেগবান ('খরতর বক্র হাসি': রবীন্দ্র)। ̃ দৃষ্টি বি. 1 তীক্ষ্ণ বা অন্তর্ভেদী দৃষ্টি ; 2 ক্রুদ্ধ দৃষ্টি। ̃ ধার, ̃ শান, ̃ শাণ বিণ. অত্যন্ত ধারালো। ̃ স্রোত (-তস্) বি. তীব্র স্রোত, অতি বেগবান স্রোত। ̃ স্রোতা বিণ. যার স্রোত বা প্রবাহ অতি বেগবান (খরস্রোতা নদী)। 11)
খোঁচ
(p. 232) khōn̐ca বি. 1 কাঁটা; 2 ছুঁচের মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ মুখ; 3 সূক্ষ্ম কোণ ; 4 (আল.) ত্রুটি, ছটোখাটো ঝঞ্ঝাট (সবই হল, তবে একটা খোঁচ থেকেই গেল)। [দেশি]। 49)
খোঁচা1
(p. 232) khōn̐cā1 বিণ. খোঁচযুক্ত, তীক্ষ্ণাগ্র (খোঁচা খোঁচা দাড়ি)। [বাং. খোঁচ + আ]। 50)
খোঁচা2
(p. 232) khōn̐cā2 বি. তীক্ষ্ণ বস্তুর আঘাত (বল্লমের খোঁচা); কোনো কিছুর আগা দিয়ে ঠেলা বা আঘাত (লাঠির খোঁচা); আঁচড়, দাগ (কলমের খোঁচা)। [বাং. √খোঁচা]। ̃ নো ক্রি. বি. 1 খোঁচা দেওয়া; 2 বিরক্ত বা উত্তেজিত করা। ̃ খুঁচি বি. কার্যসিদ্ধির জন্য নানা দিকে খোঁচার প্রয়োগ; পরস্পর খোঁচা দেওয়া; ক্রমাগত বিরক্ত করা (ব্যাপারটা নিয়ে এত খোঁচাখুঁচি করছ কেন?)। 51)
চড়া2
(p. 276) caḍ়ā2 বিণ. 1 উদ্ধত, উগ্র (চড়া মেজাজ); 2 তীব্র, তীক্ষ্ণ, তেজালো (চড়া রোদ, চড়া গলা); 3 উচ্চ (চড়া সুর, চড়া দাম)। [সং. চণ্ড]। 12)
চিল
(p. 290) cila বি. বাঁকা মজবুত ঠোঁট ও তীক্ষ্ণ নখযুক্ত শিকারি মাংসাশী পাখিবিশেষ। [সং. চিল্ল]। 51)
চোঁচ
(p. 294) cōn̐ca বি. তীক্ষ্ণাগ্র কাঁটার মতো বাঁশের পাত বা আঁশ (পায়ে চোঁচ ফুটে গেছে)। [হি. চোঁচ সং. চঞ্চু]। 100)
চোখা
(p. 297) cōkhā বিণ. 1 তীক্ষ্ণ, ধারালো (চোখা বাণ); 2 অতি তীব্র (চোখা চোখা কথা); 3 তুখোড়; বুদ্ধিমান ও চৌকস (চোখা লোক); 4 খাঁটি, বিশুদ্ধ (চোখা মাল)। [সং. চোক্ষ]। ̃ ল, ̃ লো বিণ. তীক্ষ্ণ বা তীব্র স্বাদযুক্ত (চোখালো রান্না); চালাক; তুখোড়; ধারালো (চোখালো বাণ)। চোখা চোখা কথা বি. মর্মভেদী কথা। 6)
ছুঁচালো, ছুঁচলো
(p. 304) chun̐cālō, chun̐calō বিণ. 1 সুচের ডগার মতো সরু ও তীক্ষ্ণাগ্র, সুচালো (ছুঁচলো পিন); 2 ক্রমশ আগার দিকে সরু হয়ে এসেছে এমন (ছুঁচলো দাড়ি)। [বাং. ছুঁচ ( সূচি) + আলো]। 93)
জ্বালা-ময়ী
(p. 331) jbālā-maẏī বিণ. (স্ত্রী.) তীব্র, তীক্ষ্ণ (জ্বালাময়ী বক্তৃতা)। [সং. জ্বালাময় + ঈ]। 42)
ঝন
(p. 334) jhana বি. ধাতুদ্রব্যাদি পড়ার বা আঘাত পাওয়ার তীক্ষ্ণ শব্দ। ̃ ঝন বি. 1 অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে ক্রমাগত ঝন শব্দ; 2 টনটন (মাথাটা ঝনঝন করছে)। ঝন-ঝনা, ঝঞ্ঝনা বি. 1 (ঝনঝন আওয়াজ, ঝনত্কার (অস্ত্রের ঝনঝনা); 2 বজ্র ('ঝঞ্ঝনা পড়ুক তার মাথার উপর': চণ্ডী)। ঝন-ঝনানো ক্রি. ঝনঝন আওয়াজ করা বা হওয়া; আঘাত ইত্যাদির জন্য টনটন করা, বেদনা বোধ করা (মাথাটা ঝনঝনাচ্ছে)। বি. উক্ত অর্থে। 24)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074838
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769069
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366354
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721144
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698194
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594761
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545454
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542339

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন