Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অভিনেতার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

তারকা
(p. 375) tārakā বি. 1 তারা, নক্ষত্র; 2 চোখের তারা; 3 '*' এই চিহ্ন; 4 সিনেমা ইত্যাদির বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী-ইংরেজি star শব্দের অনুকরণে। [সং. √ তৃ. + ণিচ্ + অক + আ]। ̃ য়িত বিণ. 1 তারকাযুক্ত, তারকাখচিত; 2 তারকায় পরিণত অর্থাত্ বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী হিসাবে পরিগণিত। ̃ রি বি. তারকাসুরবধকারী কার্তিকেয়। তারকিনী বিণ. (স্ত্রী.) তারকাময়ী। বি. রাত্রি। 63)
অপেশা-দার
(p. 40) apēśā-dāra বিণ. কেবল পেশা বা জীবিকার জন্য করে না এমন (অপেশাদার অভিনেতা)। [বাং. অ + ফা. পেশাদার]। 45)
অভিনেতা
(p. 50) abhinētā দ্র অভিনয়। 94)
কটর
(p. 76) kaṭara বি. অভিনেতা; সিনেমা থিয়েটার যাত্রা ইত্যাদিতে যারা বিভিন্ন ভূমিকায় অভিনয় করে। [ইং actor]। 14)
কুশীলব1
(p. 201) kuśīlaba1 বি. 1 নাচকের পাত্রপাত্রী; 2 অভিনেতা; 3 গায়ক; 4 নর্তক। [সং. কু + শীল + √ বা + অ]। 25)
গ্রিন-রুম
(p. 261) grina-ruma বি. রঙ্গমঞ্চে অভিনেতাদের বিশ্রামকক্ষ বা সাজঘর। [ইং. greenroom]। 70)
চিত্র-তারকা
(p. 288) citra-tārakā বি. চলচ্চিত্র বা সিনেমার প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রী। [ইং. film-star - এর অনুকরণে]। 51)
জনাস্তিকে
(p. 312) janāstikē ক্রি-বিণ. 1 অন্য লোকের অনতিদূরে কিন্তু আড়ালে, একপাশে; 2 (নাটকে) লোকের সমক্ষে কিন্তু রঙ্গমঞ্চের অন্যান্য অভিনেতা শুনতে না পায় এমনভাবে। [সং. জন + অন্তিক + বাং. এ]। 55)
থিয়েটার
(p. 392) thiẏēṭāra বি. 1 নাট্যশালা, অভিনয়গৃহ; 2 নাটকাদির অভিনয় (সারাটা জীবন কেবল থিয়েটার করেই কাটালে)। [ইং. theatre]। ̃ ওয়ালা বি. 1 নাট্যশালার মালিক বা পরিচালক; 2 অভিনেতা। থিয়েটারি বিণ. 1 অভিনেতাসুলভ, অভিনেতার হাবভাবপূর্ণ (থিয়েটারি ভঙ্গি); 2 নাটুকেপনায় পূর্ণ। 45)
নট1
(p. 444) naṭa1 বি. 1 নর্তক; 2 (প্রধানত থিয়েটার যাত্রা ইত্যাদিতে) অভিনয়কারী, অভিনেতা। [সং. √ নট্ + অ]। ̃ বর বি. 1 শ্রেষ্ঠ নর্তক বা অভিনেতা; 2 শ্রীকৃষ্ণ। ̃ রাজ, নটেশ্বর বি. 1 নর্তকশ্রেষ্ঠ; 2 নৃত্যরত শিব; 3 শিব। নটী1 বি. (স্ত্রী.) 1 নর্তকী; 2 অভিনেত্রী। 26)
নাটুকে
(p. 452) nāṭukē বিণ. 1 নাটকরচয়িতা (নাটুকে রামনারায়ণ); 2 নাটকীয়, নাটকসম্বন্ধীয়; 3 অস্বাভাবিক, কৃত্রিম বা অভিনেতাসুলভ হাবভাবপূর্ণ (নাটুকে চালচলন)। [সং. নাটক + বাং. ইয়া এ]। ̃ পনা বি. অভিনেতাসুলভ কৃত্রিম হাবভাব।
নাটুয়া
(p. 454) nāṭuẏā বিণ. বি. নর্তক; 2 অভিনেতা। [সং. নাট + বাং. উয়া]। 2)
নির্বাক
(p. 468) nirbāka (-র্বাচ্) বিণ. 1 বাক্যহীন, মূক, নীরব (নির্বাক থাকা, নির্বাক চিত্র); 2 হতবাক (এসব দেখে সে নির্বাক হয়ে গেল)। [সং. নির্ + বাচ্]। নির্বাক চিত্র বি. আগেকার যুগের যে চলচ্চিত্রে অভিনেতাদের কথা শোনা যেত না। 86)
মুখ্যাভি-নেতা
(p. 708) mukhyābhi-nētā বি. অভিনেতাদের মধ্যে প্রধান বা শ্রেষ্ঠ। [সং. মুখ্য + অভিনেতা]। 24)
মুখ্যাভি-নেতা
(p. 708) mukhyābhi-nētā বি. অভিনেতাদের মধ্যে প্রধান বা শ্রেষ্ঠ। [সং. মুখ্য + অভিনেতা]। 26)
রূপ
(p. 747) rūpa বি. 1 মূর্তি, শরীর ('অরূপের রূপ দিক': রবীন্দ্র); 2 আকৃতি, চেহারা (নবরূপে অবতীর্ণ); 3 সৌন্দর্য, শ্রী, শোভা (রূপের জৌলুশ); 4 প্রকার, রকম, ধরন (এরূপ (ঘটনা, কীরূপ); 5 বর্ণ, রং ('কাল রূপ ছাড়া আন রূপ দেখব না'); 6 (ব্যাক.) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তিযোগ (শব্দরূপ, ধাতুরূপ); 7 (দর্শনে) দৃষ্টিসাধ্য বা প্রত্যক্ষ বিষয়। বিণ. তুল্য; অভিন্ন (স্নেহরূপ বন্ধন)। [সং. √ রূপ্ + অ]। ̃ .কার বি. 1 রূপদাতা; 2 শিল্পী; 3 যে-ব্যক্তি (প্রধানত অভিনেতাদের) পোশাক পরায়, সজ্জাকার। ̃ .চর্চা বি. সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার বা বাড়াবার জন্য দেহচর্চা বা প্রসাধনচর্চা। ̃ জ বিণ. রূপজনিত। ̃ .দক্ষ বিণ. 1 রূপধারণে দক্ষ; 2 রূপদানে বা রূপায়িত করতে দক্ষ শিল্পী, artist. ̃ .ধারণ বি. 1 মূর্তিপরিগ্রহ; 2 (প্রধানত অভিনয়ের বা ছদ্মবেশের) পোশাক পরিধান। ̃ .ধারী (-রিন্) বিণ. রূপধারণ করছে এমন। ̃ .বান (-বত্), (বাং.) ̃ .বন্ত বিণ. সুন্দর, রূপ আছে এমন। স্ত্রী. ̃ .বতী। ̃ .ভেদ বি. ভিন্ন প্রকার অন্য রূপ বা রকম। ̃ .মাধুরী বি. সৌন্দর্যের কমনীয়তা। ̃ .মোহ বি. সৌন্দর্যের প্রতি অন্ধ আকর্ষণ; রূপবিহ্বলতা। ̃ .সজ্জা বি. 1 সাজগোজ; 2 অভিনয়াদির জন্য সাজসজ্জা। রূপের ডালি প্রচুর সৌন্দর্যের আধার; অত্যন্ত রূপবান বা রূপবতী। রূপের ধুচুনি (ব্যঙ্গে) অত্যন্ত কুরূপ। 19)
সং. সঙ
(p. 792) sa. ṃsaṅa বি. অদ্ভুত পোশাকধারী হাস্যকৌতুককারী অভিনেতা বা বিনোদনকারী (সং সাজা, গাজনের সং)। [দেশি]। 14)
সবাক
(p. 808) sabāka বিণ. কথা বলে এমন (সবাক পুতুল, সবাক সিনেমা)। [সং. সহ + বাক্]। সবাক-চিত্র, সবাক সিনেমা বি. যে বায়োস্কোপের ছবিতে অভিনেতাঅভিনেত্রীদের কথা শোনা যায়. talkie. 13)
সাজ
(p. 823) sāja বি. 1 পোশাক, বেশ, পরিচ্ছদ (রাজার সাজ); 2 গহনা, ভূষণ (প্রতিমার সাজ); 3 সরঞ্জাম, উপকরণ (তামাকের সাজ); 4 (আঞ্চ.) দধ্যম্ল, দম্বল। [সং. সজ্জা]। ̃ গোছ, ̃ গোজ বি. বেশভূষা পরিধান ও তার পারিপাট্য। ̃ ঘর বি. রঙ্গালয়ে অভিনেতাদের পোশাক পরবার ঘর, green-room. ̃ ন্ত বিণ. শোভন, মানানসই। ̃ সজ্জা বি. সাজগোজ; সাজসরঞ্জাম। ̃ সরঞ্জাম বি. পোশাক ও উপকরণ। 36)
হাস্য
(p. 867) hāsya বি. হাসি। [সং. √ হস্ + য]। ̃ কর, ̃ জনক বিণ. হাসির উদ্রেককারী, মজাদার; উপহাসের যোগ্য বা অযৌক্তিক (হাস্যকর যুক্তি বা চেষ্টা)। ̃ কৌতুক, ̃ পরিহাস বি. হাসিঠাট্টা; রসিকতা; ব্যঙ্গ ও বিদ্রুপ। ̃ ময় বিণ. হাসিপূর্ণ; হাসিমাখা, সহাস্য। স্ত্রী. ̃ ময়ী। ̃ রস বি. হাসি কৌতুক বা রসিকতা; হাসি বা কৌতুকজনিত রস। ̃ রসিক বিণ. পরিহাসপটু, রসিকতায় দক্ষ। বি. হাস্যরসাত্মক লেখক বা অভিনেতা। হাস্যালাপ বি. হাস্যোদ্রেককারী আলাপ-আলোচনা, সরস কথাবার্তা। হাস্যাস্পদ বিণ. হাসিবিদ্রুপের পাত্র। হাস্যোদ্দীপক বিণ. হাসায় বা হাস্যরসের সৃষ্টি করে এমন। 70)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074524
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768800
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366253
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721113
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698158
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594707
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545344
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542317

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন