Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্হগিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপরি-হরণীয়, অপরি-হার্য
(p. 39) apari-haraṇīẏa, apari-hārya বিণ. 1 ত্যাগ করা যায় না এমন, অত্যাজ্য; 2 এড়ানো যায় না বা বাদ দিয়ে চলা যায় না এমন (অপরিহার্য কারণে সভা স্হগিত রইল, তাঁর সাহায্য আমার কাছে অপরিহার্য); 3 অবশ্যম্ভাবী, অনিবার্য (অপরিহার্য ঘটনা)। [সং. ন + পরিহার্য, পরিহরণীয়]। 8)
তোলা2
(p. 387) tōlā2 বি. হাটবাজারের ব্যাপারীদের পণ্যের যে অংশ জমিদার বা বাজারের মালিক খাজনা বাবদ তুলে নেয় (মালিকের চাকর রোজ তোলা আদায় করে)। বিণ. 1 তুলে রাখা হয়েছে এমন, রক্ষিত (তোলা খাবার); 2 পোশাকি (তোলা জামা); 3 তুলে অর্থাত্ সংগ্রহ করে রাখা হয়েছে এমন (তোলা জলে স্নান); 4 স্হানান্তরিত করা যায় এমন (তোলা উনুনে রান্না); 5 অঙ্কিত, খোদাই করা বা ছাঁচে ঢালাই করা হয়েছে এমন (পল-তোলা); 6 স্মরণে রাখা হয়েছে এমন, স্মৃতিগত (সব তোলা আছে মনে); 7 স্হগিত, ভবিষ্যতের জন্য রাখা হয়েছে এমন (এ তর্ক তোলা রইল); 8 নির্মিত (বাবার তোলা দালান); 9 চয়িত (ভোরে তোলা ফুল)। [বাং. √ তুল্ + আ]। 36)
থুড়ি
(p. 394) thuḍ়i অব্য. বি. 1 ভ্রমবশত উচ্চারিত বাক্য প্রত্যাহারসূচক শব্দ (তোমাদের ওই খাঁদুবাবু, থুড়ি রামবাবু, কেমন আছেন?); 2 ছোটদের খেলা সাময়িক বন্ধ রাখার বা স্হগিত রাখার সংকেতবিশেষ (আমি থুড়ি দিয়েছি, এখন ছুঁলে চলবে না)। [দেশি, ধ্বন্যা.]। 7)
নিলম্বন
(p. 473) nilambana বি. 1 কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত স্হগিত বা মুলতুবি রাখা; 2 অস্হায়ী বা সাময়িক পদচ্যুতি, suspension (স. প.)। [সং. নি + √ লম্ব্ + অন]। নিলম্বিত বিণ. মুলতুবি, মুলতুবি রাখা হয়েছে এমন; সাময়িকভাবে বরখাস্ত বা পদচ্যুত করা হয়েছে এমন, suspended (স. প.)। নিলম্বিত গণিতক কাঁচা হিসাব, suspense accounts (স. প.)। 16)
বন্ধ
(p. 575) bandha বি. 1 বাঁধবার উপকরণ (কোমরবন্ধ); 2 বাঁধন ('মুক্ত কর হে বন্ধ': রবীন্দ্র); 3 আবেষ্টন (ভুজবন্ধ); 4 বাধা, অবরোধ (নিশ্বাসবন্ধ); 5 গ্রথন, রচনা (সেতুবন্ধ); 6 (বাং.) অবসান, অবকাশ, ছুটি (গ্রীষ্মের বন্ধ)। বিণ. (বাং.) 1 রুদ্ধ (বন্ধ দরজা); 2 রহিত (কথা বন্ধ, কাজ বন্ধ); 3 কাজ স্হগিত আছে এমন (অফিস বন্ধ); 4 বাধাপ্রাপ্ত (স্রোত বন্ধ); 5 অচল, কর্মহীন, গতিহীন (আলো-পাখা বন্ধ); 6 বন্দি, আটক (কারাগারে বন্ধ); 7 নিমীলিত, আবৃত (চোখ বন্ধ, বই বন্ধ)। [সং. √ বন্ধ্ + অ]। 98)
মুল-তুবি
(p. 712) mula-tubi বিণ. স্হগিত (সভার কাজ মুলতুবি রইল)।[আ. মুল্তবী]। 31)
রাখা
(p. 738) rākhā ক্রি. বি. 1 স্হাপন করা (মাটিতে রাখা); 2 আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া (পায়ে রাখা); 3 সংরক্ষিত করা (বাক্সে রাখা, মুঠোয় রাখা); 4 বহন করা বা ধারন করা (মাথায় রাখা, টিকি রাখা); 5 জানা থাকা (খবর রাখি না); 6 রক্ষা করা, ক্ষুণ্ণ হতে না দেওয়া (কুল রাখা, সম্পর্ক রাখা, মান রাখা); 7 গচ্ছিত দেওয়া (ব্যঙ্কে টাকা রাখা); 8 বন্ধক দেওয়া বা গ্রহণ করা (গয়না রেখে কর্জ দেওয়া); 9 নিযুক্ত করা (চাকর রাখা); 1 পোষা (বাড়িতে কুকুর রাখা); 11 সঞ্চিত করা, মজুত করা (ভবিষ্যতের জন্য টাকা রেখো); 12 উত্থাপন না করা (তার কথা রাখো-ঢের শুনেছি); 13 ত্যাগ বা স্হগিত করা (এখন খেলা রেখে পড়তে বসো); 14 গ্রাহ্য বা পালন করা (অনুরোধ রাখতে পারব না); 15 পোষণ করা (মনে অভিমান রাখা); 16 ফেলে যাওয়া (কলমটা কি ও-ঘরে রেখে এসেছি?); 17 ক্রয় করা (এই জামাটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); 18 তুষ্ট করা (মন রাখা); 19 কোনো কাজ পূর্বে সম্পন্ন করা (দাদন দিয়ে রাখা)। বিণ. 1 রক্ষিত, রাখা হয়েছে এমন (তাকের উপর রাখা বই); 2 আশ্রিত 3 স্হাপিত; 4 নিযুক্ত; 5 ক্রীত; 6 বন্দোবস্ত নেওয়া এমন; 7 প্রদত্ত; 8 রাখার জন্য কৃত (মন রাখা কথা)। [সং. √ রক্ষ্ + বাং. আ]। কথা রাখা ক্রি. বি. অনুরোধ বা প্রতিশ্রুতি পালন করা। চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)। রেখেঢেকে বলা ক্রি. বি. কিছুটা অব্যক্ত রেখে বলা; সবটা না বলা। 35)
শিকা, (কথ্য) শিকে
(p. 776) śikā, (kathya) śikē বি. দ্রব্যাদি রাখবার জন্য দড়ি বা তারে তৈরি ঝুলন্ত আধারবিশেষ (শিকায় তোলা দইয়ের হাঁড়ি, লেপতোশক শিকেয় তুলে রাখা)। [সং. শিক্য-তু. হি. ছীংকা]। শিকেয় তুলে রাখা ক্রি. বি. (আল.) স্হগিত রাখা, বন্ধ রাখা (পড়াশুনো একেবারে শিকেয় তুলে রেখেছ যে)। 50)
স্হগন
(p. 846) shagana বি. 1 নিবর্তন; 2 ক্ষান্তি, সাময়িকভাবে থামা বা বন্ধ হওয়া; 3 লুকিয়ে থাকা বা লুকিয়ে রাখা। [সং. √ স্হগ্ + অন]। 99)
স্হগিত
(p. 846) shagita বিণ. 1 নিবর্তিত; 2 ক্ষান্ত, কিছুকালের জন্য নিবৃত্ত, মুলতুবি (সভা বা আলোচনা স্হগিত); 3 প্রতিহত; 4 আবৃত্ত; 5 তিরোহিত। [সং. √ স্হগ্ + ত]। ̃ স্হগিতাদেশ আরূব্ধ কর্ম স্হগিত রাখার জন্য আদালতের হুকুম, injunction. 100)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541923
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147608
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739516
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952464
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886400
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840071
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us