Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সুস্হ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগদ
(p. 6) agada বিণ. নীরোগ, সুস্হ, যার গদ অর্থাত্ রোগ নেই। বি. ঔষধ, বিষঘ্ন ঔষধ, বিষের ক্রিয়া নষ্ট করে এমন ঔষধ, antidote. [সং. ন+গদ]। ̃ তন্ত্র বি. বিষবিজ্ঞান, toxicology. 14)
অত-এব
(p. 14) ata-ēba অব্য. এইজন্য, সুতরাং, কাজেকাজেই (সে অসুস্হ, অতএব তার পক্ষে যাওয়া সম্ভব নয়)। [সং. অতঃ+এব]। 10)
অনাময়
(p. 24) anāmaẏa বি. আরোগ্য, সুস্হতা। বিণ. রোগহীন, নীরোগ, সুস্থ। [সং. ন + আময়]। 34)
অপটু
(p. 34) apaṭu বিণ. 1 নিপুণ বা দক্ষ নয় এমন (অপটু হাতের কাজ); 2 অক্ষম, অসুস্হ (অপটু দেহ)। [বাং. অ + পটু]। বি. &tilde ; তা, ̃ ত্ব। 88)
অবাঙালি
(p. 46) abāṅāli বি. বাঙালি ভিন্ন অন্য ভারতীয় (এখানে বহু অবাঙালি বাস করে)। বিণ. বাঙালিসুলভ নয় এমন, বাঙালির প্রকৃতিবিরুদ্ধ (তার চালচলনে অবাঙালি ভাব সুস্পষ্ট)। [বাং. অ + বাঙালি]। 47)
অবিহ্বল
(p. 49) abihbala বিণ. 1 বিহ্বল বা ব্যাকুল নয় এমন; অভিভূত নয় এমন; 2 প্রকৃতিস্হ, সুস্হ। [সং. ন + বিহ্বল]। 32)
অরুগ্ণ
(p. 61) arugṇa বিণ. শরীরে রোগ নেই এমন; সুস্হ। [সং. ন + রুগ্ণ]। 13)
অসু
(p. 72) asu বি. প্রাণ, প্রাণবায়ু; জীবন (দীর্ঘ অসুস্হতার পর তিনি গতাসু হলেন)। [সং. √ অস্ + উ]। 13)
অসুখ
(p. 72) asukha বি. 1 সুখের অভাব; অশান্তি; 2 রোগ, ব্যাধি, পীড়া, অসুস্হতা। [সং. ন + সুখ]। ̃ কর, ̃ দায়ক, অসুখাবহ বিণ. অশান্তিজনক। ̃ বিসুখ বি. রোগ-বালাই, রোগ-জ্বালা ইত্যাদি। অসুখী বিণ. সুখ নেই এমন, দুঃখিত। 14)
অসুস্হ
(p. 72) asusha বিণ. সুস্হ নয় এমন, রোগগ্রস্ত, পীড়িত; অপ্রকৃতিস্হ। [সং. ন + সুস্হ]। স্ত্রী. অসুস্হা। বি. ̃ তা। 19)
অস্বস্হ
(p. 73) asbasha বিণ. অসুস্হ, স্বাভাবিক অবস্হাযুক্ত নয় এমন; অশান্তিপূর্ণ। [সং. ন + স্বস্হ]। বি. ̃ তা। 51)
অস্বাস্হ্য
(p. 75) asbāshya বি. স্বাস্হ্যহীনতা; অসুস্হতা; রোগ, পীড়া। [সং. ন + স্বাস্হ্য]। ̃ কর বিণ. স্বাস্হ্যের পক্ষে ক্ষতিকর। 5)
আখের, আখির
(p. 82) ākhēra, ākhira বি. পরিণাম, শেষ, চূড়ান্ত পরিণতি। [আ. আখীর্]। আখেরি বিণ. অন্তিম, শেষের। আখেরি চাহার শুম্বা শেষ বুধবার; হজরত মোহম্মদের মৃত্যুর পূর্বের শেষ বুধবার (এই দিন অসুস্হতার মধ্যে তিনি সুস্হ বোধ করেছিলেন)। আখেরি জমানা বি. শেষ যুগ; কেয়ামত বা প্রলয়ের পূর্ববর্তী যুগ (তু. কলিযুগ)। আখেরে ক্রি-বিণ. শেষ পর্যন্ত, পরিণামে; ভবিষ্যতে। 31)
আজার
(p. 85) ājāra বি. রোগ, অসুখ। [ফা. আজার; তু. গুজ. আজর]। আজারি বিণ. রোগী, অসুস্হ ('এল মুসাফির গায়ে আজারির চিন্': নজরুল)। 37)
আরাম1
(p. 104) ārāma1 বিণ. সুস্হ, রোগমুক্ত (আরাম হওয়া)। [ফা. আরাম]। 21)
আরোগ্য
(p. 104) ārōgya বি. 1 রোগমুক্তি, অসুখ সেরে যাওয়া (আরোগ্যলাভ); 2 রোগাভাব, সুস্হতা, স্বাস্হ্য। [সং. আরোগ + য]। ̃ নিকেতন বি. রোগমুক্তির চিকিত্সালয়। আরোগ্যাতীত বিণ. যে রোগ সারে না, যে রোগের আরোগ্য সম্ভব নয়। 28)
ইলিশ
(p. 116) iliśa বি. (সচ. নদীর) সুস্বাদু মাছবিশেষ। [অর্বাচীন সং. ইল্লীশ]। 14)
উপাদেয়
(p. 133) upādēẏa বিণ. 1 উপভোগ্য; মনোরম; 2 সুস্বাদু; সুখাদ্য; 3 গ্রহণযোগ্য। [সং. উপ + আ + √ দা + য]। 96)
উল্বণ
(p. 133) ulbaṇa বিণ. 1 তীক্ষ্ণ; প্রচণ্ড ('নিষাদের উল্বণ উল্লাস': সু. দ.); 2 সুস্পষ্ট। বি. বায়ু পিত্ত ইত্যাদির প্রাবল্যজনিত রোগবিশেষ। [সং. উদ্ + √ লু + অন]। 168)
কথঞ্চিত্, কথঞ্চন
(p. 160) kathañcit, kathañcana ক্রি-বিণ. কোনোরকমে। বিণ. কিঞ্চিত্, কিছুটা (রোগী এখন কথঞ্চিত্ সুস্হ)। [সং. কথম্ + চিত্, চন]। 11)
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কারণ2
(p. 185) kāraṇa2 বি. 1 হেতু, নিমিত্ত (তার আগমনের কারণ কী); 2 প্রয়োজন, উদ্দেশ্য (বিনা কারণেই এই কাজ করেছে?); 3 মূল, বীজ; যা থেকে বা যার সহযোগে কোনো কার্য উত্পন্ন হয়; যা থেকে কোনো বিষয় উদ্ভূত হয় (ধর্ম সুখের কারণ)। অব্য. যেহেতু (সে আজ আসেনি কারণ তার ছেলে অসুস্হ)। [সং. √ কৃ + ণিচ্ + অন]। &tilde ; জল, ̃ বারি বি. শাস্ত্রোক্ত জল যা থেকে জীবের বা সর্বভূতের সৃষ্টি হয়। ̃ শরীর বি. বেদান্ত-উক্ত সূক্ষ্ম দেহবিশেষ। কারণিক বিণ. কারণসম্বন্ধীয়; কারণ অনুসন্ধানকারী; পরীক্ষক; বিচারক। কারণী-ভূত বিণ. কারণস্বরূপ; কারণরূপে কল্পিত বা উপস্হাপিত। 9)
কিয়ত্
(p. 190) kiẏat অব্য. বিণ. 1 কত বা কী পরিমাণ; 2 কিঞ্চিত্, একটু (কিয়ত্পরিমাণে সুস্হ)। [সং. কিম্ + ইয়ত্]। কিয়দ্দিন বি. কিছুদিন, অল্পদিন (কিয়দ্দিন পর)। কিয়দ্দূর বি. কিছুদূর, খানিকদূর। 26)
কেমন
(p. 207) kēmana ক্রি-বিণ. কীরকম (কেমন আছ? ওরা কেমন খেলছে?)। অব্য. 1 একরকম (কেমন যেন বোকার মতো); 2 বেশ, আচ্ছা, খুব (কেমন জব্দ ! কেমন হল!); 3 সম্মতি আশা করে প্রশ্ন (যেয়ো কেমন?)। বিণ. কীরকম (কেমন আঘাত? কেমন ব্যথা?)। [বাং. কী (কি) + মন]। কেমন কেমন বিণ. ঠিক ভালো নয়; ভালো কি মন্দ সন্দেহজনক (শরীরটা কেমন কেমন করছে; ওখানে যেন কেমন কেমন ব্যাপার চলছে)। ̃ তর, ̃ তরো বিণ. কীরকম (কেমনতর লোক তুমি?)। কেমন যেন বিণ. ভালো নয় বলে সন্দেহ হয় এমন (কেমন যেন অবস্হাটা); কিছুপরিমাণ (কেমন যেন অসুস্হ)। কেমনে (কাব্যে) ক্রি-বিণ. কীভাবে ('কেমনে শুধিব বল তোমার এ ঋণ': রবীন্দ্র)। 2)
খারাপ
(p. 226) khārāpa বিণ. 1 মন্দ, বদ (খারাপ কাজ, খারাপ লোক); 2 খেলো, নিকৃষ্ট, বাজে (খারাপ কাপড়) ; 3 দুষ্ট, নষ্ট (খারাপ চরিত্রের লোক); 4 অভদ্র (খারাপ ব্যবহার); 5 অশ্লীল, অশালীন (খারাপ কথা); 6 রুক্ষ, উগ্র (খারাপ মেজাজ) ; 7 দুঃখিত, ব্যথিত (মন খারাপ); 8 অসুস্হ (শরীর খারাপ) ; 9 বিকল, অব্যবহার্য (ফোন খারাপ হয়েছে); 1 দুর্দশাগ্রস্ত (খারাপ অবস্থা); 11 দুশ্চিকিত্ স্য ; সংক্রামক (খারাপ রোগ); 12 দূষিত (খারাপ রক্ত) ; 13 অশুভ (খারাপ দিন); 14 কুশ্রী, অসুন্দর (খারাপ চেহারা) ; 15 বিকৃত (মাথা খারাপ); 16 নোংরা (মুখ খারাপ করা); 17 অসত্ মতলব বা অভিপ্রায়যুক্ত (খারাপ নজর, খারাপ দৃষ্টি)। [আ. খরাব্]। 78)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542089
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147795
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739746
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952641
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886458
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698597
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604069

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us