Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সুতার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অত-এব
(p. 14) ata-ēba অব্য. এইজন্য, সুতরাং, কাজেকাজেই (সে অসুস্হ, অতএব তার পক্ষে যাওয়া সম্ভব নয়)। [সং. অতঃ+এব]। 10)
আধা
(p. 89) ādhā বিণ. অর্ধেক (আধা মাইল)। বি. অর্ধভাগ ('সুতনু তনুর আধা': ভা. চ.; আধা খাই আধা ফেলি)। [বাং. আধ + আ]। ̃ .আধি বিণ. ক্রি-বিণ. অর্ধেক বা প্রায় অর্ধেক (আধাআধি পথ, কাজটা আধাআধি শেষ হয়েছে, আধাআধি ভাগ করেছি)। ̃ .খেঁচড়া, ̃. বয়সী দ্র আধ। 93)
কাজেই, কাজে-কাজেই
(p. 179) kājēi, kājē-kājēi অব্য. সুতরাং. অতএব। 5)
খাদি
(p. 226) khādi বি. হাতে-কাটা বা চরকায় বোনা মোটা সুতার কাপড়বিশেষ, খদ্দর। [গুজ. খদ্দর]। 35)
খেরুয়া, খেরো
(p. 232) khēruẏā, khērō বি. লাল রঙে রঞ্জিত মোটা সুতার কাপড়বিশেষ। [তু. হি. খারুয়া]। খেরো খাতা বি. মোটা লাল কাপড়ে বাঁধাই-করা খাতা; জাবেদা খাতা; যে খাতায় নানান বিষয় লেখা থাকে। 39)
চরকা, চরখা
(p. 279) carakā, carakhā বি. সুতা কাটার যন্ত্রবিশেষ। [সং. চক্র-তু. ফা. চর্খ্]। নিজের চরকায় তেল দেওয়া (অন্যের ব্যাপারে মাথা না ঘামিয়ে) নিজের কাজে মন দেওয়া। চরকা কাটা ক্রি. বি. চরকায় সুতা কাটা। 26)
চরকি
(p. 279) caraki বি. 1 চক্রাকার আতশবাজিবিশেষ; 2 সুতা জড়াবার নাটাই; 3 মন্হনদণ্ডবিশেষ। [ফা. চর্খী]। 27)
ছাল
(p. 304) chāla বি. 1 ত্বক, চামড়ার পাতলা স্তর; 2 চামড়া (পিঠের ছাল তুলে নেব, ছাল ছাড়ানো); 3 খোসা, বল্কল (গাছের ছাল)। [সং. ছল্লি]। ̃ ট বি. গাছের ছাল, বাকল। ̃ টি শণ, তিসি প্রভৃতির ছালের সুতায় বোনা কাপড়। 48)
জহ্নু
(p. 312) jahnu বি. পৌরাণিক রাজর্ষিবিশেষ। [সং. √ হা +নু]। ̃ কন্যা, ̃ তনয়া, ̃ সুতা বি. গঙ্গা। 188)
টুইড
(p. 343) ṭuiḍa বি. পশমের বা পশম ও সুতির মিশ্র বুনটের কাপড়বিশেষ। [ইং. tweed]। 79)
তাই৩
(p. 372) tāi3 অব্য. সেইজন্য, সুতরাং (জানে না, তাই বানিয়ে বলছে)। [সং. তদ্]। তাই তো অব্য. 1 সেইজন্যই তো (মূর্খ যে, তাই তো এমন বলে); 2 নিশ্চয়তা, বিস্ময়, হতবুদ্ধিভাব ইত্যাদিসূচক (তাই তো, এখন কী হবে?)। ̃ তে ক্রি-বিণ. অব্য. 1 সেইজন্য, তাই (অসুখ করেছিল, তাইতে আসতে পারিনি); 2 এর জবাবে, প্রত্যুত্তরে (তাকে ডেকেছিলাম, তাইতে একথা বলল)। তাই নাকি অব্য. বিস্ময়, সন্দেহ বা পরিহাসসূচক (তাই নাকি? তুমিও ভূত দেখেছ?)। 27)
তেসুতি, তেসূতি
(p. 375) tēsuti, tēsūti দ্র তে3। 325)
তে৩
(p. 375) tē3 বিণ. তিন, ত্রি (তেকোনা, তেমাথা, তেরাত্তির)।[সং. ত্রি]। ̃ এঁটে বিণ. 1 তিন আঁটিযুক্ত; 2 কুত্সিত, কুদর্শন; 3 বদমাশ, ফিচেল, ধূর্ত। ̃ কাঁটা বি. ত্রিশিরা গাছবিশেষ। ̃ কাঠা বি. তিন খণ্ড কাঠে তৈরি তেকোনা পাত্রবিশেষ। ̃ চোখো বিণ. তিন চক্ষুযুক্ত। ̃ ঠেঙে বিণ. 1 তিন পা-বিশিষ্ট; 2 (ব্যঙ্গে) লাঠিযুক্ত (বৃদ্ধ)। ̃ তলা, ̃ তালা1 বিণ. তিন তলবিশিষ্ট, three storeyed. ̃ তালা2 বি. সংগীতের 16 মাত্রাযুক্ত তালবিশেষ। ̃ তাস বি. তাসের জুয়া খেলাবিশেষ, ফ্ল্যাশ খেলা। ̃ পায়া বি. তিনটি পায়াওয়ালা টেবিলবিশেষ, টিপয়। ̃ মাথা বি. তিন রাস্তার সংযোগস্হল বা মোড়। ̃ মেটে বিণ. (সাধারণত প্রতিমাকে) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। ̃ মোহানা বি. তিনটি নদী বা নদীমুখের মিলনস্হল। ̃ শিরা বিণ. তিনটি শিরা বা পলযুক্ত। বি. মনসা গাছবিশেষ। ̃ সুতি বিণ. তিনগুণ সুতোয় বোনা। বি. সেইভাবে বোনা কাপড়। 253)
দুসন্ধ্যা, দুসুতি
(p. 416) dusandhyā, dusuti দ্র দু। 51)
দো-
(p. 421) dō- বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)। [হি. দো সং. দ্বি]। ̃ আনি দ্র দু। ̃ আব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ। ̃ আঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)। ̃ আঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর); 2 দুরকম পদার্থের মিশ্রণজাত। ̃ কর বিণ. 1 দ্বিগুণ; 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)। ̃ কলা, ̃ কা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে; 2 দোসরসহ (একলা নয়, দোকলা)। ̃ চালা বিণ. বি. দু দ্র। ̃ ছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ। ̃ ছুট, ̃ ছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর। ̃ তরফা দ্র দু। ̃ তলা, ̃ তালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট। বি. পাকা বাড়ির দ্বিতীয় তল। ̃ তারা, ̃ ধারি, ̃ নলা, ̃ নালা, ̃ পেয়ে দ্র দু। ̃ পড়া, বিণ. গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন (দোপড়া মেয়ে)। ̃ ফলা, ̃ ফলা বিণ. 1 দুই ফলকযুক্ত (দোফলা ছুরি); 2 বছরে দুবার ফল দেয় এমন (দোফলা গাছ)। ̃ ফসলি বিণ. বছরে দুবার ফসল হয় এমন (দোফসলি জমি)। ̃ ফাল, ̃ ফালি দ্র দু। ̃ ভাষী, দুভাষী বিণ. যে দুটি ভাষা জানে। বি. যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter. ̃ মনা, ̃ মুখো, ̃ মেটে, ̃ য়ানি দ্র দু। ̃ য়াব-দোআব -এর বানানভেদ। ̃ রকা, ̃ রোকা, ̃ রোখা বিণ. দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত (দোরোখা শাল)। ̃ রসা বিণ. 1 আধপচা (দোরসা মাছ, দোরসা ফল); 2 দোআঁশ (দোরসা জমি); 3 মিঠেকড়া (দোরসা তামাক)। ̃ শালা বি. শালের জোড়া। ̃ সুতি দ্র দু। ̃ হাতিয়া-দুহাতিয়া -র রূপভেদ। 68)
দোসুতি
(p. 425) dōsuti দ্র দু। 14)
ধরণি, ধরণী
(p. 432) dharaṇi, dharaṇī বি. পৃথিবী, ধরা ('আর নাইরে বেলা নামল ছায়া ধরণীতে': রবীন্দ্র)। [সং. √ ধৃ + অনি]। ̃ তল বি. ভূতল, ভূপৃষ্ঠ। ̃ ধর বি. 1 যে পৃথিবীকে ধারণ করে আছে; 2 পর্বত; 3 নারায়ণ; 4 বাসুকিনাগ। ̃ পতি বি. রাজা। ̃ সূত বি. মঙ্গলগ্রহ। ̃ সুতা বি. স্ত্রী. (রামায়ণের) সীতাদেবী। 4)
নয়ন-সুখ, নয়ন-সুক
(p. 447) naẏana-sukha, naẏana-suka বি. সূক্ষ্ম সুতি কাপড়বিশেষ, মিহি কাপড়। [হি. নয়ন্সুক-তু. হি. তন্সুক]। 56)
পটি2, পট্টি
(p. 486) paṭi2, paṭṭi বি. বাজারের পাড়া বা বিভাগ (সুতাপটি, চাউলপট্টি, লোহাপটি)। [সং. পট্ট, পাটক]। 18)
পপলিন
(p. 488) papalina বি. মসৃণ বুনটযুক্ত সুতিবস্ত্রবিশেষ। [ইং. poplin]। 75)
মল-মল
(p. 687) mala-mala বি. মিহি ও নরম সুতিবস্ত্রবিশেষ। [হি. তু. সং. মলমল্লক]। 17)
মহী, মহি
(p. 692) mahī, mahi বি. পৃথিবী ('তোমারি তুলনা তুমি প্রাণ, এ মহীমণ্ডলে': রামনিধি গুপ্ত)। [সং. √ মহ্ + ই + ঈ]। ̃ .তল বি ভূতল, ভূপৃষ্ঠ। ̃ .ধর, ̃ ধ্র বি পর্বত। ̃ .নাথ, ̃ .ন্দ্র, ̃ প, ̃ .পতি, ̃ .পাল, ̃ .শ বি. নৃপতি, রাজা। ̃ .মণ্ডল বি. পৃথিবী, সমগ্র পৃথিবী। ̃ .রুহ বি. বৃক্ষ, গাছ। ̃ .লতা বি. কেঁচো। ̃ .সুত বি. 1 মঙ্গলগ্রহ; 2 নরকাসুর। ̃ .সুতা বি. সীতা। 5)
মার্কিন
(p. 700) mārkina বি. 1 (কলে তৈরী) মোটা সুতিকাপড়বিশেষ; 2 আমেরিকা যুক্তরাষ্ট্র (মার্কিনমুলুক); 3 আমেরিকার অধিবাসী। বিণ. আমেরিকা যুক্তরাষ্ট্র-সম্বন্ধীয় (মার্কিন রীতি)। [ ইং. American। মার্কিনি বিণ. আমেরিকা যুক্তরাষ্ট্র-সম্বন্ধীয়। 38)
রবি
(p. 733) rabi বি. সূর্য, যে নক্ষত্রের চারদিকে পৃথিবী ঘোরে। [সং. √ রু + ই]। ̃ .কর বি. সূর্যের রশ্মি বা আলো। ̃ .চ্ছবি বি. সূর্যের দীপ্তি বা শোভা। ̃ .তনয়, ̃.নন্দন, ̃.সুত বি. 1 সূর্যের পুত্র; 2 শনি; 3 যম; 4 কর্ণ। স্ত্রী. ̃ .তনয়া, ̃.নন্দিনী, ̃.সুতা বি. (স্ত্রী.) সূর্যের কন্যা; যমুনা। ̃ .বর্ষ বি. (জ্যোতি.) এক নক্ষত্র থেকে যাত্রারম্ভ করে সমস্ত রাশিচক্র পরিক্রমণ করে আবার সেই নক্ষত্রে সঞ্চারিত হতে সূর্যের যে সময় লাগে। ̃ .বার, ̃.বাসর বি. সপ্তাহের প্রথম দিন, সোমবারের পূর্বদিন। ̃ .মণ্ডল বি. সূর্যের পরিধি বা পরিবেশ। ̃ .মার্গ বি. সূর্যের পরিক্রমণ পথ। ̃ .রশ্মি-রবিকর -এর অনুরূপ। 70)
লংক্লথ
(p. 753) laṅklatha বি. খাপি সুতিকাপড়বিশেষ। [ইং. longcloth]। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542200
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147896
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739889
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952743
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840148
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698631
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us