Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শৈশব]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবস্হা
(p. 46) abashā বি. 1 দশা (শৈশবাবস্হা); 2 ভাব (মানসিক অবস্হা); 3 সাংসারিক বা অন্য হাল (তার অবস্হা ভালো, এ অবস্হায় কী করা উচিত, রোগীর অবস্হা একটু ভালো); 3 সংগতি (অবস্হাপন্ন লোক)। [সং. অব + √ স্হা + অ]। অবস্হা বুঝে চলা ক্রি. বি. সুযোগ বুঝে চলা বা যখন যেমন করা উচিত তেমনই করা। অবস্হা-গতিকে ক্রি-বিণ. পারিপার্শ্বিক অবস্হার চাপে। ̃ ন্তর বি. অবস্হা বা দশার পরিবর্তন। ̃ সংকট বি. বিপজ্জনক পরিস্হিতি। 33)
আশৈশব
(p. 108) āśaiśaba অব্য. ক্রি-বিণ. শিশুকাল থেকে (আশৈশব সংগীতচর্চা করছেন)। [সং. আ + শৈশব]। 31)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
গোডিম
(p. 256) gōḍima বি. ডিম থেকে বেরোবার পর পক্ষিশাবকের অসহায় অবস্হা। গোডিমওয়ালা ছেলে (আল.) দুধের শিশু। গোডিম না ভাঙা (আল.) শৈশবাবস্হা বা অসহায় অবস্হা না কাটা (ওর এখনও গোডিম ভাঙেনি)। 74)
ডাঙ্গর
(p. 355) ḍāṅgara বিণ. (বিরল) 1 শৈশব অতিক্রম করেছে এমন; 2 অধিকবয়স্ক। [দেশি]। 27)
তিন
(p. 375) tina বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. তিন্ন]। ̃ কাল বি. শৈশব, যৌবন ও প্রৌঢ়ত্ব (তার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে)। ̃ কুল বি. পিতৃবংশ, মাতৃবংশ ও শ্বশুরবংশ (তার তিনকুলে কেউই নেই)। তিন লাফে ক্রি-বিণ. (আল.) অতি দ্রুত, সাততাড়াতাড়ি। ̃ সন্ধ্যা - ত্রিসন্ধ্যা -র অনুরূপ। তিনাঞ্জলি, (প্রা. বাং.) তিনাঞ্জলী বি. তিনবার অঞ্জলি ভরে জল নিয়ে তর্পণ ('আজি লাজক দিআ তিনাঞ্জলি': শ্রীকৃ.)। [তু. তিলাঞ্জলি]। 127)
দামোদর
(p. 405) dāmōdara বি. 1 (শৈশবে দুরন্তপনার জন্য যশোদা উদরে অর্থাত্ কোমরে দাম বা দড়ি বেঁধে রাখতেন বলে) শ্রীকৃষ্ণ; 2 বিষ্ণু; 3 পশ্চিমবঙ্গের নদীবিশেষ। [সং. দামন্ + উদর]। 26)
দেয়ালা
(p. 421) dēẏālā বি. স্বপ্নের ঘোরে শিশুর হাসিকান্না ('শৈশবের আবছায়ে শিশুর দেয়ালা': দে. সে.)। [সং. দেবলীলা]। 24)
প্রতি-বন্ধ
(p. 541) prati-bandha বি. বাধা, ব্যাঘাত, বিঘ্ন, অন্তরায়। [সং. প্রতি + √ বন্ধ্ + অ]। ̃ ক বিণ. বাধাজনক; পরিপন্হী। বি. বাধা, অন্তরায় (পদে পদে প্রতিবন্ধক)। ̃ কতা বি. 1 বাধাদান (কাজে প্রতিবন্ধকতা করা); 2 বাধা (কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা)। প্রতি-বন্ধী (-ন্ধিন্) বিণ. বি. বাধাযুক্ত; বাধাজনক; দৈহিক শক্তির একান্ত অভাবের জন্য বা অঙ্গহানির জন্য যারা আশৈশব বাধাপ্রাপ্তমূক বধির খঞ্জ ইত্যাদি। 34)
বাল্য
(p. 602) bālya বি. ছেলেবেলা, বালকবয়স, সাধারণত ষোলো বত্সর বয়স পর্যন্ত জীবনকাল। [সং. বাল + য]। ̃ কাল বি. শৈশব, বালকবয়স। ̃ প্রণয়, ̃ প্রেম বি. অপ্রাপ্তবয়সে সঞ্জাত প্রেম। ̃ বন্ধু, ̃ সখা, সুহৃত্ বি. বাল্যকাল থেকে যার সঙ্গে বন্ধুত্ব অক্ষুণ্ণ রয়েছে। ̃ বিধবা বি. বালিকা বয়সেই যে রমণী বিধবা হয়েছে। ̃ বিবাহ বি. অপ্রাপ্তবয়সে বিবাহ। ̃ শিক্ষা বি. প্রাথমিক শিক্ষা, শিশুবয়সের প্রথম শিক্ষা। ̃ সঙ্গী, ̃ সহচর বি. বাল্যকালের বন্ধু বা সঙ্গী। বাল্যাবধি ক্রিবিণ. শিশুকাল থেকে, ছেলেবেলা থেকে। বাল্যাবস্হা বি. বালকবয়স, শৈশব। 88)
মৃত
(p. 714) mṛta বিণ. বিগতপ্রাণ, মারা গেছে এমন। [সং. √ মৃ + ত]। ̃ ক বি. 1 আত্মীয়স্বজনের মরণজনিত অশৌচ; 2 মৃতদেহ, শব। ̃ .কল্প, ̃ .প্রায় বিণ. মুমূর্ষ, মরণাপন্ন, মরোমরো। ̃ .দার বিণ. বিপত্নিক, যার স্ত্রী মৃত। ̃ .বত্সা বিণ. (স্ত্রী.) সন্তান শৈশবে মারা যায় এমন (নারী), মড়ুঞ্চে। ̃ .সঞ্জীবনী বি. যা দিয়ে মৃতকে পুনর্জীবিত করা যায়। মৃতাশৌচ বি. মরণজনিত অশৌচ। 17)
শিশু2
(p. 779) śiśu2 বি. 1 অতি অল্পবয়স্ক বা আট বত্সরের অনধিকরস্ক বালক বা বালিকা; 2 শাবক (ছাগশিশু)। বিণ. (বাং.) অতি অল্পবয়স্ক বা অল্পবয়স্কা (শিশুপুত্র, শিশুকন্যা)। [সং. √ শো + উ]। ̃ কাল বি. বাল্য, শৈশব। ̃ পালন বি. শিশুদের উপযুক্তভাবে বড়ো করে তোলা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. শিশুসুলভ সরল স্বভাববিশিষ্ট। বি. শিশুর স্বভাব। ̃ রোগ বি. শিশুদের অসুখ। ̃ সাহিত্য বি. শিশুদের জন্য রচিত সাহিত্য। ̃ সুলভ বিণ. 1 শিশুতুল্য; 2 অপক্ববুদ্ধি, ছেলেমানুষি। ̃ হৃদয় বি. শিশুর মতো সরল হৃদয়। বিণ. শিশুর মতো সরল অন্তঃকরণবিশিষ্ট। 38)
শৈশব
(p. 784) śaiśaba বি. 1 শিশুত্ব; 2 শিশুকাল, ছেলেবেলা, বাল্যকাল। [সং. শিশু + অ]। ̃ সঙ্গী (-ঙ্গিন্) বি. ছেলেবেলার সহচর। ̃ স্মৃতি বি. ছেলেবেলার যেসব কাহিনি মনে আছে। শৈশবাবস্হা বি. শৈশব, ছেলেবেলা। 40)
স্তন্য
(p. 846) stanya বি. 1 মাতৃস্তনের দুগ্ধ; 2 স্তন। [সং. স্তন + য]। ̃ জীবী (-বিন্), ̃ পায়ী (-য়িন্) বিণ. শৈশবে মাতৃদুগ্ধের দ্বারা প্রতিপালিত হয় এমন। ̃ পান বি. মায়ের বুকের দুধ খাওয়া। 76)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542323
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148014
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740006
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952944
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886518
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840165
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698650
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604099

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us