Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মার্জিত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপরি-মার্জিত
(p. 34) apari-mārjita বিণ. পরিমার্জনা অর্থাত্ সংশোধন বা সংস্কার করা হয়নি এমন, অসংশোধিত। [সং. ন + পরিমার্জিত]। 150)
অমার্জিত
(p. 57) amārjita বিণ. 1 পরিষ্কার করা হয়নি এমন; 2 সংস্কার করা হয়নি এমন; অপরিমার্জিত; 3 অভদ্র, অশিষ্ট (অমার্জিত রুচি); 4 মার্জনা বা ক্ষমা করা হয়নি এমন। [সং. ন + মার্জিত]। 29)
অশিষ্ট
(p. 66) aśiṣṭa বিণ. অভদ্র, অসভ্য; শালীনতাবর্জিত; ভদ্রতার বাইরে (অশিষ্ট আচরণ, অশিষ্ট কথা)। [সং. ন + শিষ্ট]। ̃ তা বি. অভদ্রতা, অসভ্যতা; অমার্জিত বা শালীনতাহীন ব্যবহার। 5)
অশোধিত
(p. 66) aśōdhita বিণ. 1 শোধিত বা সংশোধিত হয়নি এমন, অমার্জিত (অশোধিত তেল); পরিমার্জনা হয়নি এমন; 2 পরিশোধ বা শোধ করা হয়নি এমন (অশোধিত ঋণ)। [সং. ন + শোধিত]। 14)
অসংস্কৃত
(p. 67) asaṃskṛta বিণ. 1 অশোধিত, অমার্জিত, অপরিমার্জিত; 2 অবিন্যস্ত (অসংস্কৃত কেশপাশ); 3 চূড়াকরণ কর্ণবেধ ইত্যাদি শাস্ত্রীয় সংস্কার হয়নি এমন; 4 সংস্কৃত ভাষা থেকে ভিন্ন। [সং. ন + সংস্কৃত]। অসংস্কৃত বাক্য বি. সংস্কৃত ছাড়া অন্য ভাষায় উক্ত বাক্য; অমার্জিত কথা। 48)
অসভ্য
(p. 67) asabhya বিণ. সভ্য নয় এমন; অভদ্র, অমার্জিত, অশিষ্ট (অসভ্য লোক); অসামাজিক; বর্বর; বন্য (অসভ্য জাতি)। [সং. ন + সভ্য]। বি. ̃ তা। 85)
আলিসা -আলসে
(p. 106) ālisā -ālasē র মার্জিত কিন্তু বর্ত. অপ্র. রূপ। [দ্র আলসে1]। 38)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
ক্ষালন
(p. 217) kṣālana বি. 1 প্রক্ষালন, ধোয়া (পদক্ষালন); 2 শোধন, মোচন (পাপক্ষালন)। [সং. √ ক্ষল্ + ণিচ্ + অন]। ক্ষালিত বিণ. ধৌত, শোধিত, পরিমার্জিত; দূরীকৃত। 31)
গেঁয়ে, গেঁয়ো
(p. 256) gēm̐ẏē, gēm̐ẏō বিণ. 1 গ্রাম্য; 2 গ্রামবিষয়ক; 3 গ্রামবাসী; 4 অশিক্ষিত ও অমার্জিত (গেঁয়ো স্বভাব, গেঁয়ো চালচলন)। [বাং. গাঁ + ইয়া এ, উয়া ও]। 17)
গোঁয়ার
(p. 256) gōm̐ẏāra বিণ. 1 একগুঁয়ে, জেদি; 2 হঠকারী, উদ্ধত, কাণ্ডজ্ঞানহীন; 3 দুঃসাহসী; 4 অশিক্ষিত, অমার্জিত। [বাং. গাঁও + আর-তু. হি. গমার]। ̃ গোবিন্দ বিণ. বি. হঠকারী, কাণ্ডজ্ঞানহীন ও দুঃসাহসী। ̃ তুমি, গোঁয়ার্তুমি বি. গোঁয়ারের ভাব বা কাজ। কাঠ-গোঁয়ার বিণ. ভালো-মন্দজ্ঞানহীন, রসকষহীন ও একগুঁয়ে। 58)
গ্রাম্য
(p. 261) grāmya বিণ. 1 গ্রামসম্বন্ধীয়, গ্রামবিষয়ক; 2 গ্রামজাত, গ্রামে উত্পন্ন ; 3 গ্রামস্হ, গ্রামের; 4 ইতর, অমার্জিত, অভদ্র, প্রাকৃত (গ্রাম্য স্বভাব)। [সং. গ্রাম + য]। ̃ তা বি. 1 অমার্জিত ভাব, অভদ্রতা; 2 ভাষার শব্দগত ও অর্থগত অশোভনতা। ̃ ধর্ম বি. গ্রামধর্ম, স্ত্রীসম্ভোগ। ̃ মৃগ বি. কুকুর। 65)
ঘাসুড়িয়া, ঘাসুয়া
(p. 269) ghāsuḍ়iẏā, ghāsuẏā যথাক্রমে ঘেসেড়া ও ঘেসো -র মার্জিত রূপ। 7)
ঘৃষ্ট
(p. 270) ghṛṣṭa বিণ. 1 যা ঘষা হয়েছে, ঘর্ষিত; 2 মার্জিত; 3 (ব্যাক.) ঘর্ষণ-জাত (ঘৃষ্ট ব্যঞ্জন, ঘৃষ্ট বর্ণ)। [সং. √ঘৃষ্ + ত]। 32)
চল্লিশ
(p. 281) calliśa বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চত্বারিংশত্-তু. প্রাকৃ. চত্তালীস]। চল্লিশা বি. চালশা ও চালশে -র মার্জিত কিন্তু অপ্র. রূপ। 15)
চাঁচা, চাঁছা
(p. 281) cān̐cā, cān̐chā ক্রি. 1 অস্ত্রের সাহায্যে উপরের অংশ বা ছাল তুলে ফেলা (বাঁশের টুকরোটাকে চেঁছে মসৃণ করো); 2 মসৃণ বা পরিষ্কার করা (দাড়ি চাঁচা)। বি. বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √চচ্ছ, চংছ ( সং. √তক্ষ্) বাং. চাঁছ + আ]। ̃ ছোলা বিণ. 1 উপরের ছাল তুলে মসৃণ করা হয়েছে এমন, মার্জিত; 2 (আল.) রূঢ়ভাবে স্পষ্ট, মাধুর্যহীন (চাঁচাছোলা কথাবার্তা)। 33)
চাষ2
(p. 281) cāṣa2 বি. 1 ভূমিকর্ষণ, কৃষিকর্ম; 2 উত্পাদন (মাছের চাষ); 3 চর্চা, অনুশীলন (বুদ্ধির চাষ)। [সং. √চষ্ + অ]। ̃ বাস বি. কৃষিকাজ। চাষা বি. 1 কৃষক; 2 মূর্খ, অভদ্র বা অমার্জিত লোক (চাষার মতো কথাবার্তা)। চাষাড়ে বিণ. 1 চাষার তূল্য; 2 অসভ্য; অশিক্ষিত বা অমার্জিত; 3 গোঁয়ার; গ্রাম্য। চাষা-ভুষা, (কথ্য) চাষা-ভুষো, চাষা-ভুসো বি. চাষা এবং ওই শ্রেণির লোক; অশিক্ষিত ও দরিদ্র গ্রাম্য লোক। চাষি বি. কৃষক, কৃষিজীবী। 184)
চোয়াড়
(p. 298) cōẏāḍ় বি. পার্বত্য জাতিবিশেষ। বিণ. 1 অসভ্য, বর্বর; 2 দুর্বুত্ত; 3 গোঁয়ার। [হি.]। চোয়াড়ে বিণ. 1 চোয়াড়ের মতো; 2 অমার্জিত। 18)
জঙ্গল
(p. 312) jaṅgala বি. 1 ছোট বা অগভীর বন; 2 বন, অরণ্য (জঙ্গলের পশু); 3 আগাছা (জঙ্গল সাফ করছে)। [সং. √ গল্ + য-তু. ফা. জঙ্গল্]। জংলা বিণ. বুনো, বন্য। জংলি বিণ. 1 বুনো, বন্য; 2 অসভ্য; 3 অমার্জিত। জঙ্গুলে বিণ. বন্য, বুনো; অরণ্যজাত। 11)
নিকষ
(p. 459) nikaṣa বি. 1 কষ্টিপাথর; 2 শান; 3 কষণ চিহ্ন। [সং. নি + √ কষ্ + অ]। ̃ কালো বি. কষ্টিপাথরের মতো কালো। নিকষিত বিণ. 1 কষ্টিপাথরে ঘষা হয়েছে এমন; 2 মার্জিত, পালিশ করা; বিশুদ্ধ বলে পরীক্ষিত ('নিকষিত হেম': চণ্ডী)। 4)
পণ্ডিত
(p. 488) paṇḍita বিণ. 1 বিদ্বান, জ্ঞানী; 2 শাস্ত্রজ্ঞ; 3 অভিজ্ঞ; 4 নিপুণ। বি. (বাং.) 1 সংস্কৃত ভাষার শিক্ষক; 2 ব্রাহ্মণের উপাধিবিশেষ। [সং. পণ্ডা (=মার্জিত বুদ্ধি) + ইত]। ̃ মূর্খ বিণ. শাস্ত্রজ্ঞ কিন্তু বাস্তববোধশূন্য। ̃ মানী (-নিন্), ̃ ম্মন্য, পণ্ডিতাভি-মানী বিণ. (পাণ্ডিত্যহীন হয়েও) যে নিজেকে পণ্ডিত বলে মনে করে। পণ্ডিতি বি. 1 পণ্ডিতের বৃত্তি বা কাজ (স্কুলে পণ্ডিতি করেন); 2 (ব্যঙ্গে) পাণ্ডিত্য (সব ব্যাপারে পণ্ডিতি ফলাও কেন?)। বিণ. 1 পণ্ডিতের তুল্য বা সেকেলে পণ্ডিতদের মতো (পণ্ডিতি চালচলন); 2 সংস্কৃতবহুল কিংবা দুর্বোধ্য; খটোমটো (পণ্ডিতি ভাষা)। 5)
পরি-মার্জনা
(p. 499) pari-mārjanā বি. 1 পরিষ্করণ, পরিষ্কার করা; 2 সংস্কার করা, ত্রুটি সংশোধন (গ্রন্হাদির পরিমার্জনা); 3 পরিশীলন, চর্চা, অনুশীলন। [সং. পরি + মার্জনা]। পরি-মার্জিত বিণ. পরিষ্কৃত; সংস্কার করা হয়েছে এমন। 54)
পরি-শীলন
(p. 499) pari-śīlana বি. 1 সম্যক চর্চা, অনুশীলন; 2 আলিঙ্গন। [সং. পরি + √ শিল্ + অন]। পরি-শীলিত বিণ. 1 চর্চা বা অনুশীলন করা হয়েছে এমন; 2 মার্জিত, শিষ্টতাসম্পন্ন (পরিশীলিত রুচি, পরিশীলিত ব্যবহার)। 67)
পরিষ্কার
(p. 499) pariṣkāra বি. 1 নির্মলতা; 2 পরিচ্ছন্নতা; 3 স্বচ্ছতা। (বাং.) বিণ. 1 পরিষ্কৃত, পরিচ্ছন্ন, শোধিত (ঘরদোর পরিষ্কার); 2 পরিপাটি (পরিষ্কার কাজকর্ম); 3 স্বচ্ছ (পরিষ্কার জল); 4 সহজবোধ্য, স্পষ্ট (পরিষ্কার করে বলা); 5 ফরসা, উজ্জ্বল (গায়ের রং পরিষ্কার, পরিষ্কার আলো); 6 অকপট (পরিষ্কার মন); 7 বোধবুদ্ধিযুক্ত, বিচারক্ষম (পরিষ্কার মাথা); 8 মলশূন্য (বুক পরিষ্কার, পেট পরিষ্কার); 9 অনাবিল, স্বচ্ছ, তীক্ষ্ণ (পরিষ্কার দৃষ্টি); 1 মেঘযুক্ত (পরিষ্কার আকাশ)। [সং. পরি + √ কৃ + অ]। পরিষ্কৃত বিণ. পরিষ্কার বা সাফ করা হয়েছে এমন; শোধিত; মার্জিত। 79)
পালিশ
(p. 518) pāliśa বি. 1 মসৃণতা; 2 ঔজ্জ্বল্য; 3 উজ্জ্বলতা সম্পাদন; 4 উজ্জ্বল বা ঝকঝকে করবার জন্য প্রলেপ (জুতোর পালিশ); 5 মার্জিত ভাব বা আচরণ (ভদ্রতার পালিশ)। [ইং. polish]। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542171
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739856
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952736
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886482
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us