Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মন্ত্রাদি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

জপ
(p. 312) japa বি. (সচ. মনে মনে বা অনুচ্চ স্বরে) ইষ্টমন্ত্রাদি পুনঃ পুনঃ উচ্চারণ বা আবৃত্তি। [সং. √ জপ্ + অ]। ̃ তপ বি. জপ ও উপাসনা; পূজা-অর্চনা। ̃ তহি ক্রি. (ব্রজ.) জপ করে, জপ করছে। ̃ ন বি. জপ করা। ̃ মালা বি. ইষ্টমন্ত্রাদি জপ করার সময় যে মালার গুটিকা গোনা হয়; (আল.) সর্বদা স্মরণীয় বিষয় (টাকাই এখন তার জপমালা হয়েছে)। ̃ যজ্ঞ বি. ইষ্টনাম জপরূপ যজ্ঞ বা পূণ্যকর্ম। জপা ক্রি. জপ করা; মনে মনে আবৃত্তি করা। জপানো ক্রি. 1 জপ করানো; মূখস্হ করানো; 2 (কথ্য.) ক্রমাগত প্ররোচনা বা পরামর্শ দিয়ে কার্যোদ্ধারের চেষ্টা করা, ভজানো (লোভ দেখিয়ে তাকে জপানো সহজ হবে না)। জপ্য বিণ. জপের যোগ্য. জপনীয়। বি. জপমালা। 86)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
প্রেষণ, প্রেষণা
(p. 554) prēṣaṇa, prēṣaṇā বি. 1 প্রেরণা, প্রবর্তনা; 2 মন্ত্রাদিদ্বারা আনুষ্ঠানিকভাবে প্রবর্তন বা নিয়োগ। [সং. √ প্র + ইষ্ + ণিচ্ + অন]। প্রেষক বিণ. প্রেষণকারী; প্রেরক। স্ত্রী. প্রেষিকা। প্রেষণী (প্রা. কা.) বি. দাসী; দূতী। প্রেষণীয় বিণ. প্রেষণের যোগ্য। প্রেষিত বিণ. প্রেষণ করা হয়েছে এমন; প্রেরিত; প্রেরণাপ্রাপ্ত; নিয়োজিত। স্ত্রী. প্রেষিতা। প্রেষ্য, প্রৈষ্য বিণ. 1 প্রেষণীয়; 2 পাঠাবার যোগ্য। বি. 1 দাস, ভৃত্য; 2 দূত। প্রেষ্যা বি. (স্ত্রী.) দাসী। 119)
বশ
(p. 580) baśa বি. 1 আজ্ঞাধীনতা, ইচ্ছানুবর্তিতা (ছেলেটা এখনও বাপ-মায়ের বশে আছে); 2 কর্তৃত্ব, অধিকার, প্রভাব (দৈববশে, বশ মেনেছে, মোহের বশে)। বিণ. 1 আয়ত্ত; অধীন (সে কেবল টাকার বশ); 2 (মন্ত্রাদি দ্বারা) মোহিত বা মোহাবিষ্ট (ছেলেটাকে বশ করেছে)। [সং. √ বশ্ + অ]। ̃ ত (তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. নিমিত্ত; জন্য (অক্ষমতাবশত)। ̃ তা বি. বশ হওয়ার বা বশে থাকবার ভাব; অধীনতা, বশ্যতা। ̃ বর্তী (-র্তিন্) বিণ. অধীন, অনুগত (নিয়মের বশবর্তী)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। 203)
বিষ
(p. 627) biṣa বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)। [সং. √ বিষ্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব। বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী। ̃ কাঁটালি বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna. ̃ কুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ। ̃ ক্রিয়া বি. দেহের মধ্যে বিষের প্রভাব। ̃ ঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক। ̃ ণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)। বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা। ̃ দ বিণ. বিষদায়ক। ̃ দন্ত, (কথ্য) ̃ দাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি। ̃ দিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা। স্ত্রী. ̃ দিগ্ধা। ̃ দুষ্ট বিণ. বিষাক্ত। ̃ দৃষ্টি, ̃ নয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ। ̃ ধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ। বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ। ̃ নাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন। ̃ বিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন। ̃ প্রয়োগ বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো। ̃ ফল বি. বিষাক্ত ফল। ̃ ফোড়া বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ। ̃ বত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)। ̃ বিদ্যা বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা। ̃ বৃক্ষ বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়। ̃ বৈদ্য বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা। বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)। বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া। ̃ মুখ বি. বিষযুক্ত মুখ। বিণ. কটুভাষী। ̃ হর বিণ. বিষনাশক। স্ত্রী. ̃ হরা। ̃ হরী বি. (স্ত্রী.) মনসাদেবী। 35)
ব্যাহরণ
(p. 652) byāharaṇa বি. কথন, উক্তি, উচ্চারণ, ব্যাহার (নাম ব্যাহরণ)। [সং. বি + আ + √ হৃ + অন]। ব্যাহার বি. 1 কথন, উক্তি, উচ্চারণ; 2 নির্দেশ। ব্যাহৃত বিণ. উক্ত, কথিত, উচ্চারিত। ব্যাহৃতি বি. 1 উক্তি, উচ্চারণ; 2 মন্ত্রাঙ্গবিশেষ। 10)
শান্তি
(p. 773) śānti বি. 1 শমগুণ, প্রশান্তি, উদ্বেগহীনতা, স্হিরতা (মানসিক শান্তি); 2 লালসাহীনতা, নিস্পৃহতা, বাসনাকামনার দমন, প্রবৃত্তিদমন (লোভের শান্তি, ক্রোধের শান্তি); 3 উপশম, নিবৃত্তি (রোগের শান্তি); 4 উপদ্রবহীনতা (শান্তিরক্ষা, আপদের শান্তি); 5 অবসান (যুদ্ধের শান্তি); 6 যুদ্ধাবসান (শান্তিস্হাপন); 7 কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন); 8 বিশ্রাম (শান্তিলাভের জন্য শয়ন)। [সং. √ শম্ + তি]। ̃ জল বি. শান্তির জন্য মন্ত্রপূত জল যা উপাসকদের কল্যাণকামনায় তাদের দেহে ছিটানো হয়। ̃ পাঠ বি. শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ। ̃ প্রিয় বিণ. (স্বভাবত) নিরুপদ্রবে থাকতে ভালোবাসে এমন। ̃ রক্ষক বিণ. শান্তি রক্ষা করে এমন। বি. কোতোয়াল; পুলিশ। ̃ রক্ষা বি. (প্রধানত সাধারণের জীবন) উপদ্রব থেকে রক্ষা; পুলিশের কাজ; বিবাদবিসংবাদ ইত্যাদি হতে না দেওয়া। ̃ স্হাপন বি. যুদ্ধাদির অবসান করে সন্ধিস্হাপন। ̃ স্বস্ত্যয়ন বি. রোগ-উপদ্রবাদির অবসানকল্পে দেবার্চনা। 63)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541911
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147593
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739502
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952452
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886399
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us