Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফুটা2। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আফুটন্ত, আফুটা, আফোটা
(p. 97) āphuṭanta, āphuṭā, āphōṭā বিণ. 1 অপরিস্ফুট, অবিকশিত; 2 সিদ্ধ হয়নি বা ফোটানো এমন (আফোটা) চাল)। [বাং. আ + ফুট্ + অন্ত (শতৃ), আ]। 33)
ফুটা1, (কথ্য) ফুটো
(p. 567) phuṭā1, (kathya) phuṭō বি. ছিদ্র, রন্ধ্র (কাপড়ের ফুটো, জানলায় ফুটো)। বিণ. সচ্ছিদ্র, ছিদ্রযুক্ত ('এ কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটা পাত্রে': রবীন্দ্র)। [বাং. ফুট4 + আ]। 6)
ফুটা2, (কথ্য) ফোটা
(p. 567) phuṭā2, (kathya) phōṭā ক্রি. বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া, মুকুল ভেদ করে বার হওয়া (ফুল ফুটবে); 2 উদিত বা প্রকাশিত হওয়া (তারা ফোটে, জোছনা ফোটে); 3 প্রথম উন্মীলিত হওয়া (পাখির ছানার চোখ ফোটা); 4 ধ্বনিত হওয়া (কথা ফোটে, 'জনতার মুখে ফোটো বিদ্যুত্-বাণী': সুকান্ত); 5 আগুনের তাপে জ্বাল পেয়ে বুদবুদযুক্ত হওয়া বা ফেটে যাওয়া, ফুট ধরা (জল ফুটছে, দুধ ফোটে); 6 সিদ্ধ হওয়া (ভাত ফুটেছে); 7 অভিব্যক্ত বা পরিস্ফুট হওয়া (ভাব ফোটা, শ্রী ফোটা); 8 বিদ্ধ করা বা হওয়া (কাঁটা ফোটা); 9 ফুটানো। বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ফুট্ ( সং. স্ফুট্) + আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রস্ফুটিত করা; 2 প্রথম উন্মীলিত করা; 3 ধ্বনিত করা; 4 আগুনের তাপে জ্বাল দেওয়া, ফুট ধরানো বা সিদ্ধ করা; 5 অভিব্যক্ত করা, পরিস্ফুট করা (উপন্যাসে চরিত্র ফুটিয়ে তোলা); 6 বিদ্ধ করা; 7 দেওয়াল ভেঙে দরজা-জানলা তৈরি করা (দরজা ফোটানো); 8 ফুটো করা (হাঁড়িটাকে ফুটিয়ে ফেললে)। বিণ. উক্ত সব অর্থে (ফোটা ফুল, নাফোটা ডাল; আ-ফোটা কথা)। 7)
ফুটানি, (কথ্য) ফুটুনি
(p. 567) phuṭāni, (kathya) phuṭuni বি. 1 অশোভন বাবুগিরি বা জাঁক (হাতে দুটো পয়সা পেয়েই ফুটানি শুরু করেছে); 2 অশোভন অহংকার বা বড়াই (অত ফুটানি কোরো না, তোমার ক্ষমতা জানা আছে)। [সং. √ স্ফুট্ বাং. √ ফুট্ + আনি]। ̃ রাম বি. 1 হামবড়া বা দেমাকি লোক; 2 অশোভনভাবে বাবুগিরি করে এমন লোক। 8)
ফুটানো
(p. 567) phuṭānō দ্র ফুটা2। 9)
ফুট৪
(p. 565) phuṭa4 বি. 1 তরল পদার্থ উত্তাপে ফোটবার সময় উত্থিত বুদবুদ (জলের ফুট); 2 ফোটবার অবস্হা (দুধে ফুট ধরেছে, ভাতে দুবার ফুট দেওয়া হয়েছে); 3 ফাট, চিড়। [সং. √ স্ফুট্ + বাং. অ]। ̃ কড়াই, ̃ কলাই বি. ফুটানো বা ভাজা মটর। 56)
ফোটা1, ফুটা
(p. 570) phōṭā1, phuṭā ক্রি. (অশি.) 1 চলে যাওয়া, সরে পড়া (তুমি এখান থেকে ফোটো); 2 মরে যাওয়া (ঝি বেটি ফুটে গেছে)। [দেশি]। 11)
ফোটা2, ফোটানো
(p. 570) phōṭā2, phōṭānō যথাক্রমে ফুটা ও ফুটানো -র চলিত ও কথ্য রূপ। 12)
বিদ্ধ
(p. 614) biddha বিণ. 1 বেঁধা বা ছেঁদা করা হয়েছে এমন; 2 আহত (বাণবিদ্ধ); 3 উত্কীর্ণ; 4 পীড়িত, দুঃখাহত; 5 স্পর্শ করা হয়েছে এমন, সম্পৃক্ত (অপাপবিদ্ধ)। [সং. √ ব্যধ্ + ত]। ̃ করণ বি. ছেঁদা বা ছিদ্র করা, ফুটানো (কর্ণবিদ্ধকরণ)। 29)
মারা
(p. 700) mārā ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 1 অসদুপায়ে লাভ করা, আত্মসাত্ করা (টাকা মেরে দেওয়া); 11 ; বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ করা (মালকোঁচা মারা); 14 প্রদর্শন করা (চাল মারা, চালাকি মারা, ফুটানি মারা); 15 (কথ্য) খুব খাওয়া (লুচিমাংস মারা); 16 দেওয়া (উঁকি মারা); 17 উপভোগ করা (ফূর্তি মারা, মজা মারা)। বিণ. 1 নিহত (লাঠি দিয়ে সাপ মারা); 2 বসানো লাগানো বা আঁটা হয়েছে এমন (পেরেক-মারা জুতো, টিকিটমারা খাম); 3 বধকারী (মাছিমারা, বাঘমারা); 4 নষ্ট, মৃত (মেরে যাওয়া)। [সং. √ মৃ + ণিচ্ + বাং.অ]। মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)। ̃. মারি বি. 1 পরস্পর প্রহার; 2 দাঙ্গা, লড়াই। মেরে-কেটে ক্রিবিণ. অব্য. বাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে (মেরেকেটে তিন হাজার টাকা পাবে)। মেরে দেওয়া ক্রি. বি. আত্মসাত্ করা; চুরি করা। মেরে ফেলা ক্রি. বি. হত্যা বা খুন করা; প্রাণনাশ করা। পেটে মারা, ভাতে মারা ক্রি. বি. 1 না খেতে দিয়ে দুর্বল করে ফেলা; 2 জীবিকার উপায় নষ্ট করে দেওয়া। 26)
সিদ্ধ
(p. 833) siddha বিণ. 1 গরম জলে বা আগুনের তাপে পক্ব (সিদ্ধ ডাল, বেগুন সিদ্ধ); 2 গরম জলের তাপে ফুটানো (সিদ্ধ চাল, কাপড় সিদ্ধ করা); 3 (আল.) উত্তাপের তীব্রতা হেতু ঘর্মাক্ত ও অবসন্ন (গরমে শরীর সিদ্ধ হওয়া); 4 সফল, নিষ্পন্ন, পূর্ণ (প্রয়োজন বা অভিলাষ সিদ্ধ হওয়া); 5 দক্ষ, পারদর্শী, নিপুণ, সুশিক্ষিত (রণকৌশলে সিদ্ধ, সিদ্ধহস্ত); 6 সাধনায় সফল বা উত্তীর্ণ (মন্ত্রসিদ্ধ, সিদ্ধ পুরুষ); 7 অলৌকিক শক্তিযুক্ত (সিদ্ধ কবচ, সিদ্ধ মন্ত্র); 8 প্রমাণিত, প্রতিপাদিত (যুক্তিসিদ্ধ, প্রথাসিদ্ধ, স্বভাবসিদ্ধ)। বি. 1 দেবযোনিবিশেষ; 2 ত্রিকালজ্ঞ মুনি। [সং. √ সিধ্ + ত]। বিণ. বি. স্ত্রী. সিদ্ধা। সিদ্ধ চাল-চাল দ্র। বি. ̃ তা। ̃ কাম, ̃ মনোরথ বিণ অভীষ্ট পূর্ণ হয়েছে এমন। ̃ দেব বি. শিব। ̃ ধাতু বি. (ব্যাক.) যে ধাতু আপনিই সিদ্ধ, যাকে বিশ্লেষণ করা যায় না। ̃ পীঠ বি. লক্ষ বলি, কোটি হোম এবং বিবিধ জপতপের ফলে যে স্হান অতি পবিত্র হয়েছে। ̃ পুরুষ বি. 1 যোগসাধনায় উত্তীর্ণ মহাপুরুষ; 2 (ব্যঙ্গে) অত্যধিক চাতুরির আধার। ̃ বিদ্যা বি. দশমহাবিদ্যা। ̃ রস বি. পারদ। ̃ হস্ত বিণ. অতিশয় দক্ষ বা পারংগম। সিদ্ধাসন বি. যোগসাধনায় উপবেশনের প্রকারবিশেষ। 23)
হুল
(p. 872) hula বি. কীটপতঙ্গাদির তীক্ষ্ণ কাঁটা (হুল ফুটানো)। [ সং. শূল]। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2543115
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148990
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1741024
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 954247
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886804
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840365
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698861
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604229

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us