Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পুচ্ছ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপুচ্ছ
(p. 40) apuccha বিণ. পুচ্ছহীন, লেজবিহীন। [সং. ন + পুচ্ছ]। 29)
কলাপ
(p. 172) kalāpa বি. 1 আভরণ, অলংকার; 2 ময়ূরপুচ্ছ (ময়ূর কলাপ মেলেছে); 3 সমূহ (কার্যকলাপ); 4 বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিশেষ। [সং. কল + √ আপ্ + অ]। 2)
কাক2
(p. 177) kāka2 বি. 1 বায়স, কর্ভুম (corvus) গোষ্ঠীভুক্ত বড় কালো পাখিবিশেষ; 2 এক কড়ার চার ভাগের এক ভাগ। [সং. √ কৈ (শব্দ করা) + ক]। স্ত্রী. কাকী। ̃ চক্ষু বিণ. কাকের চক্ষুর মতো স্বচ্ছ। ̃ জ্যোত্স্না বি. অস্বচ্ছ, অল্প জ্যোত্স্না। ̃ তন্দ্রা, ̃ নিদ্রা বি. কাকের ঘুমের মতো অতি সতর্ক ও পাতলা ঘুম; কপটনিদ্রা। ̃ তালীয় বিণ. (ন্যায়.) পরস্পর সম্বন্ধহীন অথচ অকস্মাত্ একসঙ্গে সংঘটিত (দেখে মনে হয় যেন পরস্পর কার্যকারণ সম্বন্ধযুক্ত)। ̃ পক্ষ বি. দুই কানের পাশে লম্বিত কেশগুচ্ছ; কানপাটা; জুলফি। ̃ পদ বি. 1 উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন (' '); 2 লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্য স্হান বোঝাবার চিহ্নবিশেষ (* * *); 3 ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্হানসূচক চিহ্নবিশেষ ), caret. ̃ পুচ্ছ বি. কাকের মতো পুচ্ছবিশিষ্ট পাখি অর্থাত্ কোকিল। ̃ ফল বি. নিমফল; নিমগাছ। ̃ বন্ধ্যা যে নারী একবার মাত্র গর্ভধারণ করেছে। ̃ ভূশণ্ডি বি. ভূশণ্ডি দ্র। ̃ শীর্ষ বি. বকফুলের গাছ। কাক-কোকিলের সমান দর (প্র.) ভালো-মন্দ, উত্তম-অধম প্রভৃতির মধ্যে তারতম্য না থাকা। ̃ স্নান বি. কাকের স্নানের মতো অপরিচ্ছন্ন ও তাড়াহুড়ো করে কোনোরকমে সম্পন্ন স্নান। কাকের ছা বকের ছা অত্যন্ত কুত্সিত হস্তাক্ষর। 11)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দর ও আনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
চামর
(p. 281) cāmara বি. চমরী গোরুর পুচ্ছকেশ দিয়ে তৈরি ব্যজন বা পাখা। [সং. চমর + অ]। ̃ ধারিণী বিণ. (স্ত্রী.) চামর দিয়ে বীজন করছে এমন। 131)
ধূম
(p. 439) dhūma বি. ধোঁয়া। [সং. √ ধূ + ম]। ̃ কেতু, ̃ কেতন বি. 1 সপুচ্ছ জ্যোতিষ্কবিশেষ, comet; 2 অগ্নি; 3 (আল.) হঠাত্ আবির্ভূত ব্যক্তি বা উত্পাত বা অশুভ লক্ষণ। ̃ জাল বি. ধোঁয়াটে বা অস্পষ্ট ভাব, অস্পষ্টতা। ̃ পান বি. তামাক চুরুট বিড়ি সিগারেট প্রভৃতির ধোঁয়া পান। ̃ পায়ী (-য়িন্) বিণ. ধূমপানকারী। ̃ যোনি বি. 1 মেঘ; 2 অগ্নি। ̃ ল বি. ধোঁয়ার মতো রং, কপিল বর্ণ, হালকা বেগুনে রং। বিণ. ওইরকম রংবিশিষ্ট (ধূমল রঙে আঁকা)। ধূমাবতী বি. দশমহাবিদ্যার অন্যতম। ধূমাভ বিণ. ধোঁয়ার মতো বর্ণবিশিষ্ট, ধূমল। ধূমায়-মান বিণ. 1 ধোঁয়া ছড়াচ্ছে এমন; (যা থেকে) ধোঁয়া উদ্গীর্ণ হচ্ছে (ধূমায়মান ইঞ্জিন); 2 (আল.) ঘনায়মান, অল্প অল্প প্রকাশ পাচ্ছে এমন (শ্রমিকদের ধূমায়মান অসন্তোষ)। ধূমায়িত, ধূমিত বিণ. ধূমপূর্ণ, ধোঁয়া ছড়াচ্ছে এমন (ধূমায়িত চা)। ধূমোদগার বি. ধোঁয়া বার করা। 35)
পিচ্ছ
(p. 519) piccha বি. 1 ময়ূরপুচ্ছ, ময়ূরের লেজের পালক; 2 চূড়া। [সং. √ পিচ্ছ্ + অ]। 34)
পুচ্ছ
(p. 523) puccha বি. 1 লেজ, লাঙুল (ময়ূরপুচ্ছ); 2 পিছনের অংশ (ধূমকেতুর পুচ্ছ)। [সং. √ পুচ্ছ্ + অ]। 34)
পেখম
(p. 531) pēkhama বি. ময়ূর ইত্যাদির ছড়িয়ে দেওয়া লেজ বা পাখা। [সং. পক্ষ]। পেখম তোলা, পেখম ধরা ক্রি. বি. (ময়ূরের) পুচ্ছ বিস্তার করা; (আল.) উত্ফুল্ল হয়ে ওঠা; পরম যত্নে সাজসজ্জা করা। 15)
পোঁছা1
(p. 533) pōn̐chā1 বি. 1 মাছের লেজের অংশ; 2 হাতের কবজি থেকে প্রান্তভাগ পর্যন্ত অংশ। [সং. পুচ্ছ]। 30)
বর্হ
(p. 580) barha বি. ময়ূরপুচ্ছ। [সং. √ বর্হ্ + অ]। বর্হিণ, বর্হী (-হিন্) বি. ময়ূর। 150)
ময়ূর
(p. 685) maẏūra বি. বিচিত্রবর্ণ ও নৃত্যশীল পাখিবিশেষ, শিখী, কলাপি [সং. √ মী + ঊর]। স্ত্রী. ময়ূরী। ̃ .কণ্ঠী বিণ. ময়ূরের কণ্ঠের মতো বিচিত্র বর্ণযুক্ত (ময়ূরকণ্ঠী রং)। ̃ .পঙ্খি বি. ময়ূরাকৃতি নৌকাবিশেষ। ̃ .পুচ্ছ বি. ময়ূরের লেজ। ময়ূরাসন বি. ময়ূরের আকৃতির অনুরূপ দেহভঙ্গিযুক্ত যোগাসনবিশেষ। 22)
লক্কা
(p. 753) lakkā বি. 1 ঘন ও বিস্তৃত বা ছড়ানো পুচ্ছযুক্ত পায়রা; 2 (বিদ্রুপে) পোশাকপ্রিয় ব্যক্তি। [আ. লক্কা]। লক্কা পায়রা বি. উক্ত দুই অর্থে। 17)
লাঙুল
(p. 758) lāṅula বি. লেজ, পুচ্ছ। [সং. লাঙ্গুল]। লাঙুলি বিণলেজবিশিষ্ট। বি. বাঁদর। 16)
শিখণ্ড, শিখণ্ডক
(p. 776) śikhaṇḍa, śikhaṇḍaka বি. 1 ময়ূরপুচ্ছ; 2 শিখা, চূড়া; 3 কাকপক্ষ, জুলপি। [সং. শিখিন্ + √ অম্ + ড, + ক]। শিখণ্ডিক বি. মোরগ। শিখণ্ডী (-ণ্ডিন্) বি. 1 ময়ূর; 2 (মহাভারতে) দ্রুপদরাজের পুত্র; 3 (আল.) যার আড়ালে থেকে অন্যায় কাজ করা হয়। বিণ. শিখণ্ডযুক্ত। স্ত্রী. শিখণ্ডিনী। 58)
শ্বাপুচ্ছ
(p. 786) śbāpuccha বি. কুকুরের লেজ। [সং. শ্বন্ + পুচ্ছ]। 34)
সপুচ্ছ
(p. 806) sapuccha বিণ. 1 লেজসহ; 2 পুচ্ছ বা লেজ আছে এমন। [সং. সহ + পুচ্ছ]। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542089
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147795
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739746
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952641
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886458
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698597
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604069

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us