Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পশ্চাদ্গত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-ধাবন
(p. 28) anu-dhābana বি. 1 পিছনে ধাওয়া করা, পশ্চাদ্ধাবন; দ্রুত অনুসরণ; 2 অনুসন্ধান; 3 মনোনিবেশ; পর্যালোচনা (তত্ত্বের অনুধাবন, ঈশ্বরের মহিমা অনুধাবন)। [সং. অনু + ধাবন]। অনু-ধাবিত বিণ. অনুধাবন করা হয়েছে এমন। অনু-ধাবনীয় বিণ. অনুধাবন করার যোগ্য, অনুধাবন করা উচিত এমন। 19)
অনু-পদ
(p. 28) anu-pada অব্য ক্রি-বিণ. পদে পদে, পিছনে পিছনে। বিণ. অনুগামী, পশ্চাদ্গামী। অনু-পদী (-দিন্) বিণ. অনুগামী, অন্বেষণকারী। 27)
অনু-যাত
(p. 30) anu-yāta বিণ. 1 পশ্চাদ্গামী; পশ্চাদ্গত; 2 অনুগত; 3 অনুকৃত। [সং. অনু + √ যা + ত]। 18)
অনু-যাত্র, অনু-যাত্রিক
(p. 30) anu-yātra, anu-yātrika বিণ. বি. 1 অনুচর; অনুগামী ('এলে পুনরায় অনুযাত্র সঙ্গে করে': সু. দ.); 2 পশ্চাদ্গামী; 3 অধীন; 4 সমভিব্যাহারী। [সং. অনু + √ যা + ত্র, অনু + যাত্রা + ইক]। অনু-যাত্রা বি. 1 অনুগমন; 2 সহগামিনী। 19)
অপর
(p. 34) apara বিণ. 1 অন্য (অপর ব্যক্তি); 2 বিপরীত (নদীর অপর তীর); 3 পশ্চাদ্বর্তী (পূর্বাপর বিষয়); 4 শেষ (অপরাহ্ন); 5 অতিরিক্ত, additional (স. প.)। সর্ব অন্য কেউ (অপরে যাই বলুক)। [সং. ন + পর]। ̃ তা, &tilde ; ত্ব বি. অন্যত্ব। ̃ ত্র অব্য. অন্যত্র; অপরপক্ষে। &tilde ; ন্তু অব্য. আরও। ̃ পক্ষ বি. 1 শুক্লপক্ষের পরবর্তী পক্ষ অর্থাত্ কৃষ্ণপক্ষ; 2 অন্য পক্ষ বা দিক (এ বিষয়ে অপরপক্ষের মত কী?)। 121)
অর্বাচীন
(p. 62) arbācīna বিণ. 1 নবীন, অপ্রাচীন, বয়সে প্রবীণ নয় এমন; আধুনিক; 2 পশ্চাদ্বর্তী; 3 মূর্খ, বুদ্ধি পাকা নয় এমন। [সং. অর্বাচ্ + ঈন]। ̃ তা বি. নবীনতা; পশ্চাদ্বর্তিতা; কাঁচা বুদ্ধির ভাব, মূর্খতা। 26)
আনু-পদিক
(p. 94) ānu-padika বিণ. অনুসরণকারী, পিছনে আসে এমন; পশ্চাদ্গামী। [সং. অনুপদ + ইক]। 32)
আল-টাকরা
(p. 104) āla-ṭākarā বি. গলনালির উপরে টাকরার পশ্চাদ্ভাগ, soft palate. [বাং. আল2 + টাকরা]। 61)
কানাচ
(p. 181) kānāca বি. বাড়ির পশ্চাদ্ভাগ; ছাঁচতলা; (দেওয়ালের বাইরে প্রসারিত) চালাঘরের ছাঁচ (ঘরের কানাচে)। [তুর. ক'নাত্]। 30)
ঘাড়
(p. 266) ghāḍ় বি. গ্রীবা, কণ্ঠের পশ্চাদ্ভাগ, কাঁধ (বোঝা ঘাড়ে নেওয়া)। [প্রাকৃ. ঘাড় সং. ঘাটা (=গ্রীবার পশ্চাদ্ভাগ)]। ঘাড় ভাঙা দ্র ভাঙা। ঘাড়ে করা, ঘাড়ে নেওয়া ক্রি. বি. 1 কাঁধে তুলে নেওয়া; 2 (আল.) দায়িত্ব বা ভার গ্রহণ করা। ঘাড়ে চাপা ক্রি. বি. 1 আশ্রয় করা; 2 গলগ্রহ হওয়া। ঘাড়ে দুটো মাথা থাকা ক্রি. অত্যন্ত দুঃসাহস হওয়া (আমার ঘাড়ে তো দুটো মাথা নেই)। ̃ ধাক্কা বি. গলাধাক্কা; (আল.) তাড়িয়ে দেওয়া (গলাধাক্কা খাওয়া, গলাধাক্কা দেওয়া)। ঘাড়ে-গর্দানে বিণ গজস্কন্ধ; অত্যন্ত স্হূল বা মোটাসোটা (ঘাড়ে-গর্দানে চেহারা; বেশ ঘাড়ে-গর্দানে হয়েছে)। 57)
তাড়া2
(p. 373) tāḍ়ā2 ক্রি. 1 আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করা (তেড়ে যাওয়া); 2 তাড়ানো, উত্খাত করা (ওকে বাড়ি থেকে তাড়াও)। বি. 1 আক্রমণের জন্য পশ্চাদ্ধাবন (পুলিশের তাড়া খেয়েছে); 2 তাড়না, তিরস্কার, ধমক (মাস্টারমশাইয়ের তাড়া খেয়ে পড়তে বসেছে); 3 ভয়প্রদর্শন (তাড়া পেয়ে বাঘটা সরে পড়েছে)। [সং. √ তড়্ + বাং. আ]। 46)
তেড়ে
(p. 375) tēḍ়ē অস-ক্রি. ক্রি-বিণ. তাড়া করে, পিছনে ছুটে, পশ্চাদ্ধাবন করে, তর্জনসহকারে (ষাঁড় তেড়ে আসছে, তেড়ে মারতে এল)। [বাং. তাড়া2 + ইয়া এ]। ̃ ফুঁড়ে ক্রি-বিণ. 1 তেড়ে, তর্জনসহকারে তাড়া করে (তেড়েফুঁড়ে আক্রমণ করল); 2 (আল.) বিপুল শক্তি ও উদ্যমের সঙ্গে (তেড়েফুঁড়ে কাজে লেগে গেল)। ̃ মেড়ে ক্রি-বিণ. বেগে তাড়া করে, তেড়েফুঁড়ে ('তেড়েমেড়ে ডাণ্ডা করে দিই ঠাণ্ডা': সু. রা)। [তাড়া2 দ্র]। 287)
পট2
(p. 486) paṭa2 বি. 1 কাপড় (পটমণ্ডপ); 2 ছবি, চিত্রপট (স্মৃতির পটে); 3 ছবি আঁকার উপযুক্ত মোটা বস্ত্রখণ্ড, canvas ('তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা': রবীন্দ্র); 4 দৃশ্যপট, থিয়েটারের সিন (পটপরিবর্তন)। [সং. √ পট্ + অ]। ̃ বাস, পটাবাস বি. তাঁবু, বস্ত্রগৃহ। ̃ ভূমি, ̃ ভূমিকা বি. 1 পশ্চাদ্ভূমি; 2 যে দৃশ্যপটের সামনে অভিনয় করা হয়; 3 মূল ছবির পিছনের বা দূরের দৃশ্য; 4 (গৌণ অর্থে) পারিপার্শ্বিক অবস্হা, পরিবেশ। ̃ মণ্ডপ বি. 1 শামিয়ানা ইত্যাদি দিয়ে নির্মিত মণ্ডপ; 2 তাঁবু। 3)
পরাগত2
(p. 495) parāgata2 বিণ. 1 প্রত্যাগত; 2 পিছনে বা পরে আগত। [সং. পরা2 + আগত]। পরাগত সমীভবন বি. (ভাষাতত্ত্বে) পশ্চাদ্বতী ধ্বনির প্রভাবে পূর্বধ্বনির পরিবর্তন, regresive assimilation যথা ধম্ম ধর্ম, তজ্জন্য তত্জন্য। 18)
পাশ্চাত্য, পাশ্চাত্ত্য
(p. 518) pāścātya, pāścāttya বিণ. 1 পশ্চিমের দেশ বা জগত্ সম্বন্ধীয়, প্রতীচ্য, ইয়োরোপ বা মার্কিন দেশীয় (পাশ্চাত্য শিক্ষা); 2 (বিরল) পশ্চাদ্বর্তী; 3 (বিরল) পিছনে আগত। বি. পশ্চিমি জগত্ অর্থাত্ ইয়োরোপ, আমেরিকা প্রভৃতি দেশ। [সং. পশ্চা + ত্য, পশ্চাত্ + ত্য]। 32)
পিছাড়ি
(p. 520) pichāḍ়i বি. 1 পিছনদিক, পশ্চাদ্ভাগ; 2 পশ্চাদ্ভাগ দিয়ে বা পা দিয়ে আঘাত (পিছাড়ি মারা)। [হি. পিছাড়ী]। 8)
পৃষ্ঠ
(p. 531) pṛṣṭha বি. 1 পিঠ ('এমন সময় দিলেন পিতা পদাঘাত এক পৃষ্ঠে': দ্বি. রা.); 2 পিছন দিক (পৃষ্ঠ প্রদর্শন); 3 উপরিভাগ, তল (ভূপৃষ্ঠ)। [সং. √ পৃষ্ + থ]। ̃ দেশ বি. পিঠ; দেহের পিছনের ভাগ। ̃ পোষাক বিণ. সহায়ক, সমর্থক। বি. ̃ পোষকতা, ̃ পোষণ। ̃ প্রদর্শন বি. পলায়ন। ̃ বংশ বি. মেরুদণ্ড। ̃ ব্রণ বি. পিঠের উপর উদ্গত ফোঁড়া। ̃ ভঙ্গ বি. পরাজিত হয়ে পলায়ন। ̃ রক্ষক বিণ. বি. পশ্চাদ্ভাগ রক্ষাকারী, দেহরক্ষী। ̃ রক্ষা বি. পশ্চাদ্ভাগ রক্ষা; দেহরক্ষীর কাজ। 3)
প্রত্যক
(p. 544) pratyaka (-ক্) বিণ. অব্য. 1 পশ্চিম (প্রত্যগ্বায়ু); 2 বিপরীত; 3 পশ্চাত্, পশ্চাদ্বর্তী (প্রত্যঙ্মুখ); 4 অন্তরস্হিত (প্রত্যগাত্মা)। [সং. প্রতি + √ অন্চ্ + ক্বিপ্]। 18)
প্রত্যা-বর্তন
(p. 544) pratyā-bartana বি. ফিরে আসা, প্রত্যাগমন। [সং. প্রতি + আবর্তন]। প্রত্যা-বৃত্ত বিণ. ফিরে এসেছে এমন। স্ত্রী. প্রত্যাবৃত্তা। প্রত্যা-বৃত্তি বি. 1 প্রত্যাবর্তন; 2 পশ্চাদ্গামিতা, পশ্চাদপসরণ, regression. (বি. প.)। 44)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542170
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739854
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952736
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886482
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us