Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিবেশ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধ্যুষিত
(p. 21) adhyuṣita বিণ. (স্হান সম্বন্ধে) বাস করা বা উপনিবেশ স্হাপন করা হয়েছে এমন, উপনিবিষ্ট; অধিষ্ঠিত (কিন্নর-অধ্যুষিত এই জনপদ)। [সং. অধি+ √বস্+ত]। 9)
অনু-ধাবন
(p. 28) anu-dhābana বি. 1 পিছনে ধাওয়া করা, পশ্চাদ্ধাবন; দ্রুত অনুসরণ; 2 অনুসন্ধান; 3 মনোনিবেশ; পর্যালোচনা (তত্ত্বের অনুধাবন, ঈশ্বরের মহিমা অনুধাবন)। [সং. অনু + ধাবন]। অনু-ধাবিত বিণ. অনুধাবন করা হয়েছে এমন। অনু-ধাবনীয় বিণ. অনুধাবন করার যোগ্য, অনুধাবন করা উচিত এমন। 19)
অপ্সরা (অশু.) অপ্সরী
(p. 43) apsarā (aśu.) apsarī বি. দেবযোনিবেশেষ; স্বর্গের বারাঙ্গনা বা বেশ্যা; সুরসুন্দরী। [সং. অপ্ + সৃ + অস্ = অপ্সরস্ = অপ্সরা]। 14)
অব-ধান
(p. 44) aba-dhāna বি. একাগ্রতা; মনোযোগ, অভিনিবেশ; প্রণিধান; মনোযোগ দিয়ে শোনা। অনু-ক্রি. (নামধাতু) অবধান করুন, দয়া করে শুনুন ('অবধান নরপতি': রক্ষ)। [সং. অব + √ ধা + অন]। অব-ধেয় বিণ. মনোযোগের যোগ্য। 22)
অব-হিত
(p. 46) aba-hita বিণ. 1 মনোযোগী, অভিনিবেশ আছে এমন, নিবিষ্ট; 2 সতর্ক, সচেতন; 3 জ্ঞাত, বিদিত, অবগত (এ বিষয়ে আমি অবহিত আছি)। [সং. অব + √ ধা + ত]। 42)
অভি-নিবেশ
(p. 50) abhi-nibēśa বি. মনোনিবেশ, মনোযোগ, একাগ্রতা (অভিনিবেশ সহকারে পাঠ করা)। [সং. অভি + নিবেশ]। অভি-নিবিষ্ট বিণ. মনোনিবেশ করেছে এমন, মনোযোগী; আগ্রহী। 93)
অভিনিবিষ্ট
(p. 50) abhinibiṣṭa দ্র অভিনিবেশ। 92)
আসঙ্গ
(p. 108) āsaṅga বি. 1 সহবাস, মিলন (আসঙ্গলিপ্সা); 2 ভোগের ইচ্ছা; 3 অনুরাগ; 4 অভিনিবেশ। [সং. আ + √ সনজ্ + অ]। 47)
উপ-নিবেশ
(p. 132) upa-nibēśa বি. কোনো জনগোষ্ঠীর দ্বারা বিদেশে স্হাপিত স্হায়ী আবাস, colony. [সং. উপ + নি + √ বিশ্ + অ]। ̃ বাদ বি. কোনো উপনিবেশস্হাপয়িতা স্হায়ীভাবে উপনিবেশের কর্তৃত্ব বজায় রাখবে এই মতবাদ, colonialism. উপ-নিবিষ্ট, উপনিবেশিত বিণ. উপনিবেশে স্হিত, উপনিবেশে বসবাস করছে এমন। 26)
উপনিবিষ্ট
(p. 132) upanibiṣṭa দ্র উপনিবেশ। 25)
ঔপ-নিবেশিক
(p. 155) aupa-nibēśika বিণ. 1 উপনিবেশসংক্রান্ত; 2 উপনিবেশ স্হাপনকারী (আমেরিকার ইংরেজ ঔপনিবেশিক); 3 উপনিবেশে বাসকারী (আমেরিকায় ঔপনিবেশিকদের অভাব-অভিযোগ)। বি. উপনিবেশে বাসকারী ব্যক্তি। [সং. উপনিবেশ + ইক]। 22)
কলোনি
(p. 172) kalōni বি. 1 বিস্তীর্ণ অঞ্চলে কিছু পরিবারের দ্বারা স্হাপিত বসতি; 2 পিতৃভূমি থেকে দূরে কোনো অপেক্ষাকৃত অনুন্নত দেশে এক দল লোকের দ্বারা স্হাপিত বসতি; 3 উপনিবেশ (দীর্ঘকাল ভারত ছিল ব্রিটেনের কলোনি)। [ইং. colony]। 23)
ধ্যান
(p. 442) dhyāna বি. 1 মনের স্হিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন। [সং. √ ধ্যৈ + অন]। ̃ গম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত ('ধ্যানগম্ভীর এই-যে ভূধর': রবীন্দ্র)। ̃ গম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন। ̃ জ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়। ̃ ধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ। ̃ নেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)। ̃ ভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি। ̃ মগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত। ̃ রত, ̃ স্হ বিণ. ধ্যান করছে এমন। ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি। ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী। 9)
নিবদ্ধ
(p. 461) nibaddha বিণ. 1 বদ্ধ, আবদ্ধ (মূর্তিতে নিবদ্ধ দেবতা); 2 আটকানো, সংলগ্ন; 3 পরিহিত; 4 নিবেশিত (কাহিনীর মধ্যে ইতিহাস নিবদ্ধ); 5 নিবিষ্ট, স্হাপিত, স্হির করে রাখা হয়েছে এমন (নিবদ্ধ দৃষ্টি); 6 গ্রথিত, বিন্যস্ত (ধারানিবদ্ধ)। [সং. নি + √ বন্ধ্ + ত]। নিবদ্ধী-করণ বি. রেজিস্ট্রিভুক্তকরণ, registration (স.প.)। 57)
নিবিষ্ট
(p. 461) nibiṣṭa বিণ. 1 গভীর মনোযোগযুক্ত, একাগ্র, অভিনিবেশযুক্ত (নিবিষ্ট মনে চিন্তা করা); 2 মগ্ন (ধ্যাননিবিষ্ট); 3 বিন্যস্ত; 4 প্রবিষ্ট (মনকে নিবিষ্ট করা)। [সং. নি + √ বিশ্ + ত]। স্ত্রী. নিবিষ্টা। বি. ̃ তা। 76)
নিবেশ
(p. 461) nibēśa বি. 1 স্হাপন, বিন্যাস (মনোনিবেশ); 2 শিবির (সেনানিবেশ); 3 স্হান; 4 অবস্হান, বাসস্হান; 5 প্রবেশ; 6 উপবেশন; 7 মনোযোগ (অভিনিবেশ)। [সং. নি + √ বিশ্ + অ]। ̃ ক বিণ. নিবেশকারী; স্হাপক; গ্রন্হভুক্তকারী, recorder (স.প.)। ̃ ন বি. স্হাপন; প্রবেশ; গৃহ; স্হান; গ্রন্হভুক্তকরণ, recording (স. প.)। নিবেশিত বিণ. স্হাপিত, বিন্যস্ত; প্রবেশিত; সংক্রামিত। 82)
পত্তন
(p. 488) pattana বি. 1 নগর, পট্টন; 2 (বাং.) ভিত্তি; নির্মাণ; 3 প্রতিষ্ঠা (বাজার পত্তন, গোড়াপত্তন); 4 সন্নিবেশ (ভিত পত্তন); 5 সূত্রপাত, আরম্ভ (নবযুগের পত্তন); 6 দৈর্ঘ্য; 7 বহর (কোঁচার পত্তন); 8 জমিদারের কাছ থেকে নির্দিষ্ট মেয়াদ ও খাজনার শর্তে গৃহীত ভূমিস্বত্ব (পত্তন পাওয়া)। [সং. √ পত্ + তন]। 18)
প্রক্ষেপ
(p. 537) prakṣēpa বি. 1 নিক্ষেপ; 2 অন্তরে স্হাপন; 3 বিন্যাস; 4 রচনার মধ্যে লেখক ভিন্ন অন্য কারও দ্বারা সন্নিবেশিত অংশ, interpolation. [সং. প্র + √ ক্ষিপ্ + অ]। প্রক্ষিপ্ত বিণ. নিক্ষিপ্ত; অন্তরে স্হাপিত; বিন্যস্ত; রচনার মধ্যে লেখক ভিন্ন অন্য কারও দ্বারা সন্নিবেশিত, interpolated (প্রক্ষিপ্ত শ্লোক)। ̃ ক বিণ. বি. প্রক্ষেপকারী। ̃ ণ বি. প্রক্ষিপ্ত করা। ̃ ণীয় বিণ. প্রক্ষেপযোগ্য। 20)
প্রণিধান
(p. 538) praṇidhāna বি. 1 একাগ্রভাবে মনোনিবেশ, অভিনিবেশ (এই বক্তব্য প্রণিধানযোগ্য); 2 ধ্যান, সমাধি; 3 অর্পণ, স্হাপন। [সং. প্র + নিধান]। ̃ যোগ্য বিণ. মনোযোগের যোগ্য। 46)
প্রণিধি
(p. 538) praṇidhi বি. 1 চর, দূত; 2 মনোনিবেশ, প্রণিধান; 3 প্রার্থনা। [সং. প্র + নি + √ ধা + ই]। 47)
বিনি-বেশ
(p. 618) bini-bēśa বি. সংস্হাপন, বিন্যাস (অঙ্গুলি-বিনিবেশ, চরণবিনিবেশ)। [সং. বি + নি + √ বেশি + অ]। বিনি-বেশিত বিণ. স্হাপিত, বিন্যস্ত (দুই বাহু স্কন্ধে বিনিবেশিত)। 2)
মন1
(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)। [ সং. মনস্]। মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)। মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা। মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)। মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া। মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া। মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা। ̃ .খোলা বিণ. সরল; অকপট। ̃ .গড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)। ̃ .চোর, ̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক। মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা। মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা। মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া। মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা। মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)। মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)। মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন। ̃ .পবন বি. মনোরূপ প্রাণবায়ু। ̃ .পছন্দ বিণ, মনোমতো, মনঃপূত। মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা। মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা। মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)। ̃ .মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ। মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)। মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না) ̃ .রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)। মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)। মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা। মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)। মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)। মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া। মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)। মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা। মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া। মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া। মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা। মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে। মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়। মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা। মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)। মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ। মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)। মনের জোর মনোবল, আত্মবিশ্বাস। মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা। মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা। মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র। মনের মিল সদ্ভার বা ঐক্য। 99)
মনঃ
(p. 676) manḥ (মনস্) বি. 1 মন; 2 (দর্শনে) সংকল্প বিকল্পাত্মক অন্তঃকরণবৃত্তি, অন্তরিন্দ্রিয়। [সং. √ মন্ + অস্]। ̃ .কল্পিত বিণ. মনগড়া। ̃ .কষ্ট, ̃.ক্ষোভ, মনো-দুঃখ, মনো-বেদনা বি. মনের দুঃখ বা যন্ত্রণা। ̃ .ক্ষুণ্ণ বিণ. দুঃখিত; নিরাশ; অসন্তুষ্ট। ̃ .পূত বিণ. পছন্দসই, মনোমতো। ̃ .সংযোগ বি. মনোযোগ, মনোনিবেশ। ̃ সমীক্ষণ বি. মানবমনের প্রকৃতি বিশ্লেষণ ও বিচারের আধুনিক বৈজ্ঞানিক প্রক্রিয়া, psycho-analysis (বি. প)। 101)
মনো-নিবেশ
(p. 676) manō-nibēśa বি. মনোযোগ দেওয়া, মনঃসংযোগ। [সং. মনস্ + নিবেশ]। 143)
মনো-যোগ
(p. 676) manō-yōga বি. 1 অভিনিবেশ, মনঃসংযোগ, প্রণিধান (মনোযোগ দিয়ে পড়া); 2 একাগ্রতা। [সং. মনস্ + যোগ]। মনো-যোগী (-গিন্) বিণ. মনোযোগ দিতে অভ্যস্ত, অভিনিবিষ্ট। বি. মনো-যোগিতা। 165)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541914
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147597
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739504
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952454
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886399
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us