Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধুলায় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আধলি
(p. 89) ādhali দ্র আদলি ও আধুলি। 92)
আধুলি, আধলি
(p. 89) ādhuli, ādhali বি. এক টাকার অর্ধেক মূল্যের মুদ্রা। [বাং. আধ + উলি, অলি]। 110)
খেলা
(p. 232) khēlā বি. 1 ক্রীড়া (বল নিয়ে খেলা); 2 কৌতুক বা পারদর্শিতা প্রদর্শন (সাপ খেলা, ছোরা খেলা) ; 3 লীলা, অবস্হাবিশেষের আচরণ ('এই খেলা তো শেষ খেলা নয়': রবীন্দ্র) ; 4 ভোজবাজি (ভানুমতীর খেলা)। ক্রি. 1 খেলা করা (ছেলেরা মাঠে খেলছে); 2 স্ফুরিত বা বিকশিত হওয়া (মাথায় একটা বুদ্ধি খেলে গেল) ; 3 বুদ্ধিযুক্ত হওয়া (অঙ্কটা তার মাথায় ঠিক খেলে না)। [সং. √খেল্ + বাং. আ]। খেল বি. 1 ক্রীড়া; 2 ভোজবাজি (ভানুমতীর খেল)। খেলনা বি. ক্রীড়নক, পুতুল। বিণ. ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)। ̃ ঘর বি. (আল.) কৃত্রিম সংসার। ̃ ধুলা বি. তুচ্ছ জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা। ̃ নো ক্রি. 1 খেলা করানো (ছেলেদের খেলাচ্ছে); 2 চালনা করে কৌতুক দক্ষতা রঙ্গ ইত্যাদি প্রদর্শন করা (সাপ খেলানো) ; 3 ইচ্ছামতো পরিচালিত করা (মাছটাকে খেলাচ্ছি, পুলিশ চোরকে খেলাচ্ছে)। 42)
চরণ
(p. 279) caraṇa বি. 1 পা, পদ; 2 কবিতার পদ বা পঙ্ক্তি, শ্লোকের একচতুর্থাংশ; 3 ভ্রমণ, বিচরণ; 4 শীল, আচরণ, অনুষ্ঠান। [সং. √চর্ + অন]। ̃ কমল বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ চারণ বি. পদচারণা, পায়চারি। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পদব্রজে গমনকারী। ̃ চিহ্ন বি. পায়ের চিহ্ন। ̃ ধুলা, ̃ ধূলি, ̃ রেণু বি. পদধূলি। ̃ পদ্ম বি. পাদপদ্ম। ̃ প্রান্ত বি. পদপ্রান্ত, পাদমূল, পায়ের কাছে। ̃ বন্দনা বি. পাদপূজা, পায়ের আরাধনা। ̃ রেখা বি. পদচিহ্ন। ̃ সেবা বি. পাদপূজা; পা টেপা। চরণামৃত বি. বিগ্রহাদি বা পূজনীয় ব্যক্তির পা-ধোয়া জল। চরণাম্বুজ, চরণারবিন্দ বি. পাদপদ্ম। চরণাশ্রয় বি. পায়ের কাছে আশ্রয়, পা-কে আশ্রয় করা। চরণাশ্রিত বিণ. পায়ে আশ্রয় নিয়েছে এমন। চরণোপান্ত বি. পদপ্রান্ত। 28)
তাড়ু2
(p. 373) tāḍ়u2 বি. বিণ. 1 আনাড়ি; 2 (খেলাধুলায়) অসংযতভাবে বা তেড়ে-হেঁকে খেলে এমন (তাড়ু ব্যাট্সম্যান)। [বাং. তাড়া2 + উ]। 56)
ধুল
(p. 439) dhula বি. 1 ধুলা; 2 (গণি.) কড়ার ভগ্নাংশবিশেষ-1/2 কাঠা ('কাঠায় কাঠায় ধুল পরিমাণ': শুভঙ্করের আর্যা)। [হি. ধুল সং. ধূলি]। 28)
ধুলট
(p. 439) dhulaṭa বি. সংকীর্তনের পর ধুলো মাখামাখি বা ধুলোয় গড়াগড়ি দেওয়ার উত্সব। [বাং. ধুলা + ট]। 29)
ধুলা, (কথ্য) ধুলো
(p. 439) dhulā, (kathya) dhulō বি. 1 ধুলি, শুকনো মাটির গুঁড়ো; 2 যেকোনো বস্তুর গুঁড়ো, রেণু (গুঁড়িয়ে ধুলো করা); 3 মাটি (ধুলোয় বসা)। [সং. ধূলি]। ধুলো ওড়ানো ক্রি. বি. দ্রুত যাওয়ার ফলে বা ঝাড়ু দিয়ে ধুলো ওড়ানো। ̃ পড়া বি. মন্ত্রপূত ধুলো। গায়ে ধুলো দেওয়া ক্রি. বি. ঘৃণা প্রকাশ করা; ধিক্কার দেওয়া। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। ধুলো-মুঠি ধরলে সোনা-মুঠি হয় ভাগ্য সুপ্রসন্ন হলে সামান্য চেষ্টাতেই বিরাট সাফল্য আসে। 30)
ধূলি
(p. 439) dhūli বি. শুকনো মাটির গুঁড়ো, ধুলো, রজঃরেণু। [সং. √ ধূ + লি]। ̃ ধূসর, ̃ ধূসরিত, ̃ মলিন বিণ. ধুলো মেখে মলিন হয়েছে এমন, ধুলো-মাখা। ̃ পটল বি. আকাশে উড়ন্ত ধূলিরাশি। ̃ ময় বিণ. ধুলাপূর্ণ। ̃ শয্যা বি. ভূমিতে শয়ন; মৃত্তিকারূপ শয্যা। ̃ সাত্ বিণ. ধুলায় পরিণত; (আল.) সম্পূর্ণ ব্যর্থ। 39)
ধোলাই
(p. 441) dhōlāi বি. 1 ধোয়া, ধৌত করা; 2 ধোপ; 3 ধোয়ার বা কাচার মজুরি; 4 (অশোভন) উত্তমমধ্যম প্রহার (চোরটাকে আচ্ছা করে ধোলাই দেওয়া হয়েছে)। বিণ. ধোয়া, ধৌত করা বা কাচা হয়েছে এমন (ধোলাই কাপড়)। [বাং. √ ধু (=ধো) + আই-তু. হি. ধুলাঈ]। 11)
নিদালি
(p. 461) nidāli বি. নিদ্রাকর্ষক মন্ত্রপূত ধুলা বা মাটি; ঘুম পাড়ানোর জন্য মন্ত্রপূত ধুলোমাটি। [বাং. নিদ + আলি]। 23)
পৃক্ত
(p. 530) pṛkta বিণ. 1 সংলগ্ন, লগ্ন, যুক্ত; 2 সংশ্লিষ্ট; 3 মিশ্রিত (ধুলিপৃক্ত, মসীপৃক্ত); 4 সম্পর্কিত। [সং. √ পৃচ্ + ত]। পৃক্তি বি. লগ্ন হয়ে থাকা, মিশে থাকা, পৃক্ততা বা পৃক্ত অবস্হা। 5)
বন্ধুক, বন্ধু-জীব, বন্ধু-জীবক, বন্ধুলি
(p. 575) bandhuka, bandhu-jība, bandhu-jībaka, bandhuli বি. রক্তবর্ণ ফুলবিশেষ বা তার গাছ, বাঁধুলি ফুল। [সং. বন্ধু + ক, + √ জীবি + অ, +ক, বন্ধু + লি]। 102)
বান্ধুলি
(p. 600) bāndhuli বি. ফুলবিশেষ, বাঁধুলি ফুল। [সং. বন্ধুলি]। 2)
ব্যাং1
(p. 648) byā1 বি. চার পা-বিশিষ্ট লেজহীন উভচর প্রাণীবিশেষ, ভেক, মণ্ডূক। [হি. বেঁগ সং. ব্যঙ্গ]। ব্যাঙের আধুলি (আল.) অতি দরিদ্র ব্যক্তির যত্সামান্য সঞ্চয়। ব্যাঙের ছাতা বি. ছত্রাক। ব্যাঙের সর্দি সহজেই ধরা যায় এমন ভণ্ডামি বা ভান। 49)
মলিন
(p. 688) malina বিণ. 1 ময়লাযুক্ত, অপরিচ্ছন্ন (মলিন বস্ত্র, মলিন বেশ); 2 উজ্জ্বল বা ফরসা নয় এমন ('মলিন আলোয় আমি তাহাদের দেখিলাম': জী. দা.); 3 কলঙ্কিত (ধুলিমলিন, মলিন চরিত্র, মলিন জীবন); 4 বিষন্ন, ম্লান (মলিন মুখ) 5 মোহাচ্ছন্ন (বুদ্ধি মলিন হওয়া) [সং. √ মল্ + ইন্]। বি. ̃ তা, ̃ ত্ব, মালিন্য, মলিনিমা। স্ত্রী. মলিনা। 3)
লাভ
(p. 760) lābha বি. 1 মুলধন বা খরচের অতিরিক্ত আয় (ব্যবসায়ে লাভ), মুনাফা (শতকরা দশ টাকা লাভ); 2 উপস্বত্ব, আয় (দোকান থেকে প্রচুর টাকা লাভ হয়); 3 ক্ষতির বিপরীত, উপকার (এ কাজে লাভ নেই); 4 প্রাপ্তি (বরলাভ, বন্ধুলাভ)। [সং. √ লভ্ + অ]। লাভ করা ক্রি. বি. লাভস্বরূপ পাওয়া; মুনাফা আয় করা; অর্জন করা; পাওয়া। ̃ .জনক বিণ. লাভ হয় এমন, যাতে লাভ হয় (লাভজনক ব্যবসায়)। ̃ .বান বিণ. লাভ করেছে বা মুনাফা রোজগার করেছে এমন। লাভা-লাভ বি. লাভ ও ক্ষতি। 2)
লিখন
(p. 760) likhana বি. 1 লেখা (দ্রুত লিখন, শ্রুতলিখন); 2 লিপি, পত্র ('লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি': রবীন্দ্র); 3 অক্ষরবিন্যাস; 4 চিত্রণ; 5 অঙ্কন; 6 লিখিত বিষয় (ললাটের লিখন)। [সং. √ লিখ্ + অন]। ̃ .পদ্ধতি বি. লেখার বা রচনা করার ধারা। দেওয়ালের লিখন, দেওয়াল-লিখন বি. ভবিষ্যতের (পতন ও বিপর্যয়ের) আভাসদায়ক ঘটনা। [ইং. writing on the wall]-এর অনুবাদজাত]। 37)
লুটা, লুঠা, লোটা
(p. 760) luṭā, luṭhā, lōṭā ক্রি বি. 1 লুট করা; 2 অন্যায়ভাবে আত্মসাত্ করা (জনসাধারণের টাকা লুটে নেওয়া); 3 প্রচুর পরিমাণে উপভোগ করা (মজা লোটা); 4 গড়াগড়ি দেওয়া, লুণ্ঠিত হওয়া (ধুলায় লোটা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ লুঠ্ লুণ্ঠ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 লুঠ করানো; 2 গড়াগড়ি দেওয়া বা দেওয়ানো। বিণ. উক্ত অর্থে। লুটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে লুঠ করে, সম্পূর্ণ আত্মসাত্ করে। 72)
শয্যা
(p. 769) śayyā বি. 1 বিছানা; 2 যার উপরে বা যেখানে শয়ন করা হয় (ধুলিশয্যা, শরশয্যা); 3 শয়ন (শয্যাগৃহ)। [সং. √ শী + য + আ]। ̃ কণ্টক, ̃ কণ্টকী বি. যে ব্যাধিতে বিছানায় শুলে গায়ো কাঁটা বেঁধে বলে মনে হয়। ̃ কীট বি. ছারপোকা। ̃ গত বিণ. 1 বিছানায় শুয়ে আছে এমন; 2 (পীড়াদির জন্য) বিছানা থেকে উঠতে অক্ষম। স্ত্রী. ̃ গতা। গার, ̃ গৃহ বি. ঘুমাবার জন্য নির্দিষ্ট কক্ষ। ̃ তল বি. 1 বিছানার তলদেশ; 2 বিছানার উপরিভাগ (শয্যাতলে লুটিয়ে পড়ল)। ̃ তুলুনি বি. বিবাহের পরদিন ভোরে বরবধুর বাসরের শয্যা তোলার বাবদ বরের কাছ থেকে কন্যাপক্ষীয় নারীদের প্রাপ্য অর্থ। ̃ তোলা বি. বিবাহের পরদিন ভোরে বরবধুর বাসরের শয্যা তোলার স্ত্রী-আচারবিশেষ। ̃ রচনা বি. বিছানা পাতা। ̃ শায়ী (-য়িন্) শয্যাগত -র অনুরূপ। স্ত্রী. ̃ শায়িনী। ̃ সঙ্গিনী বি. 1 স্ত্রী, পত্নী; 2 যে-স্ত্রীলোক রাতের শয্যায় সঙ্গিনী হয়। ̃ স্তরণ বি. বিছানার চাদর। 58)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542329
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148018
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740008
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952954
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886520
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840168
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698650
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604099

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us