Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জনসমাজ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কৌম
(p. 210) kauma বি. জনগোষ্ঠী, জনসমাজ। [হি. কৌম]। 82)
জমায়েত, (বর্ত. অপ্র.) জমায়ত
(p. 312) jamāẏēta, (barta. apra.) jamāẏata বি. জনসমাবেশ (বিরাট জমায়েত হয়েছে)। [আ. জমায়ত্]। জমায়েত হওয়া ক্রি. বি. ভিড় করে একত্র হওয়া; সমবেত হওয়া। 112)
নির্বাচক
(p. 468) nirbācaka বিণ. বি. নির্বাচনকারী; নির্বাচনে যোগ দিতে বা ভোট দিতে অধিকারী ব্যক্তি; elector, voter (স. প.)। [সং. নির্ + √ বচ্ + ণিচ্ + অক]। ̃ মণ্ডল, ̃ মণ্ডলী বি. নির্বাচনকারী ব্যক্তিবর্গ; নির্বাচনকেন্দ্রের ভোটাধিকারপ্রাপ্ত জনসমষ্টি, constituency (স. প.)। 87)
পক্ষ
(p. 483) pakṣa বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1 বিশেষ অবস্হা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)। [সং. √ পক্ষ্ + অ]। ̃ গ্রহণ বি. দলবিশেষকে সমর্থন। ̃ চ্ছেদ বি. ডানা কেটে দেওয়া। ̃ জ, ̃ ধর বি. 1 চন্দ্র; 2 পাখি। ̃ পাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)। ̃ পাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. ̃ পাতিতা, ̃ পাতিত্ব। ̃ পুট বি. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়। ̃ বিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। ̃ ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ̃ ল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)। ̃ সঞ্চালন বি. ডানা ঝটপটানো। ̃ সমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা। পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়। পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা। পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্হা। পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে। পক্ষাবলম্বী (-বিন্) বিণ. দলবিশেষের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পক্ষাপক্ষ বি. স্বপক্ষ ও বিপক্ষ; শত্রু ও মিত্র। পক্ষে ক্রি-বিণ. তরফে; সম্বন্ধে (একথা তার পক্ষে খাটে না)। 22)
বন্য
(p. 575) banya বিণ. 1 বুনো, বনজাত (বন্য বৃক্ষ); 2 বনচর, বনবাসী (বন্য প্রাণী, বন্য জাতি); 3 বনবাসীর উপযুক্ত বা যোগ্য; অসামাজিক, জনসমাজের অনুপযুক্ত (বন্য স্বভাব); 4 বনসম্বন্ধীয় (বন্য জীবন)। [সং. বন + য]। বি. ̃ তা। স্ত্রী. বন্যা। 105)
ভিড়
(p. 664) bhiḍ় বি. বহুলোকের এক জায়গায় বিশৃঙ্খল সমাবেশ, ঠাসাঠাসি, জনতা (রাস্তায় খুব ভিড়)। [দেশি]। ̃ .ভাট্টা বি. (কথ্য) খুব ভিড়, বিরক্তিকর জনসমাবেশ বা লোকের ঠাসাঠাসি (আমি ভিড়ভাট্টা এড়িয়ে চলি)। 49)
মেল2
(p. 717) mēla2 বিণ. 1 মিলন, ঐক্য (স্বামীস্ত্রীতে তেমন মেল হয়নি); 2 জনতা, উত্সবাদিতে জনসমাবেশ (বহুলোকের মেল); 3 (বাং.) কুলীনদের বিভাগবিশেষ (ফুলিয়া মেল)। [সং. √ মিল্ + অ]। ̃ ক বিণ. মিলনজনক। বি. 1 সঙ্গ, 2 সহবাস; 3 সমূহ। ̃ ন বি. মিলন। ̃ .বন্ধন বি. মিলন বা মিশ্রণ। 6)
মেলা2
(p. 717) mēlā2 বিণ. 1 উত্সব পার্বণ ইত্যাদি উপলক্ষে আমোদ-় প্রমোদের ব্যবস্হাযুক্ত অস্হায়ী হাট (গাজনের মেলা); 2 অস্হায়ী প্রদর্শনী (স্বদেশী শিল্পের মেলা); 3 জনসমাগম (এখানে তো দেখছি মেলা বসে গেছে); 4 সমাজ, সভা (পণ্ডিতের মেলা)। [সং. √ মিল্ + অ + আ]। 7)
র্যালি
(p. 752) ryāli 1 জনসমাবেশ (ময়দানে র্যালি হবে); 2 টেনিস ব্যাডমিন্টন ইত্যাদি খেলায় দ্রুততালে বহুক্ষণ বল বা শাট্ল্কক্ আদান-প্রদান। [ইং. rally]।
সজন1
(p. 796) sajana1 বি. জনসমাজ; লোকজন থাকার ভাব বা অবস্হা (সজনে-বিজনে)। বিণ. লোকজনসহ। [সং. স (সহ) + জন]। 112)
সভা
(p. 808) sabhā বি. 1 সমিতি, পরিষদ (আইনসভা); 2 প্রতিষ্ঠান, গোষ্ঠী (ব্রাহ্মসভা, আত্মীয়সভা); 3 সম্মেলন, বৈঠক (সাংবাদিক সভা); 4 জনসমাবেশ (জনসভা); 5 রাজদরবার (রাজসভা)। [সং. সহ + √ভা + অ]। সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্হা করা। সভা করা ক্রি. সভার অনুষ্ঠান করা। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ তল, ̃ মণ্ডপ, ̃ স্হল বি. যেখানে সভার অধিবেশন হয়। ̃ কবি বি. রাজার সভায় নিযুক্ত কবি। ̃ কুট্টিম বি. সভার পাকা মেঝে। ̃ জন বি. সভাস্ত লোক, সদস্য; সভাসদ। ̃ নেত্রী বি. (স্ত্রী.) সভার কার্যাদির পরিচালিকা; কোনো প্রতিষ্ঠানের পরিচালিকা। ̃ পতি বি. সভার কার্যাদির বা প্রতিষ্ঠানের পরিচালক। ̃ ভঙ্গ বি. সভার অধিবেশনের শেষ। ̃ রম্ভ বি. সভার কার্যাদির শুরু। ̃ সদ বি. সভায় যোগদানকারী, সদস্য; সভার সদস্য। ̃ সমিতি বি. সভা বৈঠক বা ওইজাতীয় লোকসমাগম (তিনি আজকাল বড়ো-একটা সভাসমিতিতে যান না)। ̃ সাহিত্য বি. রাজসভার পৃষ্ঠপোষকতায় সভাসাহিত্যেকের রচিত সাহিত্য, court literature. ̃ সাহিত্যিক বি. রাজসভায় বিশেষভাবে সমাদৃত সাহিত্যিক। ̃ সীন বিণ. সভায় বা দরবারে উপস্হিত বা উপবিষ্ট। ̃ স্হ বিণ. সভায় উপস্হিত (সভাস্হ লোকজন)। 38)
সমা-গত
(p. 808) samā-gata বিণ. 1 সমুপস্হিত (নবযুগ সমাগত); 2 সম্মিলিত (সমাগত বন্ধুবর্গ)। [সং. সম্ + আগত]। স্ত্রী. সমা-গতা। সমা-গতি, সমা-গম বি. 1 উপস্হিতি, আগমন (গ্রীষ্ম সমাগমে); 2 সম্মিলন (জনসমাগম)। 84)
সমা-বেশ
(p. 808) samā-bēśa বি. 1 সমাগম, একত্র উপস্হিতি বা অবস্হান (জনসমাবেশ, প্রাচ্য-পাশ্চাত্যের একত্র সমাবেশ); 2 অভিনিবেশ; 3 প্রবেশ। [সং. সম্ + আ + √ বিশ্ + অ]; 4 সংস্হাপন, বিন্যাস (নানা বর্ণের সমাবেশ, সৈন্যসমাবেশ)। [সম্ + আ + বিশ্ + ণিচ্ + অ]। সমা-বেশিত বিণ. সমাবেশ করা হয়েছে এমন, নিবেশিত। 106)
সম্মেলন
(p. 816) sammēlana বি. 1 সভা; 2 সম্মিলিত হওয়া; 3 সভাদিতে জনসমাবেশ (সাহিত্যসম্মেলন); 4 জনগণকে মিলিত করা। [সং. সম্ + মেলন]। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542170
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739854
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952736
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886482
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us