Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খড়্গ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসি
(p. 72) asi বি. খড়্গ; তরবারি, তরোয়াল; (আল.) অস্ত্রবল। [সং. &tick অস্ + ই]। ˜ চর্ম বি. তরোয়াল ও ঢাল। ̃ চর্যা, ̃ চালনা বি. তরবারি চালানো। ̃ ধারা বি. খড়্গ বা তরোয়ালের তীক্ষ্ণ অগ্রভাগ; তরোয়ালের ধার। ̃ ধারা-ব্রত বি. কঠিন ব্রতবিশেষ; যে ব্রতে একই শয্যায় শায়িতা রমণীকেও উপভোগ করা নিষেধ। ̃ পত্র বি. 1 (অসির মতো পাতা বলে) আখ গাছ; 2 তরবারির খাপ। ̃ যুদ্ধ বি. তরবারির সাহায্যে লড়াই। ̃ লতা বি. তরবারির ফলক; তরবারি। 8)
কর-পাল, কর-বাল
(p. 167) kara-pāla, kara-bāla বি. তরবারি, অসি; খড়্গ। [সং. কর + √ পালি + অ; কর + √ বালি + অ]। 16)
কৃপাণ
(p. 204) kṛpāṇa বি. তরবারি; খড়্গ; ছোরা। [সং. √কৃপ্ + আন]। ̃. পাণি বিণ. খড়্গহস্ত, যার হাতে তরবারি বা ছোরা রয়েছে। 28)
খড়গ
(p. 221) khaḍ়ga বি. 1 খাঁড়া, প্রাণী বলি দেবার তরবারিবিশেষ (খড়েগর এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল) ; 2 গণ্ডারের শৃঙ্গ বা শিং। [সং. √খড়্ + গ]। ̃ হস্ত বিণ. 1 কৃপাণধারী, হাতে খড়গ নিয়েছে এমন; 2 অত্যন্ত ক্রুদ্ধ; প্রহার বা তিরস্কার করতে উদ্যত (তিনি আমার প্রতি কেন যে এমন খড়গহস্ত তা বুঝি না)। খড়্গী (-ড়্গিন্) বি. গণ্ডার। বিণ. যার খড়্গ আছে এমন। 53)
খাঁড়া, খাণ্ডা
(p. 224) khān̐ḍ়ā, khāṇḍā বি. খড়্গ (খাঁড়ার ঘা)। [সং. খড়্গ]। 60)
খেটক
(p. 232) khēṭaka বি. 1 গদা বা মুগুর; 2 ঢাল (খড়্গখেটকধারিণী)। [সং. √খেট্ + ক]। 19)
গণ্ডার
(p. 240) gaṇḍāra বি. নাকের উপর খড়্গযুক্ত অত্যন্ত স্হূলচর্ম জন্তুবিশেষ; খড়্গী। [সং. গণ্ডক]। গণ্ডারের চামড়া (গণ্ডারের চামড়া যেমন সহজে অস্ত্রাদিতে বিদ্ধ হয় না, তেমনি) কিছুতেই অপমান বোধ করে না এমন মনোবৃত্তি। 13)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দর ও আনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
টঙ্ক1
(p. 341) ṭaṅka1 বি. 1 খড়্গ টাঙি প্রভৃতি অস্ত্র; 2 খননের অস্ত্র; 3 পাহাডের উঁচু স্হান; 4 ক্রোধ বা আস্ফালন (কেবল মুখেই যত টঙ্ক)। [সং. √ টঙ্ক্ + অ]। 19)
তরবারি
(p. 367) tarabāri বি. সরু লম্বা ও পাতলা শাণিত যুদ্ধাস্ত্রবিশেষ; অসি. তলোয়ার, কৃপাণ, খড়্গ। [সং. তর + √ বৃ + ণিচ্ + ইন্]। 107)
ব্যধি-করণ
(p. 648) byadhi-karaṇa বিণ. (ব্যাক.) বিভিন্ন বিভক্তিযুক্ত। [সং. বি + অধিকরণ]। ব্যধিকরণ বহুব্রীহি বি. (ব্যাক.) যে বহুব্রীহিসমাসে সমস্যমান পদদ্বয় বিভিন্ন বিভক্তিযুক্ত, যেমন-খড়্গহস্ত, দণ্ডপাণি। 26)
মেখলা
(p. 714) mēkhalā বি. 1 কটিভূষণ, চন্দ্রহার গোট প্রভৃতি অলংকার; কোমরের তাগা; 2 খড়্গাদির মুখের চামড়ার বেষ্টনী। [সং. √ মি + খল + আ]। 32)
সায়ক
(p. 828) sāẏaka বি. 1 বাণ; 2 খড়্গ। [সং. √ সো + অক]। 55)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541923
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147608
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739518
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952464
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886400
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840071
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us