Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুনজর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আড়া-আড়ি
(p. 85) āḍ়ā-āḍ়i ক্রি-বিণ. কোনাকুনি। বি. পরস্পর শত্রুতা বা প্রতিযোগিতা। [বাং. আড়5]। 94)
আবোল-তাবোল
(p. 99) ābōla-tābōla বি অসংবদ্ধ কথা; মানে হয় না এমন বা বা়জে ছড়া। বিণ. অসংবদ্ধ; আজেবাজে ('কী বললি তুই, এ-সব কেবল আবোল-তাবোল বকুনি ?': সু.রা.)। [তু. হি. আন্বোল্-ভব্বোল্।] 33)
উলূক
(p. 133) ulūka বি. 1 পেঁচা; 2 দেবরাজ ইন্দ্র; 3 দুর্যোধনের মাতুলপুত্র, শকুনির পুত্র; 4 হিমালয়ের নিকটবর্তী দেশবিশেষ; 5 উলুখড়। [সং. উদ্ + √ লোক্ + অ, নি। তু. লা ulula জা. ula/eule. ইং. owl]। স্ত্রী. উলূকী। 165)
কর৩
(p. 166) kara3 বি. হস্ত, হাত (করজোড়ে, করপুট); 2 হাতির শুঁড়; 3 আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)। [সং. √ কৃ + অ]। ̃ কবলিত বিণ. হস্তগত, অধিকৃত। ̃ কমল বি. 1 হস্তরূপ পদ্ম; 2 পদ্মের মতো হাত। ̃ কমলেষু বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়। ̃ কোষ্ঠী বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ করে; কররেখা নির্ণীত কোষ্ঠী। ̃ গ্রহ, ̃ গ্রহণ বি. 1 হস্তধারণ, হাত ধরা; 2 বিবাহ। ̃ গ্রাহক, ̃ গ্রাহী (-হিন্) বিণ. বি. পাণিগ্রহণকারী; স্বামী, পতি। ̃ জোড়ে ক্রি-বিণ. দুই হাত যুক্ত করে। ̃ তল বি. হাতের তেলো, palm. ̃ তল-গত বিণ. হস্তগত, আয়ত্ত। ̃ তালি বি. হাততালি। ̃ ন্যাস বি. পূজার সময় মন্ত্রোচ্চারণের সঙ্গে করচিহ্নে বৃদ্ধাঙুলি স্পর্শ করা। ̃ পদ্ম বি করকমল এর অনুরূপ। ̃ পল্লব বি. ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত। ̃ পীড়ন বি. বিবাহ। ̃ পুট বি. জোড়হাত। ̃ ভূষণ বি. হাতের গয়না। ̃ মর্দন বি. দুইজনে প্রীতিভরে পরস্পরের হাত ঝাঁকুনি, handshake. ̃ মুক্ত বিণ. হস্তচ্যুত; হাত ছাড়িয়েছে এমন। 19)
কিংকর্তব্য-বিমূঢ়
(p. 188) kiṅkartabya-bimūḍh় বিণ. কী করতে হবে বুঝতে পারে না এমন, কর্তব্য স্হির করতে অক্ষম, হতবুদ্ধি (প্রচণ্ড বকুনি খেয়ে লোকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল)। [সং. কিম্ + কর্তব্য + বিমূঢ়]। বি.̃ তা। 57)
কুড়ে, কুড়ো, কুণী, কুণো
(p. 194) kuḍ়ē, kuḍ়ō, kuṇī, kuṇō যথাক্রমে কুঁড়ে, কুঁড়ো, কুনি ও কুনো -র রূপভেদ। 72)
কুনকি
(p. 196) kunaki বি. পালিতা হস্তিনী যার সাহায্যে বন্য হাতি ধরা হয়। [হি. কুম্কী]। 17)
কুনকে1
(p. 196) kunakē1 বি. কুনকি, অন্য হাতি বা বন্য হাতি ধরতে সাহায্য করে এমন হস্তিনী। [বাং. কুনকি হি. কুম্কী]। 18)
কুনখ
(p. 196) kunakha বি. নখের রোগবিশেষ। [সং. কু + নখ]। কুনখী (-খিন্) বিণ. 1 কুত্সিত নখবিশিষ্ট; 2 নখের রোগে আক্রান্ত। 19)
কুনজর
(p. 196) kunajara বি. 1 কুদৃষ্টি; অশুভ নজর (ওপরওয়ালার কুনজরে পড়েছে); 2 দুরভিসন্ধিপূর্ণ নজর। [সং. কু + আ. নজর্]। 20)
কুনি
(p. 196) kuni বি. নখপ্রান্তের রোগবিশেষ, নখের কোণের রোগবিশেষ। [সং. কোণ]। 21)
কুনিকা
(p. 196) kunikā বি. শস্যাদি মাপার পাত্রবিশেষ, রেক, ছটাক। [সং. কুঞ্চি]। 22)
কোণা, কোণাকুণি, কোণাচ
(p. 210) kōṇā, kōṇākuṇi, kōṇāca যথাক্রমে কোনা, কোনাকুনি ও কোনাচ -এর বর্জি. বানান। 8)
কোনা
(p. 210) kōnā বি. কোণ, প্রান্ত (ঘরের এক কোনায় পড়ে আছে)। বিণ. কোণযুক্ত (চারকোনা)। [সং. কোণ + বাং. আ]। কোনা-কুনি, কোনা-কোনি ক্রি-বিণ. এক কোণ থেকে বিপরীত কোণ পর্যন্ত (কোনাকুনি ছুটতে লাগল)। বিণ. ওইভাবে বিস্তৃত (কোনাকুনি রাস্তা)। 17)
কোনাচ
(p. 210) kōnāca বি. 1 কোণের দিকের অংশ; 2 বাক্স সিন্ধুক ইত্যাদির কোণে যে ধাতুর পাত আঁটা হয়। [সং. কোণ + বাং. আচ]। কোনাচে বিণ. টেড়া, কোণাভিমুখী, কোনাকুনি। 18)
কৌণিক
(p. 210) kauṇika বিণ. 1 কোণসম্বন্ধীয়; 2 কোনাচে, কোনাকুনি (কৌণিক দূরত্ব)। [সং. কোণ + ইক]। 75)
খচ, খচ্
(p. 221) khaca, khac অব্য. বি. ছুঁচলো বস্তু বিঁধে যাবার বা কাঁটা বেঁধার (কল্পিত) আওয়াজ (খচ করে ছুঁচটা আঙুলে ফুটে গেল)। ̃ খচ অব্য. ক্রমাগত কাটবার বা বেঁধবার শব্দ। খচখচ করা ক্রি. বি. ক্রমাগত কর্কশ বা কষ্টকর স্পর্শের অনুভূতি হওয়া (এই অস্বস্তিটা সর্বদা মনের মধ্যে খচখচ করছে; ভাতে কাঁকর খচখচ করছে)। ̃ খচানি বি. ক্রমাগত বকুনি বা তিরস্কার, খিচখিচ করা, ক্যাটক্যাট করা। খচাখচ ক্রি. বিণ. খচখচ শব্দে এবং অতি দ্রূত (ফুলগাছগুলো খচাখচ কেটে দিল; খচাখচ লিখে দিলাম)। খচ-খচে বিণ. খচখচ করে এমন। 12)
খিচ-খিচ, খিচ-মিচ, খিচি-মিচি
(p. 229) khica-khica, khica-mica, khici-mici অব্য. বি. ক্রমাগত বকুনি, তিরস্কার (সারাদিন এত খিচখিচ কর কেন?)। [দেশি]। 19)
খুঁচি
(p. 230) khun̐ci বি. ধান চাল ইত্যাদি মাপবার পাত্রবিশেষ, কুনকে। [সং. কুঞ্চি]। 11)
চুপসা, চোপসা
(p. 290) cupasā, cōpasā বিণ. 1 বসে বা তুবড়ে গেছে এমন (চোপসা গাল); 2 ভিতরের জিনিস বেরিয়ে যাওয়ার ফলে সংকুচিত (চোপসা ফোড়া)। ক্রি. 1 তুবড়ে যাওয়া; 2 নীরস হওয়া এবং শুকিয়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া (বকুনি শুনে চুপসে যাওয়া)। [সং. √চুষ্ + বাং. সা = চুপসা]। ̃ নো ক্রি. 1 শুষে নেওয়া; 2 তুবড়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া। বি. বিণ. উক্ত সব অর্থে। 94)
চোট
(p. 297) cōṭa বি. 1 আঘাত (লাঠির চোট, পায়ে চোট আছে); 2 জোর, শক্তি (কথার চোট, মারের চোটে); 3 ক্রোধ, রাগ, কোপ (চোটপাট করা); 4 বেগ, তোড়, দমক (হাসির চোট); 5 দফা, বার (একচোটে অনেকটা)। [হি. চোট্]। ̃ পাট বি. ক্রোধ প্রকাশ; তিরস্কার, বকুনিঝকুনি। চোট হওয়া ক্রি. বি. (অশোভন) ক্ষতি হওয়া; লোকসান হওয়া (অনেকগুলো টাকা চোট হয়ে গেল)। 12)
ঝাঁকা2, ঝাঁকানো
(p. 334) jhān̐kā2, jhān̐kānō ক্রি. সবেগে নাড়া দেওয়া (গাছের ডাল ধরে ঝাঁকাচ্ছে); দেহ সবেগে নাড়ানো (মাথা ঝাঁকিয়ে বলল)। বি. নাড়া (বাতাস গাছগুলোকে প্রবল ঝাঁকা দিচ্ছে)। [বাং. √ ঝাঁক্ + আ, নো]। ঝাঁকরানো ক্রি. জোরে নাড়ানো বা ঝাঁকানো। বি. বিণ. উক্ত অর্থে। ঝাঁকানি, ঝাঁকরানি, ঝাঁকুনি বি. জোর নাড়া বা আন্দোলন (গোরুর গাড়ির ঝাঁকুনি)।
ঝাঁকুনি
(p. 336) jhān̐kuni দ্র ঝাঁকা2। 3)
ঝাড়2
(p. 336) jhāḍ়2 বি. (অশা.) বকুনি, তিরস্কার (এমন ঝাড় দেব)। [ঝাড়া দ্র]। 25)
টাইট
(p. 341) ṭāiṭa বিণ. 1 আঁট, টান টান, শক্ত (প্যাণ্টটা বড় টাইট হয়েছে); 2 (অশা.) ঢিট, শায়েস্তা, জব্দ (লোকটার বড় বাড় বেড়েছে, একটু টাইট করে দিতে হবে)। বি. (অশা.) বকুনি; জব্দ করার জন্য ব্যবস্থা (টাইট দেওয়া)। [ইং. tight]। 61)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542171
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739856
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952736
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886482
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us