Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উঁচুতে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনুদ্ঘাত
(p. 28) anudghāta বি. বন্ধুর বা উচুনিচু নয় এমন, স্হান। [সং. ন (অন্) + উদ্ + √ হন্ + অ]। অনুদ্ঘাতী (-তিন্) বিণ. উঁচুনিচু বা বন্ধুর নয় এমন, সমতল। 11)
আগ1
(p. 82) āga1 বি. 1 আগা, অগ্রভাগ; সম্মুখভাগ। বিণ. অগ্রবর্তী, এগিয়ে আছে এমন; সবচেয়ে উঁচুতে রয়েছে এমন (আগডাল)। [সং. অগ্র]। ̃ .পাছ বি. আগুপিছু, আগের ও পরের ব্যাপার (আগপাছ ভাবা)। আগ বাড়া, আগ বাড়ানো ক্রি. বি. এগিয়ে যাওয়া, কোনো কাজের জন্য আগেই প্রস্তুত হওয়া। আগু বাড়া- আগ বাড়া - র রূপভেদ। 35)
উঁচু
(p. 119) un̐cu বিণ. 1 উচ্চ; 2 উন্নত, উদার (উঁচু মন); 3 অভিজাত, খানদানি (উঁচু বংশ); 4 চড়া (উঁচু গলা)। [সং. উচ্চ]। ̃ নিচু বিণ. অসমান; কোথাও উঁচু কোথাও নিচু এমন (উঁচুনিচু রাস্তা)। 9)
উচ্চ
(p. 119) ucca বিণ. 1 উন্নত ('রহিবে উচ্চ শির'); 2 উঁচু (উচ্চবৃক্ষ); 3 সম্ভ্রান্ত, অভিজাত (উচ্চবংশীয়); 4 জোরালো (উচ্চকণ্ঠ); 5 চড়া (উচ্চমূল্য, উচ্চহার); 6 ঊর্ধ্বতন (উচ্চ আদালত)। [সং. উত্ + √ চি + অ]। বি. ̃ তা। ̃ গ্রাম বি. উঁচু পর্দায় বাঁধা স্বর বা কণ্ঠ। ̃ নীচ বিণ. 1 উঁচুনিচু, উন্নত-অনুন্নত; 2 উত্তম ও অধম। ̃ বাচ্য বি. সাড়াশব্দ; বাদ-প্রতিবাদ; ভালোমন্দ মন্তব্য। ̃ বিত্ত বিণ. অর্থশালী; আর্থিক সচ্ছলতাযুক্ত। ̃ বিদ্যালয় বি. যে বিদ্যালয়ে প্রবেশিকা বা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়ানো হয়। ̃ ভাষী বিণ. কড়া কথা বলে এমন; চড়া গলায় কথা বলে এমন। 28)
উচ্চাবচ
(p. 119) uccābaca বিণ. উঁচুনিচু, বন্ধুর; অসমান। [সং. উদচ্ + অবাচ্]। 39)
উজান
(p. 119) ujāna বি. স্রোতের বিপরীত দিক (উজান স্রোতে গুণ টানা); জোয়ার। [ সং. উদযান?]। ̃ ভাটি বি. জোয়ারভাটা। উজানি বি. 1 উজানস্রোত, জোয়ার; 2 উঁচুভূমি; 3 দুপুরবেলা। উজানি-ভাটানি বি. অনুকূল ও প্রতিকূল স্রোত। উজানো ক্রি. স্রোতের উলটো দিকে যাওয়া; বিপরীত দিকে যাওয়া (এখন আবার উজিয়ে অতটা পথ যেতে হবে?)। বি. বিপরীত দিকে গমন। বিণ. বিপরীত দিকে যাচ্ছে বা গেছে এমন। 68)
ঘ্যাম
(p. 272) ghyāma বিণ. (অশোভন) উঁচুদরের (এসব ঘ্যাম ব্যাপারের মর্ম তুমি কী বুঝবে?)। [দেশি]। 31)
চতুরস্র
(p. 277) caturasra বিণ. 1 চতুষ্কোণ, চারকোনা (চতুরস্র কক্ষ); 2 চৌরস, উঁচুনিচু নয় এমন (চতুরস্র ভূমি); 3 নিঁখুত, নির্দোষ (চতুরস্র সিদ্ধান্ত)। [সং. চতুর্ + অস্র]। 7)
ছাড়া
(p. 304) chāḍ়ā ক্রি. 1 ত্যাগ করা (সংসার ছাড়বে); 2 পরিবর্তন করা, বদল করা (কাপড় ছাড়া); 3 যাত্রা করা, স্হানত্যাগ করে চলতে আরম্ভ করা (গাড়ি কখন ছাড়বে?); 4 মুক্তি দেওয়া (পুলিশ আসামিকে ছেড়ে দিল); 5 দূর হওয়া (জ্বর ছেড়েছে); 6 অভ্যাস ত্যাগ করা (ধূমপান ছেড়েছে, সেই কবে ধুতি ছেড়েছি); 7 উপেক্ষা করা (ওর কথা ছাড়ো); 8 ক্ষমা করা (অন্যায় করলে কেউ তোমাকে ছেড়ে দেবে না); 9 শিথিল হওয়া, খোলা (জোড় ছেড়ে গেছে; বাঁধন ছেড়ে গেছে); 1 জড়তা ত্যাগ করা, স্বর উঁচুতে তোলা (গলা ছেড়ে গাও); 11 ডাকে দেওয়া, বাইরে পাঠানো (চিঠি ছাড়া); 12 স্পন্দহীন হওয়া (নাড়ি ছেড়ে গেছে); 13 প্রসব করা (মাছটা ডিম ছেড়েছে); 14 নিক্ষেপ করা (বাণ ছাড়া); 15 অবারিত বা বাধাহীন করা (পথ ছাড়ো); 16 সঙ্গ ত্যাগ করা (মাকে ছেড়ে থাকতে পারে না); 17 নিষ্কৃতি দেওয়া (খেয়ে তবে ছেড়েছে)। বিণ. 1 পরিত্যক্ত (ছাড়া ভিটা); 2 বঞ্চিত (ভিটা-ছাড়া, মা-ছাড়া); 3 স্বাধীন, বন্ধনহীন (ছাড়া গোরু); 4 বর্জিত (লক্ষ্মীছাড়া); 5 বহির্ভূত (সৃষ্টিছাড়া)। বি. ক্রিয়ার সব অর্থে (গাড়ি ছাড়ার সময়, কাপড় ছা়ড়ার ঘর, সংসার ছাড়ার ইচ্ছা, মাছের ডিম ছাড়া দেখেছি, ছাড়া পাওয়া)। অব্য. অনু. ব্যতীত (এ ছাড়া কী করার আছে? লাভ ছাড়া লোকসান নেই)। [পা. √ ছড্ড √ ছর্দ্]। ছাড়া ছাড়া বিণ. বিরল, ফাঁক ফাঁক, বিচ্ছিন্ন (ছাড়া ছাড়া কতগুলি শব্দ, সবাই আজকাল ছাড়া ছাড়া থাকে)। ̃ ছাড়ি বি. বিচ্ছেদ। 4)
তান
(p. 375) tāna বি. 1 সংগীতের রাগবিস্তার, সুরের আলাপ (পূরবীর তান); 2 সুর (সেতারে তান ধরেছে); 3 সুরেলা ধ্বনি; 4 সংগীতে রাগের বিস্তারে অতি দ্রুত সুরসাধনা। [সং. √ তন্ + অ]। তান ছাড়া ক্রি. বি. গান শুরু করা, মুক্তকণ্ঠে গান গাওয়া। তান তোলা ক্রি. বি. ধীরে ধীরে সুর উঁচুতে তোলা। তান ধরা ক্রি. বি. গান আরম্ভ করা; সুরেলা ধ্বনি করা। 18)
তুঙ্গ
(p. 375) tuṅga বিণ. উঁচু, উন্নত (তুঙ্গশৃঙ্গ, তুঙ্গনাসিকা)। তু. উত্তুঙ্গ। বি. 1 সর্বোচ্চ স্হান বা শেষ সীমা (অসন্তোষ তুঙ্গে উঠেছে); 2 (জ্যোতিষ.) রাশিচক্র উঁচু স্হানে অবস্হিত গ্রহ (তুঙ্গে বৃহস্পতি)। [সং. √ তুন্জ্ + অ]। তুঙ্গী (-ঙ্গিন্) বিণ. (আল.) উঁচুতে অবস্হিত ('তুঙ্গী গ্রহেরা হবে বাসরের প্রহরী': সু. দ; 'তুঙ্গী মেঘ শুভ্রকেশ': বিষ্ণু)। 181)
দর2
(p. 399) dara2 বি. 1 মূল্য, দাম; 2 মূল্যের হার, নিরিখ; 3 মান, মর্যাদা (উঁচুদরের শিল্পী)। [তু. হি. দর্]। ̃ কষা-কষি বি. দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে জোঝজুঝি, দরাদরি। ̃ দস্তুর, ̃ দাম বি. জিনিসের দাম ও কেনাবেচার নিষ্পত্তি। 9)
নতোন্নত
(p. 444) natōnnata বিণ. উঁচুনিচু, এবড়োখেবড়ো। [সং. নত + উন্নত]। 49)
পৌঁছা
(p. 534) paun̐chā ক্রি. বি. 1 উপস্হিত হওয়া, উদ্দিষ্ট স্থানে আসা বা গিয়ে হাজির হওয়া (দিল্লিতে পৌঁছেছে); 2 নাগাল পাওয়া (অত উঁচুতে আমার হাত পৌঁছাবে না)। [ প্রাকৃ. পহুচ্চ্]। ̃ নো বি. ক্রি. 1 পৌঁছা; 2 উদ্দিষ্ট স্হানে রেখে আসা বা নিয়ে যাওয়া (আমাকে ওখানে পৌঁছিয়ে দাও); 3 নিকটে নিয়ে যাওয়া (চিঠিটা তার কাছে পৌঁছে দাও)। 49)
বন্ধুর
(p. 575) bandhura বিণ. 1 অসমতল ('পতন-অভ্যুদয়-বন্ধুর পন্হা': রবীন্দ্র; বন্ধুর পথ); 2 উঁচুনিচু, এবড়োখেবড়ো। [সং. √ বন্ধ্ + উর]। বি. ̃ তা। 103)
বাঙ্ক, বাংক
(p. 591) bāṅka, bāṅka বি. ট্রেনের কামরায় বা পাকা ঘরের দেওয়ালে উঁচুতে সংলগ্ন তাকবিশেষ। [ইং. bunk]। 85)
বার্থ, বারথ
(p. 602) bārtha, bāratha বি. রেলগাড়ি স্টিমার বা জাহাজে যাত্রীদের ঘুমোবার জন্য মেঝে থেকে উঁচুতে তৈরি পাটাতন, বাংক।[ইং. berth]। 49)
মসৃণ
(p. 688) masṛṇa বি. 1 কোথাও এতটুকু উঁচুনিচু নেই এমন উপরিভাগ বা তলবিশিষ্ট (মসৃণ দেওয়াল); 2 চিক্কণ, তেলা (মসৃণ দেহত্বক, মসৃণ গা); 3 কোমল, স্নিগ্ধ। [সং. √ মস্ + ঋণ]। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542089
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147792
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739744
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952641
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886458
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698597
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604069

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us