Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আলোড়িত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আউটানো
(p. 77) āuṭānō ক্রি. দুধ ইত্যাদি জ্বাল দেবার সময় হাতা বা চামচ দিয়ে নাড়তে থাকা। বি. জ্বাল দেবার সময় নাড়া দেওয়া বা আলোড়ন। বিণ. আউটানো হয়েছে এমন, আলোড়িত (আউটানো দুধ সহজে উথলে পড়ে না)। [বাং. √ আউটা (সং. আবর্তন )]। 22)
আন্দোলন
(p. 95) āndōlana বি. 1 কম্পন; দোলন; আলোড়ন (গাছের পাতার আন্দোলন); 2 কোনো লক্ষ্য সিদ্ধির জন্য প্রচার, উত্তেজনা, সংঘবদ্ধ বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি। [সং. √ আন্দোলি + অন]। আন্দোলিত বিণ. আলোড়িত, কম্পিত; উত্তেজিত। 29)
আলোড়ন
(p. 106) ālōḍ়na বি. 1 আন্দোলন; প্রবল নাড়াচাড়া; 2 আবর্তন, মন্হন, ঘোটন। [সং. আ + √ লুড্ + অন]। আলোড়ক বি. 1 যে আলোড়ন করে; 2 আলোড়নদণ্ড। আলোড়িত বিণ. আলোড়ন করা হয়েছে এমন (সংশয়ে মন আলোড়িত)।
আলোল
(p. 108) ālōla বিণ. 1 ঈষত্ চঞ্চল; 2 বিলোল, আলোড়িত (আলোল কুন্তল)। [সং. আ + লোল]। 4)
উত্তাল
(p. 125) uttāla বিণ. 1 অতি উঁচু (উত্তাল তরঙ্গ); 2 অতি তরঙ্গময়; 3 বিক্ষুব্ধ, আলোড়িত (উত্তাল সমুদ্র)। [সং. উত্ + √ তল্ + অ]। 23)
উন্মথন
(p. 130) unmathana বি. 1 মন্থন; 2 ভালোভাবে মথিত করা বা ঘোঁটা; 3 মর্দন; 4 হনন, হত্যা ('শত্রুর উন্মথন')। [সং. উত্ + √ মথ্ + অন]। উন্মথিত বিণ. 1 মন্থন করা হয়েছে এমন; 2 আলোড়িত; 3 বাইরের আকর্ষণের ফলে উদ্বেলিত বা উত্তেজিত ('উন্মথিত যৌবন': রবীন্দ্র)। 10)
কুল-কুচা (কথ্য) কুল-কুচো
(p. 199) kula-kucā (kathya) kula-kucō বি. মুখের মধ্যে জল বা অন্য তরল পুরে কুলকুল শব্দে আলোড়িত করা, কুল্লি বা কিল। [দেশি-তু. হি. কুলকুলানা]। 28)
ক্ষুব্ধ
(p. 217) kṣubdha বিণ. 1 বিচলিত; 2 আলোড়িত ('ক্ষুব্ধ শাখার আন্দোলনে': রবীন্দ্র); 3 ক্ষুণ্ণ, দুঃখিত (তার আচরণে ক্ষুব্ধ হয়েছি). [সং. √ ক্ষুভ্ + ত]। স্ত্রী. ক্ষুব্ধা। 50)
ক্ষুভিত
(p. 217) kṣubhita বিণ. 1 ক্ষুব্ধ; বিচলিত; 2 আলোড়িত করা হয়েছে এমন। [সং. √ক্ষুভ্ + ণিচ্ + ত]। স্ত্রী. ক্ষুভিতা। 51)
ক্ষোভ
(p. 217) kṣōbha বি. 1 মানসিক চাঞ্চল্য, বেদনা, মনস্তাপ (তার রূঢ় ব্যবহারে ক্ষোভ হওয়াই স্বাভাবিক); 2 আন্দোলন, আলোড়ন, বিক্ষোভ (ইন্দ্রিয়ক্ষোভ)। [সং. √ ক্ষুভ্ + অ]। ক্ষোভন বি. কামদেবের পঞ্চবাণের অন্যতম। ক্ষোভিত বিণ. যার মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে; আলোড়িত; চঞ্চলীকৃত। 65)
গাবা2
(p. 246) gābā2 বি. (আঞ্চ.) 1 গর্ভ; 2 গর্ত, খাদ (গঙ্গার গাবায় ফেলে দিয়ে এসো)। ক্রি. পুকুর, ডোবা প্রভৃতি জলশয়ের জল আলোড়িত করা বা ঘোঁটা। 65)
গুলা2, গোলা
(p. 253) gulā2, gōlā ক্রি. 1 তরল বস্তুতে অতরল বস্তু মিশিয়ে সম্পূর্ণভাবে একাকার করে দেওয়া (জলে রং গোলা, জলে চিনি গুলে দেওয়া); 2 গোলমাল করে ফেলা (সে সবকিছু গুলিয়ে ফেলেছে); 3 বিশৃঙ্খল হওয়া (হিসাব গুলিয়ে যাচ্ছে) ; 4 ঘুলিয়ে তোলা, আলোড়িত করা; 5 ঘুলিয়ে ওঠা, আলোড়িত হওয়া (পেট গুলানো)। [দেশি]। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা তরল বস্তুতে অতরল বস্তু সম্পূর্ণভাবে মেশানো; গোলমাল করে ফেলা; বিশৃঙ্খল করা; বিশৃঙ্খল হওয়া; আলোড়িত করা; আলোড়িত হওয়া বা ঘুলিয়ে ওঠা। 48)
ঘাঁটা1
(p. 266) ghān̐ṭā1 ক্রি. বি. আলোড়িত বা মথিত করা, বিশেষভাবে নাড়া, নাড়াচাড়া করা (বই ঘাঁটা, জামাকাপড় ঘাঁটা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]। ̃ ঘাঁটি বি. ক্রমাগত ঘাঁটা; আলোড়ন। ̃ নো ক্রি. বি. 1 নাড়ানো ; 2 উত্ত্য বা উত্তেজিত করা, চটিয়ে দেওয়া (আমাকে ঘাঁটালে তার ফল ভালো হবে না)। বিণ. উক্ত সব অর্থে। 46)
ঘুঁটা, ঘোঁটা
(p. 269) ghun̐ṭā, ghōn̐ṭā বি. ক্রি. 1 আলোড়িত করা, তরল পদার্থের সঙ্গে নেড়েচেড়ে মেশানো; 2 তোলপাড় করা, তন্নতন্ন করে খোঁজা। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]. ̃ নো বি. ক্রি. (অন্যের দ্বারা) আলোড়িত করানো। বিণ. উক্ত অর্থে। 18)
ঘুলা
(p. 270) ghulā ক্রি. 1 নেড়ে ঘোলা করা বা ঘোলা হওয়া; 2 আলোড়িত করা বা হওয়া ; 3 মিশিয়ে দেওয়া বা মিশে যাওয়া; 4 জটিল করা বা হওয়া; 5 বিভ্রান্ত করা বা হওয়া (বুদ্ধি ঘুলিয়ে যাওয়া, বুদ্ধি ঘুলিয়ে দেওয়া)। [তু. হি. ঘুলনা]। ̃ নো ক্রি. বি. ঘুলা। বিণ. উক্ত সব অর্থে। 11)
ঝঞ্ঝা
(p. 334) jhañjhā বি. প্রবল ঝড়বৃষ্টি। [সং. ঝম্ + √ ঝট্ + অ + আ]। ̃ ক্ষুব্ধ বিণ. প্রবল ঝড়ে আলোড়িত। ̃ নিল, ̃ বাত বি. প্রবল ঝোড়ো বাতাস। ̃ বর্ত বি. ঝড়বৃষ্টিসহ ঘূর্ণিবাতাস। বিক্ষুব্ধ-ঝঞ্ঝাক্ষুব্ধ -র অনুরূপ। 12)
তোল-পাড়
(p. 387) tōla-pāḍ় বি. 1 ওলটপালট, প্রবল আলোড়ন, বিক্ষোভ (বুকের ভিতর সে কী তোলপাড়); 2 তুমুল কলহ বা গণ্ডগোল (দেশজুড়ে তোলপাড়)। বিণ. আলোড়িত, বিক্ষুদ্ধ ('অগ্নিকোণের তল্লাট জুড়ে দুরন্ত ঝড়ে তোলপাড় কালাপানি': সু. মু.)। [বাং. তোল (=উত্তোলন) + পাড় (=পাতন, নামানো)]। 34)
বিক্ষুব্ধ
(p. 605) bikṣubdha বিণ. 1 বিশেষ ক্ষোভযুক্ত, বিশেষ দুঃখিত (বিক্ষুব্ধ গোষ্ঠী, বিক্ষুব্ধ জনগণ); 2 বিচলিত, আলোড়িত, অস্হির, চঞ্চল (বিক্ষুব্ধ বন, বিক্ষুব্ধ সমুদ্র)। [সং. বি + ক্ষুব্ধ]। 115)
বিচল, বিচলিত
(p. 610) bicala, bicalita বিণ. 1 অস্হির, চঞ্চল (দুঃখে বিচলিত, বিচলিত মন, কর্তব্যে অবিচল); 2 আন্দোলিত, আলোড়িত; 3 স্খলিত, ভ্রষ্ট (ধর্মপথ থেকে বিচলিত হওয়া); 4 স্হানচ্যুত। [সং. বি + √ চল্ + অ, ত]। স্ত্রী. বিচলা, বিচলিতা। বিচলন বি. 1 অস্হিরতা, চঞ্চলতা; 2 আলোড়ন; 3 স্খলন; 4 এক স্হান থেকে অন্য স্হান সরে যাওয়া। 15)
বিলোড়ন
(p. 626) bilōḍ়na বি. মন্হন, আলোড়ন। [সং. বি. + √ লুড়্ + ণিচ্ + অন]। বিলোড়িত বিণ. মথিত, আলোড়িত। 15)
সংক্ষুব্ধ
(p. 792) saṅkṣubdha বিণ. 1 অতিশয় ক্ষুব্ধ; 2 আকুল; 3 আলোড়িত; 4 সঞ্চালিত। [সং. সম্ + ক্ষুব্ধ]। 33)
সন্তাড়িত
(p. 803) santāḍ়ita বিণ. বিশেষভাবে আলোড়িত বা চঞ্চলীকৃত। [সং. সম্ + তাড়িত]। 53)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542410
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148142
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740136
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 953221
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886553
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840195
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698673
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604111

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us