Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আম্রফল দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আমড়া
(p. 101) āmaḍ়ā বি. লম্বাটে গোলধরনের টক স্বাদযুক্ত ফলবিশেষ। [সং. আম্রাতক]। ̃ গাছি বি. (বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য) তোষামোদ। 6)
আম্রাত, আম্রাতক
(p. 101) āmrāta, āmrātaka বি. আমড়া গাছ; আমড়া ফল। [সং. আম্র + √ অত + অ, অক]। 56)
আম৩
(p. 99) āma3 বি. আম্রফল; শাঁসযুক্ত রসালো অম্লমধুর দ্বিবীজ ফলবিশেষ, mango. [সং. আম্র]। আমের আচার বি. আমের সঙ্গে টক ও ঝাল মিশিয়ে প্রস্তুত চাটনিবিশেষ। বর্ণচোরা আম বি. রং দেখে কাঁচা ও টক মনে হলেও প্রকৃতপক্ষে পাকা ও মিষ্টি আম; (আল.) ছদ্মবেশী। পাকা আম দাঁড়কাকে খায় (উক্তি) অপাত্রে সুপাত্রী দানের জন্য বা উত্কৃষ্ট বস্তুর নিকৃষ্ট ব্যবহারের জন্য আক্ষেপ। 55)
ফল
(p. 560) phala বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল। [সং. ফল্ + অ]। ̃ কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা। ̃ কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত। ̃ কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত। ̃ দ, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ, ̃ প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক। ̃ ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন। ̃ পাকড় বি. নানাবিধ ফল ও মূল। ̃ পাকন্ত বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)। ̃ প্রাপ্তি বি. কর্মে সিদ্ধিলাভ। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য। স্ত্রী. ̃ বতী, ̃ শালিনী। ̃ ভাগী (-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)। স্ত্রী. ̃ ভাগিনী। ̃ ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ। ̃ মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়। ̃ লাভ বি. ফল পাওয়া। ̃ শালী দ্র ফলবান। ̃ শ্রুতি বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য। 56)
মঙ্গল
(p. 676) maṅgala বি. 1 শুভ, কল্যাণ, হিত (মঙ্গলময়, মঙ্গল হোক); 2 (জ্যোতিষ.) সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহবিশেষ, ভৌমগ্রহ (মঙ্গলের সূর্যপ্রদক্ষিণ); 3 সপ্তাহের বারবিশেষ; 4 (বাং.) লৌকিক দেবতাদের কাহিনি ও মাহাত্ম্যবিষয়ক কাব্যবিশেষ (মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল)। বিণ. শুভদায়ক, হিতকর (মঙ্গালাচার মঙ্গলমুহূর্ত)। [সং √ মঙ্গি + অল]। ̃ .কাব্য বি বাংলার লৌকিক দেবদেবীর মাহাত্ম্যবিষয়ক কাব্য। ̃ .কামনা বি. শুভকামনা, শুভেচ্ছা। ̃ .কামী (-মিন্), মঙ্গলাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্) বিণ. শুভকামনা করে এমন। ̃ .ঘট বি. মঙ্গল-কামনায় স্হাপিত ডাব আম্রপল্লব প্রভৃতিতে শোভিত জলপূর্ণ ঘট বা কলসি। ̃ .চণ্ডী বি দুর্গা। ̃ .দায়ক বিণ. কল্যাণকর, শুভকর। স্ত্রী. ̃ .দায়িকা। ̃ .ময় বিণ. সর্বমঙ্গলের আধারস্বরূপ বা উত্সস্বরূপ; মঙ্গলজনক। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .সমাচার, ̃ .বার্তা বি. সুসংবাদ, কুশলসংবাদ। ̃ .সূত্র বি. 1 (সচ.) সধবা হিন্দুরমণী যে কণ্ঠহার পরে; 2 সোনা বা রূপোর সরু সুতোয় গাঁথা পুঁতির হার বা মালাবিশেষ। মঙ্গলা বিণ. (স্ত্রী.) শুভদায়িনী। বি (স্ত্রী.) দুর্গা। মঙ্গলাচার, মঙ্গ লাচরণ বি. 1 কর্মের আরম্ভে নির্বিঘ্নে সমাপ্তির উদ্দেশ্যে অনুষ্ঠানবিশেষ; 2 মঙ্গলজনক অনুষ্ঠান। মঙ্গলিতা বি. শুভ অনুষ্ঠান। মঙ্গলোত্-সব বি. শুভ অনুষ্ঠান। মঙ্গল্য বিণ. বি. মাঙ্গলিক, শুভমঙ্গল (মঙ্গল্য স্নান)। স্ত্রী. মঙ্গল্যা। 4)
মুকুল
(p. 707) mukula বিণ. 1 কুঁড়ি, কোরক, কলিকা; 2 বোল, বউল (আমের মুকুল); 3 মুকুল-সদৃশ বস্তু (দন্তমুকুল)। [সং. √ মুচ + উল]। মুকুলিকা বি. মুকুল। বিণ. 1 মুকুলাকৃতি; 2 ঈষত্ বিকশিত ('মুকুলিকা বালিকাবয়সী': রবীন্দ্র)। মুকুলিত বিণ. 1 মুকুল ধরেছে এমন (মুকুলিত আম্রশাখা); 2 অর্ধ-প্রস্ফুটিত, অর্ধ-নিমীলিত (মুকুলিতনয়না)। মুকুলোদ্গম বি. মুকুলের আবির্ভাব, মুকুল ধরা। 35)
সহ-কার
(p. 820) saha-kāra বি. 1 (অতিসৌরভযুক্ত) আমগাছ; 2 আমের পল্লব। [সং. সহ (=যুগপত্) √ কৃ + অ]। ̃ শাখা বি. আম্রপল্লব; আমগাছের কচি ডাল। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542171
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739858
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952736
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886482
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us