Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আকাশ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-চারী
(p. 281) -cārī (-রিন্) বিণ. (উপপদের পরে) 1 বিচরণকারী (আকাশচারী, গগনচারী); 2 আচরণকারী (ব্রতচারী)। [সং. √চর্ + ইন্] স্ত্রী. চারিণী। 155)
অক্ষর
(p. 4) akṣara বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; 7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ̃ .জীবী (বিন্), ̃ জীবক, ̃ জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ̃ বিন্যাস বি. বর্ণ সংস্হাপন, লিখনপ্রণালী। ̃ বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ̃ মালা বি. বর্ণমালা, alphabet, অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু। 32)
অগাধ
(p. 6) agādha বিণ. 1 তল পাওয়া যায় না এমন, অথই, অতল (অগাধ জল); 2 অতিশয় গভীর, বিশাল (অগাধ সমুদ্র); 3 বিপুল, অপরিসীম (অগাধ পাণ্ডিত্য; অগাধ ঐশ্বর্য); 4 অনন্তবিস্তার ('অগাধ আকাশে': রবীন্দ্র); 5 অপার (অগাধ স্নেহ)। [সং. ন+গাধ]। অগাধীয় বিণ. তলদেশে পৌছানো যায় না এমন, অত্যন্ত গভীর, abyssal, abysmal (বি.প.)। 25)
অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অগ্ন্যুত্-পাত
(p. 8) agnyut-pāta বি. 1 আগ্নেয়গিরি থেকে অগ্নি নিঃসরণ; 2 আকাশ থেকে অগ্নিবৃষ্টি, উল্কাপাত বা বজ্রপাত। [সং. অগ্নি+উত্পাত়]। 2)
অজ-বীথি
(p. 8) aja-bīthi বি. ছায়াপথ, দেবযান; আকাশের উত্তর-দক্ষিণে বিস্তৃত নক্ষত্রবীথি, milky way, galaxy. [সং. অজ1+বীথি]। 100)
অত্বর
(p. 14) atbara বিণ. ধীর, মন্হর, দ্রুত নয় এমন (আকাশে মেঘের অত্বর আনাগোনা)। [সং. ন+ত্বরা]। অত্বরা বি. ত্বরার অভাব, মন্হরতা। 37)
অদিতি
(p. 17) aditi বি. 1 দক্ষ প্রজাপতির কন্যা; দেবগণের মাতা ও কশ্যপ মুনির পত্নী; 2 আকাশ; 3 পৃথিবী। [সং. ন+ √ দো+তি]। ̃ নন্দন বি. 1 অদিতির পুত্র; 2 দেবতা। 8)
অনঙ্গ
(p. 21) anaṅga বিণ. দেহহীন। বি. 1 কন্দর্প, মদন, কামদেব; 2 আকাশ; 3 চিত্ত। [সং. ন+অঙ্গ]। ̃ মোহন বি. শ্রীকৃষ্ণ। অনঙ্গারি বি. শিব। 18)
অনম্বর
(p. 23) anambara বিণ. আচরণ বা আচ্ছাদন নেই এমন, অনাবৃত, নগ্ন। বি. 1 আকাশ ('অনম্বর পথে সুকেশিনী': মধু.); 2 দিগম্বর জৈন বা বৌদ্ধ সন্যাসী। [সং. ন+অম্বর]। 21)
অনাবিল
(p. 24) anābila বিণ. 1 ময়লা বা ঘোলা নয় এমন; নির্মল (অনাবিল জল, অনাবিল আকাশ, অনাবিল চরিত্র); 2 নির্ভেজাল (অনাবিল আনন্দ)। [সং. ন + আবিল]। 27)
অন্তরিক্ষ, অন্তরীক্ষ
(p. 32) antarikṣa, antarīkṣa বি. আকাশ। [সং. অন্তঃ + ঋক্ষ, অন্তর্ + √ঈক্ষ্ + অ]। ̃ চারী (-রিন্) বিণ. আকাশে বা শূন্যপথে বিচরণ করে এমন, গগনচারী। ̃ চারিণী। ̃ বাসী (-সিন্) বিণ. আকাশে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ মণ্ডল বি. সমগ্র আকাশ, নভোমণ্ডল। 38)
অভ্যুপেত
(p. 55) abhyupēta বিণ. 1 পাওয়া গেছে এমন, প্রাপ্ত; 2 স্বীকৃত, অঙ্গীকার করা হয়েছে এমন; 3 কাছে এসেছে এমন, নিকটে আগত। [সং. অভি + উপ + √ ই + ত]। অভ্র বি. 1 আকাশ (অভ্রংলিহ উচ্চতা); 2 মেঘ; 3 একরম খনিজ ধাতু, mica. [সং. অপ্ + √ ভৃ + অ অভ্র্ + অ] অভ্রং.লিহ, ̃ .ভেদী (-দিন্) বিণ. আকাশ স্পর্শ করে এমন, আকাশচুম্বী; অত্যুচ্চ (অভ্রংলিহ উচ্চাশা, অভ্রভেদী পর্বত)। ̃ .চ্ছায়া বি. মেঘের ছায়া। ̃ .নীল বিণ. আকাশের মতো নীল (অভ্রনীল বস্ত্র)। 29)
অভ্রপুস্প
(p. 55) abhrapuspa বি. 1 বেতস গাছ; বেত গাছ; 2 বৃষ্টি; 3 (আল.) আকাশকুসুম, অলীক কল্পনা। [সং. অভ্র + পুস্প]। 33)
অম্বর1
(p. 57) ambara1 বি. 1 আকাশ ('নীল-অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর': রবীন্দ্র); 2 বস্ত্র (পীতাম্বর)। [সং. অম্ব্ + অর]। অম্বরী1 বি. শাড়ি (নীলাম্বরী)। 56)
অম্বরীষ, অম্বরিষ2
(p. 59) ambarīṣa, ambariṣa2 বি. 1 সূর্যবংশীয় জনৈক রাজা; 2 আকাশ। [সং. অম্ব্ + ঈষ, নিপাতনে]। 2)
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
আকাশি
(p. 81) ākāśi বিণ. আকাশের রঙের, হালকা নীল রঙের। [সং. আকাশ + বাং. ই]। 21)
আচ্ছন্ন
(p. 85) ācchanna বিণ. 1 আবৃত (মেঘাচ্ছন্ন আকাশ); পরিব্যাপ্ত; 2 অচৈতন্য (রোগীর আচ্ছন্ন অবস্হা কেটে গেছে); 3 অভিভূত (শোকাচ্ছন্ন)। [সং. আ + √ ছদ্ + ত]। বি. ̃ তা। ̃ .দৃষ্টি বি. কোনো কিছুর দ্বারা অভিভূত বা প্রভাবিত দৃষ্টি, আবিল দৃষ্টি, যে দৃষ্টি মুক্ত বা পরিষ্কার নয়। 13)
আন্তরীক্ষ, আন্তরিক্ষ
(p. 95) āntarīkṣa, āntarikṣa বিণ. আকাশ সম্বন্ধীয়; অন্তরীক্ষ বা আকাশ থেকে আগত (আন্তরীক্ষ উত্পাত)। বি. 1 আকাশ; 2 মেঘ ও জল। [সং. অন্তরীক্ষ + অ]। বি. ̃ .তা। 24)
আবির,
(p. 99) ābira, (বর্জি.) আবীর বি. 1 ফাগ; রং-মেশানো অভ্রের চূর্ণ; 2 আবিরের রং (আকাশে আবির)। [সং. অভ্র; হি. আবীর]। আবির খেলা ক্রি. বি. (সচ. হোলি-উত্সবে) পরস্পরের দেহে আবির দেওয়া। 17)
আবিষ্ট
(p. 99) ābiṣṭa বিণ. 1 আচ্ছন্ন, অভিভূত (মোহাবিষ্ট); 2 অধিকৃত (ভূতাবিষ্ট); 3 বিহ্বল; তদ্গত; 4 অভিনিবিষ্ট (অধ্যয়নে আবিষ্ট, আবিষ্টমনে অধ্যয়ন); 5 পরিব্যাপ্ত (মেঘাবিষ্ট আকাশ) [সং. আ + ̃ বিশ্ + তা]। বি. আবেশ। 21)
আরক্ত
(p. 103) ārakta বিণ. 1 ঈষত্ রক্তবর্ণ, রক্তাভ (বিকেলের আরক্ত আকাশ); 2 গাঢ় লাল (আরক্ত চক্ষু)। [সং. আ + রক্ত]। ̃ চক্ষু, ̃ নয়ন, ̃ লোচন বিণ. 1 রক্তবর্ণ চোখযুক্ত, চোখ লাল হয়েছে এমন; 2 ক্রুদ্ধ। ̃ মুখ বিণ. (লজ্জায়) মুখ লাল হয়েছে এমন। 32)
আশ-মান
(p. 108) āśa-māna বি. আকাশ। [ফা.]। আশমান-জমিন ফারাক আকাশ-পাতাল তফাত, বিরাট পার্থক্য। আশমানি বিণ. 1 আকাশসম্বন্ধীয়; 2 আকাশের মতো হালকা নীল রঙের (আশমানি রং)। বি. আকাশি নীল রং। 16)
উড়ন্ত
(p. 119) uḍ়nta বিণ. উড়ছে এমন, উড্ডয়নশীল (উড়ন্ত পাখি)। [বাং. উড্ + অন্ত]। উড়ন্ত চাকি আকাশে উড়ন্ত অবস্হায় পরিদৃশ্যমান গোলাকার চাকি যার অস্তিত্বের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি, flying saucer, UFO. 93)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542317
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148009
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739999
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952935
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886518
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840165
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698650
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604098

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us