Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অর্থালংকার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনম্বয়
(p. 22) anambaẏa বি. 1 অর্থালংকারবিশেষ, এতে একই বস্তুতে উপমান ও উপমেয় দুই-ই আরোপিত হয়; 2 অন্বয়ের অভাব। বিণ. অন্বয় অর্থাত্ মিল বা সম্বন্ধ নেই এমন। [সং. ন+অন্বয়]। 15)
অনু-মান, অনু-মিতি
(p. 30) anu-māna, anu-miti বি. 1 ধারণা; আন্দাজ (আমার অনুমান, সে সফল হবে); 2 যুক্তির দ্বারা জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বস্তু সম্বন্ধীয় সিদ্ধান্তে যাওয়া, inference; 3 অর্থালংকারবিশেষ। [সং. অনু + √ মা + অন, তি]। অনু-মিত বিণ. অনুমান করা হয়েছে এমন। অনু-মেয় বিণ. অনুমানযোগ্য; অনুমান বা আন্দাজ করা যায় এমন (যন্ত্রের শক্তি সহজেই অনুমেয়)। 12)
অন্যোন্য
(p. 34) anyōnya বিণ. পরস্পর, mutual. বি. কাব্যের অর্থালংকারবিশেষ। ̃ জীবিত্ব বি. ভিন্ন ভিন্ন জীবের মিলন, মিথোজীবিতা, symbiosis (বি. প.)। ̃ বিরোধী (-ধিন্) বি. পরস্পরবিরোধী, mutually opposed. 58)
অপ্রস্তুত
(p. 42) aprastuta বিণ. 1 প্রস্তুত বা তৈরি হয়নি এমন; উদ্যোগ-আয়োজন সম্পূর্ণ হয়নি এমন; 2 অনুপস্হিত; 3 লজ্জিত, অপ্রতিভ; 4 বর্ণনার বিষয়বহির্ভূত। [সং. ন + প্রস্তুত]। ̃ প্রশংসা বি. অর্থালংকারবিশেষ (allegory) যাতে অপ্রাসঙ্গিক বর্ণনা থেকে প্রাসঙ্গিক বিষয়টি ব্যঞ্জনায় বোঝা যায়। অপ্রস্তুতি বি. উদ্যোগ-আয়োজনের অভাব। অপ্রস্তুত হওয়া ক্রি. বি. অপ্রতিভ হওয়া, লজ্জিত হওয়া বা ঘাবড়ে যাওয়া। 32)
অর্থান্তর
(p. 62) arthāntara বি. অর্থের বা মানের পার্থক্য; ভিন্ন অর্থ বা তাত্পর্য। [সং. অর্থ + অন্তর]। ̃ .ন্যাস বি. অর্থালংকারবিশেষ; বিশেষের দ্বারা সামান্যকে কিংবা সামান্যের দ্বারা বিশেষকে সমর্থন; কারণের দ্বারা কার্যকে কিংবা কার্যের দ্বারা কারণকে সমর্থন। 10)
অর্থাপত্তি
(p. 62) arthāpatti বি. কাব্যে অর্থালংকার ও দর্শনে অনুমানবিশেষ; এতে এক অর্থ থেকে অন্য অর্থের 'আপত্তি' (=প্রাপ্তি) বোঝায়। [সং. অর্থ + আপত্তি]। 11)
অর্থালংকার
(p. 62) arthālaṅkāra বি. (ব্যাক.) বাক্যের অর্থসম্বন্ধী অলংকার। [সং. অর্থ 2 + অলংকার]। 12)
আক্ষেপ
(p. 82) ākṣēpa বি. 1 (বিকারগ্রস্ত রোগীর) হাত-পা ইত্যাদি ছোড়া, খিঁচুনি, তড়কা, fits, convulsion; 2 ক্ষোভ মনস্তাপ (আক্ষেপের বিষয়), বিলাপ; 3 অর্থালংকারবিশেষ। [সং. আ + √ ক্ষিপ্ + অ]। বিণ. আক্ষিপ্ত। 15)
উত্-প্রেক্ষা
(p. 123) ut-prēkṣā বি. 1 অর্থালংকারবিশেষ-এতে উপমেয়কেই উপমান বলে কল্পনা করা হয়, যথা-'সুন্দর মুখে নিলীন হাসিটি তব, বিকচ পদ্মে লাবণ্য অভিনব': রবীন্দ্র); 2 বিচার; 3 অনুমান, আন্দাজ। [সং. উত্ + প্র + √ ঈক্ষ্ + অ + আ]। 34)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উদাত্ত
(p. 127) udātta বিণ. 1 মহান (উদাত্তচরিত্র); 2 গম্ভীর, মন্দ্র, গাঢ় (উদাত্তকণ্ঠ)। বি. 1 সংগীতের স্বরবিশেষ; 2 বেদগানের উচ্চস্বরবিশেষ; 3 অর্থালংকারবিশেষ। [সং. উত্ + আ + √দা + ত]। 3)
উপ-লক্ষণ
(p. 133) upa-lakṣaṇa বি. 1 সূচনা; 2 লক্ষণ, চিহ্ন; 3 আভাস; উপক্রম। [সং. উপ + লক্ষণ]। উপ-লক্ষণা বি. শব্দের অর্থবোধক শক্তিবিশেষ; অর্থালংকারবিশেষ, এই অলংকারে বাচ্যার্থসংশ্লিষ্ট অন্য অর্থ বোধিত হয়। 51)
উপমা
(p. 133) upamā বি. 1 সাদৃশ্য, তুলনা (উপমা দেওয়া); 2 অর্থালংকারবিশেষ - এই অলংকারে একই ধর্মবিশিষ্ট দুই ভিন্নজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য কল্পিত হয়, simile. [সং. উপ + √ মা + অ]। ̃ ন বি. যার সঙ্গে বা যার দ্বারা তুলনা দেওয়া হয় (যেমন, 'রক্তের মত রাঙা দুটি জবাফুল' এখানে উপমান 'রক্ত')। উপ-মিত বিণ. তুলিত। উপ-মিতি বি. উপমা, সাদৃশ্যকল্পনা। উপ-মেয় বিণ. বি. উপমার বিষয়ীভূত (উপরের দৃষ্টান্তে 'জবাফুল' উপমেয়)। 25)
উল্লেখ
(p. 139) ullēkha বি. 1 প্রসঙ্গত কোনো বিষয় সম্পর্কে উক্তি বা কথন; বর্ণন; 2 অর্থালংকারবিশেষ, allusion. [সং. উদ্ + √ লেখ্ + অ]। ̃ ন বি. উল্লেখ করা, কথন। উল্লেখনীয়, উল্লেখ্য বিণ. উল্লেখ করার মতো, উল্লেখ করা উচিত এমন, উল্লেখযোগ্য। ̃ যোগ্য বিণ. উল্লেখ করা উচিত এমন, উল্লেখ করার উপযুক্ত। 3)
নিদর্শনা
(p. 461) nidarśanā বি. (অল.) সাদৃশ্যহেতু অস্বাভাবিক গুণ ধর্ম বা কার্য আরোপবাচক অর্থালংকারবিশেষ, যথা-'ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্মলী তরুবরে': মধু। 19)
পূর্ণোপমা
(p. 529) pūrṇōpamā বি. অর্থালংকারবিশেষ; এই উপমা অলংকারে উপমান উপমেয় সাধারণ ধর্ম ও তুলনাবাচক শব্দের স্পষ্ট উল্লেখ থাকে। [সং. পূর্ণ + উপমা]। 25)
প্রতি-বস্তুপমা
(p. 541) prati-bastupamā বি. উপমান বা উপমেয়ের সাধারণ ধর্মের পার্থক্য সত্ত্বেও সাদৃশ্য বোধগম্য হয় এণন অর্থালংকারবিশেষ। [সং. প্রতিবস্তু + উপমা]। 38)
প্রতীপ
(p. 544) pratīpa বিণ. 1 (জ্যামি.) ঠিক বিপরীত দিকে অবস্হিত। বি. অর্থালংকারবিশেষ-এতে প্রসিদ্ধ উপমান-বস্তু উপমেয়রূপে কল্পিত হয়, কিংবা প্রসিদ্ধ উপমান-বস্তুর নিষ্ফলতা বর্ণিত হয় (যেমন, আজ বর্ষা গাঢ়তম, 'নিবিড় কুন্তলময় মেঘ নামিয়াছে মম দুইটি তীরে': রবীন্দ্র)। [সং. প্রতি + √ অপ্ + অ]। 12)
বস্তু
(p. 580) bastu বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, 'বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্হূলেতে': সু. রা.)। [সং. √ বস্ + তু]। ̃ কণা বি. পদার্থের অর্থাত্ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। ̃ গত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। ̃ গত্যা ক্রিবিণ. প্রকৃতপক্ষে। ̃ জগত্ বি. জ়ড়জগত্। ̃ ত (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। ̃ তত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। ̃ তন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তন্ত্রীয়, ̃ তান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা; প্রকৃত ঘটনার প্রতি বিশ্বস্ততা। ̃ নিষ্ঠ বিণ. বাস্তববাদী; সত্যনিষ্ঠ। ̃ পরি-মাণ বি. একটি বস্তুতে নিহিত পদার্থ, mass. বস্তুপমা বি. অর্থালংকারবিশেষ। ̃ বাদী (-দিন্) বিণ. জড়বাদী। 228)
বিরোধ
(p. 625) birōdha বি. 1 অনৈক্য; বৈষম্য, পরস্পর বৈপরীত্য (মতবিরোধ); 2 শত্রুতা বা অসদ্ভাব; 3 কলহ, দ্বন্দ্ব। [সং. বি + √ রুধ্ + অ]। ̃ মূলক বিণ. বৈষম্যমূলক, অনৈক্যমূলক; শত্রুভাবাপন্ন, শত্রুতামূলক। বিরোধাভাস বি. অর্থালংকারবিশেষ-যেখানে বিরোধ না থাকলেও বিরোধের ভাব প্রতীত হয়। বিরোধিত বিণ. বিরোধযুক্ত; বিরোধিতাপূর্ণ। বিরোধী (-ধিন্) বিণ. 1 বিরুদ্ধ (শাস্ত্রবিরোধী); 2 প্রতিপক্ষ (বিরোধী দল); 3 প্রতিবাদী, ভিন্নমতপোষণকারী (তিনি এই মতের বিরোধী)। বি. শত্রু, বিপক্ষ। বি. বিরোধিতা। 7)
ভ্রান্তি
(p. 670) bhrānti বি. 1 ভ্রম, ভুল (ভ্রান্তি সংশোধন); 2 ভুল ধারণা, মিথ্যা ধারণা (ভ্রান্তি অপনোদন); 3 বিস্মৃতি, বিস্মরণ। [সং √ ভ্রম্ + তি]। ̃ .জনক, ̃ .প্রদ বিণ. ভ্রান্তি সৃষ্টি করে এমন। ̃ .বশত বিণ. ভুলের জন্য, ভ্রমহেতু (তিনি ভ্রান্তিবশত কথাটা বলে ফেলেছেন)। ̃ .মান (-মত্) বিণ. ভ্রমযুক্ত, ভ্রান্তিযুক্ত। বি. কাব্যের অর্থালংকারবিশেষ। ̃ .মূলক বিণ. ভ্রমাত্মক, ভুল (ভ্রান্তিমূলক তত্ত্ব)।
রূপক
(p. 747) rūpaka বি. 1 উপমান ও উপমেয়ের অভেদ কল্পনামূলক অর্থালংকারবিশেষ; 2 যে দৃশ্যকাব্যে বা বর্ণনায় একজনের উপর অন্য কারও রূপের বা প্রকৃতির আরোপ হয়; 3 নাটক; 4 (বিরল) রৌপ্যমুদ্রা। [সং. √ রূপ + ণিচ্ + অক]। 20)
শব্দ
(p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541920
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147603
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739506
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952458
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886399
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us