Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(মৃত্যু দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবশ্য2
(p. 46) abaśya2 অব্য. ক্রি-বিণ. বিণ-বিণ. 1 নিশ্চয়, নিশ্চিতভাবে (অবশ্যপালনীয়, অবশ্য করতে হবে); নিংসংশয়ে, বলা বাহুল্য; 2 তবে, পক্ষান্তরে (মাংস খাওয়া ভালো, অবশ্য পরিমিত মাত্রায়)। [সং. অবশ্যম্]. অবশ্য অবশ্য ক্রি-বিণ. নিশ্চয়ই, বলা বাহুল্য। ̃ করণীয়, ̃ কর্তব্য, ̃ কার্য বিণ. করতেই হবে এমন। ̃ ম্ভাবী (-বিন্) বিণ. নিশ্চয় ঘটবে এমন (মৃত্যু একটি অবশ্যম্ভাবী ঘটনা)। অবশ্যম্ভাবিতা বি. নিশ্চয়তা। 25)
কালীন, কালীয়1
(p. 188) kālīna, kālīẏa1 বিণ. (অন্য শব্দের পর ব্যবহৃত) সাময়িক, সময়ে ঘটিত (মৃত্যুকালীন উক্তি, সায়ংকালীয় প্রার্থনা)। [সং. কাল2 + ঈন, ঈয়]। 16)
খনন
(p. 221) khanana বি. খোঁড়া (মৃত্তিকা খনন করা)। [সং. √খন্ + অন]। ̃ কারী (রিন্) বিণ. বি. খনক, যে খোঁড়ে। ̃ যন্ত্র বি. যে যন্ত্র দিয়ে খোঁড়া হয়। খনিত বিণ. খোঁড়া হয়েছে এমন, খাত। খননীয়, খন্য বিণ. খোঁড়ার যোগ্য, খুঁড়তে হবে বা খোঁড়া উচিত এমন। খনয়িত্রী বি. (স্ত্রী.) যে খোঁড়ে। 74)
ঘনা
(p. 266) ghanā ক্রি. 1 কাছে যাওয়া, নিকটবর্তী হওয়া (ভয়ে তার কাছে কেউ ঘনায় না) ; 2 আসন্ন হওয়া (মৃত্যু ঘনাল, দুর্যোগ ঘনিয়ে এল)। [বাং. ঘন + আ]। 15)
চিহ্ন
(p. 290) cihna বি. 1 দাগ, কলঙ্ক, রেখা (কালির চিহ্ন, ক্ষতচিহ্ন); 2 ছাপ (পদচিহ্ন); 3 লক্ষণ (মৃত্যুর চিহ্ন দেখা যাচ্ছে); 4 নিদর্শন, পরিচায়ক (রাজচিহ্ন); 5 সংকেত, ইশারা; 6 স্মারক, প্রতীক (সধবার চিহ্ন); 7 সাংকেতিক লিখন। [সং. √চিহ্ন্ + অ]। চিহ্নিত বিণ. চিহ্নযুক্ত। 56)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
দুর্গতি
(p. 414) durgati বি. 1 দুর্দশা, দুরবস্হা (দেশের দুর্গতি, দুর্গতিনাশিনী); 2 নিগ্রহ, পীড়ন; 3 (মৃত্যুর পরে) নরকে গতি বা গমন; 4 নরক। [সং. দুর্ + গতি]। ̃ নাশিনী বি. বিণ. (স্ত্রী.) যিনি দুর্গতি নাশ করেন, দুর্গাদেবী। 8)
বরণ2
(p. 580) baraṇa2 বি. 1 সাদরে গ্রহণ নিয়োগ বা অভ্যর্থনা (গুরুবরণ, বধূচরণ, বর্ষাবরণ, সভাপতি পদে বরণ); 2 পূজার জন্য দেবতাকে বা কন্যাদানকালে জামাতাকে অভ্যর্থনা (জামাইবরণ); 3 স্বেচ্ছায় স্বীকার (মৃত্যুবরণ, কারাবরণ); 4 প্রার্থনা; 5 নির্বাচন, মনোনয়ন; 6 বরণ করবার কাপড়। [সং. √ বৃ + অন]। ̃ কর্তা বিণ. বরণকারী, যে বরণ করে। ̃ ডালা বি. বরণের উপকরণ রাখার ডালা। ̃ মালা বি. যে-মালা দিয়ে পতিত্বে বরণ করা হয়। বরণাঙ্গুরী বি. হিন্দুদের বিবাহের সময় যে অঙ্গুরী বা আংটি দিয়ে জামাতাকে বরণ করা হয়। বরণীয় বিণ. বরণযোগ্য, সম্মাননীয় (বরণীয় অতিথি); পূজনীয়, গ্রহণীয়; প্রার্থনীয়। স্ত্রী. বরণীয়া। 42)
ভাণ্ড
(p. 661) bhāṇḍa বি. 1 পাত্র, আধার (মৃত্ভাণ্ড); 2 ভাঁড়; 3 পেটিকা; 4 বাদ্যযন্ত্রবিশেষ; 5 মূলধন, পুঁজি। [সং. √ ভণ্ + ড, √ ভণ্ড্ + অ]। 27)
মৃত্তিকা
(p. 714) mṛttikā বি. 1 মাটি (মৃত্তিকানির্মিত); 2 ভূমি, ভূতল (মৃত্তিকাগর্ভে)। [সং. √মৃদ্ + তিক + আ]। 18)
মৃত্যু
(p. 714) mṛtyu বি. 1 মরণ, প্রাণত্যাগ; 2 মরণের অধিদেবতা যম। [সং. √মৃ + ত্যু]। ̃ ঞ্জয় বি. শিব। বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)। ̃ .ঞ্জয়ী বিণ. 1 মরণকে জয় করেছে এমন; 2 মৃত্যুহীন। ̃ .দণ্ড বি. অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান। ̃. বিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে। ̃ .লোক বি. যমপুরী। ̃ .শয্যা বি. যে-শয্যায় শয়নাবস্হার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা। ̃ .শোক বি. কারও মৃত্যুজনিত দুঃখ। ̃ .হীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন ('এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ': রবীন্দ্র)। 19)
স্তর
(p. 846) stara বি. 1 থাক, স্তবক; 2 একটির উপরে আর একটি, ক্রমান্বয়ে এমন বিভাগ (মৃত্তিকাস্তর, বায়ুর স্তর, সর্বস্তরের মানুষ); 3 পলি। [সং. √ স্তৃ + অ]। ̃ মেঘ বি. (সচ. শরত্কালের রাত্রিতে দৃষ্ট) স্তরে স্তরে অবস্হিত মেঘরাশি। স্তরিত বিণ. স্তরে স্তরে স্হাপিত। 84)
স্বরূপ
(p. 853) sbarūpa বি. 1 প্রকৃতি, স্বাভাবিক অবস্হা; 2 প্রকৃত রূপ (ক্রুদ্ধ হলেই স্বরূপ দেখা দেয়); নিজের রূপ; 3 তুল্য বা সদৃশ রূপ (মৃত্যুস্বরূপ, লক্ষ্মীস্বরূপ); 4 তুলনা (দৃষ্টান্তস্বরূপ)। [সং. স্ব + রূপ]। ̃ ত (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. বাস্তবিকপক্ষে। ̃ তা, ̃ ত্ব বি. স্বীয় রূপের ভাব; স্বরূপের ভাব; অনন্যতা। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542064
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147773
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739717
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952628
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886450
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840112
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698596
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604066

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us