Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(পুরানো দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ইক্ষ্বাকু
(p. 113) ikṣbāku বি. (পুরাণে) বৈবস্বত মনুর পুত্র, সূর্যবংশীয় প্রথম রাজা। [সং. ইক্ষু + √ অক্ + উ]। 21)
উচ্চৈঃশ্রবা
(p. 119) uccaiḥśrabā বি. (পুরাণে) সমুদ্রমন্হনে উত্থিত যে অশ্ব ইন্দ্রের বাহনরূপে পরিচিত। [সং. উচ্চৈঃ + শ্রবস্]। 46)
তাল৪
(p. 375) tāla4 বি. পিশাচযোনিবিশেষ। [সং. √ তল্ + অ]। তাল-বেতাল বি. তাল ও বেতাল নামে দুই পিশাচ, (পুরাণমতে) রাজা বিক্রমাদিত্য যাদের নিজের অনুচরে পরিণত করেছিলেন। 84)
দণ্ডকারণ্য
(p. 396) daṇḍakāraṇya বি. (পুরাণে বর্ণিত) নর্মদা ও গোদাবরী নদীর তীরবর্তী দণ্ডক রাজার রাজ্য যা ঋষিশাপে অরণ্যে পরিণত হয়েছিল; বর্তমানে যে অঞ্চল উদ্বাস্তুপুনর্বাসনের জন্য নির্দিষ্ট। [সং. দণ্ড + অরণ্য]। 28)
দানব
(p. 402) dānaba বি. 1 (পুরাণে কশ্যপের পত্নী) দনুর পুত্র; 2 অসুর, দৈত্য। [সং. দনু + অ (অপত্যার্থে)]। স্ত্রী. দানবী। দানবিক, দানবীয় বিণ. 1 দানব বা অসুরের মতো; 2 অত্যন্ত হিংস্র (দানবিক নিষ্ঠুরতা)। ̃ দলনী বি. (স্ত্রী.) অসুরবিনাশিনী দুর্গাদেবী। দানবারি বি. 1 দানবের শত্রু; 2 (দানবের শত্রু বলে) দেবতা; 3 দানবনিধনকর্তা; 4 বিষ্ণু। 73)
ধন্বন্তরি
(p. 430) dhanbantari বি. 1 (পুরাণে) দেবচিকিত্সকবিশেষ-যিনি সমুদ্র মন্হনের সময় সুধাহস্তে সমুদ্র থেকে উঠে এসেছিলেন; 2 (আল.) অতিশয় সুচিকিত্সক, যে চিকিত্সক রোগ নিরাময়ে কখনো ব্যর্থ হন না। [সং. ধনু + অন্ত + √ ঝি + ইন্]। 26)
ধূম্র
(p. 439) dhūmra বি. বিণ. 1 ধূমল, ধোঁয়া রঙের; 2 কৃষ্ণলোহিত বর্ণ বা বর্ণবিশিষ্ট; 3 মলিন। [সং. ধূম + √ রা + অ]। ̃ জাল-ধূমজাল -এর. অশু রূপ। ̃ লোচন বিণ. ধূমবর্ণ চক্ষুবিশিষ্ট, ধোঁয়াটে চোখযুক্ত। বি. (পুরাণোক্ত) শুম্ভনিশুম্ভের সেনাপতি। 36)
ধ্রুব
(p. 442) dhruba বি. 1 উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ যা দেখে নাবিকেরা দিক নির্ণয় করে; 2 (পুরাণোক্ত) রাজা উত্তানপাদের হরিভক্ত পুত্র। বিণ. 1 স্হির (ধ্রুব লক্ষ্য); 2 নিশ্চিত, বদ্ধমূল (ধ্রুব বিশ্বাস); 3 খাঁটি, যথার্থ (ধ্রুবসত্য)। ক্রি-বিণ. নিশ্চয়ই (সে ধ্রুব একাজ করবে)। [সং. √ ধ্রু + অ]। ̃ ক বি. গানের ধুয়া। ̃ কা বি. গানের ধুয়া। ̃ গণ বি. (জ্যোতিষ.) উত্তরফল্গুনী উত্তরাষাঢ়া উত্তরভাদ্রপদা ও রোহিণী-এই চারটি নক্ষত্র। ̃ তা বি. নিশ্চয়তা; স্হিরতা। ̃ তারা, ̃ নক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star. ̃ পদ বি. 1 ধ্রুপদ; 2 স্হিরপদ ('যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি': রবীন্দ্র); 3 ধুয়া। ̃ রেখা বি. বিষুবরেখা। ̃ লোক বি. নিত্যধাম, স্বর্গলোক। ধ্রুবা বি. গানের ধুয়া।
পুরা-তন
(p. 526) purā-tana বিণ. 1 প্রাচীন (পুরাতন যুগ); 2 বৃদ্ধ (পুরাতন লোক); 3 পরিত্যক্ত বা সেকেলে (পুরাতন ফ্যাশন); 4 দীর্ঘপ্রচলিত (পুরাতন প্রথা); 5 অভিজ্ঞ (পুরাতন কর্মচারী); 6 দাগি (পুরাতন পাপী)। [সং. পুরা + তন]। পুরা-তনী বিণ. (স্ত্রী.) পুরাতন অর্থে। বি. পুরোনো কালের গান। 42)
পুরা-দস্তুর
(p. 526) purā-dastura ক্রি-বিণ. বিণ-বিণ. পূর্ণমাত্রায়, পুরোপুরি (পুরাদস্তুর নির্বোধ)। বিণ. সম্পূর্ণ (পুরাদস্তুর বাবু, পুরাদস্তুর সাহেব)। [বাং. পুরা2 + ফা. দস্তুর]। কথ্য - পুরো-দস্তুর। 43)
পুরাণ
(p. 526) purāṇa বি. 1 ভারতে বৈদিক যুগের পরবর্তী কালের ইতিহাস বা জনশ্রুতি অবলম্বনে সংকলিত গ্রন্হাদি (বিষ্ণুপুরাণ, ভাগবতপুরাণ); প্রসিদ্ধ অষ্টাদশ পুরাণ; 2 প্রাচীন কাহিনি (গ্রিক পুরাণ)। বিণ. পুরাতন, প্রাচীন (পুরাণকাহিনি)। [সং. পুরা +ন তু পুরাতন তু. প্রাকৃ. পুরাঅণ]। ̃ কর্তা (-র্তৃ), ̃ কার বিণ. পুরাণ-রচয়িতা। ̃ পুরুষ বি. পরব্রহ্ম, বিষ্ণু। ̃ প্রসিদ্ধি বি. পুরাণে উল্লেখ; অতি প্রাচীন খ্যাতি। 40)
পুরানো1, (কথ্য) পুরোনো
(p. 526) purānō1, (kathya) purōnō বিণ. 1 প্রাচীন, অনেক দিনের, পুরাতন ('পুরানো সেই দিনের কথা': রবীন্দ্র); 2 বৃদ্ধ (পুরানো লোক); 3 অভিজ্ঞ (পুরোনো কর্মচারী); 4 দাগি (পুরোনো পাপী)। [সং. পুরাতন]। 45)
পোষক
(p. 534) pōṣaka বিণ. 1 পোষণকারী (পুরাতন ধারণা বা মতের পোষক, জ্ঞানীগুণীর পোষক); 2 সহায়ক; 3 পুষ্টিকর; 4 যাতে খরচ পোষায় (পোষক মূল্যে বিক্রয় করা)। [সং. √ পুষ্ + অক]। ̃ তা বি. সমর্থন; সহায়তা (রাজশক্তির পোষকতা)। 32)
বুধ
(p. 633) budha বি. 1 সূর্যের নিকটতম গ্রহবিশেষ, Mercury; 2 সপ্তাহের বারবিশেষ; 3 (পুরাণে) চন্দ্রের পুত্র; 4 জ্ঞানী বা প্রতিভাসম্পন্ন ব্যক্তি। [সং. √ বুধ্ + অ]। 30)
বৃত্ত
(p. 633) bṛtta বি. 1 (জ্যামি.) যে গোলাকার ক্ষেত্রের মধ্যবিন্দু থেকে পরিধিরেখা সর্বত্র সমব্যবধানবিশিষ্ট; 2 চরিত্র, স্বভাব (দুর্বৃত্ত, রাজবৃত্ত); 3 অক্ষর বা মাত্রার সংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ (স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত)। বিণ. 1 গোলাকার, বর্তুল; 2 নিযুক্ত; 3 সংঘটিত (পুরাবৃত্ত, পুনরাবৃত্ত); 4 অভ্যস্ত; 5 জাত। [সং. √ বৃত্ + ত]। ̃ কলা বি. (জ্যামি.) দুই ব্যাসার্ধদ্বারা সীমাবদ্ধ বৃত্তাংশ; বৃত্তাংশ, sector. ̃ গন্ধি বি. যে গদ্যরচনার অংশবিশেষকে অক্ষরবদ্ধ পদ্যের মতো মনে হয়। ̃ স্হ বিণ. বৃত্তের অন্তর্ভুক্ত, বৃত্তের ভিতরকার। বৃত্তাংশ বি. বৃত্তের অংশ। 60)
ভৃগু
(p. 670) bhṛgu বি. 1 পর্বতের উপরের সমতলস্হান: 2 পর্বতের ঢালু জায়গা; 3 অতি উঁচু স্হান; 3 পৌরাণিক মুনিবিশেষ। [সং. √ ভ্রস্জ্ + উ (নি.)]। ̃ .পতন বি. পর্বতের উপর থেকে পতন। ̃ .পদ-চিহ্ন বি. (পুরাণে) বিষ্ণুর বুকে ভৃগুমুনির পদাঘাতের চিহ্ন। ̃ .বার, ̃ .বাসর বি. শুক্রবার। ̃ .সুত বি. ভৃগুর পুত্র পরশুরাম। 5)
সত্য
(p. 801) satya বি. 1 সত্তা, বিদ্যমানতা, নিত্যতা; 2 যাথার্থ্য, নির্ভুলতা; 3 শপথ, প্রতিজ্ঞা (সত্যরক্ষা, তিন সত্য করা); 4 হিন্দুমতে চার যুগের প্রথমটি (সত্যযুগ); 5 পৌরাণিক সপ্তলোকের অন্যতম। বিণ. 1 প্রকৃত, যথার্থ, বাস্তব; 2 নির্ভুল, ঠিক (সত্য খবর, সত্য কথা); 3 নিত্য, চিরকালীন। [সং. সত্ + য]। সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা। ̃ কার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)। ̃ তা বি. যথার্থতা (সংবাদের সত্যতা যাচাই করা)। ̃ দ্রষ্টা (-ষ্টৃ), ̃ দর্শী (-র্শিন্) বিণ. বি. যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন। ̃ নারায়ণ বি. হিন্দু দেবতাবিশেষ; সত্যপির। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. সত্যবাদী; সত্যানুরাগী। ̃ পথ, ̃ পন্হা বি. সত্ প্রকৃত বা ন্যায্য পথ, ন্যায়ের পথ। ̃ পালন বি. প্রতিজ্ঞা রক্ষা। ̃ পির বি. হিন্দু ও মুসলমানের মিলনের প্রতীকস্বরূপ দেবতাবিশেষ, মুসলমান পিররূপী নারায়ণ। ̃ প্রতিজ্ঞ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। ̃ প্রিয় বিণ. সত্যকে ভালোবাসে এমন, সত্যনিষ্ঠ। ̃ বদ্ধ বিণ. প্রতিজ্ঞাবদ্ধ। ̃ বাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন। বি. ̃ বাদিতা। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বান (-বত্) বিণ. 1 সত্যযুক্ত; 2 সত্যনিষ্ঠ। বি. (পুরাণে) দ্যুমুত্সেন রাজার পুত্র, সাবিত্রীর স্বামী। ̃ ব্রত বিণ. সত্যপালন যার কাছে অবশ্যপালনীয় ব্রততুল্য। ̃ ভঙ্গ বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন না করা। ̃ যুগ বি. হিন্দুমতে চার যুগের প্রথমটি। ̃ রক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা। ̃ সন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা। ̃ সন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান। সত্যাগ্রহ বি. 1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞ ও উদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন; 2 ধর্মঘট। সত্যানু-সন্ধান - সত্যসন্ধান -এর অনুরূপ। সত্যান্বেষণ বি. সত্য জানার জন্য অনুসন্ধান, সত্যানুসন্ধান। সত্বান্বেষী (-ষিন্) বিণ. বি. যে সত্য অনুসন্ধান করে। সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]। সত্যাশ্রয়ী (-য়িন্) বিণ. সত্যনিষ্ঠ, সত্যপ্রিয়। সত্যাসত্য বি. সত্য ও অসত্য, সত্য-মিথ্যা। 46)
সাবিত্রী
(p. 828) sābitrī বি. 1 বেদ-মন্ত্রের উত্স, গায়ত্রী (সাবিত্রীমন্ত্র); 2 ব্রহ্মার পত্নী; 3 সূর্যের অধিষ্ঠাত্রী দেবতা; 4 দুর্গা; 5 (পুরাণে) সত্যবানের পত্নী, অশ্বপতির কন্যা। [সং. সবিতৃ + অ + ঈ]। ̃ পতিত বিণ. যথাকালে যার উপনয়ন হয়নি। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542410
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148142
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740136
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 953221
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886553
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840195
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698673
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604111

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us