Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গ এর বাংলা অর্থ হলো -

(p. 236) g বাংলা ভাষার তৃতীয় ব্যঞ্জনবর্ণ এবং অল্পপ্রাণ ঘোষবত্ কণ্ঠ্যধ্বনি গ্-এর লিখিত রূপ।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গদাই-লশকরি
(p. 240) gadāi-laśakari বিণ. 1 গাধাবোট অর্থাত্ ভারী নৌকার লশকর বা খালাশির মতো অলসগতি বা ধীরগতিসম্পন্ন; 2 কুঁড়ে (গদাইলশকারি চাল)। [বাং. গদা (গাধা) + ই + ফা. লশকর + ই]। 3)
গোরখা, গোর্খা
(p. 256) gōrakhā, gōrkhā বি. নেপালের যোদ্ধা জাতিবিশেষ। 133)
গুণী
(p. 250) guṇī (-ণিন্) বিণ. 1 গুণসম্পন্ন, গুণবান; 2 কলা বা শিল্পে পারদর্শী, কলাবিত্; 3 ধর্মী (রজোগুণী); 4 মন্ত্রতন্ত্র জানে এমন, বশ করতে পরে এমন। [সং. গুণ + ইন্]। 82)
গড়া৩
(p. 236) gaḍ়ā3 ক্রি. 1 গড়াগড়ি দিতে দিতে যাওয়া বা নামা (পাহাড় থেকে গড়িয়ে নামছে, উপর থেকে গড়িয়ে আসছে) ; 2 ঢালা বা পড়া (কলসি থেকে জল গড়াচ্ছে); 3 শোয়া (একটু গড়িয়ে নাও) ; 4 ভূলুণ্ঠিত হওয়া (মাটিতে গড়াচ্ছে) ; 5 অতিরিক্ত ভাবাবেগ দেখানো (আহ্লাদে গড়াচ্ছে); 6 প্রবাহিত হওয়া (তেল গড়াচ্ছে); 7 অগ্রসর হওয়া (ব্যাপারটা কতদূর গড়াল? বেলা গড়িয়ে গেল)। [বাং. √গড়া]। ̃ নো ক্রি. গড়া। বিণ. বি. উক্ত সব অর্থে। ̃ নে বিণ. গড়ায় এমন; ঢালু। গড়ায়-গড়ায় ক্রি-বিণ. পাশাপাশি। 39)
গোরা
গাঁই-গুঁই
(p. 245) gām̐i-gum̐i অব্য. অনিচ্ছা বা অসম্মতিসূচক অস্পষ্ট ধ্বনি বা অভিব্যক্তি (তাকে যেতে বললাম বটে, কিন্তু সে তো গাঁইগুইঁ করতে লাগল)। 15)
গুটি1
(p. 250) guṭi1 (অল্পার্থে) সংখ্যার নির্দেশক (গুটি দুয়েক)। [বাং. গোটা + ই]। ̃ কত, ̃ কতক বিণ. কয়েকটি, অল্পসংখ্যক। 54)
গোয়াল1
(p. 256) gōẏāla1 বি. গোরু রাখার ঘর, গোগৃহ। [সং. গোশালা প্রাকৃ. গোহালা]। 127)
গচ্ছিত
(p. 236) gacchita বিণ. রক্ষিত, ন্যস্ত; জমা রাখা হয়েছে এমন (ওর জিনিসগুলো আমার কাছে গচ্ছিত রেখে গেছে, অপরের গচ্ছিত ধন)। [দেশি]। 11)
গুন-গুন
(p. 250) guna-guna অব্য. গুঞ্জন; মৃদু অস্পষ্ট মধুর ধ্বনি। [দেশি]। 91)
গণিকা
(p. 236) gaṇikā বি. বেশ্যা, বারাঙ্গনা। [সং. গণ (=সমূহ) + ইক + আ]। ̃ লয় বি. বেশ্যাবাড়ি। 52)
গুল-বাহার
গুনা2, গুনাহ
(p. 250) gunā2, gunāha বি. দোষ, অপরাধ; পাপ। [ফা. গুনহ্]। ̃ গার, ̃ গারি বি. অপরাধ বা পাপের শাস্তি; আক্কেল সেলামি (একগাদা টাকা গুনাগার দিতে হল)। 94)
গেল1
(p. 256) gēla1 ক্রি. গমন করল। [বাং. √যা + ইল(অতীতে)]। 35)
গোস্তন
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
গবেষণা, গবেষণ
(p. 241) gabēṣaṇā, gabēṣaṇa বি. তত্ত্বানুসন্ধান, research. [সং. √গবেষ্ (অন্বেষণ করা) + অন + আ]। গবেষক বিণ. বি. গবেষণাকারী। গবেষিত বিণ. গবেষণা করা হয়েছে এমন। গবেষণাগার বি. যেখানে গবেষণা করা হয়, laboratory. গবেষণা-লব্ধ বিণ. গবেষণা করে জানা গেছে এমন (গবেষণালব্ধ জ্ঞান)। 14)
গুটা
(p. 250) guṭā ক্রি. 1 টেনে এনে জ়ড় করা (সুতো গুটাচ্ছে); 2 সংকুচিত করা (হাত-পা গুটানো, আস্তিন গুটানো) ; 3 বন্ধ করা, তুলে দেওয়া (কারবার গুটিয়ে ফেলব); 4 টেনে তোলা (জাল গুটানো)। [সং. √গুড়্ (=রক্ষণ, বেষ্টন)]। ̃ নো ক্রি. গুটা। বি. বিণ. উক্ত সব অর্থে। 53)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
গরিমা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2428107
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2038619
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1614182
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 839327
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 812964
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 804011
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 670182
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 588073

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us