(p. 140) ūrdhba বি. 1
উপরের দিক,
উপরিভাগ (ঊর্ধ্বে দৃষ্টি স্হাপন করা); 2
উচ্চতা (ঊর্ধ্বে পাঁচ হাত); 3 বেশি
(শতবত্সরের ঊর্ধ্বে)। বিণ. 1 উঁচু,
উন্নত (ঊর্ধ্ব কণ্ঠ); 2 উপরে
অবস্হিত (ঊর্ধ্বগগন)। [সং. উদ্ + √ হা + অ]। ̃ গ, ̃ গামী
(-মিন্) বিণ.
উপরদিকে যাচ্ছে এমন;
ক্রমশ উপরে উঠছে বা উঁচু
হচ্ছে এমন। ̃ গগন বি. উঁচু আকাশ,
উপরের আকাশ
('ঊর্ধ্বগগনে বাজে মাদল':
কাজি)। ̃ গতি বি.
উপরের দিকে
যাওয়া, উপরে
ওঠবার প্রবণতা। বিণ. উপরে উঠছে এমন
(ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)। ̃ চারী
(-রিন্) বিণ. 1
শূন্যে বিচরণকারী; 2
উচ্চাকাঙ্ক্ষী। ̃ তন বিণ. 1 উপরে
অবস্হিত, উপরিস্হ; 2
উচ্চতর অবস্হানে রয়েছে এমন
(ঊর্ধ্বতন অফিসার)। ̃
দৃষ্টি, ̃
নেত্র বিণ. চোখ
উলটিয়ে রয়েছে এমন,
শিবচক্ষুবিশিষ্ট। বি. 1
উপরের দিকে
নিবদ্ধ দৃষ্টি, উদাস
দৃষ্টি; 2
যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি। ̃ দেহ বি. 1
মৃত্যুর পরে
প্রাপ্ত শরীর; 2
সূক্ষ্ম দেহ। ̃ পাতন বি.
চোলাই। ̃ বাহু বিণ. হাত উপরে তুলে
রয়েছে এমন। ̃ রেতা (-তস্) বি. 1
শুক্র বা
বীর্য ক্ষয়
করেনি এবং যার
শুক্র ঊর্ধ্বগামী এমন
পুরুষ; 2 শিব। ̃ লোক বি.
স্বর্গ। ̃ শায়ী
(-য়িন্) বিণ. চিত হয়ে শুয়ে আছে এমন। ̃
শ্বাস বি.
দ্রুত হাঁটাচলা বা
শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন
শ্বাস। ̃ স্হ বিণ. উপরে আছে এমন।
ঊর্ধ্বাংশ বি.
উপরের অংশ।
ঊর্ধ্বাকাশ বি.
মাথার উপরের আকাশ। ঊর্ধ্বাঙ্গ বি.
শরীরের উপরদিক। 11)