(p. 103) āra সমু. অব্য. 1 এবং, ও (তুমি আর আমি); 2 এর বেশি (অনেক
লিখেছি, আর কী
লিখব?); 3
অতঃপর (রাত
হয়েছে, আর গল্প নয়); 4 অথবা,
কিংবা (চাও আর না চাও); 5
যুগপত্ (এইসব দেখি আর দুঃখ পাই); 6
পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর
নরমের যম); 7
পুনরায়, আবার (আর
সেকথা কেন?); 8 এখনও (আর কেন বৃথা
চেষ্টা); 9 এখন (আর
সেদিন নেই); 1 কখনো
(ধানগাছে কি আর
তক্তা হয়); 11 আগে বা পরে কখনো
(এমনটি আর হবে না); 12
অবশ্য (তুমি তো আর গরিব নও); 3
তদবধি (গেলে আর
ফিরলে না)। বিণ. 1 অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন); 2
দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না); 3 বিগত (আর বছর
এসেছিল); 4
আগামী (আর
শনিবারে যাব)। সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)। [সং. অপর আবার আর]। আর-আর অব্য. বিণ.
অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)। আরও অব্য. বিণ.
বিণ-বিণ. ক্রি-বিণ. 1
অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও
কাঁদবে); 2 এ
ছাড়া অন্য (আরও লোকে জানে); 3
অধিকন্তু (আরও
শোনো)। 29)