Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বলবান দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-ই
(p. 113) -i অব্য নির্দে. বক্তব্যে বা বক্তব্যের কোনো অংশে জোর দেবার জন্য নিশ্চয়াদি অর্থে শব্দান্তে 'ই' যুক্ত হয়। যথা নিশ্চয়ার্থে - আমি বলবই, বাড়িতেই থাকবে। অবিরাম অর্থে - বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। অধিক অর্থে - যতই বলো, কতই বা আর খাবে। অবজ্ঞার্থে বা বিদ্রূপার্থে - আহা, কী গানই গাইলে! পূরণবাচক বিশেষণে - সাতই চৈত্র। অনিশ্চয়ার্থে -দেখলই যদি, যদিই বা যায়। [তু. সং. এব]। 3)
অক্ষুণ্ণ
(p. 4) akṣuṇṇa বিণ. 1 ক্ষুণ্ণ হয়নি বা মলিন হয়নি এমন (অক্ষুণ্ণ ভালোবাসা, অক্ষুণ্ণ সম্পর্ক); 2 মনস্তাপহীন; 3 অটুট (অক্ষুণ্ণ স্বাস্হ্য, অক্ষুণ্ণ মনোবল, অক্ষুণ্ণ প্রতাপ); 4 বলবত্, বজায় (তার শক্তি অক্ষুণ্ণ আছে); অব্যাহত। [সং. ন+ক্ষুণ্ণ]। বি. ̃ তা। 38)
ওজস্বী
(p. 152) ōjasbī (-স্বিন্) বিণ. 1 তেজস্বী, দৃপ্ত; 2 বলবান; 3 ওজোগুণবিশিষ্ট, উদ্দীপক (ওজস্বী বক্তৃতা); 4 দীপ্তিমান। [সং. ওজস্ + বিন্]। স্ত্রী. ওজস্বিনী। বি. ওজস্বিতা। 27)
ঘোড়া
(p. 272) ghōḍ়ā বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়ি। ঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম - ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ̃ মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখি। ̃ মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ̃ রোগ বি. 1 উত্কট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ̃ শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। 11)
জবর
(p. 312) jabara বিণ. 1 জাঁকালো (জবর আয়োজন, জবর মজা, জবর উত্সব); 2 চমত্কার, উত্কৃষ্ট (জবর জিনিস); 3 জোরালো (জবর মার, জবর ঘা দিয়েছি); 4 বলিষ্ঠ (জবর পালোয়ান); 5 কঠিন, কঠোর (জবর শাস্তি); 6 নাছোড়বান্দা (জবর লোক); 7 উত্তেজনাজনক; 8 জরুরি (জবর খবর)। [আ. যবর]। ̃ দখল বি. জোর করে দখল, বলপ্রয়োগের দ্বারা বা বেআইনি দখল। বিণ. বলপ্রয়োগের দ্বারা বা বেআইনিভাবে অধিকৃত (জবরদখল জমি)। ̃ দস্ত বিণ. 1 দুর্দান্ত; 2 অত্যন্ত বলবান; 3 অত্যন্ত জুলুমবাজ; অত্যন্ত নাছোড়বান্দা। ̃ দস্তি বি. জুলুম, কঠিন অত্যাচার বা বলপ্রয়োগ। ক্রি-বিণ. বলপ্রয়োগের দ্বারা, জুলুম করে (জবরদস্তি কেড়ে নেওয়া)। 92)
জোর
(p. 330) jōra বি. 1 বল, শক্তি (গায়ের জোর, বুদ্ধির জোরে করেছে); 2 বলপ্রয়োগ (জোরে ধাক্কা দেওয়া); 3 তীব্রতা, উচ্চতা (গলার জোর); 4 দৃঢ়তা (মনের জোরে); 5 অধিকার দাবি (সন্তানের উপর মায়ের জোর)। বিণ. 1 উচ্চ, চড়া, তীব্র (জোর আওয়াজ); 2 বলবান, শক্তিশালী (জোর হাওয়া); 3 কড়া (জোর হুকুম); 4 দ্রুত, দ্রুতগতি (জোর পায়ে চলা, জোর কদম); 5 আশাতীতরকম ভালো (জোর বরাত); 6 প্রচুর, দারুণ (জোর মারপিট হল)। [ফা. যোর]। ̃ কপাল, ̃ বরাত. বি. ভাগ্যের জোর বা অনুকূলতা। ̃ জবর-দস্তি, ̃ জুলুম বি. 1 জোরাজুরি, জবরদস্তি; 2 অত্যাচার; 3 পীড়াপীড়ি। ̃ জার বি. জবরদস্তি। ̃ তলব বি. জরুরি তলব, তাড়াতাড়ি যাবার বা আসবার জন্য কড়া হুকুম। জোরা-জুরি বি. ক্রমাগত বলপ্রয়োগ বা চাপসৃষ্টি। ̃ দার, জোরানো বিণ. বলবান, শক্তিশালী; প্রবল (জোরালো আন্দোলন)। 22)
জোয়ান2
(p. 330) jōẏāna2 বি. 1 যুবক; 2 বলবান ব্যক্তি; 3 যোদ্ধা (জোয়ানরা দেশের জন্য লড়ছে)। বিণ. হৃষ্টপৃষ্ট; বলিষ্ঠ (জোয়ানমর্দ)। [ফা. জবান-তু. সং. যুবন্]। 17)
ডাকিনী
(p. 355) ḍākinī বি. শিব বা দুর্গার অনুচরীবিশেষ, পিশাচীবিশেষ। [সং. ডাক4 + ইনী]। ̃ বিদ্যা বি. ভবিষ্যত্ বলবার শক্তিসহ গুপ্তজ্ঞান বা মন্ত্রের অধিকার। 21)
তরস্বান, (-স্বত্), তরস্বী
(p. 367) tarasbāna, (-sbat), tarasbī (-স্বিন্) বিণ. 1 বেগবান (তরস্বান বায়ু); 2 বলবান। [সং. তরস্ + বত্, বিন্]। বিণ. (স্ত্রী.) তরস্বতী, তরস্বিনী। 117)
তেজি2
(p. 375) tēji2 বিণ. 1 তেজস্বী, বলবান, বিক্রমশীল (তেজি লোক, তেজি ঘোড়া); 2 তেজস্কর, বলবর্ধক (তেজি ওষুধ); 3 মূল্যবৃদ্ধির লক্ষণযুক্ত, চড়া, তেজি (তেজি বাজার)। [বাং. তেজ]। 280)
পালোয়ান
(p. 518) pālōẏāna বি. কুস্তিগিরি, মল্ল। বিণ. 1 বলবান; 2 ব্যায়ামপটু; 3 বীর। [ফা. পহ্ল্বান]। 16)
প্রবীর
(p. 548) prabīra বি. 1 প্রকৃষ্ট বীর, মহাবীর (কুরুপ্রবীর); 2 (মহা.) নীলধ্বজ রাজা ও জনার পুত্র। বিণ. প্রধান; শ্রেষ্ঠ; অতিশয় বলবান। [সং. প্র + বীর]। 11)
ফুট-বল
(p. 567) phuṭa-bala বি. 1 পা দিয়ে খেলবার বায়ুপূর্ণ চামড়ার বলবিশেষ; 2 দুই দলে এগারোজন করে খেলোয়াড়ের বল নিয়ে খেলাবিশেষ। [ইং. football]। 5)
বজায়
(p. 573) bajāẏa বিণ. কায়েম, বলবত্, রক্ষিত, অক্ষুণ্ণ আছে এমন (চাকরি বজায় আছে, সম্মান বজায় রইল)। [ফা. বজাএ]।
বলপূর্বক, বলবত্, বলবতী, বলবত্তা, বলবন্ত, বলবান, বলবর্ধক, বলবর্ধন, বলবিদ্যা, বলবিন্যাস
(p. 580) balapūrbaka, balabat, balabatī, balabattā, balabanta, balabāna, balabardhaka, balabardhana, balabidyā, balabinyāsa দ্র বল3। 163)
বলিষ্ঠ
(p. 580) baliṣṭha বিণ. 1 অত্যন্ত বলবান বা শক্তিশালী (বলিষ্ঠ দেহ); 2 অতি দৃঢ় (বলিষ্ঠ চরিত্র)। [সং. বলবত্ + ইষ্ঠ]। 186)
বলী2
(p. 580) balī2 (-লিন্) বিণ. বলবান (কোন বলে বলী? 'সম্মুখে বলী দেবাকৃতি রথী': মধু)। [সং. বল3 + ইন্]। ̃ ন্দ্র বিণ. সর্বাপেক্ষা অধিক শক্তিশালী; বীরশ্রেষ্ঠ। 188)
বলীয়ান, (বর্জি.) বলীয়ান্
(p. 580) balīẏāna, (barji.) balīẏān (-য়স্) বিণ. 1 অতিশয় বলশালী; 2 বলবান, শক্তিশালী (ধনবলে বলীয়ান)। [সং. বলবত্ + ঈয়স্]। 190)
বল৩
(p. 580) bala3 বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য ('এত বল নাইরে তোমার': রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। ̃ কর, ̃ কারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। ̃ গর্বিত, ̃ দৃপ্ত বিণ. শক্তিমত্ত। ̃ দ বিণ. বলকারক। ̃ পূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)। ̃ প্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)। ̃ বত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)। ̃ বত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা। ̃ বন্ত বিণ. 1 বলবান; 2 বলবত্। [সং. বল + বাং. বন্ত]। ̃ বান (-বত্) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান। স্ত্রী. ̃ বতী। ̃ বর্ধক বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বর্ধন বি. শক্তির বৃদ্ধি। বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বিদ্যা বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics. ̃ বিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্হাপন; ব্যূহরচনা। ̃ ভরসা বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)। ̃ শালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ হীন বিণ. দুর্বল। বি. ̃ হীনতা। 153)
বহাল
(p. 580) bahāla বিণ. 1 বজায়, প্রতিষ্ঠিত, বলবত্ (হুকুম বহাল রইল); 2 নিযুক্ত (চাকরিতে বহাল হওয়া); 3 সুস্হ (বহাল তবিয়তে)। [আ. বহাল]। বহাল তবিয়তে ক্রি. বিণ. 1 সুস্হ দেহে; 2 সুস্হ দেহে এবং প্রফুল্ল মনে। 237)
বিক্রম
(p. 605) bikrama বি. 1 শক্তি, বল; 2 পরাক্রম, প্রতাপ (জমিদারের বিক্রম); 3 শৌর্য, বীরত্ব (বলবিক্রম)। [সং. বি + √ ক্রম্ +অ]। ̃ শালী (-লিন্), বিক্রমী (-মিন্) বিক্রান্ত বিণ. শক্তিমান; পরাক্রমশালী, পরাক্রান্ত; বীর। 105)
বীর
(p. 630) bīra বিণ. 1 বলবান ও সাহসী, শূর; 2 রণকুশল; 3 তেজস্বী; 4 প্রধান, শ্রেষ্ঠ (ধর্মবীর, দানবীর); 5 তান্ত্রিক বীরাচারী। বি. 1 বলবীর্যসম্পন্ন পুরুষ, বীরপুরুষ; 2 কাব্যের রসবিশেষ; 3 তান্ত্রিক কুলাচারবিশেষ; 4 (বাং.) বানরদলের নেতা, গোদা। [সং. √ বীর্ + অ]। বি. ̃ ত্ব। ̃ গাথা বি. বীরপুরুষদের কীর্তির কাহিনিসংবলিত গান বা কাব্য। ̃ নারী বি. বীরত্বপূর্ণা নারী; বীরের স্ত্রী। ̃ প্রসবিনী, ̃ প্রসূ বিণ. বীর সন্তান প্রসবকারিণী। ̃ বর বি. শ্রেষ্ঠ বীর। ̃ বৌলি বি. পুরুষের কানের গহনাবিশেষ, কুণ্ডল। ̃ ভদ্র বি. 1 শিবানুচর বা রুদ্রবিশেষ; 2 নিত্যানন্দ প্রভুর পুত্র। ̃ ভোগ্যা বিণ. কেবল বীরপুরুষের ভোগের উপযুক্তা (বীরভোগ্যা বসুন্ধরা)। ̃ রস বি. বীরত্বব্যঞ্জক বা উদ্দীপনাজ্ঞাপক রস বা স্হায়ী ভাব। 74)
বৃষ, বৃষভ
(p. 633) bṛṣa, bṛṣabha বি. 1 ষাঁড়, ষণ্ড, বলদ (বৃষস্কন্ধ); 2 (জ্যোতিষ.) রাশিচক্রের দ্বিতীয় রাশি (সচ. বৃষরাশি)। [সং. √ বৃষ্ + অ, √ বৃষ্ + অভ]। ̃ কাষ্ঠ বি. বৃষোত্সর্গ শ্রাদ্ধে বৃষকে বাঁধবার খুঁটি। ̃ ধ্বজ, ̃ বাহন বি. শিব। ̃ স্কন্ধ বিণ. 1 ষাঁড়ের মতো স্হূল ও প্রশস্ত স্কন্ধবিশিষ্ট; 2 অতিশয় বলবান। 78)
ভোট1
(p. 670) bhōṭa1 বি. 1 (সং.) তিব্বত দেশ; 2 (বাং.) ভুটান দেশ। বিণ. ভুটানদেশীয় (ভোটকম্বল)। [সং. √ ভুট্ + অ]। ভোট-কম্বল বি. 1 ভোটানি কম্বল; 2 পশমের তৈরি রুক্ষ ও মোটা কম্বলবিশেষ। 82)
মুদ্দত
(p. 710) muddata বি. মেয়াদ, নির্দিষ্ট সময়। [আ. মুদ্দত্]। মুদ্দতি বিণ নির্দিষ্ট সময়ের জন্য বলবত্ থাকে এমন, মেয়াদি। 51)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2063470
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765151
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1361859
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719290
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695842
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593212
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541439
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539891

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন