Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রহার; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অস্ত্র
(p. 73) astra বি. যার দ্বারা অন্যকে আঘাত বা প্রহার করা হয়; হাতিয়ার আয়ুধ; যার সাহায্যে কিছু কাটা যায় (ছুতারের অস্ত্র); (আল.) উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি (এ কাজে সে-ই আমার প্রধান অস্ত্র)। [সং. √ অস্ + ত্র]। অস্ত্র করা ক্রি. বি. অস্ত্রের সাহায্যে চিকিত্সা করা, অস্ত্রোপচার করা, অপারেশন করা। ̃ ক্ষত বি. অস্ত্রের সাহায্যে বা অস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষত। ̃ গুরু বি. অস্ত্রচালনার শিক্ষাদাতা। ̃ চিকিত্সক বি. যিনি রোগীর দেহে অস্ত্রোপচার করেন, surgeon. ̃ চিকিত্সা বি. রোগীর দেহে অস্ত্রচালনার দ্বারা চিকিত্সা, surgery, শল্যচিকিত্সা। ̃ জীবি (-বিন্) বি. সৈনিক। ̃ ত্যাগ বি. 1 প্রতিপক্ষকে অস্ত্রের আঘাত না করার সিদ্ধান্ত; যুদ্ধ বর্জন; 2 আঘাত করার উদ্দেশ্যে (শত্রুর প্রতি) অস্ত্র নিক্ষেপ। ̃ ধারণ বি. অস্ত্রগ্রহণ। ̃ ধারী (-রিন্) বিণ. সশস্ত্র (অস্ত্রধারী পুলিশ)। ̃ নিবারণ বি. অস্ত্রের আঘাত রোধ (অর্জুন বাণ ছুড়ে কর্ণের অস্ত্রনিবারণ করলেন)। ̃ পাণি বিণ. হাতে অস্ত্র আছে এমন, অস্ত্রধারী। ̃ বিদ (-বিদ্), ̃ বিত্ বিণ. অস্ত্রচালনায় পটু; অস্ত্রের বিষয়ে ভালো জানে এমন। ̃ বৃষ্টি বি. বৃষ্টির ধারার মতো ঝাঁকে ঝাঁকে অস্ত্র ছোড়া। ̃ লেখা বি. অস্ত্রের ক্ষত বা দাগ। ̃ শস্ত্র বি. নানারকম হাতিয়ার (যা ছোড়া হয় তা অস্ত্র এবং যা হাতে ধরা থাকে তা শস্ত্র; তবে বাংলায় এই পার্থক্য মনে রাখা হয় না)। ̃ শিক্ষা বি. অস্ত্রচালনা শিক্ষা। ̃ সংবরণ বি. অস্ত্রত্যাগ। ̃ হীন বিণ. নিরস্ত্র। অস্ত্রাগার বি. অস্ত্রশস্ত্র রাখার ভাণ্ডার, armoury. অস্ত্রাঘাত বি. অস্ত্রের আঘাত। অস্ত্রাহত বিণ. অস্ত্রের আঘাত পেয়েছে এমন, অস্ত্রের দ্বারা আহত। 16)
আঘাত
(p. 82) āghāta বি. চোট, ঘা (অভিমানে আঘাত লেগেছে, অস্ত্রাঘাত); প্রহার। [সং. আ + √ হন্ + অ]। ̃ ক বি. বিণ. আঘাতকারী, আঘাত করে এমন (ব্যক্তি, কথা ইত্যাদি)। ̃ ন বি. আঘাত দেওয়া। ̃ .সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন। 73)
আহত
(p. 111) āhata বিণ. 1 আঘাত পেয়েছে এমন (খেলতে গিয়ে আহত); 2 প্রহৃত (লগুড়াহত); 3 তাড়িত (বাত্যাহত); 4 মর্দিত (পদাহত); 5 (তারের বাদ্যযন্ত্র সম্বন্ধে) ধ্বনিত। [সং. আ + √ হন্ + ত]। আহতি বি. আঘাত; প্রহার; তাড়না; মর্দন; ধ্বনন। 12)
আয়ুধ
(p. 103) āẏudha বি. অস্ত্র, অস্ত্রশস্ত্র, প্রহারের যন্ত্র, প্রহরণ। [সং. আ + √ যুধ্ + অ]। 16)
উত্তম
(p. 123) uttama বিণ. 1 খুব ভালো, উত্কৃষ্ট; 2 শ্রেষ্ঠ; 3 উপাদেয়। [সং. উত্ + তম]। স্ত্রী. উত্তমা। ̃ পুরুষ (ব্যাক.) ক্রিয়ার বক্তা অর্থাত্ যে নিজের সম্বন্ধে বলে, first person. ̃ মধ্যম বি. (ব্যঙ্গে) বিলক্ষণ প্রহার, প্রচুর মারধর। উত্তমর্ণ বিণ. বি. ঋণদাতা, যে ঋণ দেয়; মহাজন। [সং. উত্তম + ঋণ]। বিপ. অধমর্ণ।
কিল
(p. 191) kila বি. 1 বদ্ধ মুষ্টি; 2 মুষ্ট্যাঘাত, ঘুসি। [দেশি]। কিল খেয়ে কিল চুরি করা আঘাত পেয়ে বা অপমানিত হয়ে তা গোপনে সহ্য করা, যাতে অন্যে জানতে না পারে। ̃ গুঁতো বি. মারধর; দুর্ব্যবহার (অযথা কিলগুঁতো খেয়ে সেখানে থাকতে পারব না)। কিলা-কিলি, কিলো-কিলি বি. পরস্পর মুষ্টিযুদ্ধ; মারামারি। কিলানো ক্রি. মুষ্টিপ্রহার করা (সুখে থাকতে ভূতে কিলায়)। বি. মুষ্টিপ্রহার। কিলিয়ে কাঁঠাল পাকানো ক্রি. বি. 1 কিল বা কনুইয়ের আঘাত দিয়ে কাঁচা কাঁঠালকে দ্রুত পাকাবার বৃথা চেষ্টা করা অর্থাত্ অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা; 2 কাঁচা কাঁঠালের বোঁটায় কীল বা গোঁজ গুঁজে দ্রুত পাকাবার চেষ্টা করা। 3)
খড়গ
(p. 221) khaḍ়ga বি. 1 খাঁড়া, প্রাণী বলি দেবার তরবারিবিশেষ (খড়েগর এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল) ; 2 গণ্ডারের শৃঙ্গ বা শিং। [সং. √খড়্ + গ]। ̃ হস্ত বিণ. 1 কৃপাণধারী, হাতে খড়গ নিয়েছে এমন; 2 অত্যন্ত ক্রুদ্ধ; প্রহার বা তিরস্কার করতে উদ্যত (তিনি আমার প্রতি কেন যে এমন খড়গহস্ত তা বুঝি না)। খড়্গী (-ড়্গিন্) বি. গণ্ডার। বিণ. যার খড়্গ আছে এমন। 53)
খড়ম
(p. 221) khaḍ়ma বি. কাঠের পাদুকা। [তু. হি. খড়ৌঙ]। খড়মপেটা করা ক্রি. বি. খড়ম দিয়ে প্রহার করা। খড়ম-পেয়ে বিণ. (সচ. নিন্দার্থে) যার পা খড়মের মতো, চলবার সময় যার পদতলের মাঝখান ভূমি স্পর্শ করে না। 45)
গণ
(p. 236) gaṇa বি. 1 সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ); 2 সম্প্রদায়, শ্রেণি; 3 (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus; 4 জনসাধারণ (গণ-আন্দোলন, গণশক্তি) ; 5 শিবের অনুচরবৃন্দ; 6 (আইনশাস্ত্রে) গোষ্ঠীবর্গ ; 7 (জ্যোতিষ) নক্ষত্রানুসারে জাতকের ভেদ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); 8 (ব্যাক.) ধাতুসমূহ (হ-আদিগণ, খা-আদিগণ)। [সং. √গণ্ + অ]। ̃ ডেপুটেশন বি. বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation. ̃ তন্ত্র বি. জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন; অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তান্ত্রিক বিণ. গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী (গণতন্ত্রী বা গণতান্ত্রিক রাষ্ট্র)। ̃ দেব বি. 1 গণেশ; 2 গণশক্তির অধিদেবতা। ̃ দেবতা বি. 1 সংঘভূত দেবগণ (যথা 49 বায়ু, 8 বসু, 12 আদিত্য ইত্যাদি); 2 গণশক্তির অধিদেবতা। ̃ নায়ক বি. জনসাধারণের নেতা। ̃ পতি, ̃ নাথ বি. 1 গণেশ; 2 শিব। ̃ পিটুনি, ̃ প্রহার বি. বহু লোকে মিলে একজনকে প্রহার। ̃ শক্তি বি. সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি। গণাধিপ, গণাধি-পতি - গণপতি -র অনুরূপ। 43)
গদা
(p. 240) gadā বি. মুগুর বা মুগুরজাতীয় অস্ত্র। [সং. √গদ্ + অ + আ (স্ত্রী.)। ̃ ঘাত বি. গদার ঘা; গদা দিয়ে প্রহার (গদাঘাতে দুঃশাসনকে বধ করলেন)। ̃ ধর, ̃ পাণি বি. গদা যাঁর প্রহরণ বা অস্ত্র অর্থাত্ বিষ্ণু। ̃ যুদ্ধ বি. যে যুদ্ধে গদা অস্ত্ররূপে ব্যবহৃত হয়। 2)
গাদন
(p. 246) gādana বি. 1 ঠেসেঠুসে ভরা; ঠাসা; 2 (কৌতু.) প্রহার (যা গাদন দেওয়া হয়েছে!)। [গাদা2 দ্র]। 49)
গা৩
(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 4)
গুঁতা, গুঁতো
(p. 250) gun̐tā, gun̐tō বি. 1 কনুই লাঠি কিংবা গবাদি পশুর শিং ইত্যাদির দ্বারা দেওয়া আঘাত বা ধাক্কা (শিং দিয়ে দিল এক গুঁতো, কনুইয়ের গুঁতোয় পথ করে নিল); 2 ঢুঁ। ক্রি. গুঁতো দেওয়া, গুঁতানো। [দেশি]। ̃ নো ক্রি. গুঁতো মারা, ঢুঁ মারা; প্রহার করা। বি. বিণ. উক্ত অর্থে। 29)
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ̃ কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ̃ ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ̃ খুর, ̃ ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ̃ ক্ষুরা, ̃ খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ̃ গৃহ বি. গোশালা, গোয়াল। ̃ গ্রন্হি বি. ঘুঁটে। ̃ গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ̃ ঘৃত বি. গাওয়া ঘি। ̃ ঘ্ন বিণ. গোহত্যাকারী। ̃ চন্দন বি. গোরোচনা। ̃ চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ̃ দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ̃ দোহনী, ̃ দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ̃ ধন বি. গাভিরূপ সম্পদ। ̃ ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ̃ পাট, ̃ বাট বি. গোগৃহ, গোয়াল। ̃ বত্স বি. বাছুর। ̃ বধ বি. গোহত্যা। ̃ বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ̃ বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিত্সক। ̃ ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ̃ ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্হান। ̃ মাংস বি. গোরুর মাংস। ̃ মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ̃ মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ̃ মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ̃ মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ̃ মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ̃ মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ̃ যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ̃ রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ̃ রক্ষক বি. রাখাল। ̃ রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ̃ শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ̃ স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ̃ স্তনী বি. আঙুর ফলের গোছা। ̃ হত্যা বি. গোবধ -এর অনুরূপ। 46)
ঘা
(p. 266) ghā বি. 1 আঘাত, চোট (মাথায় ঘা লেগেছে); 2 প্রহার (দিয়েছি ঘা-কতক) ; 3 ক্ষত (ঘায়ে মলম লাগানো); 4 মনঃকষ্ট (অভিমানে ঘা লাগ); 5 শোক; 6 ক্ষতি (ব্যাবসায় ঘা। [সং. ঘাত-তু. সাঁও. ঘাও]। ঘা করা ক্রি. বি. ক্ষত সৃষ্টি করা (খুঁচিয়ে ঘা করা)। ঘা খাওয়া ক্রি. বি. (প্রধানত মনে) আঘাত বা বেদনা পাওয়া; ক্ষতিগ্রস্ত হওয়া। ঘা দেওয়া ক্রি. বি. 1 (প্রধানত মনে) আঘাত বা বেদনা দেওয়া; 2 (সর্পের দংশন সম্বন্ধে) দংশন করা (জাতসাপে ঘা দিয়েছে)। ঘা মারা ক্রি. বি. আঘাত করা। ঘা শুকানো ক্রি. বি. ক্ষত আরোগ্য হওয়া (এ ঘা শুকোতে সময় লাগবে)। ঘা সওয়া ক্রি. বি. আঘাত বা ক্ষতি সহ্য করা (এ জীবনে অনেক ঘা সয়েছি)। ঘা-সওয়া বিণ. আঘাত বা ক্ষতি সহ্য করেছে এমন। ঘা হওয়া ক্রি. বি. ক্ষত হওয়া। ঘা-কতক বি. বেশকিছু প্রহার। ঘা-কতক খাওয়া ক্রি. বি. ভালোরকম মার খাওয়া। ঘা-কতক দেওয়া, ঘা-কতক বসিয়ে দেওয়া ক্রি. বি. ভালোরকম মার দেওয়া, উত্তম-মধ্যম প্রহার করা। খুঁচিয়ে ঘা করা ক্রি. অকারণ খোঁচাখুঁচির ফলে সুস্হ স্হান ক্ষত করা; (আল.) অনাবশ্যক আলোচনার দ্বারা অপ্রিয় অবস্হার সৃষ্টি করা। 43)
ঘাত
(p. 266) ghāta বি. 1 আঘাত, ঘা ('নাশো কঠিন ঘাতে': রবীন্দ্র); 2 প্রহার ; 3 ক্ষত, ঘা; 4 হিংসা, হত্যা (পশুঘাত-তু. পশুঘাতী); 5 (গণি.) কোনো রাশিকে সেই রাশি দ্বারা বারংবার গুণ করে প্রাপ্ত ফল, power (বি.প.)। [সং. √হন্ + অ]। ̃ ক বি. বিণ. 1 হত্যাকারী (গুপ্তঘাতক) ; 2 জল্লাদ। ̃ চিহ্ন বি. (গণি.) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক। ̃ ন1 বি. 1 হত্যা; 2 যজ্ঞের প্রয়োজনে বধ, বলি; 3 আঘাত। ̃ ন2 বি. 1 অন্যের দ্বারা বধ করানো; 2 প্রহার করার অস্ত্র। বিণ. নাশক, ঘাতক, হত্যাকারী (দৈত্যঘাতন, অসুরঘাতন)। ঘাত-প্রতিঘাত বি. 1 আঘাত-প্রত্যাঘাত; 2 ক্রিয়া ও প্রতিক্রিয়া (ঘটনার ঘাত-প্রতিঘাত)। ̃ সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন; ঘা দিলে ভাঙে না বরং বিস্তৃত হয় এমন, malleable. ঘাতী (-তিন্) বিণ. (সমাসের উত্তরপদে) হত্যাকারী (পুত্রঘাতী, নারীঘাতী)। স্ত্রী. ঘাতিনী। ঘাতুক বিণ. 1 হিংস্র, নিষ্ঠুর, ক্রূর; 2 নাশক, হত্যাকারী, ঘাতক। ঘাত্য বিণ. বধ্য; ঘাতযোগ্য; আঘাত করার বা বধ করার যোগ্য। 58)
ঘুসা2, ঘুসি, ঘুসো2
(p. 270) ghusā2, ghusi, ghusō2 বি. 1 মুষ্টি; 2 মুষ্টি দিয়ে প্রহার। [দেশি-তু. হি. ঘুস্সা, ঘুসা]। ঘুসি মারা ক্রি. বি. মুষ্ট্যাঘাত করা, হাতের মুঠি দিয়ে আঘাত করা। ঘুসি লড়া ক্রি. মুষ্টিযুদ্ধ করা। ঘুসা-ঘুসি, ঘুসো-ঘুসি বি. ঘুসির লড়াই, মুষ্টিযুদ্ধ, boxing. 19)
চপেট, চপেটা, চপেটিকা
(p. 279) capēṭa, capēṭā, capēṭikā বি. চড়, থাপ্পড়। [সং. √চপ্ + অ = চপ + √ইট্ + অ, ক + আ]। চপেটাঘাত বি. চড়, করতলের আঘাত, করতলের প্রহার। 2)
চাবকা
(p. 281) cābakā ক্রি. চাবুক দিয়ে মারা (লোকটাকে নিষ্ঠুরভাবে চাবকাচ্ছে)। [ফা. চাবুক + বাং. আ]। ̃ নো ক্রি. চাবুক দিয়ে মারা (তাকে আচ্ছা করে চাবকে দিল)। বি. বিণ. উক্ত অর্থে। ̃ নি বি. চাবুকের প্রহার। 123)
জুতা2, (কথ্য) জুতো
(p. 327) jutā2, (kathya) jutō বি. ধুলো ময়লা ইত্যাদি থেকে পায়ের পাতাকে রক্ষা করবার (মূলত চামড়ার তৈরি) পাদুকা, বিনামা। [হি. জুতা]। ̃ নো বি. ক্রি. 1 জুতো দিয়ে মারা বা প্রহার করা; 2 (আল.) নিদারুণ অপমানিত করা। বিণ. উক্ত দুই অর্থে। জুতা মারা, জুতো মারা ক্রি. বি. জুতানো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ছোট বড় যাবতীয় কাজ। 37)
ঝাঁটা
(p. 336) jhān̐ṭā বি. ঝাড়ু, খ্যাংরা, সম্মার্জনী। ক্রি. ঝাঁটানো। [দেশি]। ̃ খেকো বিণ. ঝাঁটার প্রহার সহ্য করতে অভ্যস্ত; (আল.) অতি হেয়; গালিবিশেষ। ̃ নো ক্রি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা (জঞ্জাল ঝোঁটিয়ে ফেলা)। বি. উক্ত অর্থে। ̃ পেটা বি. ঝাঁটার প্রহার। 11)
ঠুকা, ঠোকা
(p. 350) ṭhukā, ṭhōkā বি. ক্রি. 1 সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি ঠোকা, দেয়ালে পেরেক ঠোকা); 2 কিছুর উপর ধাক্কা মারা, আঘাত করা (মাথা ঠুকছে); 3 আস্ফালনের ভঙ্গিতে সশব্দে চাপড়ানো (বুক ঠোকা); 4 ধমক দেওয়া; 5 বিদ্রূপের ভঙ্গিতে সমালোচনা করা বা ধমক দেওয়া (এমন ঠুকে কথা বল কেন?); 6 রুজু করা (মামলা ঠোকা)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঠুক ঠক]। ̃ ঠুকি বি. 1 বারবার ঠোকা; 2 সংঘর্ষ, মারামারি, কলহ (তাদের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে)। ঠুকুনি বি. 1 আঘাত; ধাক্কা, ক্রমাগত আঘাত বা ধাক্কা; 2 প্রহার; 3 ধমক। তাল ঠোকা, বুক ঠোকা যথাক্রমে তাল5 ও বুক দ্র। 44)
ঠুসা, ঠোসা
(p. 350) ṭhusā, ṭhōsā ক্রি. 1 ঠাসা, চেপে ঢুকানো; 2 অত্যধিক আহার করা (নিমন্ত্রণ বাড়িতে খুব ঠুসেছে); 3 তিরস্কার বা প্রহার করা (মাস্টারমশাই তাকে খুব ঠুসেছেন)। বি. উক্ত সব অর্থে। [হি. √ ঠুস্ + বাং. আ]। 52)
ঠেঙা, ঠ্যাঙা
(p. 350) ṭhēṅā, ṭhyāṅā বি. লাঠি। ক্রি. 1 ঠেঙানো, লাঠি দিয়ে মারা; 2 মারা (আচ্ছা করে ঠ্যাঙাব)। [হি. ঠেংগা]। ̃ ঠেঙি বি. লাঠি নিয়ে মারামারি; মারামারি। ̃ ড়ে, (বর্জি.) ̃ ড়িয়া বি. 1 অধুনালুপ্ত ভারতীয় দস্যু সম্প্রদায়বিশেষ; 2 লাঠিয়াল দস্যু (জমিদারের ঠেঙাড়ে বাহিনী)। &tilde নি বি. লাঠি দিয়ে প্রহার; প্রহার। ̃ নো ক্রি. বি. 1 লাঠি দিয়ে প্রহার করা; 2 প্রহার করা (ঠেঙিয়ে আধমরা করেছে)। বিণ. উক্ত উভয় অর্থে। 60)
তল
(p. 371) tala বি. 1 নিম্নদেশ, অধোভাগ, নীচের অঞ্চল (চরণতল); 2 মূলদেশ (বৃক্ষতল); 3 জলাশয় ইত্যাদির জলের নিম্নস্হ ভূমি (সাগরতল); 4 উপরিভাগ, পৃষ্ঠ (ভূতল, দর্পণতল); 5 ক্ষেত্র (সমতল); 6 করতল, হাতের চেটো (তলপ্রহার); 7 অট্টালিকা বা দালানের পরিচ্ছেদ বা তলা (দ্বিতল, ত্রিতল)। [সং. √ তল্ + অ]। ̃ দেশ বি. নিম্ন অঞ্চল (পাহাড়ের তলদেশ)। ̃ পেট বি. পেটের নিম্নভাগ; নাভির নীচে পেটের অংশ। ̃ প্রহার বি. চড়, হাতের চেটো দিয়ে আঘাত। ̃ যুদ্ধ বি. 1 মল্লযুদ্ধ; 2 চড় মেরে পরস্পরের মারামারি। তলে তলে ক্রি-বিণ. ভিতরে ভিতরে, গোপনে (তলে তলে এত সব করেছেআমরা তো জানতেই পারিনি)। 11)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2063865
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765251
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1362000
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719345
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695928
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593242
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541464
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539986

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন