Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রকাশক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-টিয়া2, -টে
(p. 343) -ṭiẏā2, -ṭē বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ; স্বভাব অর্থে-ঝগড়াটে, হিংসুটে, প্রকার অর্থে-রোগাটে, ঘোলাটে, ধোঁয়াটে; চুক্তি অর্থে-ভাড়াটিয়া, ভাড়াটে। 76)
-বন্ত
(p. 575) -banta বিশিষ্ট যুক্ত সম্পন্ন প্রভৃতি অর্থপ্রকাশক প্রত্যয়বিশেষ (প্রাণবন্ত, লক্ষ্মীবন্ত)। [সং. মত্ + বত্ প্রত্যয়ের অনুকরণে গঠিত]। 82)
অকথন
(p. 2) akathana বি. কুকথা। বিণ. অকথ্য, অবক্তব্য, প্রকাশ করা যায় না এমন। [সং. ন+কথন]। 5)
অগোপন
(p. 7) agōpana বি. গোপনতার অভাব। বিণ. প্রকাশ্য। [সং. ন+গোপন]। অগোপনীয় বিণ. প্রকাশ্য, গোপন করবার অযোগ্য এমন. গোপন করা উচিত নয় এমন। 5)
অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অঙ্কুরিত
(p. 8) aṅkurita বিণ. মুকুলিত; প্রকাশিত; আবির্ভূত। অঙ্কুরোদয়, অঙ্কুরোদ্-গম বি. বীজ থেকে মুকুলের প্রথম প্রকাশ; সূত্রপাত, উন্মেষ। 33)
অচির
(p. 8) acira বিণ. অল্পকাল স্হায়ী, ক্ষণস্হায়ী (অচির জীবন)। [সং. ন+চির2]। ̃ .কারী (-রিন্) বিণ. ক্ষিপ্রকারী, যে ক্ষিপ্রতার সঙ্গে কাজ করে, যে দেরি করে না। ̃ .কাল বি. ক্ষণকাল, ত্বারা। ̃ .কালে ক্রি-বিণ. শীঘ্র, ত্বরায়, অবিলম্বে। ̃ .ক্রিয় বিণ. যে দ্রুত কাজ করতে পারে, দীর্ঘসূত্র নয় এমন। ̃ .জীবী (-বিন্) বিণ. অল্প আয়ূ যার। ̃ দ্যুতি বিণ. ক্ষণস্হায়ী দীপ্তি যার। বি. বিদ্যুত্। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. চিরদিন থাকে না এমন, নশ্বর; ক্ষণস্হায়ী। অচিরাত্ অব্য ক্রি-বিণ. শীঘ্র, অবিলম্বে। অচিরে ক্রি-বিণ. শীঘ্র, অবিলম্বে। 69)
অজ্ঞাত
(p. 8) ajñāta বিণ. 1 যা জানা নেই, অজানা (কী এক অজ্ঞাত কারণে); 2 অপ্রকাশিত, গুপ্ত (অজ্ঞাতবাস)। [সং. ন (অ)+জ্ঞাত]। ̃ কুল-শীল বিণ. যার পরিচয় জানা নেই, বংশপরিচয় বা স্বভাব সম্পর্কে কিছু জানা নেই এমন। ̃ .নামা (-মন্) বিণ. যার নাম পরিচিত নয়, যার নাম জানা নেই। ̃ .পরিচয় বিণ. পরিচয় জানা নেই এমন (অজ্ঞাতপরিচয় যুবক)। ̃ .পূর্ব বিণ. যা আগে জানা যায়নি বা জানা ছিল না। ̃ .বাস বি. গোপনে বা অন্যের অগোচরে বাস; গোপন অবস্হান (পাণ্ডবগণের অজ্ঞাতবাস) অজ্ঞাত রাশি বি. (গণি.) অজানা রাশি, unknown quantity (বি. প.)। ̃ .সারে, অজ্ঞাতে ক্রি-বিণ. 1 অজান্তে, অগোচরে; 2 গোপনে। 131)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অত্যুদ্-ব্যক্তি
(p. 14) atyud-byakti বি. শব্দ ইত্যাদি অত্যধিক ঝোঁক দিয়ে উচ্চারণ বা প্রকাশ, overemphasis. [সং. অতি+উদ্+ব্যক্তি (বি+√ অঞ্জ্+তি)]। অত্যুদ্-ব্যক্ত বিণ. খুব বেশি ঝোঁক দিয়ে প্রকাশিত বা উচ্চারিত। 60)
অধি-করণ
(p. 17) adhi-karaṇa বি. 1 দখল, অধিকার, আধিপত্য; 2 চার প্রকার আধার, যথা-সামীপ্য, বিষয়, একদেশ-সম্বন্ধ ও ব্যাপ্তি; 3 পাত্র; 4 (ব্যাক.) কারকবিশেষ; 5 বিচারালয় (ধর্মাধিকরণ)। [সং. অধি+√ কৃ+অন]। 49)
অনভি-ব্যক্ত
(p. 23) anabhi-byakta বিণ. বলা বা প্রকাশ করা হয়নি এমন (অনভিব্যক্ত কামনা)। [সং. ন+অভিব্যক্ত]। 13)
অনাবিষ্কৃত
(p. 24) anābiṣkṛta বিণ. 1 আবিষ্কৃত বা প্রকাশিত হয়নি এমন (পুঁথিটি এতদিন অনাবিষ্কৃত ছিল); 2 অজ্ঞাত। [সং. ন + আবিষ্কৃত]। 28)
অনির্বচনীয়, অনির্বাচ্য
(p. 25) anirbacanīẏa, anirbācya বিণ. ভাষায় প্রকাশ করা বা বর্ণনা করা যায় না এমন, অবর্ণনীয়, বর্ণনার অসাধ্য (অনির্বচনীয়, আনন্দ, অনিবর্চনীয় অনুভূতি)। [সং. ন + নির্বচনীয়, নির্বাচ্য]। 52)
অনু-যোগ
(p. 30) anu-yōga বি. 1 দোষারোপ, অভিযোগ, আক্ষেপ প্রকাশ; নালিশ ('তিনি আমার অনুপস্হিতির জন্য অনুযোগ জানালেন); মৃদু র্ভত্সনা; 2 (বর্ত বিরল) প্রশ্ন, জিজ্ঞাসা। [সং. অনু + √ যুজ্ + অ]। অনু-যুক্ত বিণ. যার সম্পর্কে অনুযোগ করা হয়েছে; তিরস্কৃত; অভিযুক্ত। অনু-যোক্তা (-ক্তৃ), অনু-যোগী (-গিন্) বি. বিণ. অনুযোগকারী। অনু-যোজ্য বিণ. অনুযুক্ত বা তিরস্কৃত বা অভিযুক্ত হওয়ার যোগ্য; অনুযোগের যোগ্য। 22)
অনু-সূচক
(p. 32) anu-sūcaka বিণ. 1 সূচিত করে এমন; নির্দেশ করে বা ইঙ্গিত প্রকাশ করে এমন; 2 নির্দেশক; 3 দ্যোতক। [সং. অনু + সূচক]। 7)
অনুচ্চার
(p. 25) anuccāra বিণ. উচ্চারিত নয় এমন, অনুচ্চারিত, প্রকাশহীন (অনুচ্চার কামনা) [সং. ন + উদ্ + √ চারি + অ]। ̃ ণীয়, অনুচ্চার্য বিণ. উচ্চারণের অযোগ্য, উচ্চারণ করা যায় না বা উচিত নয় এমন; অকথ্য। অনুচ্চারিত বিণ. উচ্চারণ করা হয়নি এমন; অকথিত। 88)
অনুদিত1
(p. 28) anudita1 বিণ. উদিত হয়নি এমন; অপ্রকাশিত। [সং. ন (অন্) + উদিত = উদ্ + √ ই + ত]। 6)
অনুদ্ভিন্ন
(p. 28) anudbhinna বিণ. 1 (মাটি) ভেদ করে ওঠেনি এমন; অনুদ্গত; 2 অপরিস্ফুট; 3 পূর্ণরূপে প্রকাশ পায়নি এমন (অনুদ্ভিন্ন যৌবন)। [সং. ন + উদ্ভিন্ন]। 17)
অনেক
(p. 32) anēka বিণ. 1 একাধিক; 2 বহু, প্রচুর (অনেক চেষ্টা, অনেক তফাতে), নানা (অনেক কথা)। সর্ব. 1 বহু লোক (অনেকে বলে); 2 প্রচুর ('অনেক দিয়েছ নাথ': রবীন্দ্র)। [সং. ন + এক]। অনেকানেক বিণ. নানান ও বিভিন্ন। ̃ টা বি. অধিকাংশ, বেশির ভাগ (তীরের অনেকটা ভেঙেছে)। বিণ. প্রচুর (অনেকটা ভাত)। ক্রি-বিণ. অধিকাংশ বিষয়ে (সে এখন অনেকটা ভালো)। ̃ ধা অব্য ক্রি-বিণ. অনেক প্রকারে, নানা দিক থেকে। ̃ প্রকার, &tilde ; বিধ, ̃ রূপ বিণ. নানারকম। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজের জন্য অনেক লোক জুটে গেলে মতভেদ ইত্যাদির ফলে কাজটাই পণ্ড হয়। 21)
অন্তঃ
(p. 32) antḥ (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলা। অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের। 30)
অন্তর্গূঢ়
(p. 32) antargūḍh় বিণ. ভিতরে বা মনের মধ্যে গুপ্ত (অন্তর্গূঢ় রহস্য); অপ্রকাশিত (অন্তর্গূঢ় বেদনা)। [সং. অন্তর্ + গূঢ়]। 44)
অপ্রকট
(p. 40) aprakaṭa বিণ. গোপন, অপ্রকাশিত; অন্তর্হিত, তিরোহিত। [সং. ন + প্রকট]। অপ্রকট হওয়া ক্রি. বি. (ধার্মিক পুরুষ বা মহাপুরুষদের সম্বন্ধে) দেহত্যাগ করা, মারা যাওয়া। অপ্রকটিত বিণ. অপ্রকাশিত, গোপন; গুপ্ত। 50)
অপ্রকাশ
(p. 40) aprakāśa বি. গোপন; প্রকাশ বা ব্যক্ত না হওয়া। বিণ. অপ্রকাশিত; গুপ্ত। অপ্রকাশিত বিণ. প্রকাশিত বা ব্যক্ত হয়নি এমন; গুপ্ত। অপ্রকাশ্য বিণ. প্রকাশ করা যায় না বা উচিত নয় এমন; গোপনীয়। [সং. ন + প্রকাশ]। 51)
অপ্রচার
(p. 40) apracāra বি. প্রচারের অভাব; লোকসমক্ষে প্রকাশের অভাব। [সং. ন + প্রচার]। অপ্রচারিত বিণ. প্রচার করা হয়নি এমন। 58)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070857
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767571
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364865
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720620
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697359
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594158
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543993
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন