Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পালাতে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আগাছা
(p. 82) āgāchā বি. অকেজো গাছ লতা তৃণ ইত্যাদি; বাজে গাছপালার জঞ্জাল। [বাং. আ + গাছ + আ]। 55)
আপীন
(p. 97) āpīna বি. 1 গবাদি পশুর স্তন বা পালান; 2 পালানের বাঁট। বিণ. সুপুষ্ট; স্ফীত। [সং. আ + √প্যায়্ + ত]। 11)
উটকো
(p. 119) uṭakō বিণ. 1 অপরিচিত (একটা উটকো লোকের সঙ্গে চলে গেল?); 2 বিশ্বাসের অযোগ্য (উটকো খবর); 3 অল্পকালস্হায়ী (উটকো ভাড়াটে); 4 বাজে; 5 অতি চঞ্চলচিত্ত; 6 যে স্ত্রী স্বামীর ঘর ছেড়ে কেবলই পালাতে চায় এমন। [দেশি]। 76)
উড়ু-উড়ু
(p. 119) uḍ়u-uḍ়u বিণ. 1 উড়তে উদ্যত (পাখিটা উড়ুউড়ু করছে); 2 পালাই-পালাই ভাবযুক্ত; 3 চঞ্চল (মন উড়ুউড়ু)। [বাং. উড়া]। 100)
এমন
(p. 148) ēmana সর্ব. বি. বিণ. ক্রি-বিণ. এইরকম, এহেন (এমন যে হবে তা জানতাম, এমন খেলা কে দেখেছে, এমন করেই মরে)। [বাং. এ (এই) + মন]। এমনই. এমনি1 বিণ. এইরকম (এমনি জিনিস যে হাত দিতেই ভেঙে গেল)। ক্রি-বিণ. এই রকমে ('এমনই করে ঘুরিব দূরে বাহিরে': রবীন্দ্র)। এমনকী অব্য. বেশি আর কী বলব, আর কী বলার আছে (এমনকী, সে মাকেও মানে না)। ̃ টি বি. এইরকম আর একটি (এমনটি আর পাবে না)। ̃ তরো বিণ. এইরকম, এই ধরনের (এমনতরো গুণ. এমনতরো মানুষ)। এমন-তেমন বিণ. তুচ্ছ; সাধারণ; অগ্রাহ্য করার মতো (সে কিন্তু মোটেই এমন-তেমন লোক নয়)। বি. 1 ব্যতিক্রম (নিয়ম থেকে এতটুকু এমন-তেমন হবার উপায় নেই); 2 বেগতিক; বিপদ (এমন-তেমন দেখলে পালাব)। 20)
কাঁধ
(p. 174) kān̐dha বি. স্কন্ধ; ঘাড়, শরীরের যে-অংশের সঙ্গে দুই হাত যুক্ত থাকে। [সং. স্কন্ধ]। কাঁধ দেওয়া ক্রি. বি. বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে অপরের কাঁধে পালাক্রমে বোঝা দেওয়া। কাঁধে কাঁধে মিলানো ক্রি. বি. পরস্পরের সহায়তায় কাজে অগ্রসর হওয়া; পরস্পরের সঙ্গে সহযোগিতা করা। কাঁধা-কাঁধি বি. পরস্পরের কাঁধে বহন করা। ক্রি-বিণ. একজনের কাঁধের উপরে বা পাশে একজন, তার কাঁধের উপরে বা পাশে আর একজন, এইভাবে (কাঁধাকাঁধি দাঁড়াও); একবার এর কাঁধে এবং আরেকবার অন্যজনের কাঁধে এইভাবে (কাঁধাকাঁধি বয়ে নিয়ে যাওয়া)। কাঁধে নেওয়া ক্রি. বি. (আল.) দায়িত্ব গ্রহণ করা। 82)
গতিক
(p. 239) gatika বি. 1 অবস্হা, দশা, হাল (শরীরের গতিক ভালো নয়); 2 উপায় (বেগতিক); 3 কৌশল (কোনো গতিকে পালাব)। [সং. গতি + ক; আঞ্চলিক ভাষায় অর্থান্তরিত]। 15)
গত্যন্তর
(p. 239) gatyantara বি. অন্য গতি বা উপায় (গত্যন্তর না দেখে লোকটা পালাল)। [সং. গতি + অন্তর]। 19)
গাথা
(p. 246) gāthā বি. 1 গেয় শ্লোক; 2 দেবতা অথবা কীর্তিমান নৃপতি ইত্যাদির প্রশংসামূলক গান ; 3 কাহিনিমূলক কবিতা, শ্লোক, গীতিকবিতাবিশেষ, ballad; 4 মঙ্গলকাব্যের পালাগান; 5 বর্ণনা (গুণগাথা) [সং. √গৈ + থ + আ]। 47)
গান
(p. 246) gāna বি. 1 কণ্ঠসংগীত; 2 সংগীত (আমি গান ভালোবাসি); 3 গীতিকবিতা, কবিতা; 4 গীতাভিনয় (পালাগান); 5 সুমধুর ধ্বনি (পাখির গান)। [সং. √গৈ + অন]। ওস্তাদি গান বি. ধ্রুপদ খেয়াল প্রভৃতি উচ্চাঙ্গের গান। চটকি গান বি. খেমটা প্রভৃতি হালকা চালের ও তালের গান। গানের দল বি. পেশাদারি গায়কের দল। 55)
গোস্তন
(p. 261) gōstana বি. 1 গাভীর স্তন, পালান; 2 চারটি নর বা পঙ্ক্তিবিশিষ্ট হার। [সং. গো + স্তন]। গোস্তনী বি. গোরুর স্তনের আকৃতিবিশিষ্ট ফলবিশেষ, আঙুর বা মনাক্কা। 21)
ঘটোধ্নী
(p. 265) ghaṭōdhnī বিণ. যার উধস্ বা পালান ঘটের মতো বৃহদাকার (ঘটোধ্নী গাভী)। [সং. ঘট + উধ্স + নী (স্ত্রী.)]। 21)
চুপি
(p. 290) cupi বি. নীরবতা। [বাং. চুপ + ই]। ̃ চাপি ক্রি-বিণ. গণ্ডগোল না করে অন্যের অগোচরে (চুপিচাপি সরে পড়া)। ̃ চুপি, চুপে চুপে ক্রি-বিণ. 1 খুব আস্তে আস্তে, ফিসফিস করে (চুপিচুপি বলা); 2 নিঃশব্দে, অন্যের অগোচরে (চুপিচুপি পালানো)। ̃ সারে ক্রি-বিণ. চুপিচুপি, নিঃশব্দে; অন্যের অগোচরে, গোপনে। চুপে ক্রি-বিণ. (সচ. কাব্যে) নীরবে, নিঃশব্দে। 95)
ছাতিম
(p. 304) chātima বি. পাতা ও ডালপালাসহ ছাতার মতো আকৃতিযুক্ত গাছবিশেষ, সপ্তপর্ণী। [বাং. ছাতি + ম, তু-সং. সপ্তপর্ণ]। 14)
জাগরণ
(p. 320) jāgaraṇa বি. 1 নিদ্রাভঙ্গ; 2 নিদ্রাহীনতা; 3 জাগ্রত অবস্হা; 4 কীর্তনাদি পালাগানের অঙ্গবিশেষ; 5 (আল.) নিষ্ক্রিয় বা অচেতন অবস্হা থেকে মুক্তি; 6 উদ্দিপনা; 7 চৈতন্যলাভ (জাতির জাগরণ, নবজাগরণ)। [সং. √ জাগৃ + অন]। জাগরণী বি. জাগরণগান; জাগরণপর্ব। বিণ. জাগরণবিষয়ক। 14)
জাগা
(p. 320) jāgā ক্রি. বি. 1 নিদ্রোত্থিত হওয়া, ঘুম থেকে ওঠা (খুব ভোরে জেগে যাই); 2 না ঘুমানো, বিনিদ্র থাকা (রাত জাগা ভালো নয়); 3 প্রবৃদ্ধ হওয়া, চেতনা লাভ করা ('জাগিয়া উঠেছে প্রাণ': রবীন্দ্র); 4 উদিত হওয়া (মনে একটা প্রশ্ন জেগেছে); 5 উঁচু হয়ে থাকা (কাঁটাটা জেগে আছে, জলের মধ্যে ডালপালাগুলো জেগে আছে)। [সং. জাগৃ + বাং আ]। ̃ নো বি. ক্রি. 1 ঘুম ভাঙানো ('ওরে জাগায়ো না': রবীন্দ্র); 2 প্রবুদ্ধ বা সচেতন করা; 3 সতর্ক করা; 4 স্মরণ করানো। বিণ. উক্ত সব অর্থে। 19)
জো
(p. 327) jō বি. সুযোগ, উপায় (পালাবার জো নেই)। [সং. যোগ]। 92)
ঝাড়1
(p. 336) jhāḍ়1 বি. 1 ঝোপ, ঘন ডালপালার গুচ্ছ (বাঁশঝাড়, গোলাপের ঝাড়); 2 গোষ্ঠী, বংশ (শয়তানের ঝাড়, ঝাড়েরবংশে শেষ হয়ে যাওয়া); 3 বহু শাখাযুক্ত দীপাধার বা লণ্ঠন (বলোয়ারি ঝাড়)। [সং. ঝাট (রাশীকৃত, একত্রবদ্ধ)]। 24)
তখন
(p. 363) takhana ক্রি-বিণ. সেইসময়, সে কালে, সে যুগে (তখন তুমি কোথায় ছিলে?) তখন কলকাতায় ঘোড়ায়-টানা ট্রাম চলত)। সমু. তব্য. 1 তবে, তা হলে (বাপ মরুক, তখন বুঝবে ঠেলা); 2 তাই, সেইজন্য, তার ফলে (তাকে অনেক করে বোঝানো হল, তখন সে বুঝল); 3 অবশেষে (চোর পালাল, তখন গৃহস্হের ঘটে বুদ্ধি এল)। বি. সেইসময়, সেই কাল (তখন থেকে এক বছর)। [সং. তত্ক্ষণ]। ̃ ই, তখনি অব্য. সেই মুহূর্তেই, তত্ক্ষণাত্। ̃ কার বিণ. সেইসময়ের (তখনকার ব্যাপারই আলাদা); সে কালের, সে যুগের (তখনকার দিন)।
দেওয়া
(p. 419) dēōẏā ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 2)
ধাঁ
(p. 433) dhā অব্য. 1 সহসা আগুন জ্বলার বা প্রহারের শব্দ; 2 দ্রুত গতির ভাবসূচক, ঝাঁ, চট (ধাঁ করে ছুটে যাওয়া)। [ধ্বন্যা.]। ̃ ই বি. সহসা ও সজোরে মারার শব্দ। ধাঁ করে ক্রি-বিণ. 1 সহসা এবং সজোরে; 2 দ্রুত (ধাঁ করে পালাল)। 20)
পড়েন2
(p. 486) paḍ়ēna2 বি. ওজন করবার বাটখারা (পালাপড়েন)। [সং. প্রতিমান]। 47)
পালা2
(p. 513) pālā2 বি. 1 পর্যায়, ক্রম, বার (সবশেষে আমার পালা); 2 গীত বা নাটকের বিষয় (বেহুলা-লখিন্দরের পালা, পালাবদল)। [প্রাকৃ. পল্লঅ]। ̃ কীর্তন বি. কোনো কাহিনী অবলম্বনে কীর্তনগান। ̃ গান বি. গীতসংবলিত নাটক। ̃ জ্বর বি. ঘুরেফিরে অর্থাত্ পালাক্রমে আসে এমন জ্বর। 173)
পালান1
(p. 518) pālāna1 বি. ভারবাহী পশুর পিঠে গদি। [ফা. পালান্ তু. সং. পল্যয়ন]। 3)
পালান2
(p. 518) pālāna2 বি. গোরু-মোষের স্তন, udder. [দেশি]। 4)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070793
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767550
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364842
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720613
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697353
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594155
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543968
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542020

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন