Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্লজ্জ; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ্রগল্ভ
(p. 40) apragalbha বিণ. 1 অবিনীত বা নির্লজ্জ নয় এমন; 2 বিনীত; 3 লাজুক; কুণ্ঠিত। [সং. ন + প্রগল্ভ]। 56)
কান2
(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ̃ কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ̃ খুশকি, ̃ খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। 20)
কালা-মুখ
(p. 186) kālā-mukha বিণ. 1 কলঙ্কলিপ্ত মুখবিশিষ্ট; 2 কলঙ্কী; 3 নির্লজ্জ, বেহায়া (এমন কালামুখ লোক আর দেখিনি)। বি. কলঙ্কলিপ্ত মুখ (ও কালামুখ আর দেখিয়ো না)। কালা-মুখো বিণ. কলঙ্কী; নির্লজ্জ। বিণ. (স্ত্রী.) কালা-মুখী। 52)
তেঁদড়, ত্যাঁদড়
(p. 375) tēn̐daḍ়, tyān̐daḍ় বিণ. 1 ধুরন্ধর, অত্যন্ত বেয়াড়া এবং দুষ্টবুদ্ধিসম্পন্ন; 2 বেহায়া, নির্লজ্জ; 3 ধৃষ্ট। [দেশি]। তেঁদড়ামি বি. বেয়াড়াপনা, দুষ্টামি, ধৃষ্টতা, নির্লজ্জতা। 266)
ধার্ষ্টামি, ধার্ষ্টামো, ধাষ্টামি, ধাষ্টামো
(p. 433) dhārṣṭāmi, dhārṣṭāmō, dhāṣṭāmi, dhāṣṭāmō বি. 1 ধৃষ্টতা, স্পর্ধা; 2 নিন্দনীয় ও নির্লজ্জ আচরণ। [সং. ধৃষ্ট + বাং. আমি, আমো]। 89)
ধৃষ্ট
(p. 439) dhṛṣṭa বিণ. 1 উদ্ধত, দুর্বিনীত; 2 স্পর্ধিত্ব; 3 প্রগল্ভ; 4 নির্লজ্জ; 5 লম্পট। বি. (অল.) নির্লজ্জ নায়কবিশেষ। [সং. √ ধৃষ্ + ত]। বি. ̃ তা। স্ত্রী. ধৃষ্টা। 43)
ধেই-ধেই
(p. 439) dhēi-dhēi বি. অব্য. 1 তাণ্ডব নৃত্যের ভঙ্গি বা শব্দ; 2 নির্লজ্জ বা উদ্দাম নাচের ভঙ্গি (ধেইধেই করে নেচে বেড়ানো); 3 নির্লজ্জভাবে ঘুরে বেড়ানোর ভাব। [ধ্বন্যা.]। 46)
নাক2
(p. 451) nāka2 বি. নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়, দুটি ছিদ্রযুক্ত যে দেহাঙ্গ দিয়ে ঘ্রাণ ও শ্বাস নেওয়া হয়। [সং. নক্র + (নাসাগ্র) প্রাকৃ. নক্ক]। নাক উঁচানো, নাক তোলা, নাক বাঁকানো ক্রি. বি. (আল) ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। ̃ কাটা বিণ. 1 নাক কাটা গেছে এমন; 2 (আল.) বেহায়া, নির্লজ্জ। ̃. খত, নাকে খত বি. নিজের অপরাধের বা ভুলের প্রায়শ্চিত্তবিশেষ। ̃. ছাবি বি নাকে পরবার অলংকারবিশেষ। নাক ঝাড়া ক্রি. বি. নাকের ভিতর থেকে শ্লেষ্মা বার করার জন্য জোরে নাক দিয়ে শ্বাস ফেলা বা শ্লেষ্মা বার করা। নাক টেপা ক্রি. বি. ব্রাহ্মণদের আহ্নিকের প্রক্রিয়ার অনুকরণে) পূজা আহ্নিকের ভান করা। নাক ডাকা ক্রি. বি. ঘুমন্ত লোকের নাক থেকে শব্দ বার হওয়া। নাক বিধাঁনো (বেঁধানো) ক্রি. বি. নাকছাবি নোলক প্রভৃতি গয়না পরবার জন্য জন্য নাকে ছিদ্র করানো। নাক মলা, নাক-কান মলা ক্রি. বি. নি়জের ভুল বা অপরাধের প্রায়শ্চিত্তস্বরূপ নাক (বা নাক-কান) মলা; (আল.) আর ভুল বা অপরাধ না করার প্রতিজ্ঞা করা। নাক সিঁটকানো ক্রি. বি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। নাকে কান্না বি. খোনা সুরে কান্না; বায়না বা আবদার নিয়ে কান্না। নাকে-মুখে গোঁজা ক্রি. বি. অতি দ্রুত খাওয়া, তাড়াহুড়ো করে কোনোরকমে খাওয়া। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা ক্রি. বি. পরের ক্ষতি করবার জন্য নিজের বড়রকম ক্ষতি করা। 27)
নির্ঘৃণ
(p. 468) nirghṛṇa বিণ. 1 যার ঘৃণা নেই; 2 নির্লজ্জ, বেহায়া (নির্ঘৃণ আচরণ); 3 নিষ্ঠুর। [সং. নির্ + ঘৃণা]। 47)
নির্লজ্জ
(p. 473) nirlajja বিণ. লজ্জাহীন, বেহায়া (নির্লজ্জ উক্তি, নির্লজ্জের মতো আচরণ)। [সং. নির্ + লজ্জা]। বি. ̃ তা। 9)
নিলজ্জ
(p. 473) nilajja বিণ. নির্লজ্জ -র কোমল ও কাব্যরূপ ('নিলজ্জ নীল আকাশ': রবীন্দ্র)। 18)
প্রগল্ভ
(p. 538) pragalbha বিণ. 1 দাম্ভিক, উদ্ধত; 2 ধৃষ্ট, মান্য ব্যক্তির সম্মানরক্ষা না করে কথা বলে এমন; 3 বেহায়া, নির্লজ্জ; 4 সপ্রতিভ; 5 নির্ভীক। [সং. প্র + √ গল্ভ্ + অ]। বি. ̃ তা। প্রগল্ভা বিণ. প্রগল্ভ -র স্ত্রীলিঙ্গ। বি. কামান্ধা রতিকুশলা তরুণী নায়িকা। প্রাগল্ ভ্য বি. প্রগল্ভতা ('দুর্নিবার পতাকার প্রাগল্ ভ্য কেবল': সু. দ.)। 8)
প্রাগ্লভ্য
(p. 554) prāglabhya বি. 1 প্রগল্ভতা; 2 ঔদ্ধত্য; 3 স্ত্রীলোকের প্রণয়াদিতে নির্লজ্জতা। [সং. প্রগল্ভ + য]। 6)
বিলজ্জ
(p. 625) bilajja বিণ. লজ্জাহীন, নির্লজ্জ। [সং. বি + লজ্জা]। 15)
বেআবরু
(p. 633) bēābaru বিণ. 1 পর্দা বা আবরণ সরিয়ে ফেলা হয়েছে এমন, আবরণহীন; 2 নির্লজ্জ; 3 ইজ্জতভ্রষ্ট। [ফা. বে + আবরু]। 98)
বেলেল্লা
(p. 642) bēlēllā বিণ. 1 উচ্ছৃঙ্খল ও লম্পট; 2 নির্লজ্জ; 3 বখাটে; 4 মাতাল। [ফা. বে + আ. লিল্লাহ্]। ̃ গিরি, ̃ পনা বি. উচ্ছৃঙ্খল, অশালীন ও নির্লজ্জ আচরণ। 29)
বেল্লিক
(p. 642) bēllika বিণ. 1 বেহায়া, নির্লজ্জ; 2 লম্পট; 3 দুশ্চরিত্র; 4 ভাঁড় বা বিদূষক। [সং. ব্যলীক]। 34)
বেশরম
(p. 642) bēśarama বিণ. নির্লজ্জ, বেহায়া। [ফা. বে + শরম]। 41)
বেহায়া
(p. 642) bēhāẏā বিণ. নির্লজ্জ। [ফা. বে + আ. হায়া]। ̃ পনা বি. নির্লজ্জতা, নির্লজ্জ আচরণ। 61)
লজ্জা
(p. 755) lajjā বি. 1 গোপনীয় বিষয় প্রকাশিত হওয়ার জন্য বা অনুচিত ও অশোভন কাজ বা ব্যাপারের জন্য অস্বস্তিজনক ভাব, শরম, ব্রীড়া; 2 অস্বস্তির জন্য কোনো কথা বলতে বা কোনো কাজ করতে মানসিক বাধা, সংকোচ, কুণ্ঠা। [সং. লজ্জ্ + অ + আ]। ̃ .কর, ̃ .জনক বিণ. লজ্জার কারণযুক্ত, লজ্জা অনুভব হয় এমন। ̃ .নত, ̃ ব-নত বিণ. কুণ্ঠার দরুন মুখ তুলতে পারছে না এমন, লজ্জায় মাথা নিচু হয়ে আছে এমন। ̃ .বান, ̃ .শীল বিণ. লাজুক, লজ্জাযুক্ত। স্ত্রী.̃ .বতী ̃ .শীলা, বি. ̃ .বত্তা, ̃শীলতা। লজ্জাবতী লতা বি. লতাবিশেষ, যার পাতা স্পর্শমাত্রেই সংকুচিত হয়। ̃ .হীন, ̃ .শূন্য বিণ. নিলা়জ, নির্লজ্জ, বেহায়া। স্ত্রী. ̃ .হীনা, ̃ .শূন্যা। বি. ̃ .হীনতা, ̃ .শূন্যতা। লজ্জিত বিণ. লজ্জাযুক্ত, লজ্জা পেয়েছে এমন। স্ত্রী. লজ্জিতা। 10)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073531
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768536
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365868
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720994
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697946
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594571
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545010
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542265

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন