Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছ্যাঁক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

চোর
(p. 298) cōra বি. যে ব্যক্তি গোপনে অন্যের জিনিস নেয় বা অপহরণ করে, তস্কর। [সং. √চুর্ + অ]। বি. (স্ত্রী.) চোরী, ̃ নি। ̃ কাঁটা বি. তৃণজাতীয় বন্য গুল্মবিশেষ যার কাঁটার মতো ফল কাপড়ে বিঁধে যায়। ̃ কুঠুরি বি. গুপ্তকক্ষ। ̃ চূড়া-মণি বি. (কৌতু.) চোরের রাজা, মার্কামারা চোর। চোর-চোর খেলা বি. ছোটদের খেলাবিশেষ-এতে একজন চোর সাজে এবং অন্যেরা তাকে ধরার চেষ্টা করে। চোর-ছ্যাঁচড় বি. চোর ও প্রতারক। চোরে চোরে মাসতুতো ভাই (মন্দার্থে) একই অন্যায় কাজের কাজি; সমব্যবসায়ী। চোরের উপর বাটপাড়ি চোরের কাছ থেকে চোরাই মাল চুরি। চোরের ধন বাটপাড়ে খায় চোর চুরির ধন প্রায়ই ভোগ করতে পারে না; অর্থাত্ অসত্ উপায়ে অর্জিত ধন ভোগে আসে না। চোরের মায়ের কান্না (আল.) লজ্জাকর বা অন্যায় কাজের জন্য শাস্তিভোগের ফলে নিষ্ফল ও গোপন বিলাপ। চোরের মায়ের বড় গলা যে যত বেশি অসত্ সে-ই তত বেশি সাধুতার ভান করে বা অন্য অপরাধীদের উপর তম্বি করে। 20)
চ্যাংড়া
(p. 299) cyāṇḍ়ā বিণ. 1 অর্বাচীন; 2 অপরিণতবুদ্ধি; 3 চপলমতি; 4 ছ্যাবলা। বি. অপরিণতবুদ্ধি তরুণ। [দেশি]। ̃ মি, ̃ মো বি. চ্যাংড়ার ভাব, ছ্যাবলামি। 32)
ছক্কড়
(p. 301) chakkaḍ় বি. নড়বড়ে ঘোড়ার গাড়ি। [সং. শকট-তু. ছ্যাকড়া]। 8)
ছেঁক2, ছ্যাঁক
(p. 304) chēn̐ka2, chyān̐ka অব্য. বি. সহসা উত্তপ্ত তেলে কিছু পড়ার বা উত্তপ্ত কিছুতে জল পড়ার শব্দ। [ধ্বন্যা.]। ছেঁক ছেঁক, ছ্যাঁক ছ্যাঁক অব্য. বি. 1 ক্রমাগত ছেঁক শব্দ; 2 ঈষত্ তাপপ্রকাশক (গা-টা ছ্যাঁক ছ্যাঁক করছে)। 120)
ছেঁচড়, ছ্যাঁচড়
(p. 304) chēn̐caḍ়, chyān̐caḍ় বিণ. 1 প্রতারক; 2 নীচপ্রকৃতির; 3 দেনা সহজে শোধ করতে চায় না এমন। [হি. ছিছোড়]। 123)
ছেঁচড়া2, ছ্যাঁচড়া2
(p. 304) chēn̐caḍ়ā2, chyān̐caḍ়ā2 বি. মাছের কাঁটা তেল প্রভৃতির সঙ্গে শাকসবজি মিশিয়ে তৈরি ব্যঞ্জনবিশেষ। [দেশি]। 124)
ছেকড়া, ছ্যাঁকড়া
(p. 304) chēkaḍ়ā, chyān̐kaḍ়ā বি. নিকৃষ্ট শ্রেণির ভাড়াটে ঘোড়ার গাড়ি। [সং. শকট; ছক্কড় দ্র]। 135)
ছেপ
(p. 304) chēpa (উচ্চা. ছ্যাপ্) বি. (আঞ্চ.) থুতু, নিষ্ঠীবন। [হি. ছেপ]। 141)
ছেবলা, ছ্যাবলা
(p. 304) chēbalā, chyābalā বিণ. 1 লঘুপ্রকৃতি; বালকের মতো চপল; 2 বাচাল, প্রগল্ভ। [তু. সং. চপল]। ̃ মি, ̃ মো বি. ছেবলা আচরণ বা স্বভাব। 143)
ছ্যাঁক, ছ্যাঁচড়, ছ্যাঁচড়া
(p. 304) chyān̐ka, chyān̐caḍ়, chyān̐caḍ়ā যথাক্রমে ছেঁক, ছেঁচড় ও ছেঁচড়া -র বানানভেদ। 175)
ছ্যাঁত্
(p. 304) chyān̐t বি. অব্য. ভয়ের ভাব, ভয়ে শিউরে ওঠা (বুকটা ভয়ে ছ্যাঁত্ করে উঠল)। [দেশি-তু. ছাঁত্]। 176)
ছ্যাকড়াগাড়ি
(p. 304) chyākaḍ়āgāḍ়i দ্র ছেকড়া। 177)
ছ্যাত্লা, ছ্যাতলা
(p. 304) chyātlā, chyātalā দ্র ছাতলা। 178)
ছ্যাবলা, ছ্যাবলামি
(p. 304) chyābalā, chyābalāmi যথাক্রমে ছেবলা ও ছেবলামি -র বানানভেদ।
রাশ2
(p. 743) rāśa2 বি. 1 স্তুপ, গাদা (রাশ রাশ ময়লা); 2 জন্মরাশি (রাশনাম); 3 প্রকৃতি (রাশভারী)। [সং. রাশি]। ̃ .নাম বি. জন্মরাশি অনুযায়ী নাম। ̃ .পাতলা বিণ. ছ্যাবলা, চটুল স্বভাববিশিষ্ট। ̃ .ভারী বিণ. গম্ভীর। ̃ .হালকা বিণ. লঘু স্বভাবের। 20)
লঘু
(p. 753) laghu বিণ. 1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.) 2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন); 3 সামান্য (লঘু পাপ); 4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়); 5 অগম্ভীর (লঘু সুরের গান); 5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি); 7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ); ̃ সহজবোধ্য (লঘুপাঠ); 9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি); 1√ অসার; 11 তরল 12 সূক্ষ্ম; 13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)। [সং. √ লন্ঘ্ + উ]। বি. ̃ .তা, ̃ ত্ব। ̃ .ক্রিয়া বি. সামান্য ব্যাপার (তু. বহ্বারম্ভে লঘুক্রিয়া)। ̃ .গামী (-মিন্) বিণ. দ্রুত ও স্বচ্ছন্দে চলতে পারে এমন। ̃ .গুরু-জ্ঞান, ̃.গুরু-বোধ বি. বয়ঃকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা বা সেই অনুযায়ী উপযুক্ত আচরণ। ̃ .চিত্ত, ̃ .চেতা (-তস্) বিণ. সংকীর্ণমনা; গাম্ভীর্যহীন; ছ্যাবলা। ̃ .জ্ঞান বি. তুচ্ছ বা হেয় বলে মনে করা। ̃ .ত্রিপদী বি. বাংলা ছন্দবিশেষ। ̃ .পদে ক্রি-বিণ. হালকা অথচ ক্ষিপ্র পায়ে। ̃ .পাক বিণ. সহজে হজম হয় এমন, সহজপাচ্য (লঘুপাক খাবার)। ̃ .ভোজন বি. হালকা বা সহজপাচ্য আহার। ̃ .সংগীত বি. হালকা ধরনের সংগীত। ̃ .হস্ত বিণ. শীঘ্রকারী, ক্ষিপ্রহস্ত। 45)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069968
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767250
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364418
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720455
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697178
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594021
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543447
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541942

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন