Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চাতুরী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উপধি
(p. 132) upadhi বি. 1 ছল, চাতুরী, কপটতা; 2 রথের চাকা। [সং. উপ + √ ধা + ই]। 19)
কপট
(p. 162) kapaṭa বিণ. 1 কৃত্রিম (কপট স্নেহ); 2 ছদ্ম (কপট বেশ); 3 শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী ('কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস': ক. ক.)। [সং. √ কপ্ + অট]। ̃ তা, কপট্য বি. শঠতা, প্রতারণা, চাতুরী। ̃ চারী (-রিন্) বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। ̃ পটু বিণ. কপট আচরণে দক্ষ। ̃ প্রবন্ধ বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ বি. ছলনা। কপটাচারী (-রিন্) বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্) বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী। 27)
কল2
(p. 169) kala2 বি. 1 যন্ত্র (ঘডির কল, সেলাইয়ের কল); 2 বন্দুকের ঘোড়া; 3 যন্ত্রসমন্বিত কারখানা (তেলকল); 4 ফাঁদ (কল পাতা, ইঁদুরের কল); 5 কৌশল, চাতুর্যপূর্ণ উপায় (কলেকৌশলে); 6 প্যাঁচ (তালার কল); 7 যা ঘুরিয়ে খোলা বা বন্ধ করা হয় (জলের কল)। [তু সং. √ কল্ (=গতি), হি. কল]। ̃ কব্জা বি. যন্ত্রপাতি। ̃ কার-খানা বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উত্পাদনের স্হান, মিল ( mill), ফ্যাক্টরি। ̃ ঘর বি. 1 (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর; 2 বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান আগের যুগের গ্রামোফোন যন্ত্র; রেকর্ড বাজিয়ে গান শোনার পুরোনো যন্ত্রবিশেষ। কলের পুতুল 1 যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়; 2 (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক। কলের মানুষ মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক. 37)
কলা1
(p. 169) kalā1 বি. 1 চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ; 2 রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ; 3 কালের অংশবিশেষ (8 সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়; 4 লেশ, ক্ষুদ্র অংশ; 5 (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.); 6 শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা); 7 শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা; 8 সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য; 9 চিত্তবৃত্তি; 1 ছলচাতুরী (ছলাকলা)। [সং. √ কল্ + অ + আ]। ̃ কুশল বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাত্ নৃত্যগীতাদিতে দক্ষ। ̃ ধর বি. 1 চন্দ্র; 2 শিব। ̃ নিধি বি. চন্দ্র। ̃ বত্ বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)। ̃ বতী বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা। ̃ বিদ্যা বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা। ̃ ভবন বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্হান। ̃ ভৃত্ বি. 1 চন্দ্র; 2 শিল্পী; 3 শিব। কারু-কলা বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প। চারু-কলা, ললিত-কলা বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts. শিল্প-কলা বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প। 67)
কৌশল
(p. 210) kauśala বি. 1 কুশলতা, নিপুণতা; 2 কারিগরি, সাধনচাতুর্য (শিল্পকৌশল); 3 ছল, ফন্দিফিকির (কৌশলে কার্যোদ্ধার করা)। [সং. কুশল + অ]। কৌশলী বিণ. 1 কুশলতাসম্পন্ন, নিপুণ; 2 ফিকিরবাজ, ফন্দিবাজ। 94)
চতুরালি
(p. 277) caturāli বি. চাতুরী, ছল, ছলনা, চালাকি। [সং. চতুর + বাং. আলি]। 9)
চাতুরালি
(p. 281) cāturāli বি. 1 চতুরতা; 2 শঠতা, ধূর্ততা। [চতুরালি-র অশু. রূপ]। 97)
চাতুরী, চাতুর্য
(p. 281) cāturī, cāturya বি. 1 চতুরতা; 2 নৈপুণ্য (গঠনচাতুর্য); 3 শঠতা, ধূর্ততা, চালাকি। [সং. চতুর + অ + ঈ, চতুর + য]। 98)
চাতুর্বর্ণ্য
(p. 281) cāturbarṇya বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র-হিন্দুজাতির এই চার বর্ণ বা তাদের পালনীয় ধর্ম। বিণ. চতুর্বর্ণসম্বন্ধীয়। [সং. চতুর্বর্ণ + য]। 99)
চাতুর্মাস্য
(p. 281) cāturmāsya বি. চার মাসে নিষ্পন্ন করা হয় এমন ব্রতবিশেষ। [সং. চতুর্মাস + য]। চাতুর্মাস্যা বি. চাতুর্মাস্য ব্রত। 100)
চাতুর্য
(p. 281) cāturya দ্র চাতুরী। 101)
চালাক
(p. 281) cālāka বিণ. 1 চতুর, বুদ্ধিমান; 2 ধূর্ত। [ফা. চালাক্]। চালাকি বি. চাতুরী, ধূর্তামি; ফন্দি। 174)
চিটিং-বাজ
(p. 288) ciṭi-mbāja বি. ঠক, প্রতারক। [ইং. cheating + ফা. বাজ]। চিটিং-বাজি বি. প্রতারণা; ছল-চাতুরী। 18)
চোখ
(p. 297) cōkha বি. 1 দৃষ্টির ইন্দ্রিয়, চক্ষু (চোখের অসুখ); 2 দৃষ্টি, নজর (স্নেহের চোখে দেখা); 3 সুজনর, অনুকুল দৃষ্টি (তোমার প্রতি তার চোখ আছে); 4 লোলুপ দৃষ্টি (পরের জিনিসে চোখ দিয়ো না); 5 বাঁশ আখ আনারস প্রভৃতির অঙ্কুরোদগমের স্হান। [সং. চক্ষুস]। চোখ উলটানো ক্রি. বি. মৃত্যুর ঠিক আগে হঠাত্ চোখ অপলক অবস্হায় স্হির হওয়া। চোখ ওঠা ক্রি. বি. চোখের একটি বিশেষ রোগ হওয়া; চোখ লাল হওয়া এবং চোখে পিচুটি কাটা। চোখ কাটানো ক্রি. বি. চিকিত্সার জন্য চোখে অস্ত্রোপচার করানো। চোখ খাওয়া ক্রি. বি. দৃষ্টিহীন হওয়া। ̃ খাগি, ̃ খাকি বিণ. বি. (স্ত্রী.) (গালিতে) দৃষ্টিহীনা, কানি। পুং. ̃ খেগো, ̃ খেকো। চোখ খোলা ক্রি. বি. জাগা; সতর্ক হওয়া; জ্ঞানলাভ করা বা করানো (এ ব্যাপারে সে-ই তো তোমার চোখ খুলে দিয়েছে)। চোখ-গেল বি. কোকিলজাতীয় পাখি; পাপিয়া-এই পাখি 'চোখ গেল' এইরকম ডাকে। চোখ ঘোরানো, চোখ পাকানো ক্রি. বি. চার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা। চোখ চাওয়া ক্রি. বি. 1 (প্রধানত নিদ্রা বা মূর্ছার পরে) চোখ মেলা; 2 প্রসন্ন বা অনকূল হওয়া (এতদিনে ভগবান চোখ চেয়েছেন)। চোখ ছলছল করা ক্রি. বি. দুঃখ শোক অভিমান প্রভৃতির দরুন অবরুদ্ধ অশ্রুতে চোখ ভরে যাওয়া। চোখ ঝলসানো ক্রি. বি. অতিরিক্ত আলো বা উজ্জ্বলতায় চোখ ধাঁধানো। চোখ টাটানো ক্রি. বি. 1 চোখে বেদনা বোধ হওয়া; 2 ঈর্ষান্বিত হওয়া। চোখ টেপা, চোখ ঠারা ক্রি. বি. 1 চোখের ভঙ্গির দ্বারা ইশারা করা; 2 মিথ্যা স্তোক দেওয়া (নিজের মনকে চোখ ঠারা)। চোখ পড়া ক্রি. বি. মনোযোগ আকৃষ্ঠ হওয়া। চোখপাকানো - চোখ ঘোরানো দ্র। চোখ ফোটা ক্রি. বি. 1 জন্মের পর প্রথম চোখের পাতা খোলা; 2 প্রকৃত তথ্য অবগত হওয়া; ভুল ধারণা থেকে মুক্ত হয়ে প্রকৃত অবস্হা জানতে পারা; 3 জ্ঞানলাভ করা। চোখ বুজে ক্রি-বিণ. বিচারবিবেচনা বিসর্জন দিয়ে (চোখ বুজে হুকুম তামিল করা)। চোখ বোজা ক্রি. বি. 1 (আল.) মরে যাওয়া; 2 ঘুমানো। চোখ বোলানো ক্রি. বি. অগভীরভাবে বা দ্রুত দেখা বা পড়া। (বইয়ের পাতায় চোখ বোলানো)। চোখ মটকানো ক্রি. বি. চোখের ইঙ্গিত বা ইশারা করা। চোখ মারা ক্রি. বি. (অশি.) এক চোখ বুজে অশ্লীল ইঙ্গিত করা। চোখ রাঙানো ক্রি. বি. রাগে চোখ লাল করা; রাগ দেখানো। চোখে আঙুল দিয়ে দেখানো ক্রি. বি. প্রমাণ দিয়ে স্পষ্ট বা সন্দেহাতীতভাবে বোঝানো। চোখে চোখে রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি রাখা; দৃষ্টির বাইরে যেতে না দেওয়া। চোখে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া; নজরে লাগা। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। চোখে-মুখে কথা বলা ক্রি. বি. বাচালতা করা বা বেশি কথা বলা; বাক্চাতুর্য করা। চোখে লাগা ক্রি. বি. 1 পছন্দ হওয়া; 2 বিসদৃশ মনে হওয়া। চোখে সরষে ফুল দেখা ক্রি. বি. (আল.) বিপদে পড়ে দিশাহারা হওয়া। চোখের দেখা বি. অল্পক্ষণের জন্য দেখা; কথাবার্তা নয়, শুধু দেখা। চোখের নেশা বি. কেবল দেখবার জন্য উত্কট মোহ। চোখের পরদা (আল.) বি. লজ্জাসংকোচ। চোখের পলক বি. নিমেষ; মুহুর্তকাল। চোখের পাতা বি. চোখের পল্লব, চোখের উপরের চামড়া; (আল.) লজ্জা। চোখের বালি বি. (আল.) চোখের পীড়া বা বিরক্তির কারণ; চক্ষুশূল লোক। চোখের ভূল বি. দেখার ভূল। কটা চোখ, বিড়াল চোখ বি. পীতাভ তারকাযুক্ত চোখ। ভালো চোখ বি. নীরোগ চোখ; অনুকূল দৃষ্টি। মন্দ চোখ বি. বিরূপ দৃষ্টি। রাঙা চোখ, লাল চোখ বি. ক্রোধে বা নেশায় লাল-হওয়া চোখ। সাদা চোখ বি. অবিকৃত বা স্বাভাবিক দৃষ্টি; যে দৃষ্টি নেশায় বা কুসংস্কারে আচ্ছন্ন নয়। চোখা-চোখি বি. পরস্পর দেখা, পরস্পরের চোখে চোখে মিলন; সামনাসামনি উপস্হিতি। 4)
ছল
(p. 301) chala বি. 1 ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে); 2 উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে); 3 রূপ, আকার ('বৃষ্টি ছলে মেঘ কাঁদে': ভা. চ.); 4 ইঙ্গিত, ইশারা ('কথা কয় ছলে': ভা. চ.); 5 ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে); 6 দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)। বিণ. কপট, ছদ্ম। [সং. √ ছল্ + অ]। ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা। ̃ কপট, ̃ চাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী। ̃ ছুতো বি. 1 অছিলা; 2 সামান্য ত্রুটি। 51)
ছিনাল
(p. 304) chināla বি. ভ্রষ্টা নারী, কুলটা; ব্যভিচারিণী স্ত্রীলোক। [প্রাকৃ. ছিন্নাল]। ছিনালি বি. ভ্রষ্টা নারীর চাতুরী হাবভাব বা মিথ্যা প্রণয়, মান-অভিমানের ভান। 72)
তঞ্চ
(p. 364) tañca বি. 1 প্রতারণা; ছলনা; 2 কৌশল। [সং. √ তঞ্চ্ + অ]। ̃ বিণ. প্রবঞ্চক, প্রতারক, বঞ্চনাকারী, ঠগ। [সং. √ তঞ্চ্ + অক]। ̃ কতা বি. প্রবঞ্চনা, প্রতারণা, চাতুরী। 14)
নাগরালি
(p. 452) nāgarāli বি. 1 নাগরের ভাব বা প্রণয়ীর ভাব; 2 প্রণয়চাতুর্য; 3 লাম্পট্য; 4 রসিকতা। [সং. নাগর + বাং. আলি]। 22)
প্রবন্ধ
(p. 546) prabandha বি. 1 রচনা, নিবন্ধ, সন্দর্ভ, কোনো বিষয় সম্পর্কে গদ্যে রচিত আলোচনা; 2 পূর্বাপর সংগতি; 3 আরম্ভ; 4 কৌশল, চাতুরী (কপট প্রবন্ধ, 'যতেক প্রবন্ধ করে নিশাচরগণে': কৃত্তি)। [সং. প্র + √ বন্ধ্ + অ]। ̃ কার বিণ. বি. প্রবন্ধরচয়িতা, প্রবন্ধের লেখক। 54)
বাক্
(p. 591) bāk (বাচ্) বি. 1 বাক্য, শব্দ, কথা (বাক্সর্বস্ব); 2 বিদ্যা; 3 সরস্বতী (বাগ্দেবী); 4 বাগিন্দ্রিয়। [সং. √ বচ্+ ক্বিপ্]। ̃ কলহ বি. ঝগড়া; তর্কাতর্কি। ̃ চাতুরী, ̃ চাতুর্য বি. 1 কথা বলার দক্ষতা; 2 ছলনাপূর্ণ কথা। ̃ ছল বি. 1 কথার কৌশল; 2 দ্ব্যর্থক কথা; 3 ছলনাপূর্ণ কথা। ̃ পটু বিণ. কথা বলতে দক্ষ। ̃ পতি বি. বাগীশ; বাচস্পতি। ̃ পারুষ্য বি. কর্কশ বা রূঢ় কথা; অপমানকর উক্তি, কটূক্তি। ̃ প্রণালী বি. কথা বলার কায়দা বা রীতি। ̃ প্রপঞ্চ বি. কথার ধাঁধা বা হেঁয়ালি। ̃ বিতণ্ডা বি. তর্কাতর্কি, কথা কাটাকাটি; ঝগড়া। ̃ রোধ বি. কথা বলার শক্তি লোপ; কথা বা স্বর বন্ধ হওয়া। ̃ শক্তি বি. কথা বলার ক্ষমতা। ̃ সংযম বি. মিতভাষিতা। ̃ সর্বস্ব বিণ. কেবল কথা বলতেই ওস্তাদ এমন। ̃ সিদ্ধা। ̃ স্ফূর্তি বি. কথা বার হওয়া। ̃ স্বাধীনতা বি. কথা বলার বা মত প্রকাশের স্বাধীনতা। 33)
বাক্য
(p. 591) bākya বি. 1 কথন, কথা, বচন ('হেন বাক্য কভু আমি শুনিনি কখন'); 2 (ব্যাক.) পূর্ণ অর্থজ্ঞাপক পরস্পর অন্বয়যুক্ত পদসমষ্টি, sentence. [সং. √ বচ্ + য]। ̃ জাল বি. কথার ফাঁদ বা বিস্তার; চাতুর্যপূর্ণ কথার বিস্তার। ̃ দান বি. অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দান। ̃ বাগীশ, ̃ বিশারদ বিণ. 1 বাক্পটু; 2 বাচাল। ̃ বাণ বি. তিরের মতো মর্মভেদী কথা, অতি তীক্ষ্ণ ও কঠোর কথা। ̃ বিনিময় বি. 1 পরস্পর কথাবার্তা; 2 কথা-কাটাকাটি। ̃ ব্যয় বি. কথা বলা ('বিনা বাক্যব্যয়ে সে ওপাড়ের দিকে চলিয়া গেল': তারা)। ̃ স্ফূর্তি বি. কথা বার হওয়া। ̃ হারা বিণ. কথা বলার ক্ষমতা চলে গেছে এমন; কথা বার হচ্ছে না এমন। বাক্যাতীত বিণ. কথা বলে বোঝানো যায় না এমন; ভাষার অতীত। বাক্যালাপ বি. কথাবার্তা; কথোপকথন। 37)
বাগ্-বিদগ্ধ
(p. 591) bāg-bidagdha বিণ. বাক্যে পণ্ডিত, বাক্যনিপুণ। [সং. বাচ্ + বিদগ্ধ]। বাগ্-বৈদগ্ধ, বাগ্-বৈদগ্ধ্য বি. বাক্চাতুর্য, বাক্পটুতা; বক্তৃতায় নৈপুণ্য। 55)
বুদ্ধি
(p. 633) buddhi বি. 1 বোধ (স্বার্থবুদ্ধি, শুভবুদ্ধি); 2 বিচারশক্তি, মনের যে বৃত্তির দ্বারা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়; 3 জানার বা বোঝার ক্ষমতা (বুদ্ধিমান লোক); 4 মনোবৃত্তি, মতি (দুর্বুদ্ধি, পাপবুদ্ধি); 5 পরামর্শ, মন্ত্রণা (কে এমন বুদ্ধি দিল?); 6 কৌশল, ফন্দি (টাকা আদায়ের বুদ্ধি)। [সং. √ বুধ্ + তি]। বুদ্ধি খাটানো ক্রি. বি. মতলব করা, ফন্দি করা। ̃ গম্য, ̃ গ্রাহ্য বিণ. বুদ্ধি দিয়ে জানা বা বোঝা যায় এমন। ̃ চাতুর্য বি. সূক্ষ্ম বুদ্ধি, বুদ্ধিকৌশল। ̃ জীবী (-বিন্) বিণ. বি. বুদ্ধিবলে বা বুদ্ধির কাজ করে জীবিকা অর্জন করে এমন; লেখাপড়া, বিদ্যাচর্চা বা বিদ্যাদান করাই যাঁদের প্রধান বৃত্তি। বুদ্ধিতে বৃহস্পতি (দেবগুরু বৃহস্পতির মতো) অত্যন্ত বুদ্ধিমান। ̃ নাশ, ̃ ভ্রংশ, ̃ ভ্রম, ̃ লোপ বি. বুদ্ধির লোপ। ̃ বৃত্তি বি. জ্ঞানলাভের মানসিক শক্তি, বুদ্ধিরূপ শক্তি। ̃ ভ্রংশ বি. বুদ্ধিনাশ। ̃ ভ্রষ্ট বিণ. বুদ্ধিনাশ হয়েছে এমন। ̃ মত্তা বি. বুদ্ধিশলিতা, মনীষা, ধীশক্তি। ̃ মান (-মত্) বিণ. বুদ্ধিযুক্ত, জ্ঞানী; চালাক। স্ত্রী. ̃ মতী। বুদ্ধির ঢেঁকি বি. আকট বোকা, নির্বোধ লোক। ̃ শুদ্ধি বি. বিচার-বিবেচনার শক্তি। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্বোধ, বোকা। 27)
ভারি-ভুরি
(p. 664) bhāri-bhuri বি. 1 জাঁক; 2 চাতুরি; 3 দম্ভ ('রাখ তোমার ভারিভুরি': চৈ. ভা.)। [তু. ভার]। 13)
মোসাহেব
(p. 719) mōsāhēba বি. চাটুকার, তোষামুদে পার্শ্বচর। [আ. মুসাহিব]। মোসাহেবি বি. মোসাহেবের বৃত্তি, চাতুকারিতা। 37)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2062136
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1764658
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1361410
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719066
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695562
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593086
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541364
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539311

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন