Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘুরতে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উদ্দেশ্য
(p. 128) uddēśya বিণ. 1 উদ্দেশ করা হয় বা হয়েছে এমন; 2 অভিপ্রেত (ওকথা বলা আমার উদ্দেশ্য ছিল না)। বি. 1 অভিপ্রায়, মতলব, অভিসন্ধি; 2 লক্ষ্য (আগে উদ্দেশ্যটা ঠিক করো); 3 (ব্যাক।) বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় (উদ্দেশ্য ও বিধেয়)। [সং. উত্ + √ দিশ্ + য]। ̃ বিহীন, ̃ হীন বিণ. কোনো লক্ষ্য বা স্হির অভিপ্রায় নেই এমন (উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি)। 3)
উলটা, উলটো
(p. 133) ulaṭā, ulaṭō বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 স্বাভাবিক অবস্হার বিপরীত; 3 বিপর্যস্ত। [প্রাকৃ. অল্লট্ট; তু. হি. উল্লাট]। উলটা, উলটানো ক্রি-বি. 1 উলটো করা বা হওয়া, উপুড় হওয়া বা উপুড় করা; 2 প্রত্যাহার করা (কথা উলটানো)। উলটে ক্রি-বিণ. পক্ষান্তরে (তুমি আমার কাছে কিছুই পাও না, উলটে আমিই তোমার কাছে টাকা পাই)। উলটো-পালটা, উলট-পালট বিণ. 1 বিপর্যস্ত, বিশৃঙ্খল, বিপরীত (উলটোপালটা ঢে়উ, ঘরের জিনিসপত্র সব উলটোপালটা হয়ে আছে); 2 নড়চড়, খেলাপ (কথার উলটোপালটা যেন না হয়)। উলটো-রথ বি. রথযাত্রার আট দিন পরে জগন্নাথদেবের পুনর্যাত্রা বা দক্ষিণ দিকে যাত্রা। উলটা বুঝলি রাম (উক্তি) ভালো কথার বা সদুপদেশের বিপরীত অর্থ করা। উলটি-পালটি ক্রি-বিণ. 1 ঘুরিয়ে ফিরিয়ে; 2 তন্নতন্ন করে; 3 গড়াগড়ি দিয়ে। 156)
এমন
(p. 148) ēmana সর্ব. বি. বিণ. ক্রি-বিণ. এইরকম, এহেন (এমন যে হবে তা জানতাম, এমন খেলা কে দেখেছে, এমন করেই মরে)। [বাং. এ (এই) + মন]। এমনই. এমনি1 বিণ. এইরকম (এমনি জিনিস যে হাত দিতেই ভেঙে গেল)। ক্রি-বিণ. এই রকমে ('এমনই করে ঘুরিব দূরে বাহিরে': রবীন্দ্র)। এমনকী অব্য. বেশি আর কী বলব, আর কী বলার আছে (এমনকী, সে মাকেও মানে না)। ̃ টি বি. এইরকম আর একটি (এমনটি আর পাবে না)। ̃ তরো বিণ. এইরকম, এই ধরনের (এমনতরো গুণ. এমনতরো মানুষ)। এমন-তেমন বিণ. তুচ্ছ; সাধারণ; অগ্রাহ্য করার মতো (সে কিন্তু মোটেই এমন-তেমন লোক নয়)। বি. 1 ব্যতিক্রম (নিয়ম থেকে এতটুকু এমন-তেমন হবার উপায় নেই); 2 বেগতিক; বিপদ (এমন-তেমন দেখলে পালাব)। 20)
এরূপ
(p. 149) ērūpa বি. সর্ব. বিণ. ক্রি-বিণ. বিণ-বিণ. এইরকম (এরূপ কথা শুনি, এরূপই হবার কথা, পৃথিবী এরূপ ঘুরছে, এরূপ প্রখর তেজ)। [বাং. এ (এই) + রূপ]। 7)
কল2
(p. 169) kala2 বি. 1 যন্ত্র (ঘডির কল, সেলাইয়ের কল); 2 বন্দুকের ঘোড়া; 3 যন্ত্রসমন্বিত কারখানা (তেলকল); 4 ফাঁদ (কল পাতা, ইঁদুরের কল); 5 কৌশল, চাতুর্যপূর্ণ উপায় (কলেকৌশলে); 6 প্যাঁচ (তালার কল); 7 যা ঘুরিয়ে খোলা বা বন্ধ করা হয় (জলের কল)। [তু সং. √ কল্ (=গতি), হি. কল]। ̃ কব্জা বি. যন্ত্রপাতি। ̃ কার-খানা বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উত্পাদনের স্হান, মিল ( mill), ফ্যাক্টরি। ̃ ঘর বি. 1 (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর; 2 বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান আগের যুগের গ্রামোফোন যন্ত্র; রেকর্ড বাজিয়ে গান শোনার পুরোনো যন্ত্রবিশেষ। কলের পুতুল 1 যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়; 2 (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক। কলের মানুষ মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক. 37)
কলু
(p. 172) kalu বি. তৈলকার জাতি বা ব্যক্তি, যে ঘানিতে তেল তৈরি করে। [দেশি; তু. হি. কোলহু]। স্ত্রী. ̃ নি। কলুর বলদ (আল.) এমন ব্যক্তি যার স্বাধীনতা বা চিন্তাশক্তি নেই, কেবল অন্যের ইচ্ছানুসারে যাকে সর্বদা ঘুরতে বা খাটতে হয়। 18)
কুঁদা1
(p. 192) kun̐dā1 ক্রি. কুঁদযন্ত্রে ঘুরিয়ে কাটা; 2 খোদাই করা; 3 কেটে গঠন করা। বি. উক্ত সব অর্থে। [বাং. √কুঁদ্ + আ]। কুঁদন1 বি. খোদাই। 38)
ঘুর
(p. 270) ghura বি. 1 ঘূর্ণন, পাক, চক্র (ঘুর দেওয়া); 2 ঘূর্ণি রোগ (ঘুর লেগেছে) ; 3 দূরের পথ (পৌঁছতে ঘুর পড়বে); 4 ঘোরপ্যাঁচ (তার কথাটায় কোনো ঘুর ছিল না)। বিণ. 1 অসরল, সোজার বিপরীত (ঘুর পথ); 2 গাঢ় (ঘুরঘুট্টি)। [সং. ঘূর্ণ]। ̃ ন্ত বিণ. ঘুরছে এমন (ঘুরন্ত চাকা)। ̃ পথ বি. ঘোরা পথ, কুটিল বা বাঁকা পথ, সোজা পথের বিপরীত। ̃ পাকা বি. চক্রাকারে পরিক্রমণ বা ঘোরা। ̃ পাক খাওয়া ক্রি. (ক্রমাগত) চক্রাকারে পরিক্রমণ করা; ঘূর্ণিত হওয়া। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ঘোরপেঁচ, ঘোরপ্যাঁচ বি. জটিলতা, কুটিলতা (তার মনে মোটেই ঘোরপ্যাঁচ নেই)। 4)
ঘুর-ঘুট্টি
(p. 270) ghura-ghuṭṭi বিণ. গাঢ় বা ঘোর অন্ধকারময় (ঘুরঘুট্টি অন্ধকার)। [দেশি]। 5)
ঘুর-ঘুর
(p. 270) ghura-ghura বি. অব্য. ঘোরাঘুরি করার ভাবপ্রকাশক (ঘুরঘুর করছ কেন?)। [ঘুরা দ্র]। ঘুর-ঘুরে, ঘুর-ঘুরিয়া বি. পোকাবিশেষ। 6)
ঘুরপ্যাঁচ
(p. 270) ghurapyān̐ca দ্র ঘুর। 7)
ঘুরা, ঘোরা
(p. 270) ghurā, ghōrā ক্রি. 1 ঘূর্ণিত হওয়া, চক্রাকারে ভ্রমণ করা (চাকা ঘুরছে, পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে); 2 পাক খাওয়া (মাথা ঘুরছে); 3 বেড়ানো (একটু ঘুরে আসি); 4 প্রকৃত বা সঠিক পথ খুঁজে না পেয়ে একই পথে ক্রমাগত ভ্রমণ করা; লক্ষ্যহীন হয়ে বেড়ানো (কেবল ঘুরে মরছি)। বি. উক্ত সব অর্থে। বিণ. অসরল, কুটিল, ঘুর (ঘোরা পথ)। [সং. √ঘূর্ণ ঘুর + বাং. আ]। ̃ ঘুরি বি. হাঁটাহাঁটি; বারবার আসা-যাওয়া (এই ঘোরাঘুরি আর ভালো লাগছে না)। ̃ নো ক্রি. 1 ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব); 2 পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ; 3 ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো; 4 বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)। বি. উক্ত সব অর্থে। ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)। ̃ নি, ঘুরুনি বি. ঘূর্ণিত করা বা ঘূর্ণিত হওয়া; পাক দেওয়া; ভ্রমণ; লক্ষ্যহীন হয়ে একই পথে বারবার ঘুরে বেড়ানো। 8)
ঘূর্ঘুর
(p. 270) ghūrghura বি. পোকাবিশেষ, ঘুরঘুরে পোকা। [দেশি]। 9)
ঘূর্ণ
(p. 270) ghūrṇa বি. ঘূর্ণি, ঘূর্ণন, জল বা বাতাসের আবর্ত, ভ্রমি। বিণ. ঘূর্ণিত, আবর্তিত (ঘূর্ণবায়ু)। [সং. √ঘূর্ণ + অ]। ̃ ন বি. আবর্তন, ক্রমাগত ঘুরন ; 2 ভ্রমণ, পরিভ্রমণ। ̃ বাত, ̃ বায়ু বি. ঘূর্ণিঝড়, cyclone. ̃ মান বিণ. যা ঘুরছে, যা আবর্তিত হচ্ছে, ঘূর্ণায়মান (ঘূর্ণমান জ্যোতিষ্ক)। ঘূর্ণাবর্ত বি. ঘূর্ণিজল, whirlpool. ঘূর্ণায়-মান বিণ. যা ঘুরছে, আবর্তিত হচ্ছে এমন; ভ্রমণরত (ঘূর্ণায়মান জ্যোতিষ্ক)। ঘূর্ণি বি. 1 ঘূর্ণিবায়ু; 2 জলভ্রমি, ঘূর্ণিজল (নৌকোটা ঘূর্ণির মধ্যে গিয়ে পড়ল)। ঘূর্ণি-জল বি. জলস্রোতের মধ্যে আবর্তিত জল, ঘূর্ণাবর্ত। ঘূর্ণিত বিণ. আবর্তিত। ঘূর্ণিত নয়নে ক্রি-বিণ. 1 চোখের তারা ঘুরছে এমনভাবে; 2 অতি ক্রোধভরে, অতি ক্রুদ্ধভাবে। ঘূর্ণি-বাত, ঘূর্ণি-বায়ু বি. ঘূর্ণবায়ু, ঘূর্ণিঝড়, যে বায়ুপ্রবাহ পাক খেতে খেতে বেগে ছুটে আসে। ঘূর্ণি-বৃষ্টি বি. ঘূর্ণিঝড়সহ বৃষ্টিপাত। ঘূর্ণ্য-মান বিণ. (যাকে) ঘোরানো হচ্ছে এমন। 21)
ঘোরা, ঘোরাঘুরি, ঘোরানো
(p. 272) ghōrā, ghōrāghuri, ghōrānō যথাক্রমে ঘুরা, ঘুরাঘুরি ও ঘুরানো -র চলিত রূপ। 16)
চক্কর
(p. 274) cakkara বি. 1 চাকা, চক্র; 2 আবর্ত; 3 চতুর্দিকে ঘুরবার চক্রাকার পথ (ঘোড়দৌড়ের চক্কর); 4 দেহে, বিশেষত সাপের দেহে বা মাথায়, চক্রাকার চিহ্ন (কুলোপানা চক্কর); 5 ঘুরপাক, ভ্রমণ (মাঠে একটা চক্কর দিয়ে আসি); 6 ঘূর্ণন (মাথাটা চক্কর দিয়ে উঠল); 7 কয়েকটি গ্রামের সমষ্টি। [সং. চক্র]। 17)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চক্র-বত্
(p. 274) cakra-bat বিণ. ক্রি-বিণ. চক্রের মতো (চক্রবত্ বিশ্বজগত্, চক্রবত্ ঘুরছে)। [সং. চক্র + বত্]। 19)
চক্রাবর্ত
(p. 275) cakrābarta বি. মণ্ডলাকারে আবর্তন, ঘুরপাক। [সং. চক্র + আবর্ত]। 2)
চড়ক
(p. 276) caḍ়ka বি. চৈত্রসংক্রান্তিতে অনুষ্ঠিত শিবের পূজাবিশেষ ও উত্সব; গাজন। [সং. চক্র (বর্ষচক্রের পরিক্রমণান্তে অনুষ্ঠান) চক্র (ধ্বনিবিপর্যয়ে) চরক]। ̃ গাছ বি. যে খুঁটিতে আড়া বেঁধে গাজনের সন্ন্যাসীরা ঘুরপাক খায়। চক্ষু চড়কগাছ ভয়ে বা বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টি। ̃ সংক্রান্তি বি. চৈত্র মাসের সংক্রান্তি বা শেষ দিন। 6)
চড়ুকে
(p. 276) caḍ়ukē বিণ. 1 চড়কসংক্রান্ত; 2 চড়কগাছে ঘুরতে অভ্যস্ত কিংবা ওইরকম কাজে আগ্রহী; 3 (সচ. অন্তরে যন্ত্রণা সত্ত্বেও বাইরে) চটকদার বা জমকালো (চড়ুকে হাসি)। [বাং. চড়ক + ইয়া এ]। 22)
তুরকি
(p. 375) turaki বি. বিণ. তুরস্কের লোক বা জাতি; তুরস্কের ভাষা বা লোক সম্বন্ধীয়; তুরস্কসম্বন্ধীয় (তুরকিদের ভাষা, তুরকি রীতি)। [ফা. তুর্কি]। তুরকি নাচ, তুরকি নাচন বি. 1 ঘুরপাক খেয়ে উদ্দাম নৃত্য; 2 (আল.) পরের নির্দেশে চলতে বাধ্য হওয়ার ফলে অত্যন্ত বিপর্যস্ত বা নাজেহাল অবস্হা। 202)
থিতু
(p. 392) thitu বিণ. 1 স্হির, স্হিত (ঘোরাঘুরি অনেক তো হল, এবার একটু থিতু হও); নিশ্চল; থেমেছে এমন (গাড়িটা গেটের সামনে এসে থিতু হল)। [ সং. স্হিত]। থিতু হওয়া ক্রি. বি. থামা; এক জায়গায় স্হির হয়ে বসা। 44)
নাগর-দোলা
(p. 452) nāgara-dōlā বি. নীচ থেকে উপরে ঘুরপাক খাবার দোলনাবিশেষ, merry-go-round. [সং. নগর + বাং. দোলা]। 20)
প্যাঁচানো
(p. 534) pyān̐cānō ক্রি. বি. 1 পাকানো, জড়ানো (লাটাইয়ে সুতো প্যাঁচানো); 2 ঘুরিয়ে ঘুরিয়ে আঁটা; 3 কূট চালের দ্বারা জটিল করে তোলা; 4 কোনো বিষয়ে জড়িত করা (এ ব্যাপারে তাকে প্যাঁচাচ্ছে কেন?)। বিণ. উক্ত অর্থে। [প্যাঁচা2 দ্র]। 77)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2068741
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1766826
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1363989
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720244
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 696968
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593854
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 542721
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541843

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন