Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উপরোধ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধরোষ্ঠ, অধরৌষ্ঠ
(p. 17) adharōṣṭha, adharauṣṭha বি. নিচের ও উপরের ঠোঁট। [সং. অধর+ওষ্ঠ]। অধরৌষ্ঠ্য বিণ. অধরোষ্ঠ দ্বারা উচ্চারিত হয় এমন। 43)
অধি-রোহ, অধি-রোহণ
(p. 17) adhi-rōha, adhi-rōhaṇa বি. আরোহণ; উপরে ওঠা; চড়া। [সং. অধি+√ রুহ্+অ, অন]। অধি-রোহণী বি. যার সাহায্যে উপরে উঠা যায়; সিঁড়ি, সোপান; মই। 90)
অধি-রোহী
(p. 17) adhi-rōhī (-হিন্) বি. বিণ. আরোহী, উপরে ওঠে এমন ব্যাক্তি। স্ত্রী. অধি-রোহিণী 91)
অধি-শায়িত
(p. 17) adhi-śāẏita বিণ. (উপরে) স্হাপিত; (উপরে) শোয়ানো হয়েছে এমন; শায়িত। [সং. অধি+√ শী+ণিচ্+ত]। 93)
অধি-শয়িত
(p. 17) adhi-śaẏita বিণ. 1 অধিষ্ঠিত; 2 উপরে শুয়ে আছে এমন। [সং. অধি+√ শী+ত]। 92)
অনন্ত
(p. 22) ananta বিণ. অন্তহীন, যার শেষ নেই; অক্ষয়; চিরস্হায়ী। বি. 1 বিষ্ণু; 2 সর্পরাজ শেষনাগ; 3 বলরাম; 4 (বাং.) কনুইয়ের উপরে পরিধেয় বালার মতো অলংকারবিশেষ, তাগা। [সং. ন+অন্ত]। ̃ কাল বি. ক্রি-বিণ. চিরকাল; চিরকাল ধরে। ̃ চতুর্দশী বি. ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী, হিন্দুদের ব্রতদিবসবিশেষ। ̃ নিদ্রা বি. যে ঘুম ভাঙে না, চিরনিদ্রা; মৃত্যু। ̃ মূল বি. শ্যামালতা, শারিবা, একরকম মূলপ্রধান লতা। ̃ রূপী (-পিন্) বিণ. অসংখ্য আকৃতি আছে এমন। ̃ বি. বিষ্ণু। ̃ শয়ন, ̃ শয্যা বি. 1 মৃত্যু, শেষ শয্যা; 2 ক্ষীরোদসমুদ্রে অনন্তনাগের উপর বিষ্ণুর শয়ন। 13)
অনু-রুদ্ধ
(p. 31) anu-ruddha বিণ. 1 যাকে বা যে বিষয়ে অনুরোধ বা উপরোধ করা হয়েছে এমন; 2 প্রার্থিত; 3 নিরুদ্ধ, নিবারিত। [সং. অনু + √ রুধ্ + ত]। 5)
অনুরোধ
(p. 31) anurōdha বি. 1 উপরোধ, মিনতিপূর্ণ যাচ্ঞা; 2 প্রার্থনা; মিনতি; 3 হেতু, নিমিত্ত (সত্যের অনুরোধে, কর্তব্যের অনুরোধে)। [সং. অনু + √ রুধ্ + অ]। বিণ. অনু-রুদ্ধ। 7)
আওয়াজি
(p. 77) āōẏāji বি. দেওয়ালের উপরের দিকের ছোট জানালা; ঘুলঘুলির মতো ছোট জানালা। [ফা.]। 33)
আগা
(p. 82) āgā বি. অগ্রভাগ, উপরের অংশ, ডগা (গাছের আগা, সূচের আগা)। [সং. অগ্র]। ̃ .গোড়া ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আদ্যন্ত। 54)
আদলি, আধলি
(p. 89) ādali, ādhali বি. আধখানা হাঁড়ি; চারা রোপণের জন্য ব্যবহৃত ভাঙা হাঁড়ির আধখানা ('আদলি উপরে কেবা কদলি রোপলি রে': চণ্ডী)। [সং. অর্ধস্হালী] 58)
আধার2
(p. 89) ādhāra2 বি. 1 যে ধারণ করে অর্থাত্ যার ভিতরে বা উপরে কিছু থাকে (কলসী জলের আধার, পৃথিবী যাবতীয় বস্তুর আধার); 2 আশ্রয়, স্হান; পাত্র (সর্বগুণাধার); 3 (ব্যাক.) আধিকরণ কারকের অর্থ। (সং. আ + ̃ধৃ+অ]। আধারাধেয়.ভাব বি. পাত্র ও তার মধ্যের বস্তুর ভাব বা সম্পর্ক; ভূমি ও ঘটের তুল্য আশ্রয় ও আশ্রিতের ভাব 96)
আরোহ
(p. 104) ārōha বি. 1 উচ্চতা; 2 দৈর্ঘ্য; 3 কটিদেশ; 4 নিতম্ব (বরারোহা); 5 শ্রেণী; 6 (দর্শ.) ফল বা কার্য থেকে কারণ অনুমাণ, induction. [সং. আ + √রুহ্ + অ]। ̃ ণ বি. উপরে ওঠা। ̃ ণী বি. সিঁড়ি, সোপান। আরোহী (-হিন্) বিণ. 1 আরোহণকারী; 2 (সংগীতে) ক্রমান্বয়ে ঊর্ধ্বদিকে গতিযুক্ত, ক্রমশ চড়ার দিকে যাচ্ছে এমন (আরোহী সুর); 3 (দর্শ.) কার্য দেখে কারণ বিচারের প্রণালীসম্মত, inductive. স্ত্রী. আরোহিণী। 30)
আল-টাকরা
(p. 104) āla-ṭākarā বি. গলনালির উপরে টাকরার পশ্চাদ্ভাগ, soft palate. [বাং. আল2 + টাকরা]। 61)
উচ্চাঙ্গ
(p. 119) uccāṅga বি. 1 শরীরের ঊর্ধ্ব বা উপরের অংশ; 2 উন্নত দেহ; 3 উঁচু, ভালো বা গম্ভীর বিষয়। বিণ, উঁচু বা উন্নত (উচ্চাঙ্গসংগীত)। [সং. উচ্চ + অঙ্গ]। 37)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
উড়াল
(p. 119) uḍ়āla বিণ. মাথার উপরে শূন্যে নির্মিত (উড়ালপুল)। [বাং. √ উড়্ + আল]। ̃ পুল, ̃ সেতু বি. পথের এক প্রান্তের সঙ্গে অপর প্রান্তের সংযোগকারী শূন্যে নির্মিত সেতু, fly-over. 98)
উত্-ক্ষিপ্ত
(p. 123) ut-kṣipta বিণ. 1 উপরের দিকে ছুড়ে ফেলা হয়েছে এমন (ঊর্ধ্বে উত্ক্ষিপ্ত জলরাশি); 2 উত্পাটিত। [সং. উত্ + √ ক্ষিপ্ + ত]। বি. উত্-ক্ষেপ, উত্-ক্ষেপণ। 14)
উত্-ক্ষেপ, উত্-ক্ষেপণ
(p. 123) ut-kṣēpa, ut-kṣēpaṇa বি. ঊর্ধ্বে নিক্ষেপ (কৃত্রিম উপগ্রহ উত্ক্ষেপণ)। [সং. উত্ + √ ক্ষিপ্ + অ, অন]। উত্-ক্ষেপক বি. বিণ. উপরের দিকে নিক্ষেপকারী। 15)
উত্-পাদ1
(p. 123) ut-pāda1 বিণ. যার পা উপরের দিকে রয়েছে বা থাকে, ঊর্ধ্বপদ। [সং. উত্ + পাদ]। 27)
উত্-সিক্ত
(p. 123) ut-sikta বিণ. 1 উপরে জলসেচন করা হয়েছে এমন, উপরিসিক্ত; 2 গর্বিত, উদ্ধত। [সং. উত্ + সিক্ত]। 51)
উত্-সেক, উত্-সেচন
(p. 123) ut-sēka, ut-sēcana বি. 1 সেচন, উপরে সেচন; 2 উদ্রেক; 3 গর্ব, অহংকার; 4 উত্সাহদান। [সং. উত্ + √ সিচ্ + অ, অন]। উত্-সেচন ক্রিয়া গাঁজিয়ে তোলা, fermentation. 56)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উত্তরণ
(p. 125) uttaraṇa বি. 1 (প্রধানত নদী সাগর প্রভৃতি) পার হওয়া; 2 পৌঁছানো; 3 উপরে ওঠা, নীচের দিক থেকে উপরে ওঠা; 4 পরীক্ষায় সাফল্য। [সং. উত্ + √ তৃ + অন]। 5)
উত্তরোষ্ঠ
(p. 125) uttarōṣṭha বি. উপরের ঠোঁট। [সং. উত্তর + ওষ্ঠ]। 19)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069484
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767059
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364208
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720366
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697079
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593948
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543065
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541897

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন