Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উদ্ভিদ) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অঙ্কীয়
(p. 8) aṅkīẏa বিণ. অঙ্ক বা কোলসংক্রান্ত; (উদ্ভি. প্রাণি.) অঙ্কসংক্রান্ত; ventral (বি. প.)। [সং. √অঙ্ক্+ঈ.]। 30)
অঙ্কুর
(p. 8) aṅkura বি. 1 বীজ থেকে যা প্রথম বার হয়, কল; মুকুল; 2 উন্মেষ. সঞ্চার ('ভাবের অঙ্কুর': জ্ঞান.); 3 উদ্ভিন্ন বা নবোদিত বস্তু; 4 আদি, সূত্রপাত, প্রারম্ভ (অঙ্কুরে বিনাশ); 5 আগা, ডগা। (তৃণাঙ্কুর, কুশাঙ্কুর)। [সং. অন্ক্+উর]। 32)
অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অজৈব
(p. 8) ajaiba বিণ. যা জীব নয় তার সম্পর্কিত অর্থাত্ যা প্রাণী বা উদ্ভিদ নয় তার সম্পর্কিত, inorganic (বি.প.)। [সং. ন+জৈব]। অজৈব খাদ্য বি. যে খাদ্য প্রাণী বা উদ্ভিদ থেকে আহৃত নয়, inorganic food (বি.প.)। ̃ রসায়ন বি. রসায়নের যে শাখায় সমস্ত মৌল ও তাদের যৌগ নিয়ে আলোচনা হয়, inorganic chemistry (বি. প.)। ̃ .লবণ বি. খনিজ লবণ, inorganic salt (বি. প.)। ̃ .সার বি. খনিজ সার, inorganic manure (বি. প.)। 129)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অনুদ্ভিন্ন
(p. 28) anudbhinna বিণ. 1 (মাটি) ভেদ করে ওঠেনি এমন; অনুদ্গত; 2 অপরিস্ফুট; 3 পূর্ণরূপে প্রকাশ পায়নি এমন (অনুদ্ভিন্ন যৌবন)। [সং. ন + উদ্ভিন্ন]। 17)
অপা-মার্গ
(p. 40) apā-mārga বি. ক্ষারযুক্ত উদ্ভিদবিশেষ, আপাং গাছ। [সং. অপ + আ + মৃজ্ + অ]। 13)
অপুষ্পক
(p. 40) apuṣpaka বিণ. ফুল ধরে না এমন (ফার্ন একটি অপুষ্পক উদ্ভিদ)। [সং. ন + পুষ্প + (সমাসান্ত) ক]। ̃ ফলদ। 34)
ইসবগুল
(p. 116) isabagula বি. উদ্ভিদবিশেষের বীজ যা কোষ্ঠপরিষ্কারক হিসাবে পরিচিত। [ফা. ইস্প্গুলা]। 35)
উদজ
(p. 126) udaja বিণ. জলজাত, জলে যার জন্ম (উদজ উদ্ভিদ) [সং. উদ + √ জন্ + অ]। 22)
উদ্ভিজ্জ
(p. 128) udbhijja বিণ. উদ্ভিদজাত, উদ্ভিদ থেকে তৈরি (উদ্ভিজ্জ তেল)। বি. তরুলতাগুল্মাদি যাকিছু ভূমি ভেদ করে জন্মে। [সং. উদ্ভিদ্ + √ জন্ + অ]। উদ্ভিজ্জাণু বি. যে ক্ষুদ্র উদ্ভিদকে খালি চোখে দেখা যায় না। উদ্ভিজ্জাশী (-শিন্) বিণ. উদ্ভিদভোজী; নিরামিষাশী। 37)
উদ্ভিদ
(p. 128) udbhida (-দ্) বিণ. বি. তৃণলতাগুল্মাদি যা মাটি ভেদ করে জন্মে, এবং তাদের অঙ্কুর। [সং. উত্ + √ ভিদ্ + ক্বিপ্]। ̃ ণু বি. উদ্ভিজ্জাণু। ̃ বিদ্যা বি. উদ্ভিদসংক্রান্ত বিজ্ঞান, botany. 38)
উদ্ভিন্ন
(p. 128) udbhinna বিণ. 1 অঙ্কুরিত; 2 প্রকাশিত, বিকশিত ('প্রীতির উদ্ভিন্ন কলি': সু. দ.; উদ্ভিন্নযৌবনা); 3 (সচ. মাটি) ভেদ করে উত্থিত। [সং. উত্ + √ ভিদ্ + ত]। 39)
ওষধি, ওষধী
(p. 153) ōṣadhi, ōṣadhī বি. ধানগাছ কলাগাছ প্রভৃতি যেসব উদ্ভিদ একবার ফল দিয়েই মরে যায়। [সং. ওষ (=দীপ্তি) + √ ধা + ই]। ̃ নাথ, ̃ পতি বি. 1 চন্দ্র; 2 সোমলতা; 3 কর্পূর। 64)
ঔদ্ভিজ্জ, ঔদ্ভিদ
(p. 155) audbhijja, audbhida বিণ. 1 উদ্ভিদ থেকে জাত; 2 উদ্ভিদসংক্রান্ত। বি. সৈন্ধব লবণ। [সং. উদ্ভিজ্জ + অ, উদ্ভিদ্ + অ]। 18)
কক্ষ
(p. 156) kakṣa বি. 1 ঘর, প্রকোষ্ঠ, কামরা; 2 বাহুমূল, বগল (কক্ষপুট); 3 গ্রহগুলির পরিভ্রমণপথ, orbit (কক্ষচ্যুত নক্ষত্র); 4 (উদ্ভি.) কাণ্ড ও পাতার মধ্যেকার কোণ, axil. [সং. কষ্ + স]। ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. কক্ষ বা নির্দিষ্ট পথ থেকে পতিত বা বিচ্যুত। ̃ তল বি. 1 গৃহতল, ঘরের মেঝে; 2 বগল। ̃ পুট বি. বগল। 21)
কচুরি-পানা
(p. 156) kacuri-pānā বি. অতি দ্রুত বৃদ্ধি পায় এমন জলজ উদ্ভিদবিশেষ, water-hyacinth. [বাং. কচুরি + পানা 2]। 47)
কন্দ
(p. 162) kanda বি. যে উদ্ভিদের প্রধান অংশ মাটির নীচে থাকে (যেমন কচু, আলু)। [সং. √ কন্দ্ + অ]। 13)
কল1
(p. 169) kala1 বি. অঙ্কুর, বীজ থেকে জাত উদ্ভিদের প্রথম অবস্হা। [সং. কলল]। 36)
কোয়ে-রিয়াম
(p. 76) kōẏē-riẏāma বি. জলজ উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের জন্য কৃত্রিম পুষ্করিণী বা পাত্র। [ইং. aquarium]। 16)
ক্যাঙারু, ক্যাঙ্গারু
(p. 210) kyāṅāru, kyāṅgāru বু. অস্ট্রেলিয়ার উদ্ভিদভোজী চতুষ্পদ অঙ্কগর্ভ প্রাণিবিশেষ-এদের সামনের পা দুটি পিছনের পায়ের তুলনায় অস্বাভাবিকরকম ছোট বলে এরা প্রাগৈতিহাসিক জীবজগতের নমুনারূপে পরিগণিত। [ইং. kangaroo]। 111)
ক্যাপ-সুল
(p. 210) kyāpa-sula বি. 1 (উদ্ভি.) শুষ্ক বীজকোষ; 2 মহাকাশযানের অংশবিশেষ ; 3 ওষুধ-পোরা আধারবিশেষ; 4 ট্যাবলেটবিশেষ (ক্যাপসুল খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল)। [ইং. capsule]। 123)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
গাছ
(p. 246) gācha বি. 1 শিকড় কাণ্ড ও শাখাযুক্ত উদ্ভিদ, বৃক্ষ, তরু (আমগাছ, বটগাছ, গাছে ওঠা); 2 গাছের আকৃতিবিশিষ্ট বস্তু (ঘানিগাছ); 3 লতা, গুল্ম, তৃণ (লাউ গাছ)। বিণ. গাছের মতো লম্বা (মেয়েটা দিন দিন গাছ হয়ে উঠছে)। [সং. গচ্ছ]। গাছকোমর বাঁধা ক্রি. বি. (সাধারণত মেয়েদের সম্বন্ধে) গাছে ওঠার সময় বা অন্য কোনো ভারী কাজ করার সময় বস্ত্রাঞ্চল কোমরে জড়ানো। গাছে চড়ানো (আল.) ক্রি. বি. অযথা প্রশংসা করে বা চাটু বাক্য বলে কাউকে গর্বিত করা। গাছে তুলে মই কেড়ে নেওয়া ক্রি. বি. (বিদ্রুপে) প্ররোচনা দিয়ে কঠিন বা বিপজ্জনক কাজে লিপ্ত করবার পর অসহায় অবস্হায় ফেলে চলে যাওয়া। গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি (বিদ্রুপে) কাজ শুরুর আগেই ফল উপভোগের ব্যবস্হা। ̃ গাছড়া বৃক্ষলতাদি; ওষুধে ব্যবহৃত উদ্ভিজ্জ বস্তু। ̃ ড়া বি. যেকোনো ক্ষুদ্র বন্য গাছ বা গুল্মলতা; ওষুধে ব্যবহার্য উদ্ভিজ্জ। ̃ পাথর বি. হিসাবের নির্দেশক (তার বয়েসের গাছপাথর নেই-অর্থাত্ অনেক বয়েস হয়েছে)। ̃ পালা বি. বৃক্ষলতাপাতা; নানারকম গাছ ও লতাপাতা। 22)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2064439
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765394
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1362188
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719434
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 696037
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593291
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541506
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 540150

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন