Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উত্তেজনা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
আন্দোলন
(p. 95) āndōlana বি. 1 কম্পন; দোলন; আলোড়ন (গাছের পাতার আন্দোলন); 2 কোনো লক্ষ্য সিদ্ধির জন্য প্রচার, উত্তেজনা, সংঘবদ্ধ বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি। [সং. √ আন্দোলি + অন]। আন্দোলিত বিণ. আলোড়িত, কম্পিত; উত্তেজিত। 29)
ইন্ধন
(p. 114) indhana বি. 1 আগুন জ্বালবান উপকরণ; কাঠ কয়লা ইত্যাদি; 2 (গৌণ অর্থে) উত্তেজক বা সহায়ক জিনিস (লোভের ইন্ধন, ক্রোধের ইন্ধন)। [সং. √ ইন্ধি + অন]। 46)
উত্তেজক
(p. 125) uttējaka দ্র উত্তেজনা। 28)
উত্তেজনা, উত্তেজন
(p. 125) uttējanā, uttējana বি. 1 উদ্দীপনা, উত্সাহ; 2 কাজে উত্সাহ সঞ্চার; 3 তীব্র বা প্রবল মানসিক আবেগ, প্রবল চিত্তচাঞ্চল্য। [সং. উত্ + √ তিজ্ + অন + আ]। উত্তেজক বিণ. বি. প্রেরণাদায়ক; উদ্দীপক; বিক্ষোভ সঞ্চারকারী। উত্তেজিত বিণ. উত্তেজনাপ্রাপ্ত; উদ্দীপিত; বিক্ষুব্ধ; (যার) প্রবল চিত্তচাঞ্চল্য ঘটেছে এমন; অশান্ত। 29)
উদ্দীপক
(p. 127) uddīpaka বিণ. উত্তেজনা সৃষ্টি করে এমন, উত্তেজক; বাড়ায় এমন, বর্ধক; দীপ্তি দেয় বা প্রকাশিত করে এমন। [সং. উত্ + √ দীপ্ + অক]। উদ্দীপন বি. উত্তেজন; প্রজ্বলন; প্রকাশ করা (করুণা-উদ্দীপন)। উদ্দীপনা বি. উত্তেজনা; উত্সাহ; প্রেরণা (ধর্মভাবের উদ্দীপনা)। উদ্দীপনীয় বিণ. উদ্দীপনযোগ্য। উদ্দীপিত বিণ. উত্তেজিত; প্রজ্বালিত; প্রকাশিত; প্রেরিত; বর্ধিত। 27)
উদ্দীপ্ত
(p. 127) uddīpta বিণ. 1 জ্বলে উঠেছে এমন, প্রজ্বলিত, জ্বলন্ত; 2 আলোকিত; 3 উত্তেজিত, অনুপ্রাণিত (কল্পনাকে উদ্দীপ্ত করা)। [সং. উত্ + দীপ্ত]।
উদ্রিক্ত
(p. 128) udrikta বিণ. 1 উদ্রেক বা সঞ্চার করা হয়েছে এমন, সঞ্চারিত (মনে দয়া উদ্রিক্ত হয়েছে); 2 উত্তেজিত। [সং. উত্ + √ রিচ্ + ত]। 48)
উন্মথন
(p. 130) unmathana বি. 1 মন্থন; 2 ভালোভাবে মথিত করা বা ঘোঁটা; 3 মর্দন; 4 হনন, হত্যা ('শত্রুর উন্মথন')। [সং. উত্ + √ মথ্ + অন]। উন্মথিত বিণ. 1 মন্থন করা হয়েছে এমন; 2 আলোড়িত; 3 বাইরের আকর্ষণের ফলে উদ্বেলিত বা উত্তেজিত ('উন্মথিত যৌবন': রবীন্দ্র)। 10)
উন্মাদন
(p. 130) unmādana বি. চিত্তচাঞ্চল্যের সৃষ্টি; উন্মত্ত করা, পাগল করা। যার দ্বারা উন্মত্ত করা যায় এমন, উন্মত্ততা সম্পাদক (উন্মাদন-রূপরাশি)। [সং. উত্ + √ মদ্ + ণিচ্ + অন]। উন্মাদক বিণ. উন্মত্ততা জন্মায় এমন। উন্মাদনা বি. প্রবল উত্তেজনা; প্রবল উত্সাহ; চিত্তবিক্ষোভ। উন্মাদিত বিণ. উন্মত্ত করা হয়েছে এমন; উন্মাদযুক্ত। উন্মাদী (-দিন্) বিণ. উন্মত্ত, প্রমত্ত, পাগল; যে. বা যা পাগল করে, উন্মাদক (চিত্তোন্মাদী)। স্ত্রী. উন্মাদিনী। 16)
উষ্ণ
(p. 139) uṣṇa বি. 1 তাপ; 2 রৌদ্র; 3 গ্রীষ্মকাল, (উষ্ণপ্রধান অঞ্চল, উষ্ণাগম)। বিণ. 1 তপ্ত, গরম; 2 প্রখর; 3 ক্রুদ্ধ। [সং. √ উষ্ + ণ]। ̃ তা, ̃ ত্ব বি. তাপ; তাপমাত্রা, temperature (বি. প.)। ̃ প্রস্রবণ বি. গরম জলের ঝরনা। ̃ বীর্য বিণ. তেজস্কর; উত্তেজক। বি. সূর্য। ̃ মণ্ডল বি. গ্রীষ্মপ্রধান অঞ্চল। উষ্ণাগম বি. 1 গ্রীষ্মের আবির্ভাব; 2 গ্রীষ্মকাল। 13)
উষ্ম, উষ্মা
(p. 139) uṣma, uṣmā (ষ্মন্) বি. 1 তাপ; 2 গ্রীষ্মকাল; 3 প্রখরতা; 4 ক্রোধ; উত্তেজনা; 5 তাপমাত্রা, temperature (বি. প.)। [সং. √ ঊষ্ + ম, মন্]। ̃ বর্ণ বি. (ব্যাক.) শ্বাসবায়ুর প্রাধান্যযুক্ত চারটি বর্ণ, যথা শ ষ স হ spriants. উষ্মা প্রকাশ করা ক্রি. বি. রাগ করা। 16)
উসকা
(p. 139) usakā ক্রি. 1 বাড়িয়ে দেওয়া (আগুনটা উসকে দাও); 2 উত্তেজিত করা; 3 প্ররোচিত করা (তুমি কেন ছেলেটাকে উসকে দিচ্ছ ?); 4 (ফোঁড়া ইত্যাদির মুখ) খোঁচা দিয়ে ফাটিয়ে দেওয়া। [বাং. √ উসকা]। ̃ নো ক্রি. বি. প্ররোচনা; উত্তেজিত করা। বিণ. প্ররোচিত; উত্তেজিত; বর্ধিত। উসকানি বি. প্রবর্ধন; উত্তেজনা; প্ররোচনা (তোমার উসকানিতেই ছেলেটা এ কাজ করেছে)। 17)
ক্যাঁক
(p. 210) kyān̐ka অব্য. আকস্মিক আঘাত উত্তেজনা বা বেদনাব্যঞ্জক ধ্বনিবিশেষ (লাথি খেয়ে ক্যাঁক করা, ক্যাঁক করে লাথি মারা)। [ধ্বন্যা.]। ক্যাঁক ক্যাঁক করা ক্রি. বি. কর্কশ স্বরে বিরক্তি বা রাগ প্রকাশ করা। ক্যাঁক-কেঁকে বিণ. কর্কশ (ক্যাঁককেঁকে গলা)। 107)
খুন
(p. 231) khuna বি. 1 হত্যা; 2 রক্ত ('জালিমের বুকে বেয়ে খুন ঝরে' নজরুল)। বিণ. আকুল ('শুনিয়া গবু ভাবিয়া হল খুন'): রবীন্দ্র)। [ফা. খুন]। মাথায় খুন চাপা (চড়া) ক্রি. বি. ক্রোধে রক্ত গরম হওয়া, প্রচণ্ড রেগে যাওয়া; অত্যন্ত উত্তেজিত হওয়া। খুন করা ক্রি. বি. হত্যা করা। খুন হওয়া ক্রি. বি. 1 নিহত হওয়া; 2 (আল.) আকুল হওয়া। খুনা.খুনি, খুনো.খুনি বি. পরস্পর হত্যা বা সাংঘাতিক মারামারি; রক্তারক্তি কাণ্ড; তুমুল ঝগড়া-বিবাদ। খুনি, খুনে বিণ. হত্যাকারী; হত্যা করতে সমর্থ বা অভ্যস্ত; (আল.) অত্যন্ত নিষ্ঠুর। বি. ওইরকম লোক। 13)
খোঁচা2
(p. 232) khōn̐cā2 বি. তীক্ষ্ণ বস্তুর আঘাত (বল্লমের খোঁচা); কোনো কিছুর আগা দিয়ে ঠেলা বা আঘাত (লাঠির খোঁচা); আঁচড়, দাগ (কলমের খোঁচা)। [বাং. √খোঁচা]। ̃ নো ক্রি. বি. 1 খোঁচা দেওয়া; 2 বিরক্ত বা উত্তেজিত করা। ̃ খুঁচি বি. কার্যসিদ্ধির জন্য নানা দিকে খোঁচার প্রয়োগ; পরস্পর খোঁচা দেওয়া; ক্রমাগত বিরক্ত করা (ব্যাপারটা নিয়ে এত খোঁচাখুঁচি করছ কেন?)। 51)
গরম
(p. 242) garama বি. 1 উত্তাপ, উষ্ণতা (চৈত্রের গরম); 2 গ্রীষ্ম (গরমের সময়) ; 3 ঔদ্ধত্য (কথার গরম); 4 দর্প, দম্ভ, অহংকার (টাকার গরম); 5 বিকার, রোগ (পেট গরম)। বিণ. 1 উষ্ণ, তপ্ত (গরম জল); 2 গ্রীষ্ম (গরম কাল) ; 3 শীতনিবারক (গরম জামা); 4 উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ (গরম চোখে তাকানো, গরম মেজাজ); 5 কড়া, তিরস্কারপূর্ণ (গরম গরম কথা); 6 চড়া, মহার্ঘ (বাজার খুব গরম) ; 7 উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ (গরম পরিস্হিতি); 8 টাটকা (গরম খবর)। [ফা. গর্ম্]। গরম গরম, গরমা-গরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)। গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি উত্তেজক মশলা। গরম মোজা বি. পশমি মোজা। কুসুমকুসুম গরম বিণ. ঈষদুষ্ণ. কবোষ্ণ। গুমোট গরম, ভ্যাপসা গরম যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়। পচা গরম ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম। 21)
ঘাঁটা1
(p. 266) ghān̐ṭā1 ক্রি. বি. আলোড়িত বা মথিত করা, বিশেষভাবে নাড়া, নাড়াচাড়া করা (বই ঘাঁটা, জামাকাপড় ঘাঁটা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]। ̃ ঘাঁটি বি. ক্রমাগত ঘাঁটা; আলোড়ন। ̃ নো ক্রি. বি. 1 নাড়ানো ; 2 উত্ত্য বা উত্তেজিত করা, চটিয়ে দেওয়া (আমাকে ঘাঁটালে তার ফল ভালো হবে না)। বিণ. উক্ত সব অর্থে। 46)
ঘৃতাহুতি
(p. 270) ghṛtāhuti বি. 1 মন্ত্রপাঠপূর্বক যজ্ঞাগ্নিতে ঘৃত-নিক্ষেপ; 2 (আল.) ক্রোধের উত্তেজনা-বৃদ্ধি (অগ্নিতে ঘৃতাহুতি)। [সং. ঘৃত + আহুতি]। 31)
চাগা
(p. 281) cāgā ক্রি. 1 সতেজ বা প্রবল হয়ে ওঠা; 2 জেগে ওঠা, উদিত হওয়া, উদ্রিক্ত হওয়া (বাতিক চাগিয়েছে)। [ প্রাকৃ. চঙ্গ]। ̃ নো 1 চাগা; উত্তেজিত করা; উদ্রিক্ত করা, জাগিয়ে তোলা; 2 ওঠানো, তোলা ('দে হাওয়া চাগিয়ে কাপড়': নজরুল)। বি. বিণ. উক্ত সব অর্থে। 72)
চাগাড়
(p. 281) cāgāḍ় বি. উত্তেজনা; প্রবলভাব ধারণ। [দেশি]। চাগাড় দেওয়া ক্রি. বি. উত্তেজিত হওয়া, প্রবলভাব ধারণ করা। 73)
চেতা
(p. 294) cētā ক্রি. 1 চেতনা লাভ করা, সংজ্ঞা লাভ করা, জাগা; 2 উদ্বুদ্ধ হওয়া ('চেত রে চেত রে চেত ডাকে চিদানন্দ': ভা. চ.); 3 সতর্ক হওয়া। [সং. √চিত্ + বাং. + আ]। ̃ নো ক্রি. 1 চৈতন্য জাগানো; 2 উত্তেজিত বা উদ্বুদ্ধ করা; 3 খেপানো, রাগানো (ওকে চেতিয়ো না); 4 আলস্য দূর করা; 5 সতর্ক করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 64)
জবর
(p. 312) jabara বিণ. 1 জাঁকালো (জবর আয়োজন, জবর মজা, জবর উত্সব); 2 চমত্কার, উত্কৃষ্ট (জবর জিনিস); 3 জোরালো (জবর মার, জবর ঘা দিয়েছি); 4 বলিষ্ঠ (জবর পালোয়ান); 5 কঠিন, কঠোর (জবর শাস্তি); 6 নাছোড়বান্দা (জবর লোক); 7 উত্তেজনাজনক; 8 জরুরি (জবর খবর)। [আ. যবর]। ̃ দখল বি. জোর করে দখল, বলপ্রয়োগের দ্বারা বা বেআইনি দখল। বিণ. বলপ্রয়োগের দ্বারা বা বেআইনিভাবে অধিকৃত (জবরদখল জমি)। ̃ দস্ত বিণ. 1 দুর্দান্ত; 2 অত্যন্ত বলবান; 3 অত্যন্ত জুলুমবাজ; অত্যন্ত নাছোড়বান্দা। ̃ দস্তি বি. জুলুম, কঠিন অত্যাচার বা বলপ্রয়োগ। ক্রি-বিণ. বলপ্রয়োগের দ্বারা, জুলুম করে (জবরদস্তি কেড়ে নেওয়া)। 92)
টেন-শন
(p. 347) ṭēna-śana বি. দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ, মানসিক উত্তেজনা। [ইং. tension]। 15)
ড-ভেঞ্চার
(p. 76) ḍa-bhēñcāra বি. উত্তেজনাপূর্ণ ও দুঃসাহসিক কর্মপ্রচেষ্টা; অভিযান। [ইং. adventure]। 21)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073496
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768531
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365859
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720992
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697945
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594569
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545008
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542258

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন